0 Commenti
0 condivisioni
572 Views
0 Anteprima
Elenco
Scopri nuove persone e i loro amici a quattro zampe, e fai nuove amicizie
-
Effettua l'accesso per mettere mi piace, condividere e commentare!
-
0 Commenti 0 condivisioni 573 Views 0 Anteprima
-
0 Commenti 0 condivisioni 549 Views 0 Anteprima
-
https://eyenewsbd.com/articles/read/paoa-gel-kushtija-shhre-ojnat-lasher-prichj_17689.html0 Commenti 0 condivisioni 713 Views 0 Anteprima
-
0 Commenti 0 condivisioni 557 Views 0 Anteprima1
-
0 Commenti 0 condivisioni 742 Views 0 Anteprima
-
চাটখিলে মাদকমুক্ত আদর্শ গ্রাম গড়ে তুলতে মতবিনিময়
নোয়াখালীর চাটখিল উপজেলার মেঘা গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ আগষ্ট) এলাকাবাসীর আয়োজনে উপজেলার মেঘা কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল ও সালেহ আহাম্মদ বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত ব্যক্তি আছেন তারা ছাড়া তাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদের যুব সমাজে মাদকের উপর আসক্তি বাড়ছে যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। একজন মাদক সেবী তার পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, সে তার নিজেকে ধ্বংস করে, তার পরিবারকে ধ্বংস করে এবং সমাজটাকেও ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে চাটখিল উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আপনারা মাদক সেবন বা ক্রয় বিক্রয় বিষয়ে জানালে সাথে সাথেই পুলিশ চলে আসবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতে এসে মাদক কারবারি কে সাথে সাথে সাজা প্রদান করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেরিটেজ রিয়েল এস্টেড লিঃ এর চেয়ারম্যান জাফর আহমদ, সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ।
আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি সচিব মোহাম্মদ হানিফ, ধাঁনশালিক মিডিয়া সেন্টারের চেয়ারম্যান দিদারুল ইসলাম, হুমায়ূন কবির, সাইফুল ইসলাম মহিন, ইসমাইল হোসেন পাটোয়ারী, আবু তৈয়ব, আলমগীর কবির লিটন, কাজী শাহাজাহান মাসুদ, আব্দুর রহমান প্রমুখ।চাটখিলে মাদকমুক্ত আদর্শ গ্রাম গড়ে তুলতে মতবিনিময় নোয়াখালীর চাটখিল উপজেলার মেঘা গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৯ আগষ্ট) এলাকাবাসীর আয়োজনে উপজেলার মেঘা কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল ও সালেহ আহাম্মদ বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত ব্যক্তি আছেন তারা ছাড়া তাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদের যুব সমাজে মাদকের উপর আসক্তি বাড়ছে যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। একজন মাদক সেবী তার পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, সে তার নিজেকে ধ্বংস করে, তার পরিবারকে ধ্বংস করে এবং সমাজটাকেও ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে চাটখিল উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আপনারা মাদক সেবন বা ক্রয় বিক্রয় বিষয়ে জানালে সাথে সাথেই পুলিশ চলে আসবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতে এসে মাদক কারবারি কে সাথে সাথে সাজা প্রদান করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেরিটেজ রিয়েল এস্টেড লিঃ এর চেয়ারম্যান জাফর আহমদ, সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ। আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি সচিব মোহাম্মদ হানিফ, ধাঁনশালিক মিডিয়া সেন্টারের চেয়ারম্যান দিদারুল ইসলাম, হুমায়ূন কবির, সাইফুল ইসলাম মহিন, ইসমাইল হোসেন পাটোয়ারী, আবু তৈয়ব, আলমগীর কবির লিটন, কাজী শাহাজাহান মাসুদ, আব্দুর রহমান প্রমুখ।1 Commenti 1 condivisioni 3K Views 0 Anteprima
3
-
0 Commenti 0 condivisioni 593 Views 0 Anteprima
-
চাটখিলে ৪ মাদক সেবী যুবকের ৩ মাসের কারাদন্ড
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান গতকাল শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ মাদক সেবী যুবককে প্রত্যেকের ৩ মাসের কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা করেন। দন্ডিত মাদক সেবীরা হচ্ছে, উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চান হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে মোঃ তারেক (২২), মনতাজ কবিরাজ বাড়ির আনিসুর রহমানের ছেলে মোঃ আহাদ (২৩), লক্ষণ বাড়ির আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২৯) ও লালমোহন ভোলার হাবিবুল্লাহর ছেলে তামজিদ হোসেন (১৯)।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, এই ৪ মাদক সেবী গাঁজা সেবনের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে নারায়ানপুরে উপেন্দ্র কবিরাজ বাড়ির সুপারি বাগানে মাদক সেবন অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে বেলাল মার্কেটে নিয়ে আনে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশের একটি টিম সহ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারায় তাদেরকে এই দন্ড প্রদান করেন। মাদক সেবী ৪ জনকে আজ শনিবার সকালে নোয়াখালী জেলে প্রেরণ করা হয়েছে।চাটখিলে ৪ মাদক সেবী যুবকের ৩ মাসের কারাদন্ড চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান গতকাল শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ মাদক সেবী যুবককে প্রত্যেকের ৩ মাসের কারাদন্ড ও ২ শত টাকা করে জরিমানা করেন। দন্ডিত মাদক সেবীরা হচ্ছে, উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চান হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে মোঃ তারেক (২২), মনতাজ কবিরাজ বাড়ির আনিসুর রহমানের ছেলে মোঃ আহাদ (২৩), লক্ষণ বাড়ির আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২৯) ও লালমোহন ভোলার হাবিবুল্লাহর ছেলে তামজিদ হোসেন (১৯)। স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, এই ৪ মাদক সেবী গাঁজা সেবনের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে নারায়ানপুরে উপেন্দ্র কবিরাজ বাড়ির সুপারি বাগানে মাদক সেবন অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে বেলাল মার্কেটে নিয়ে আনে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশের একটি টিম সহ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারায় তাদেরকে এই দন্ড প্রদান করেন। মাদক সেবী ৪ জনকে আজ শনিবার সকালে নোয়াখালী জেলে প্রেরণ করা হয়েছে।1 Commenti 0 condivisioni 2K Views 0 Anteprima1
-
https://eyenewsbd.com/articles/read/shhid-khokn-mollar-pribarke-paka-badi-uphar-dil-kushtija-jela-jamajat_17691.html0 Commenti 0 condivisioni 717 Views 0 Anteprima
© 2026 Eidok
Italiano