স্বপ্ন যেখানে সার্থক মনোহরদীর বুকে আলোকবর্তিকা হয়ে উঠছে ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ

0
6K

স্বপ্ন যেখানে সার্থক মনোহরদীর বুকে আলোকবর্তিকা হয়ে উঠছে ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ

শিক্ষা শুধু তথ্য ও পরিসংখ্যানের জগৎ নয়; শিক্ষা হলো আলোর সেই প্রজ্বলন, যা একটি জাতিকে এগিয়ে নেয় মানবিকতা, দক্ষতা ও নৈতিকতার পথে। এমন এক আলোকপ্রদীপ হয়ে উঠেছেন মঞ্জিল মোল্লা—যিনি বর্তমান সময়ের অন্যতম প্রগতিশীল, বহুমাত্রিক এবং মানবিক শিক্ষাবিদ। তিনি শুধু একজন অধ্যক্ষই নন, তিনি একজন নির্মাতা—ভবিষ্যতের সম্ভাবনাময় নেতৃত্ব গড়ার কারিগর।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ইন ইংলিশ এবং এম.এড ইন TESOL ডিগ্রিধারী এই শিক্ষাবিদ ‘Brave Jubilant Scholars of Monohardi Model College (bjsm model college) প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার স্বপ্নের আলয় নির্মাণ করেছেন। প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপালের দায়িত্বে থেকে তিনি কলেজটিকে এমন এক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করতে নিরলস পরিশ্রম করছেন, যেখানে পরীক্ষার নম্বর নয়—মূল্যবোধ, ভাষা দক্ষতা ও গ্লোবাল চেতনার চর্চা বেশি গুরুত্ব পায়।

একটি স্বপ্ন, একটি সংগ্রাম, একটি দৃষ্টান্ত

মঞ্জিল স্যার বারবার বলেন—"স্বপ্ন যেখানে সার্থক..."
এটি শুধু একটি স্লোগান নয়, এটি একটি দর্শন। তাঁর নেতৃত্বে কলেজটিতে তৈরি হয়েছে এমন এক একাডেমিক পরিবেশ, যেখানে দুর্বল শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তোলা হয়; "Spoken English" ক্লাসের মাধ্যমে গড়ে তোলা হয় আন্তর্জাতিক মানের ‘Global Citizen’।

শিক্ষার মানোন্নয়নে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দ, অত্যাধুনিক শ্রেণিকক্ষ, পরিবেশ নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়মুখী পাঠ্যক্রম ও অভ্যাসগত মূল্যায়ন। প্রতিদিনের উপস্থিতি যাচাই, অভিভাবকের সঙ্গে সরাসরি যোগাযোগ, নিয়মিত পরীক্ষা ও ফলাফল বিশ্লেষণ এই কলেজের অনন্য দিক।

আলোকিত নেতৃত্বে একটি নবদিগন্ত

শিক্ষকদের পেছনে থেকে নয়, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মঞ্জিল স্যার। কলেজে নিয়োগ থেকে শুরু করে একাডেমিক পরিকল্পনা, ছাত্রছাত্রীদের ক্লাব গঠন, হোস্টেল সুবিধা, ভর্তি প্রক্রিয়া—সবকিছুতে রয়েছে তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধান।

শুধু তাই নয়, তরুণ শিক্ষকদের মধ্যে অন্যতম একজন, ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ এর প্রভাষক - তৌফিক সুলতান স্যার, যিনি ঘাগটিয়া চালা মডেল হাইস্কুল, ভাওয়াল ইসলামিক ক্যাডেট একাডেমি এবং একাধিক প্রতিষ্ঠানে শিক্ষাদান ও সাহিত্যচর্চার অভিজ্ঞতা নিয়ে এখন কলেজটির সহযোদ্ধা। তিনি বলেন—
“মঞ্জিল স্যার একজন মানবিক নেতা, যিনি শুধু প্রতিষ্ঠানের নয়—আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদেরও স্বপ্ন দেখান।”

স্যার তৌফিক সুলতান জানান, বর্তমানের প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রমের সময় কলেজ কর্তৃপক্ষ বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের সুবিধাদি তুলে ধরছেন, বিশেষ করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে “লাইলি-সিরাজ ফাউন্ডেশন”-এর বৃত্তি, এ+ প্রাপ্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা ও হোস্টেল সুবিধা।

শিক্ষা মানেই মানবিকতা, শিক্ষা মানেই নেতৃত্ব

এই কলেজে শুধুমাত্র একাডেমিক চর্চা নয়; রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তরুণ লেখক ক্লাব, ডিবেট ক্লাব, ইউনিভার্সিটি ভর্তি প্রোগ্রাম, কালচারাল ক্লাস এবং আরও অনেক সৃজনশীল উদ্যোগ।
এই প্রতিষ্ঠান তার শিক্ষার্থীদের শুধু পাশ করিয়ে তুলছে না, তাদের তৈরি করছে একবিংশ শতাব্দীর নৈতিক, দক্ষ ও মানবিক নেতৃত্বে পরিণত করার জন্য।

এক অনন্য ঠিকানা ব্রেভ জুবিল্যান্ট স্কলার্স অফ মনোহরদী মডেল কলেজ (বি.জে.এস.এম মডেল কলেজ)

bjsm model college – Brave Jubilant Scholars of Monohardi Model College
EIIN: 140263
পরিচালনায়: লাইলি-সিরাজ ফাউন্ডেশন
বিভাগ: বিজ্ঞান | মানবিক | ব্যবসায় শিক্ষা
ওয়েবসাইট: https://deb140263.dhakaeducationboard.gov.bd

বর্তমানে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি চলছে সরকারি নির্দেশনা অনুযায়ী। মনোহরদীর বুকে এমন এক শিক্ষানুরাগী প্রচেষ্টায় জন্ম নিচ্ছে নতুন একটি আস্থার বাতিঘর—বি.জে.এস.এম মডেল কলেজ, যা একদিন বিশ্বদরবারে বাংলাদেশের একটি শিক্ষাগত পরিচিতি হয়ে উঠবে—এই আশাই আমাদের।

"জ্ঞানার্জন হোক মানবিক নেতৃত্বের হাতিয়ার,
বি জে এস এম মডেল কলেজ হোক তার শ্রেষ্ঠ প্রস্তুতকারক।

— তৌফিক সুলতান 

 

তৌফিকা সুলতানা ,মনোহরদী, নরসিংদী।

bjsmmodelcollege@gmail.com

Search
Categories
Read More
Games
Genshin Impact : Guide de la quête Guili
Guide de la quête Guili Certaines missions dans Genshin Impact peuvent présenter un...
By Xtameem Xtameem 2025-10-30 09:22:38 0 500
Bangladesh
খুলনা বটিয়াঘাটা উপজেলার রাস্তা ঘাটের বেহাল দশা
খুলনা বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে একটি রাস্তার চিত্র  রিপোর্টার ...
By Rudra Biswas 2025-08-05 05:45:09 0 6K
Games
Chicken Run Sequel: Dawn of the Nugget on Netflix
Chicken Run Sequel Announcement More than 20 years after escaping their coop and starting a new...
By Xtameem Xtameem 2025-09-30 01:47:11 0 1K
Games
Harry Potter Stage Production: 20,000 New Seats Added
Exciting News: Additional 20,000 Seats Available for Harry Potter Stage Production The...
By Xtameem Xtameem 2025-09-29 02:00:03 0 1K
Bangladesh
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে বুধবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিক...
By Md Rabiul Alam 2025-09-10 18:12:58 0 3K
Eidok https://eidok.com