• চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুছে ভীড়ের মধ্যে চাপা পড়ে ও গরমে হিট স্ট্রোক করে ০১ জন আশেকে রাসুল ইন্তেকাল করেছে।

    যদি কেউ ওনাকে চিনে থাকেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে যোগাযোগ করুন।
    চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুছে ভীড়ের মধ্যে চাপা পড়ে ও গরমে হিট স্ট্রোক করে ০১ জন আশেকে রাসুল ইন্তেকাল করেছে। যদি কেউ ওনাকে চিনে থাকেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে যোগাযোগ করুন।
    0 Comentários 0 Compartilhamentos 12 Visualizações 0 Anterior
  • আজ কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন ।

    জাকির হোসেন।। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন আজ । ১৯৭৬ সালের এ দিনে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মৃত মুন্সী খলিল উদ্দীন ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।

    আদিত্য ১৯৯১ সালে কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

    আদিত্য শাহীন ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সূত্রপাত’ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘দৈনিক আন্দোলনের বাজার’র বার্তা সম্পাদক, ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খোলা কাগজের’ বার্তা সম্পাদক, ২০০৩ সালে ‘দৈনিক পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও একই বছরের মে মাসে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ এ ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও প্রোগ্রাম রিসার্চচার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের গবেষণা ও পাণ্ডলিপি লেখার দায়িত্ব পালন করতেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে তিনি বার্তা সম্পাদক পদে কর্মরত।

    এ সাংবাদিক ১৯৯০ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভেবলুর গালিভার’, ২০১০ সালে কাব্যগ্রন্থ ‘ওগো মোর দেহপ্রভু’ প্রকাশিত হয়। এ ছাড়া তার সম্পাদিত অনেক বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে ‘সান অব দ্য সয়েল’, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মারক গ্রন্থ, চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান নিয়ে সারাদেশের দর্শকদের নিবন্ধনের সংকলন ‘জনভাষ্য’ এর ১ থেকে ৬টি খণ্ড সম্পাদনা। পাশাপাশি ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন ‘নিরীখ’ ও ১৯৯২ সালে ‘ছড়াপত্র ডিনামাইট’ এর সম্পাদনাও করেন।

    আদিত্য মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’ ও নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আদিত্য শাহীন ২০০৪ সালের ৬ ডিসেম্বর লায়লা খালেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তিনি দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী লায়লা ‘ক্রিটিক’ ও ‘পারি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত।

    আদিত্য শাহীনের পছন্দের রং ক্রিম ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন সব ধরনের দেশী খাবার। আর অবসরে তিনি ছবি আঁকতে ও লেখালেখি করতেই পছন্দ করেন।

    তিনি সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৬ সালে কুষ্টিয়ার অনিকস একাডেমির ‘শ্রেষ্ঠ তরুণ সাংবাদিক’ পুরস্কার পান।

    জন্মদিনে জানাই শুভ কামনা।
    আজ কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন । জাকির হোসেন।। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন আজ । ১৯৭৬ সালের এ দিনে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মৃত মুন্সী খলিল উদ্দীন ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। আদিত্য ১৯৯১ সালে কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন। আদিত্য শাহীন ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সূত্রপাত’ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘দৈনিক আন্দোলনের বাজার’র বার্তা সম্পাদক, ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খোলা কাগজের’ বার্তা সম্পাদক, ২০০৩ সালে ‘দৈনিক পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও একই বছরের মে মাসে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ এ ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও প্রোগ্রাম রিসার্চচার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের গবেষণা ও পাণ্ডলিপি লেখার দায়িত্ব পালন করতেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে তিনি বার্তা সম্পাদক পদে কর্মরত। এ সাংবাদিক ১৯৯০ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভেবলুর গালিভার’, ২০১০ সালে কাব্যগ্রন্থ ‘ওগো মোর দেহপ্রভু’ প্রকাশিত হয়। এ ছাড়া তার সম্পাদিত অনেক বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে ‘সান অব দ্য সয়েল’, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মারক গ্রন্থ, চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান নিয়ে সারাদেশের দর্শকদের নিবন্ধনের সংকলন ‘জনভাষ্য’ এর ১ থেকে ৬টি খণ্ড সম্পাদনা। পাশাপাশি ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন ‘নিরীখ’ ও ১৯৯২ সালে ‘ছড়াপত্র ডিনামাইট’ এর সম্পাদনাও করেন। আদিত্য মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’ ও নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আদিত্য শাহীন ২০০৪ সালের ৬ ডিসেম্বর লায়লা খালেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তিনি দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী লায়লা ‘ক্রিটিক’ ও ‘পারি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত। আদিত্য শাহীনের পছন্দের রং ক্রিম ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন সব ধরনের দেশী খাবার। আর অবসরে তিনি ছবি আঁকতে ও লেখালেখি করতেই পছন্দ করেন। তিনি সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৬ সালে কুষ্টিয়ার অনিকস একাডেমির ‘শ্রেষ্ঠ তরুণ সাংবাদিক’ পুরস্কার পান। জন্মদিনে জানাই শুভ কামনা।
    0 Comentários 0 Compartilhamentos 286 Visualizações 0 Anterior
  • চট্টগ্রামের পটিয়া উপজেলাতে বি*ষধর এক সাপের কামড়ে ৩৫ বছর বয়সী এক গৃহিণীর মৃ*ত্যু হয়েছে।আজ দুপুরে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কুর হাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।নি*হ*ত ঐ মহিলার নাম ফেরদৌস বেগম।তিনি বড়লিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।জানা যায় ঘরে কাজ করতে গিয়ে মাছ ধরার একটি জালে হাত দেয়।ঐ জালে থাকা বি*ষধর এক সাপ তাকে কামড় দিলে,পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করে।
    চট্টগ্রামের পটিয়া উপজেলাতে বি*ষধর এক সাপের কামড়ে ৩৫ বছর বয়সী এক গৃহিণীর মৃ*ত্যু হয়েছে।আজ দুপুরে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কুর হাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।নি*হ*ত ঐ মহিলার নাম ফেরদৌস বেগম।তিনি বড়লিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।জানা যায় ঘরে কাজ করতে গিয়ে মাছ ধরার একটি জালে হাত দেয়।ঐ জালে থাকা বি*ষধর এক সাপ তাকে কামড় দিলে,পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করে।
    0 Comentários 0 Compartilhamentos 416 Visualizações 0 Anterior
  • ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন
    গাইবান্ধা, পলাশবাড়ি উপজেলা হাসপাতালে আনার সময় মৃত্যুবরণ করেন,
    মোঃ আশরাফুল মিয়ার
    কন্যা মৃত মোছাঃ মনি আক্তার (১৩) বছর বয়স
    সন্ধ্যার সময় খেলতে গিয়ে
    সাপে কেটে মেয়েটি মারা যায়
    গ্রাম গনেশপুর বাজার কাশিয়াবাড়ি
    বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন!
    !!!......
    সবাইকে সতর্ক করার জন্য বেশি বেশি শেয়ার করবেন প্লিজ বাচ্চাদেরকে সন্ধ্যার পর জেনো খেলতে না দেয় সবাইকে সাবধান করার জন্য অনুরোধ করছি
    ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন গাইবান্ধা, পলাশবাড়ি উপজেলা হাসপাতালে আনার সময় মৃত্যুবরণ করেন, মোঃ আশরাফুল মিয়ার কন্যা মৃত মোছাঃ মনি আক্তার (১৩) বছর বয়স সন্ধ্যার সময় খেলতে গিয়ে সাপে কেটে মেয়েটি মারা যায় গ্রাম গনেশপুর বাজার কাশিয়াবাড়ি বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন! 😭😭😭 !!!...... সবাইকে সতর্ক করার জন্য বেশি বেশি শেয়ার করবেন প্লিজ বাচ্চাদেরকে সন্ধ্যার পর জেনো খেলতে না দেয় সবাইকে সাবধান করার জন্য অনুরোধ করছি 👍
    0 Comentários 0 Compartilhamentos 527 Visualizações 0 Anterior
  • ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে মনোনিত হলেন মাতারবাড়ির ইউসুফ মুন্না

    রাশিয়ার রাজধানী মস্কো শহরে অনুষ্ঠিতব্য ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫ এ মনোনিত হলে মাতারবাড়ির সন্তান ইউসুফ মুন্না। এ অনুষ্ঠানে মুন্না বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন।ফেসবুকে নিজ ওয়ালে তিনি এ সংবাদ জানান। আগমাী ১৩-২৭ সেপ্টেম্বর এই ফেস্টিভ্যাল চলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উৎসবের শুভ উদ্বোধন করবেন।
    ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে মনোনিত হলেন মাতারবাড়ির ইউসুফ মুন্না রাশিয়ার রাজধানী মস্কো শহরে অনুষ্ঠিতব্য ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫ এ মনোনিত হলে মাতারবাড়ির সন্তান ইউসুফ মুন্না। এ অনুষ্ঠানে মুন্না বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন।ফেসবুকে নিজ ওয়ালে তিনি এ সংবাদ জানান। আগমাী ১৩-২৭ সেপ্টেম্বর এই ফেস্টিভ্যাল চলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উৎসবের শুভ উদ্বোধন করবেন।
    0 Comentários 0 Compartilhamentos 410 Visualizações 0 Anterior
  • চট্টগ্রামের ষোলোশহরে বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মা'রা যান মহসিন কলেজ ছাত্রী তানজিবা সাইফুল তিশমা। সন্তান হারিয়ে নিঃস্ব মা-বাবা।
    জানা যায়, তানজিবা মহসিন কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে। পরিবারসহ তিনি নগরীর মুরাদপুর এলাকায় থাকতেন।
    নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার ও স্বজনকে আল্লাহ ধৈর্য্য দিক। (আমিন।)

    বি:দ্র: প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী পোস্ট এডিট করা হয়েছে।
    চট্টগ্রামের ষোলোশহরে বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মা'রা যান মহসিন কলেজ ছাত্রী তানজিবা সাইফুল তিশমা। সন্তান হারিয়ে নিঃস্ব মা-বাবা। জানা যায়, তানজিবা মহসিন কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে। পরিবারসহ তিনি নগরীর মুরাদপুর এলাকায় থাকতেন। নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার ও স্বজনকে আল্লাহ ধৈর্য্য দিক। (আমিন।) বি:দ্র: প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী পোস্ট এডিট করা হয়েছে।
    0 Comentários 0 Compartilhamentos 723 Visualizações 0 Anterior
  • দুবাই বিমানবন্দরে এআই প্রযুক্তির মাধ্যমে সেকেন্ডেই ইমিগ্রেশন..
    https://eyenewsbd.com/articles/read/dubai-bimanbndre-eai-prjuktir-madhjme-sekendei-imigreshn_20457.html
    দুবাই বিমানবন্দরে এআই প্রযুক্তির মাধ্যমে সেকেন্ডেই ইমিগ্রেশন.. https://eyenewsbd.com/articles/read/dubai-bimanbndre-eai-prjuktir-madhjme-sekendei-imigreshn_20457.html
    EYENEWSBD.COM
    দুবাই বিমানবন্দরে এআই প্রযুক্তির মাধ্যমে সেকেন্ডেই ইমিগ্রেশন.. | আই নিউজ বিডি
    দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এআই প্রযুক্তির সহায়তায় ইমিগ্রেশন প্রক্রিয়া মাত্র কয়েক সেকেন্ডেই সম্পন্ন হচ্ছে।..
    Like
    1
    1 Comentários 0 Compartilhamentos 887 Visualizações 0 Anterior
  • ডকুমেন্টরী ফর বাংলাদেশ ........................
    জীবন থেকে নেওয়া", যা একটি সামাজিক সচেতনতা মূলক সিরিজ,
    ডকুমেন্টরী ফর বাংলাদেশ ........................ জীবন থেকে নেওয়া", যা একটি সামাজিক সচেতনতা মূলক সিরিজ,
    Like
    1
    0 Comentários 0 Compartilhamentos 687 Visualizações 16 0 Anterior
  • খাগড়াছড়িতে মায়ের হাতে বালিশ চাপায় মোঃ তৌহিদুল আলম আভান(১.৫) দেড় বছর নামের এক শিশুকে খু'ন করার অভিযোগ পাওয়া গেছে।

    নিহতের পরিবার খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। কেমনে পারে নিজের ছেলে কে মারতে ছিঃ

    যেখানে আমার মেয়েকে বড় একটা ধমক দিলেই ও ঘুমাইলে কতবার যে এটার জন্য সরি বলি,,কত আদর করি,,,নিজেকে কতটা অপরাধী ভাবি আর সেখানে এই মহিলা,,,কেমনে কি? মানে জাস্ট ভেবে পাচ্ছি না যখন বাচ্চাটা শ্বাস নেওয়ার জন্য ছটপট করছিলো এই মহিলা সেটা কেমনে সহ্য করে ছিলো 🥹🥹 কি যে বলি নিউজটা দেখেই মনটা খারাপ হয়ে গেলো কেমনে পারলো ও,,,কত কত মানুষ একটা বাচ্চার জন্য কত আহাজারি করতেছে,,,আর এই মহিলা পেয়ে তাকে কেমনে পারলো মেরে ফেলতে
    খাগড়াছড়িতে মায়ের হাতে বালিশ চাপায় মোঃ তৌহিদুল আলম আভান(১.৫) দেড় বছর নামের এক শিশুকে খু'ন করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। কেমনে পারে নিজের ছেলে কে মারতে ছিঃ 💔 যেখানে আমার মেয়েকে বড় একটা ধমক দিলেই ও ঘুমাইলে কতবার যে এটার জন্য সরি বলি,,কত আদর করি,,,নিজেকে কতটা অপরাধী ভাবি আর সেখানে এই মহিলা,,,কেমনে কি? মানে জাস্ট ভেবে পাচ্ছি না যখন বাচ্চাটা শ্বাস নেওয়ার জন্য ছটপট করছিলো এই মহিলা সেটা কেমনে সহ্য করে ছিলো 🥹🥹 কি যে বলি নিউজটা দেখেই মনটা খারাপ হয়ে গেলো 😥 কেমনে পারলো ও,,,কত কত মানুষ একটা বাচ্চার জন্য কত আহাজারি করতেছে,,,আর এই মহিলা পেয়ে তাকে কেমনে পারলো মেরে ফেলতে 😣😣
    0 Comentários 0 Compartilhamentos 555 Visualizações 0 Anterior
  • মহেশখালীতে মোবাইল ভিত্তিক জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ ২ জন আটক...

    নিজস্ব প্রতিবেদক::
    মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ভিত্তিক জুয়া চক্রের মাস্টার এজেন্ট মোঃ আলাউদ্দিন (৩৫) ও সহযোগী সুজন দে (২৭) আটক হয়েছেন।

    দায়িত্বরত এসআই মোঃ নাছিরের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জন্য থানা হাজাতে নেওয়া হচ্ছে বলে জানা যায় ।

    আইন অনুযায়ী, মোবাইলে জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে জড়িত থাকার অপরাধে ২ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা হতে পারে।
    মহেশখালীতে মোবাইল ভিত্তিক জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ ২ জন আটক... নিজস্ব প্রতিবেদক:: মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পুলিশের বিশেষ অভিযানে মোবাইল ভিত্তিক জুয়া চক্রের মাস্টার এজেন্ট মোঃ আলাউদ্দিন (৩৫) ও সহযোগী সুজন দে (২৭) আটক হয়েছেন। দায়িত্বরত এসআই মোঃ নাছিরের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জন্য থানা হাজাতে নেওয়া হচ্ছে বলে জানা যায় । আইন অনুযায়ী, মোবাইলে জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে জড়িত থাকার অপরাধে ২ বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা হতে পারে।
    Love
    2
    0 Comentários 0 Compartilhamentos 412 Visualizações 0 Anterior
  • বিজয়ী হলে শিক্ষার্থীবান্ধব ইশতেহার বাস্তবায়ন করবেন স্বতন্ত্র প্রার্থী ইমরান মিয়া।

    #সংবাদমুহূর্ত #muhurtonewsnetwork #muhurtonewscommunity #muhurtonewsupdates #muhurtonews #শিক্ষার্থী #ডাকসু #নির্বাচন #স্বতন্ত্রপ্রার্থী #ইমরানমিয়া #BreakingNews #মোসাদ্দেক_রাফিও #MosaddekHossainEmon #Rafio
    বিজয়ী হলে শিক্ষার্থীবান্ধব ইশতেহার বাস্তবায়ন করবেন স্বতন্ত্র প্রার্থী ইমরান মিয়া। #সংবাদমুহূর্ত #muhurtonewsnetwork #muhurtonewscommunity #muhurtonewsupdates #muhurtonews #শিক্ষার্থী #ডাকসু #নির্বাচন #স্বতন্ত্রপ্রার্থী #ইমরানমিয়া #BreakingNews #মোসাদ্দেক_রাফিও #MosaddekHossainEmon #Rafio
    Love
    1
    0 Comentários 0 Compartilhamentos 2KB Visualizações 13 0 Anterior
  • হায় আপসোস শেষ জামানার অবস্থা
    প্রবাসী দুই ভাইয়ের দুই স্ত্রী। দুই ছেলেকে নিয়ে এক সাথে কট খাইছে
    সুন্দরগঞ্জ উপজেলা ৭নং রামজীবন ইউনিয়ন ২নং ওয়ার্ড পশ্চিম রামজীবন ভাটিয়া পাড়া।
    হায় আপসোস শেষ জামানার অবস্থা প্রবাসী দুই ভাইয়ের দুই স্ত্রী। দুই ছেলেকে নিয়ে এক সাথে কট খাইছে সুন্দরগঞ্জ উপজেলা ৭নং রামজীবন ইউনিয়ন ২নং ওয়ার্ড পশ্চিম রামজীবন ভাটিয়া পাড়া।
    Like
    1
    0 Comentários 0 Compartilhamentos 326 Visualizações 0 Anterior
Páginas impulsionada
Eidok App https://eidok.com