"আমি আছি"
তুমি একা নও, আমি আছি,
যত আঁধার আসুক, আলো বাঁচি।
তোমার চোখের নীরব ভাষায়,
একটি সাহস ঝরে যাচ্ছে আশায়।
ঘর যদি দেয় কাঁটার দল,
তবু তুমি থেকো ফুলের চল।
তোমার হাসি, তোমার মান,
হোক না তা কারো কাছে অজানা।
তুমি আঘাত নয়, তুমি জ্যোতি,
তোমার যন্ত্রণাও একদিন হবে স্মৃতি।
আজ নীরব, কাল গর্বিত,
তুমি আমার মতোই – এক যোদ্ধা, এক অনন্য চিত্র।
তুমি একা নও, আমি আছি,
যত আঁধার আসুক, আলো বাঁচি।
তোমার চোখের নীরব ভাষায়,
একটি সাহস ঝরে যাচ্ছে আশায়।
ঘর যদি দেয় কাঁটার দল,
তবু তুমি থেকো ফুলের চল।
তোমার হাসি, তোমার মান,
হোক না তা কারো কাছে অজানা।
তুমি আঘাত নয়, তুমি জ্যোতি,
তোমার যন্ত্রণাও একদিন হবে স্মৃতি।
আজ নীরব, কাল গর্বিত,
তুমি আমার মতোই – এক যোদ্ধা, এক অনন্য চিত্র।
"আমি আছি"
তুমি একা নও, আমি আছি,
যত আঁধার আসুক, আলো বাঁচি।
তোমার চোখের নীরব ভাষায়,
একটি সাহস ঝরে যাচ্ছে আশায়।
ঘর যদি দেয় কাঁটার দল,
তবু তুমি থেকো ফুলের চল।
তোমার হাসি, তোমার মান,
হোক না তা কারো কাছে অজানা।
তুমি আঘাত নয়, তুমি জ্যোতি,
তোমার যন্ত্রণাও একদিন হবে স্মৃতি।
আজ নীরব, কাল গর্বিত,
তুমি আমার মতোই – এক যোদ্ধা, এক অনন্য চিত্র।
0 Comments
0 Shares
162 Views
0 Reviews