• চাটখিলে মাদকমুক্ত আদর্শ গ্রাম গড়ে তুলতে মতবিনিময়

    নোয়াখালীর চাটখিল উপজেলার মেঘা গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    শনিবার (৯ আগষ্ট) এলাকাবাসীর আয়োজনে উপজেলার মেঘা কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    বিশিষ্ট সমাজসেবক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল ও সালেহ আহাম্মদ বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

    প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত ব্যক্তি আছেন তারা ছাড়া তাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদের যুব সমাজে মাদকের উপর আসক্তি বাড়ছে যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। একজন মাদক সেবী তার পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, সে তার নিজেকে ধ্বংস করে, তার পরিবারকে ধ্বংস করে এবং সমাজটাকেও ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে চাটখিল উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আপনারা মাদক সেবন বা ক্রয় বিক্রয় বিষয়ে জানালে সাথে সাথেই পুলিশ চলে আসবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতে এসে মাদক কারবারি কে সাথে সাথে সাজা প্রদান করবে।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেরিটেজ রিয়েল এস্টেড লিঃ এর চেয়ারম্যান জাফর আহমদ, সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ।

    আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি সচিব মোহাম্মদ হানিফ, ধাঁনশালিক মিডিয়া সেন্টারের চেয়ারম্যান দিদারুল ইসলাম, হুমায়ূন কবির, সাইফুল ইসলাম মহিন, ইসমাইল হোসেন পাটোয়ারী, আবু তৈয়ব, আলমগীর কবির লিটন, কাজী শাহাজাহান মাসুদ, আব্দুর রহমান প্রমুখ।
    চাটখিলে মাদকমুক্ত আদর্শ গ্রাম গড়ে তুলতে মতবিনিময় নোয়াখালীর চাটখিল উপজেলার মেঘা গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৯ আগষ্ট) এলাকাবাসীর আয়োজনে উপজেলার মেঘা কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে এবং ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল ও সালেহ আহাম্মদ বিপ্লবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, যে পরিবারের একজন মাদকাসক্ত ব্যক্তি আছেন তারা ছাড়া তাদের কষ্ট কেউ বুঝবে না। আমাদের যুব সমাজে মাদকের উপর আসক্তি বাড়ছে যা আমাদের দেশের জন্য হুমকিস্বরূপ। একজন মাদক সেবী তার পরিবারের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, সে তার নিজেকে ধ্বংস করে, তার পরিবারকে ধ্বংস করে এবং সমাজটাকেও ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে চাটখিল উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আপনারা মাদক সেবন বা ক্রয় বিক্রয় বিষয়ে জানালে সাথে সাথেই পুলিশ চলে আসবে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতে এসে মাদক কারবারি কে সাথে সাথে সাজা প্রদান করবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেরিটেজ রিয়েল এস্টেড লিঃ এর চেয়ারম্যান জাফর আহমদ, সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ। আরো বক্তব্য রাখেন, সাবেক ইউপি সচিব মোহাম্মদ হানিফ, ধাঁনশালিক মিডিয়া সেন্টারের চেয়ারম্যান দিদারুল ইসলাম, হুমায়ূন কবির, সাইফুল ইসলাম মহিন, ইসমাইল হোসেন পাটোয়ারী, আবু তৈয়ব, আলমগীর কবির লিটন, কাজী শাহাজাহান মাসুদ, আব্দুর রহমান প্রমুখ।
    Love
    1
    1 Comments 1 Shares 119 Views 0 Reviews
  • একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য ও আই নিউজ বিডি এর প্রত্যাশা

    জার্নালিজমের মূল ভিত্তি হলো সত্য, নিরপেক্ষতা এবং দায়বদ্ধতা। একটি প্রতিবেদনের মান বিচার করা হয় তার তথ্যের সঠিকতা, বিশ্লেষণক্ষমতা, পাঠকের কাছে সহজবোধ্যতা এবং প্রাসঙ্গিকতার উপর। আজকের তথ্যবহুল সমাজে সংবাদদাতা বা রিপোর্টারদের কাজের গুরুত্ব অত্যন্ত বেড়েছে। একটি আদর্শ প্রতিবেদন সঠিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়, যা পাঠক বা দর্শককে সম্পূর্ণ ও স্পষ্ট ধারণা দেয়।

    আই নিউজ বিডি’র মত একটি বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম সর্বদা প্রত্যাশা করে যে তাদের রিপোর্টার ও সাংবাদিকগণ মানসম্পন্ন, সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও মানবিক প্রতিবেদন করবেন।

    ১। একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য
    ১.১ তথ্যের সঠিকতা (Accuracy)
    একটি আদর্শ প্রতিবেদনের সর্বপ্রথম বৈশিষ্ট্য হল তথ্যের সঠিকতা। সঠিক তথ্য ছাড়া প্রতিবেদন হবে অকেজো, বিভ্রান্তিকর এবং অপপ্রচার সৃষ্টি করতে পারে।

    তথ্যের উৎস নির্ভরযোগ্য হতে হবে।

    ঘটনাস্থল থেকে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করা উচিত।

    গুজব ও অসত্য তথ্যের থেকে দূরে থাকতে হবে।

    ১.২ নিরপেক্ষতা (Objectivity)
    রিপোর্টার বা সাংবাদিকের কোনো ব্যক্তিগত মতামত, পক্ষপাত বা আবেগ প্রতিবেদনকে প্রভাবিত করতে পারে না।

    সংবাদে শুধুমাত্র তথ্য উপস্থাপন করা উচিত।

    প্রতিটি পক্ষের বক্তব্য নেওয়া ও উপস্থাপন করা জরুরি।

    সমালোচনা বা মন্তব্য থাকলে সেটি আলাদা অংশে বা সম্পাদকীয়তে উপস্থাপন করা উচিত।

    ১.৩ সম্পূর্ণতা (Completeness)
    রিপোর্টে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকা আবশ্যক যাতে পাঠক/দর্শক পুরো ঘটনা বুঝতে পারে।

    কারা, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে — এসব প্রশ্নের উত্তর থাকতে হবে। (৫W + ১H)

    ঘটনাস্থল, প্রেক্ষাপট এবং প্রভাব নিয়ে বিস্তারিত থাকা প্রয়োজন।

    ১.৪ প্রাসঙ্গিকতা (Relevance)
    প্রতিবেদন সংশ্লিষ্ট ও পাঠকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হওয়া উচিত।

    খবরের সময়োপযোগিতা থাকতে হবে।

    জনস্বার্থে যে বিষয় গুরুত্বপূর্ণ তা তুলে ধরা উচিত।

    ১.৫ ভাষার সরলতা ও পাঠযোগ্যতা (Clarity and Readability)
    সহজ ও স্পষ্ট ভাষায় লেখা।

    কঠিন শব্দ, জটিল বাক্য ব্যবহার এড়িয়ে চলা।

    প্রাসঙ্গিক শব্দ ব্যবহার এবং তথ্যের সংগতি রাখা।

    ১.৬ গঠন (Structure)
    একটি প্রতিবেদনের গঠন অবশ্যই সুশৃঙ্খল ও পাঠযোগ্য হতে হবে।

    পরিচিতি বা ভূমিকা দিয়ে শুরু।

    মূল বিষয়বস্তু মাঝামাঝি অংশে।

    উপসংহার বা ভবিষ্যৎ প্রভাব নিয়ে শেষ।

    ১.৭ সংক্ষিপ্ততা (Conciseness)
    তথ্য সঠিক পরিমাণে, অতিরিক্ত তথ্য না দিয়ে।

    বিরক্তিকর পুনরাবৃত্তি এড়িয়ে চলা।

    ১.৮ সত্যনিষ্ঠা ও নৈতিকতা (Integrity and Ethics)
    কোনরূপ বিকৃত তথ্য দেয়া যাবেনা।

    ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে হবে।

    বিজ্ঞাপন, প্রভাব বা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করা যাবে না।

    ২। প্রতিবেদন তৈরির গুরুত্বপূর্ণ ধাপ
    ২.১ পরিকল্পনা ও প্রস্তুতি
    কোন বিষয় নিয়ে রিপোর্ট করা হবে তা ঠিক করা।

    প্রয়োজনীয় তথ্যের খোঁজ এবং সাক্ষাৎকারের প্রস্তুতি।

    ২.২ তথ্য সংগ্রহ
    ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ।

    সাক্ষাৎকার ও বর্ণনা সংগ্রহ।

    প্রয়োজনীয় ডকুমেন্ট ও সূত্রাদি সংগ্রহ।

    ২.৩ তথ্য যাচাই-বাছাই
    তথ্যের সত্যতা যাচাই।

    বিভিন্ন দিক থেকে তথ্য যাচাই করে বিপরীতমতাবলির বিবেচনা।

    ২.৪ প্রতিবেদন লেখা
    সংক্ষিপ্ত, স্পষ্ট এবং পাঠক বান্ধব ভাষায় লেখা।

    মূল তথ্য প্রথমে ও বিস্তারিত পরে উপস্থাপন।

    ২.৫ সম্পাদনা ও পুনঃপরীক্ষা
    বানান, ব্যাকরণ, তথ্যবিভ্রাট পরীক্ষা।

    সম্পাদকের মাধ্যমে যাচাই ও প্রুফরিডিং।

    ২.৬ প্রকাশ
    সময়োপযোগী প্রকাশ।

    মাল্টিমিডিয়া উপস্থাপনা (যদি থাকে)।

    ৩। আই নিউজ বিডি কী চায়?
    আই নিউজ বিডি একজন প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক থেকে নিচের গুণাবলী প্রত্যাশা করে:

    ৩.১ সততা ও দায়বদ্ধতা
    তথ্য সংগ্রহে ও প্রতিবেদন লেখায় সর্বদা সততা।

    কখনো গুজব বা ভিত্তিহীন তথ্য পরিবেশন করবেন না।

    নিজের কাজের প্রতি দায়বদ্ধতা।

    ৩.২ নিয়মিত ও সময়মত প্রতিবেদন
    নিয়মিত কাজের মাধ্যমে সক্রিয় থাকা।

    নির্ধারিত সময়ে সংবাদ পাঠানো।

    হঠাৎ গুরুত্বপূর্ণ ঘটনা হলে দ্রুত আপডেট দেওয়া।

    ৩.৩ তথ্যের গভীরতা ও বিশ্লেষণ
    শুধুমাত্র সাধারণ খবর নয়, গভীর বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন।

    পাঠককে নতুন তথ্য ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা।

    ৩.৪ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা
    মানুষের দুর্ভোগ ও সমস্যা ফুটিয়ে তোলা।

    সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা।

    ৩.৫ প্রযুক্তি ও মাল্টিমিডিয়া দক্ষতা
    ভিডিও রিপোর্টিং, ফটো ও অডিও ব্যবহারে দক্ষতা।

    সোশ্যাল মিডিয়ায় কার্যকরী সংবাদ পরিবেশন।

    ৪। প্রতিবেদন তৈরির সময় সতর্কতা
    ৪.১ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা
    অপরাধ বা বিতর্কিত ঘটনায় ব্যক্তির গোপনীয়তা রক্ষা।

    ৪.২ পক্ষপাতিত্ব পরিহার
    কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না রাখা।

    ৪.৩ দায়িত্বশীলতা
    ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা।

    ৪.৪ আইন সম্মত প্রতিবেদন
    দেশের ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য আইন মেনে চলা।

    ৫। আই নিউজ বিডি’র প্রশিক্ষণ ও সহায়তা
    আই নিউজ বিডি নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও দিকনির্দেশনা প্রদান করে থাকে। যাতে তারা সাংবাদিকতা নৈতিকতা, প্রযুক্তি ব্যবহার, অনুসন্ধানী রিপোর্টিং এবং মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করতে পারে।

    একটি আদর্শ প্রতিবেদন শুধু সংবাদ পরিবেশন নয়, তা সমাজের জন্য একটি দায়িত্ব ও দৃষ্টান্ত। আই নিউজ বিডি সেই দৃষ্টান্ত প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করে আমাদের রিপোর্টাররা মানসম্পন্ন, সত্যনিষ্ঠ ও মানবিক প্রতিবেদন করবেন।
    একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য ও আই নিউজ বিডি এর প্রত্যাশা জার্নালিজমের মূল ভিত্তি হলো সত্য, নিরপেক্ষতা এবং দায়বদ্ধতা। একটি প্রতিবেদনের মান বিচার করা হয় তার তথ্যের সঠিকতা, বিশ্লেষণক্ষমতা, পাঠকের কাছে সহজবোধ্যতা এবং প্রাসঙ্গিকতার উপর। আজকের তথ্যবহুল সমাজে সংবাদদাতা বা রিপোর্টারদের কাজের গুরুত্ব অত্যন্ত বেড়েছে। একটি আদর্শ প্রতিবেদন সঠিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয়, যা পাঠক বা দর্শককে সম্পূর্ণ ও স্পষ্ট ধারণা দেয়। আই নিউজ বিডি’র মত একটি বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম সর্বদা প্রত্যাশা করে যে তাদের রিপোর্টার ও সাংবাদিকগণ মানসম্পন্ন, সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও মানবিক প্রতিবেদন করবেন। ১। একটি আদর্শ প্রতিবেদনের বৈশিষ্ট্য ১.১ তথ্যের সঠিকতা (Accuracy) একটি আদর্শ প্রতিবেদনের সর্বপ্রথম বৈশিষ্ট্য হল তথ্যের সঠিকতা। সঠিক তথ্য ছাড়া প্রতিবেদন হবে অকেজো, বিভ্রান্তিকর এবং অপপ্রচার সৃষ্টি করতে পারে। তথ্যের উৎস নির্ভরযোগ্য হতে হবে। ঘটনাস্থল থেকে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ করা উচিত। গুজব ও অসত্য তথ্যের থেকে দূরে থাকতে হবে। ১.২ নিরপেক্ষতা (Objectivity) রিপোর্টার বা সাংবাদিকের কোনো ব্যক্তিগত মতামত, পক্ষপাত বা আবেগ প্রতিবেদনকে প্রভাবিত করতে পারে না। সংবাদে শুধুমাত্র তথ্য উপস্থাপন করা উচিত। প্রতিটি পক্ষের বক্তব্য নেওয়া ও উপস্থাপন করা জরুরি। সমালোচনা বা মন্তব্য থাকলে সেটি আলাদা অংশে বা সম্পাদকীয়তে উপস্থাপন করা উচিত। ১.৩ সম্পূর্ণতা (Completeness) রিপোর্টে সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকা আবশ্যক যাতে পাঠক/দর্শক পুরো ঘটনা বুঝতে পারে। কারা, কি, কখন, কোথায়, কেন এবং কিভাবে — এসব প্রশ্নের উত্তর থাকতে হবে। (৫W + ১H) ঘটনাস্থল, প্রেক্ষাপট এবং প্রভাব নিয়ে বিস্তারিত থাকা প্রয়োজন। ১.৪ প্রাসঙ্গিকতা (Relevance) প্রতিবেদন সংশ্লিষ্ট ও পাঠকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হওয়া উচিত। খবরের সময়োপযোগিতা থাকতে হবে। জনস্বার্থে যে বিষয় গুরুত্বপূর্ণ তা তুলে ধরা উচিত। ১.৫ ভাষার সরলতা ও পাঠযোগ্যতা (Clarity and Readability) সহজ ও স্পষ্ট ভাষায় লেখা। কঠিন শব্দ, জটিল বাক্য ব্যবহার এড়িয়ে চলা। প্রাসঙ্গিক শব্দ ব্যবহার এবং তথ্যের সংগতি রাখা। ১.৬ গঠন (Structure) একটি প্রতিবেদনের গঠন অবশ্যই সুশৃঙ্খল ও পাঠযোগ্য হতে হবে। পরিচিতি বা ভূমিকা দিয়ে শুরু। মূল বিষয়বস্তু মাঝামাঝি অংশে। উপসংহার বা ভবিষ্যৎ প্রভাব নিয়ে শেষ। ১.৭ সংক্ষিপ্ততা (Conciseness) তথ্য সঠিক পরিমাণে, অতিরিক্ত তথ্য না দিয়ে। বিরক্তিকর পুনরাবৃত্তি এড়িয়ে চলা। ১.৮ সত্যনিষ্ঠা ও নৈতিকতা (Integrity and Ethics) কোনরূপ বিকৃত তথ্য দেয়া যাবেনা। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে হবে। বিজ্ঞাপন, প্রভাব বা অন্য কোনো অনৈতিক উদ্দেশ্যে সংবাদ পরিবেশন করা যাবে না। ২। প্রতিবেদন তৈরির গুরুত্বপূর্ণ ধাপ ২.১ পরিকল্পনা ও প্রস্তুতি কোন বিষয় নিয়ে রিপোর্ট করা হবে তা ঠিক করা। প্রয়োজনীয় তথ্যের খোঁজ এবং সাক্ষাৎকারের প্রস্তুতি। ২.২ তথ্য সংগ্রহ ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ তথ্য সংগ্রহ। সাক্ষাৎকার ও বর্ণনা সংগ্রহ। প্রয়োজনীয় ডকুমেন্ট ও সূত্রাদি সংগ্রহ। ২.৩ তথ্য যাচাই-বাছাই তথ্যের সত্যতা যাচাই। বিভিন্ন দিক থেকে তথ্য যাচাই করে বিপরীতমতাবলির বিবেচনা। ২.৪ প্রতিবেদন লেখা সংক্ষিপ্ত, স্পষ্ট এবং পাঠক বান্ধব ভাষায় লেখা। মূল তথ্য প্রথমে ও বিস্তারিত পরে উপস্থাপন। ২.৫ সম্পাদনা ও পুনঃপরীক্ষা বানান, ব্যাকরণ, তথ্যবিভ্রাট পরীক্ষা। সম্পাদকের মাধ্যমে যাচাই ও প্রুফরিডিং। ২.৬ প্রকাশ সময়োপযোগী প্রকাশ। মাল্টিমিডিয়া উপস্থাপনা (যদি থাকে)। ৩। আই নিউজ বিডি কী চায়? আই নিউজ বিডি একজন প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিক থেকে নিচের গুণাবলী প্রত্যাশা করে: ৩.১ সততা ও দায়বদ্ধতা তথ্য সংগ্রহে ও প্রতিবেদন লেখায় সর্বদা সততা। কখনো গুজব বা ভিত্তিহীন তথ্য পরিবেশন করবেন না। নিজের কাজের প্রতি দায়বদ্ধতা। ৩.২ নিয়মিত ও সময়মত প্রতিবেদন নিয়মিত কাজের মাধ্যমে সক্রিয় থাকা। নির্ধারিত সময়ে সংবাদ পাঠানো। হঠাৎ গুরুত্বপূর্ণ ঘটনা হলে দ্রুত আপডেট দেওয়া। ৩.৩ তথ্যের গভীরতা ও বিশ্লেষণ শুধুমাত্র সাধারণ খবর নয়, গভীর বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন। পাঠককে নতুন তথ্য ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা। ৩.৪ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা মানুষের দুর্ভোগ ও সমস্যা ফুটিয়ে তোলা। সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা। ৩.৫ প্রযুক্তি ও মাল্টিমিডিয়া দক্ষতা ভিডিও রিপোর্টিং, ফটো ও অডিও ব্যবহারে দক্ষতা। সোশ্যাল মিডিয়ায় কার্যকরী সংবাদ পরিবেশন। ৪। প্রতিবেদন তৈরির সময় সতর্কতা ৪.১ ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা অপরাধ বা বিতর্কিত ঘটনায় ব্যক্তির গোপনীয়তা রক্ষা। ৪.২ পক্ষপাতিত্ব পরিহার কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না রাখা। ৪.৩ দায়িত্বশীলতা ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা। ৪.৪ আইন সম্মত প্রতিবেদন দেশের ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য আইন মেনে চলা। ৫। আই নিউজ বিডি’র প্রশিক্ষণ ও সহায়তা আই নিউজ বিডি নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও দিকনির্দেশনা প্রদান করে থাকে। যাতে তারা সাংবাদিকতা নৈতিকতা, প্রযুক্তি ব্যবহার, অনুসন্ধানী রিপোর্টিং এবং মাল্টিমিডিয়া দক্ষতা অর্জন করতে পারে। একটি আদর্শ প্রতিবেদন শুধু সংবাদ পরিবেশন নয়, তা সমাজের জন্য একটি দায়িত্ব ও দৃষ্টান্ত। আই নিউজ বিডি সেই দৃষ্টান্ত প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করে আমাদের রিপোর্টাররা মানসম্পন্ন, সত্যনিষ্ঠ ও মানবিক প্রতিবেদন করবেন।
    Love
    1
    0 Comments 0 Shares 243 Views 0 Reviews
  • জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ রিপোর্টিং: নিয়ম-কানুন, আইন ও কার্যকর টিপস

    বাংলাদেশের গণমাধ্যমে অপরাধ সংক্রান্ত সংবাদ অনেক গুরুত্ব বহন করে। কারণ অপরাধের খবর জনগণের সচেতনতা বৃদ্ধি করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল করে, অপরাধ দমন ও প্রতিরোধে ভূমিকা রাখে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধের খবর প্রকাশ পেলে তা স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। অপরাধ সংক্রান্ত সংবাদ পরিবেশন সঠিকভাবে ও আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে করা খুবই গুরুত্বপূর্ণ।

    এই আর্টিকেলে আমরা জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ রিপোর্ট করার নিয়ম-কানুন, আইনগত দিক, সতর্কতা ও কার্যকর টিপস নিয়ে আলোচনা করব। এছাড়া আই নিউজ বিডি এর পক্ষ থেকে এই ধরণের প্রতিবেদনগুলোতে যে প্রত্যাশা রয়েছে সেটিও বিস্তারিত তুলে ধরা হবে।

    ১. অপরাধ রিপোর্টিং এর গুরুত্ব
    অপরাধ রিপোর্টিং শুধুমাত্র ঘটনা তুলে ধরা নয়; এটি সমাজে সচেতনতা বৃদ্ধি করে, নির্যাতিতদের সুরক্ষা নিশ্চিত করে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সাহায্য করে। জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধের সঠিক ও সুষ্ঠু সংবাদ পরিবেশন স্থানীয় মানুষকে আরো সুসংহত সমাজ গঠনে ভূমিকা রাখে।

    ২. অপরাধ রিপোর্টিং এর আইনি নিয়ম-কানুন
    ২.১ তথ্য সংগ্রহের সতর্কতা
    তথ্য যাচাই: অপরাধের তথ্য সংগ্রহ করার সময় নিশ্চিত হতে হবে তথ্য সঠিক ও নির্ভুল। রাস্তাঘাটে ছড়িয়ে থাকা গুজব বা অসম্পূর্ণ তথ্য দিয়ে রিপোর্ট করা যাবে না।

    সত্যতা যাচাইয়ের জন্য সর্বদা অফিসিয়াল সূত্র ব্যবহার করুন, যেমন পুলিশ, সরকারি কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী সাক্ষী ইত্যাদি।

    ২.২ ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান রক্ষা
    অপরাধীর নাম, ছবি, ঠিকানা প্রকাশের ক্ষেত্রে আইন অনুযায়ী সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে আদালত বা আইন প্রয়োগকারী সংস্থা থেকে অনুমতি নেওয়া জরুরি হতে পারে।

    অপরাধের শিকার বা ভুক্তভোগীদের সম্মান ও গোপনীয়তা রক্ষা করতে হবে।

    অপ্রয়োজনীয় বিবরণ প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে যাতে করে কারো ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত না হয়।

    ২.৩ মামলার পর্যায় বিবেচনা
    মামলার বিচারাধীন বিষয় নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাতে করে মামলার সুষ্ঠু বিচারে প্রভাব না পড়ে বা পক্ষপাতিত্ব না হয়।

    জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া আবশ্যক।

    ২.৪ আইনি বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা
    দেশের ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্যপ্রযুক্তি আইন ও সাংবাদিকতা সংক্রান্ত অন্যান্য আইন সম্পর্কে অবগত থাকা আবশ্যক।

    অবৈধ তথ্য, গুজব বা অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকতে হবে।

    বাকস্বাধীনতার সীমারেখা ও দায়িত্বের মধ্যে থেকে রিপোর্ট করা উচিত।

    ৩. অপরাধ রিপোর্টিং এর প্রাথমিক ধাপসমূহ
    ৩.১ ঘটনা তদন্ত ও তথ্য সংগ্রহ
    ঘটনাস্থলে গিয়ে নিজের চোখে ঘটনা দেখা।

    প্রত্যক্ষদর্শীদের থেকে নির্ভুল তথ্য গ্রহণ।

    পুলিশ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ।

    যথাসম্ভব নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই।

    ৩.২ রিপোর্ট লেখা ও সংবাদ তৈরি
    সংক্ষিপ্ত ও তথ্যসমৃদ্ধ ভাষায় রিপোর্ট লেখা।

    ঘটনার বিস্তারিত বিবরণ, সময় ও স্থান উল্লেখ।

    সংযুক্তি হিসেবে ছবি বা ভিডিও থাকলে তা অবশ্যই সত্যতা সম্পন্ন হতে হবে।

    ৩.৩ প্রকাশের আগে যাচাই-বাছাই
    সব তথ্য পুনরায় যাচাই করা।

    অপেক্ষাকৃত নাজুক তথ্য ও বিবরণ প্রকাশের ক্ষেত্রে সম্পাদকের পরামর্শ নেওয়া।

    ৪. জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ রিপোর্টিং এর চ্যালেঞ্জ ও সুরক্ষা
    ৪.১ নিরাপত্তা ঝুঁকি
    অপরাধ সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সম্মুখীন হতে হতে পারে হুমকি, বাধা ও আক্রমণের সম্ভাবনা।

    তাই নিজ ও পরিবার ও তথ্যসূত্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

    ৪.২ আইনি জটিলতা ও বিচারাধীন বিষয়
    আদালতের নির্দেশনা বা আইনগত বিধিনিষেধে সংবাদ প্রতিবেদন সীমাবদ্ধ হতে পারে।

    ৪.৩ তথ্যের অভাব ও গুজব
    সঠিক তথ্য সংগ্রহে সময়সাপেক্ষতা ও উৎস সংকট হতে পারে।

    গুজব ও ভুল তথ্য থেকে বিরত থাকা খুবই জরুরি।

    ৫. কার্যকর অপরাধ রিপোর্টিংয়ের টিপস
    ৫.১ নোট নেওয়া
    ঘটনাস্থলে গিয়ে দ্রুত ও সঠিক নোট নিতে হবে।

    নাম, স্থান, সময়, সাক্ষীদের নাম ও বক্তব্য স্পষ্ট করতে হবে।

    ৫.২ সাক্ষাৎকার নেওয়া
    সন্দেহভাজন, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার।

    সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তার বক্তব্য।

    ৫.৩ দৃশ্যমান প্রমাণ সংগ্রহ
    ছবি, ভিডিও ক্লিপ, সিসিটিভি ফুটেজ ইত্যাদি।

    ৫.৪ নৈতিকতা ও দায়িত্ববোধ
    অপরাধীদের ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা।

    ভুক্তভোগীদের সম্মান রক্ষা।

    ৫.৫ রিপোর্টে পক্ষপাতিত্ব থেকে বিরত থাকা
    নিরপেক্ষ ও তথ্যভিত্তিক প্রতিবেদন।

    ৬. আই নিউজ বিডি কী চায় অপরাধ রিপোর্টে?
    ৬.১ সঠিক ও নির্ভরযোগ্য তথ্য
    আই নিউজ বিডি প্রত্যাশা করে জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিবেদনগুলো সর্বদা সত্য ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে হতে হবে। কোনো ধরনের গুজব বা অবিশ্বাস্য তথ্য সংবাদে প্রকাশ করা যাবে না।

    ৬.২ মানবিক ও নৈতিক সাংবাদিকতা
    ভুক্তভোগী ও সাধারণ মানুষের সম্মান রক্ষা নিশ্চিত করতে হবে। সামাজিক সংবেদনশীলতা ও নৈতিকতা সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।

    ৬.৩ সময়োপযোগী ও নিয়মিত রিপোর্টিং
    ঘটনার সঠিক সময়ে সঠিক প্রতিবেদন পাঠানো জরুরি। আই নিউজ বিডি নিয়মিত আপডেট ও সতর্ক সাংবাদিক চাই।

    ৬.৪ ভিডিও ও মাল্টিমিডিয়া রিপোর্টিং
    শুধুমাত্র লিখিত প্রতিবেদন নয়, ভিডিও ফুটেজের মাধ্যমে ঘটনাবলী প্রমাণ সহকারে পরিবেশন করতে হবে, যা পাঠক ও দর্শকের কাছে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে।

    ৬.৫ আইনি ও নৈতিকতা মেনে চলা
    সবসময় দেশের আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্যপ্রযুক্তি আইন ও সাংবাদিকতা নীতিমালা মেনে চলতে হবে।


    জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ সংবাদ পরিবেশন একটি কঠিন ও দায়িত্বশীল কাজ। সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, নিরপেক্ষ ও নৈতিক সাংবাদিকতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আই নিউজ বিডি এই দায়িত্ব পালন করতে আগ্রহী, নিষ্ঠাবান ও সতর্ক সাংবাদিকদের পাশে থাকবে এবং তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও নির্দেশনা দেবে।

    সবার সহযোগিতায় আমরা বাংলাদেশের গণমাধ্যমকে আরো শক্তিশালী ও দৃষ্টান্তমূলক করতে চাই।
    জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ রিপোর্টিং: নিয়ম-কানুন, আইন ও কার্যকর টিপস বাংলাদেশের গণমাধ্যমে অপরাধ সংক্রান্ত সংবাদ অনেক গুরুত্ব বহন করে। কারণ অপরাধের খবর জনগণের সচেতনতা বৃদ্ধি করে, আইনের প্রতি শ্রদ্ধাশীল করে, অপরাধ দমন ও প্রতিরোধে ভূমিকা রাখে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধের খবর প্রকাশ পেলে তা স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। অপরাধ সংক্রান্ত সংবাদ পরিবেশন সঠিকভাবে ও আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে করা খুবই গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে আমরা জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ রিপোর্ট করার নিয়ম-কানুন, আইনগত দিক, সতর্কতা ও কার্যকর টিপস নিয়ে আলোচনা করব। এছাড়া আই নিউজ বিডি এর পক্ষ থেকে এই ধরণের প্রতিবেদনগুলোতে যে প্রত্যাশা রয়েছে সেটিও বিস্তারিত তুলে ধরা হবে। ১. অপরাধ রিপোর্টিং এর গুরুত্ব অপরাধ রিপোর্টিং শুধুমাত্র ঘটনা তুলে ধরা নয়; এটি সমাজে সচেতনতা বৃদ্ধি করে, নির্যাতিতদের সুরক্ষা নিশ্চিত করে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সাহায্য করে। জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধের সঠিক ও সুষ্ঠু সংবাদ পরিবেশন স্থানীয় মানুষকে আরো সুসংহত সমাজ গঠনে ভূমিকা রাখে। ২. অপরাধ রিপোর্টিং এর আইনি নিয়ম-কানুন ২.১ তথ্য সংগ্রহের সতর্কতা তথ্য যাচাই: অপরাধের তথ্য সংগ্রহ করার সময় নিশ্চিত হতে হবে তথ্য সঠিক ও নির্ভুল। রাস্তাঘাটে ছড়িয়ে থাকা গুজব বা অসম্পূর্ণ তথ্য দিয়ে রিপোর্ট করা যাবে না। সত্যতা যাচাইয়ের জন্য সর্বদা অফিসিয়াল সূত্র ব্যবহার করুন, যেমন পুলিশ, সরকারি কর্মকর্তা, প্রত্যক্ষদর্শী সাক্ষী ইত্যাদি। ২.২ ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান রক্ষা অপরাধীর নাম, ছবি, ঠিকানা প্রকাশের ক্ষেত্রে আইন অনুযায়ী সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট ক্ষেত্রে আদালত বা আইন প্রয়োগকারী সংস্থা থেকে অনুমতি নেওয়া জরুরি হতে পারে। অপরাধের শিকার বা ভুক্তভোগীদের সম্মান ও গোপনীয়তা রক্ষা করতে হবে। অপ্রয়োজনীয় বিবরণ প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে যাতে করে কারো ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত না হয়। ২.৩ মামলার পর্যায় বিবেচনা মামলার বিচারাধীন বিষয় নিয়ে রিপোর্ট করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাতে করে মামলার সুষ্ঠু বিচারে প্রভাব না পড়ে বা পক্ষপাতিত্ব না হয়। জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া আবশ্যক। ২.৪ আইনি বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা দেশের ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্যপ্রযুক্তি আইন ও সাংবাদিকতা সংক্রান্ত অন্যান্য আইন সম্পর্কে অবগত থাকা আবশ্যক। অবৈধ তথ্য, গুজব বা অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকতে হবে। বাকস্বাধীনতার সীমারেখা ও দায়িত্বের মধ্যে থেকে রিপোর্ট করা উচিত। ৩. অপরাধ রিপোর্টিং এর প্রাথমিক ধাপসমূহ ৩.১ ঘটনা তদন্ত ও তথ্য সংগ্রহ ঘটনাস্থলে গিয়ে নিজের চোখে ঘটনা দেখা। প্রত্যক্ষদর্শীদের থেকে নির্ভুল তথ্য গ্রহণ। পুলিশ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সংগ্রহ। যথাসম্ভব নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই। ৩.২ রিপোর্ট লেখা ও সংবাদ তৈরি সংক্ষিপ্ত ও তথ্যসমৃদ্ধ ভাষায় রিপোর্ট লেখা। ঘটনার বিস্তারিত বিবরণ, সময় ও স্থান উল্লেখ। সংযুক্তি হিসেবে ছবি বা ভিডিও থাকলে তা অবশ্যই সত্যতা সম্পন্ন হতে হবে। ৩.৩ প্রকাশের আগে যাচাই-বাছাই সব তথ্য পুনরায় যাচাই করা। অপেক্ষাকৃত নাজুক তথ্য ও বিবরণ প্রকাশের ক্ষেত্রে সম্পাদকের পরামর্শ নেওয়া। ৪. জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ রিপোর্টিং এর চ্যালেঞ্জ ও সুরক্ষা ৪.১ নিরাপত্তা ঝুঁকি অপরাধ সংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের সম্মুখীন হতে হতে পারে হুমকি, বাধা ও আক্রমণের সম্ভাবনা। তাই নিজ ও পরিবার ও তথ্যসূত্রের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ৪.২ আইনি জটিলতা ও বিচারাধীন বিষয় আদালতের নির্দেশনা বা আইনগত বিধিনিষেধে সংবাদ প্রতিবেদন সীমাবদ্ধ হতে পারে। ৪.৩ তথ্যের অভাব ও গুজব সঠিক তথ্য সংগ্রহে সময়সাপেক্ষতা ও উৎস সংকট হতে পারে। গুজব ও ভুল তথ্য থেকে বিরত থাকা খুবই জরুরি। ৫. কার্যকর অপরাধ রিপোর্টিংয়ের টিপস ৫.১ নোট নেওয়া ঘটনাস্থলে গিয়ে দ্রুত ও সঠিক নোট নিতে হবে। নাম, স্থান, সময়, সাক্ষীদের নাম ও বক্তব্য স্পষ্ট করতে হবে। ৫.২ সাক্ষাৎকার নেওয়া সন্দেহভাজন, ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার। সংশ্লিষ্ট থানার পুলিশ কর্মকর্তার বক্তব্য। ৫.৩ দৃশ্যমান প্রমাণ সংগ্রহ ছবি, ভিডিও ক্লিপ, সিসিটিভি ফুটেজ ইত্যাদি। ৫.৪ নৈতিকতা ও দায়িত্ববোধ অপরাধীদের ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা। ভুক্তভোগীদের সম্মান রক্ষা। ৫.৫ রিপোর্টে পক্ষপাতিত্ব থেকে বিরত থাকা নিরপেক্ষ ও তথ্যভিত্তিক প্রতিবেদন। ৬. আই নিউজ বিডি কী চায় অপরাধ রিপোর্টে? ৬.১ সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আই নিউজ বিডি প্রত্যাশা করে জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিবেদনগুলো সর্বদা সত্য ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভিত্তি করে হতে হবে। কোনো ধরনের গুজব বা অবিশ্বাস্য তথ্য সংবাদে প্রকাশ করা যাবে না। ৬.২ মানবিক ও নৈতিক সাংবাদিকতা ভুক্তভোগী ও সাধারণ মানুষের সম্মান রক্ষা নিশ্চিত করতে হবে। সামাজিক সংবেদনশীলতা ও নৈতিকতা সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। ৬.৩ সময়োপযোগী ও নিয়মিত রিপোর্টিং ঘটনার সঠিক সময়ে সঠিক প্রতিবেদন পাঠানো জরুরি। আই নিউজ বিডি নিয়মিত আপডেট ও সতর্ক সাংবাদিক চাই। ৬.৪ ভিডিও ও মাল্টিমিডিয়া রিপোর্টিং শুধুমাত্র লিখিত প্রতিবেদন নয়, ভিডিও ফুটেজের মাধ্যমে ঘটনাবলী প্রমাণ সহকারে পরিবেশন করতে হবে, যা পাঠক ও দর্শকের কাছে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। ৬.৫ আইনি ও নৈতিকতা মেনে চলা সবসময় দেশের আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্যপ্রযুক্তি আইন ও সাংবাদিকতা নীতিমালা মেনে চলতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ সংবাদ পরিবেশন একটি কঠিন ও দায়িত্বশীল কাজ। সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, নিরপেক্ষ ও নৈতিক সাংবাদিকতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আই নিউজ বিডি এই দায়িত্ব পালন করতে আগ্রহী, নিষ্ঠাবান ও সতর্ক সাংবাদিকদের পাশে থাকবে এবং তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও নির্দেশনা দেবে। সবার সহযোগিতায় আমরা বাংলাদেশের গণমাধ্যমকে আরো শক্তিশালী ও দৃষ্টান্তমূলক করতে চাই।
    Love
    1
    0 Comments 0 Shares 256 Views 0 Reviews
  • ভিডিও নিউজ তৈরির ব্যাপক আলোচনা: বাংলাদেশের প্রেক্ষাপট ও আই নিউজ বিডির দৃষ্টিভঙ্গি

    বর্তমান সময়ে তথ্যের গতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দ্রুত, স্পষ্ট ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভিডিও নিউজ এখনো গণমাধ্যমের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে পরিগণিত। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে ভিডিও নিউজের চাহিদা বৃদ্ধি পেয়েছে, এবং ডিজিটাল যুগে এর প্রভাব ক্রমশ বেড়েই চলেছে।

    আই নিউজ বিডি এ ক্ষেত্রটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে, কারণ আমরা বিশ্বাস করি— ভালো ভিডিও নিউজ তৈরি করে আমরা শুধু তথ্য পৌঁছে দিই না, বরং জনমনে সচেতনতা ও সামাজিক পরিবর্তনও আনি। এই আলোচনায় আমরা বাংলাদেশের ভিডিও নিউজ তৈরির বর্তমান অবস্থা, সমস্যা ও সুযোগ-সুবিধা বিশ্লেষণ করব এবং আই নিউজ বিডির নীতি, উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরব।

    বাংলাদেশের ভিডিও নিউজের বর্তমান অবস্থা: এক নজরে
    বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারে ভিডিও নিউজ একটি দ্রুত বর্ধনশীল মাধ্যম। বিভিন্ন সংবাদ সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল, এবং স্বতন্ত্র সাংবাদিকরা এখন ভিডিওর মাধ্যমে দ্রুত খবর পরিবেশন করছেন। কিন্তু এর সাথে জড়িত রয়েছে কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা, যেমন—

    প্রযুক্তিগত অভাব: অনেক সংবাদকর্মীর কাছে উচ্চমানের ক্যামেরা, সাউন্ড ও এডিটিং সফটওয়্যার নেই।

    প্রফেশনাল গাইডলাইন ও প্রশিক্ষণের অভাব: অধিকাংশ সময় রিপোর্টাররা ভিডিও নিউজ তৈরিতে দক্ষ নয়, ফলে মান নিয়ন্ত্রণ ব্যাহত হয়।

    কনটেন্টের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা: প্রায়ই দেখা যায় বানোয়াট বা অসম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিও নিউজ তৈরি হয়, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাস করে।

    আর্থিক ও মানবসম্পদের সীমাবদ্ধতা: ছোট ছোট নিউজ আউটলেটগুলোতে ভিডিও প্রোডাকশনে যথাযথ বাজেট বা প্রশিক্ষিত কর্মী থাকে না।

    এই সীমাবদ্ধতা অতিক্রম করে ভিডিও নিউজের মানোন্নয়ন ও সঠিক ব্যবহারে ‘আই নিউজ বিডি’ বিশেষ গুরুত্ব দেয়।

    আই নিউজ বিডির ভিডিও নিউজ সংক্রান্ত দর্শন ও উদ্দেশ্য
    আমাদের মিশন হলো:

    গণমাধ্যমে তথ্যপ্রবাহের গতিশীলতা বৃদ্ধি করা।

    সঠিক ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

    ভিডিও নিউজের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর সরাসরি পৌঁছে দেওয়া।

    প্রতিটি অঞ্চল ও শ্রেণীর মানুষের সংবাদ উপস্থাপন করা।

    রিপোর্টার ও কন্ট্রিবিউটরদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান।

    আই নিউজ বিডির ভিডিও নিউজ তৈরির নীতি তিনটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত—

    ১. মান (Quality)
    শুধুমাত্র দ্রুত নয়, যথাযথ তথ্য এবং সঠিক উপস্থাপনায় ভিডিও তৈরি করা।

    ২. সততা (Integrity)
    বিষয়বস্তুতে কোন রকম ভ্রান্তি, অনুমান বা অপপ্রচার না থাকা।

    ৩. নিয়মিততা (Consistency)
    প্রতিনিয়ত ভিডিও নিউজ প্রকাশের মাধ্যমে একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

    ভিডিও নিউজ তৈরির জন্য আই নিউজ বিডির কাঠামো
    আমাদের ভিডিও নিউজ তৈরির প্রক্রিয়া এবং দিকনির্দেশনা অন্তর্ভুক্ত—

    বিষয় নির্বাচন ও গবেষণা
    খবরের গুরুত্ব বুঝে প্রাসঙ্গিক বিষয় বাছাই করা।

    ঘটনাস্থলে নিজে গিয়ে সত্যতা যাচাই করা।

    প্রাসঙ্গিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও বক্তব্য নেওয়া।

    ভিডিওগ্রাফি
    মোবাইল বা ক্যামেরা সঠিকভাবে ব্যবহার করা।

    ক্যামেরা স্থির রাখা এবং প্রয়োজনমত প্যান, জুম করা।

    আলো ও শব্দের যথাযথ ব্যাবস্থা রাখা।

    এডিটিং ও প্রোডাকশন
    ভিডিওর অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলা।

    সাবটাইটেল, টাইটেল, গ্রাফিক্স যোগ করা।

    সাউন্ড মিক্সিং করে ভিডিওর মান উন্নত করা।

    প্রকাশনা ও প্রচার
    সঠিক সময়ে এবং সঠিক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করা।

    দর্শকের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে দেখা এবং বিশ্লেষণ করা।

    বাংলাদেশের ভিডিও নিউজের সমস্যা ও সমাধান: আই নিউজ বিডির ভূমিকা
    বাংলাদেশে অনেক রিপোর্টার এখনও ভিডিও নিউজের ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা অর্জন করেননি। এর ফলে মানসম্পন্ন ভিডিও নিউজ তৈরি কঠিন। আই নিউজ বিডি এই সমস্যার মোকাবিলায় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছে—

    প্রশিক্ষণ কর্মশালা: আমাদের নিয়মিত প্রশিক্ষণ সেশন ও মিটিংয়ের মাধ্যমে রিপোর্টারদের ভিডিওর টেকনিক্যাল দিক সম্পর্কে শিক্ষা দেয়া।

    গাইডলাইন ও টিউটোরিয়াল: রিপোর্টারদের জন্য ভিডিও তৈরির সহজ এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান।

    মান নিয়ন্ত্রণ ব্যবস্থা: ভিডিও নিউজ আপলোডের আগে মান যাচাই করা ও পরামর্শ প্রদান।

    প্রযুক্তি সহযোগিতা: প্রয়োজন অনুযায়ী ক্যামেরা, মাইক্রোফোন ও এডিটিং সফটওয়্যার সরবরাহ করা।

    রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য নির্দেশিকা
    ভিডিও তৈরির সময় বিবেচ্য বিষয়সমূহ
    প্রস্তুতি: নিউজ বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা রাখা।

    ভিডিও শট: পরিষ্কার, স্থির এবং প্রাসঙ্গিক শট গ্রহণ করা।

    সাউন্ড: শব্দের মান উন্নত করতে মাইক্রোফোন ব্যবহার ও ব্যাকগ্রাউন্ড শব্দ কমানো।

    সম্পাদনা: গল্পের ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও সম্পাদন করা।

    থামনেইল: আকর্ষণীয় ও বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ থামনেইল ব্যবহার করা।

    সংবাদ পরিবেশনের নীতি
    নিরপেক্ষতা বজায় রাখা।

    অপপ্রচার ও গুজব থেকে দূরে থাকা।

    সাধারণ মানুষের কষ্ট ও সাফল্য উভয় দিক তুলে ধরা।

    তথ্য যাচাই করা।

    মানবাধিকার ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

    ভবিষ্যত পরিকল্পনা ও উদ্যোগ
    আই নিউজ বিডি ভিডিও নিউজ তৈরিতে আরও উচ্চ মান প্রতিষ্ঠার লক্ষ্যে–

    ডেডিকেটেড ভিডিও রিপোর্টিং টিম গঠন।

    উন্নত ভিডিও সরঞ্জামাদি সংগ্রহ।

    নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপ।

    প্রযুক্তিগত সহযোগিতা ও উন্নয়ন।

    সবার জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ।

    ভিডিও নিউজ এখন শুধু খবর প্রকাশের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম যা মানুষের জীবন ও সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। বাংলাদেশে এই মাধ্যমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ‘আই নিউজ বিডি’ নিবেদিতপ্রাণভাবে কাজ করে যাচ্ছে।

    আমাদের প্রত্যাশা, আমাদের রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টরা ভিডিও নিউজ তৈরির প্রতিটি ধাপে এই নীতিমালা মেনে চলবে, দক্ষতা বাড়াবে এবং জনসাধারণের জন্য মানসম্মত সংবাদ পরিবেশন নিশ্চিত করবে।
    ভিডিও নিউজ তৈরির ব্যাপক আলোচনা: বাংলাদেশের প্রেক্ষাপট ও আই নিউজ বিডির দৃষ্টিভঙ্গি বর্তমান সময়ে তথ্যের গতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দ্রুত, স্পষ্ট ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভিডিও নিউজ এখনো গণমাধ্যমের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হিসেবে পরিগণিত। বাংলাদেশেও গত কয়েক বছর ধরে ভিডিও নিউজের চাহিদা বৃদ্ধি পেয়েছে, এবং ডিজিটাল যুগে এর প্রভাব ক্রমশ বেড়েই চলেছে। আই নিউজ বিডি এ ক্ষেত্রটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে, কারণ আমরা বিশ্বাস করি— ভালো ভিডিও নিউজ তৈরি করে আমরা শুধু তথ্য পৌঁছে দিই না, বরং জনমনে সচেতনতা ও সামাজিক পরিবর্তনও আনি। এই আলোচনায় আমরা বাংলাদেশের ভিডিও নিউজ তৈরির বর্তমান অবস্থা, সমস্যা ও সুযোগ-সুবিধা বিশ্লেষণ করব এবং আই নিউজ বিডির নীতি, উদ্দেশ্য ও প্রত্যাশা তুলে ধরব। বাংলাদেশের ভিডিও নিউজের বর্তমান অবস্থা: এক নজরে বাংলাদেশে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রসারে ভিডিও নিউজ একটি দ্রুত বর্ধনশীল মাধ্যম। বিভিন্ন সংবাদ সংস্থা, অনলাইন নিউজ পোর্টাল, এবং স্বতন্ত্র সাংবাদিকরা এখন ভিডিওর মাধ্যমে দ্রুত খবর পরিবেশন করছেন। কিন্তু এর সাথে জড়িত রয়েছে কিছু চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা, যেমন— প্রযুক্তিগত অভাব: অনেক সংবাদকর্মীর কাছে উচ্চমানের ক্যামেরা, সাউন্ড ও এডিটিং সফটওয়্যার নেই। প্রফেশনাল গাইডলাইন ও প্রশিক্ষণের অভাব: অধিকাংশ সময় রিপোর্টাররা ভিডিও নিউজ তৈরিতে দক্ষ নয়, ফলে মান নিয়ন্ত্রণ ব্যাহত হয়। কনটেন্টের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা: প্রায়ই দেখা যায় বানোয়াট বা অসম্পূর্ণ তথ্য দিয়ে ভিডিও নিউজ তৈরি হয়, যা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হ্রাস করে। আর্থিক ও মানবসম্পদের সীমাবদ্ধতা: ছোট ছোট নিউজ আউটলেটগুলোতে ভিডিও প্রোডাকশনে যথাযথ বাজেট বা প্রশিক্ষিত কর্মী থাকে না। এই সীমাবদ্ধতা অতিক্রম করে ভিডিও নিউজের মানোন্নয়ন ও সঠিক ব্যবহারে ‘আই নিউজ বিডি’ বিশেষ গুরুত্ব দেয়। আই নিউজ বিডির ভিডিও নিউজ সংক্রান্ত দর্শন ও উদ্দেশ্য আমাদের মিশন হলো: গণমাধ্যমে তথ্যপ্রবাহের গতিশীলতা বৃদ্ধি করা। সঠিক ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। ভিডিও নিউজের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর সরাসরি পৌঁছে দেওয়া। প্রতিটি অঞ্চল ও শ্রেণীর মানুষের সংবাদ উপস্থাপন করা। রিপোর্টার ও কন্ট্রিবিউটরদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান। আই নিউজ বিডির ভিডিও নিউজ তৈরির নীতি তিনটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত— ১. মান (Quality) শুধুমাত্র দ্রুত নয়, যথাযথ তথ্য এবং সঠিক উপস্থাপনায় ভিডিও তৈরি করা। ২. সততা (Integrity) বিষয়বস্তুতে কোন রকম ভ্রান্তি, অনুমান বা অপপ্রচার না থাকা। ৩. নিয়মিততা (Consistency) প্রতিনিয়ত ভিডিও নিউজ প্রকাশের মাধ্যমে একটি বিশ্বস্ত সংবাদ মাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। ভিডিও নিউজ তৈরির জন্য আই নিউজ বিডির কাঠামো আমাদের ভিডিও নিউজ তৈরির প্রক্রিয়া এবং দিকনির্দেশনা অন্তর্ভুক্ত— বিষয় নির্বাচন ও গবেষণা খবরের গুরুত্ব বুঝে প্রাসঙ্গিক বিষয় বাছাই করা। ঘটনাস্থলে নিজে গিয়ে সত্যতা যাচাই করা। প্রাসঙ্গিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও বক্তব্য নেওয়া। ভিডিওগ্রাফি মোবাইল বা ক্যামেরা সঠিকভাবে ব্যবহার করা। ক্যামেরা স্থির রাখা এবং প্রয়োজনমত প্যান, জুম করা। আলো ও শব্দের যথাযথ ব্যাবস্থা রাখা। এডিটিং ও প্রোডাকশন ভিডিওর অপ্রয়োজনীয় অংশ ছেঁটে ফেলা। সাবটাইটেল, টাইটেল, গ্রাফিক্স যোগ করা। সাউন্ড মিক্সিং করে ভিডিওর মান উন্নত করা। প্রকাশনা ও প্রচার সঠিক সময়ে এবং সঠিক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করা। দর্শকের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে দেখা এবং বিশ্লেষণ করা। বাংলাদেশের ভিডিও নিউজের সমস্যা ও সমাধান: আই নিউজ বিডির ভূমিকা বাংলাদেশে অনেক রিপোর্টার এখনও ভিডিও নিউজের ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা অর্জন করেননি। এর ফলে মানসম্পন্ন ভিডিও নিউজ তৈরি কঠিন। আই নিউজ বিডি এই সমস্যার মোকাবিলায় নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করেছে— প্রশিক্ষণ কর্মশালা: আমাদের নিয়মিত প্রশিক্ষণ সেশন ও মিটিংয়ের মাধ্যমে রিপোর্টারদের ভিডিওর টেকনিক্যাল দিক সম্পর্কে শিক্ষা দেয়া। গাইডলাইন ও টিউটোরিয়াল: রিপোর্টারদের জন্য ভিডিও তৈরির সহজ এবং প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান। মান নিয়ন্ত্রণ ব্যবস্থা: ভিডিও নিউজ আপলোডের আগে মান যাচাই করা ও পরামর্শ প্রদান। প্রযুক্তি সহযোগিতা: প্রয়োজন অনুযায়ী ক্যামেরা, মাইক্রোফোন ও এডিটিং সফটওয়্যার সরবরাহ করা। রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য নির্দেশিকা ভিডিও তৈরির সময় বিবেচ্য বিষয়সমূহ প্রস্তুতি: নিউজ বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা রাখা। ভিডিও শট: পরিষ্কার, স্থির এবং প্রাসঙ্গিক শট গ্রহণ করা। সাউন্ড: শব্দের মান উন্নত করতে মাইক্রোফোন ব্যবহার ও ব্যাকগ্রাউন্ড শব্দ কমানো। সম্পাদনা: গল্পের ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও সম্পাদন করা। থামনেইল: আকর্ষণীয় ও বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ থামনেইল ব্যবহার করা। সংবাদ পরিবেশনের নীতি নিরপেক্ষতা বজায় রাখা। অপপ্রচার ও গুজব থেকে দূরে থাকা। সাধারণ মানুষের কষ্ট ও সাফল্য উভয় দিক তুলে ধরা। তথ্য যাচাই করা। মানবাধিকার ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থাকা। ভবিষ্যত পরিকল্পনা ও উদ্যোগ আই নিউজ বিডি ভিডিও নিউজ তৈরিতে আরও উচ্চ মান প্রতিষ্ঠার লক্ষ্যে– ডেডিকেটেড ভিডিও রিপোর্টিং টিম গঠন। উন্নত ভিডিও সরঞ্জামাদি সংগ্রহ। নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপ। প্রযুক্তিগত সহযোগিতা ও উন্নয়ন। সবার জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ। ভিডিও নিউজ এখন শুধু খবর প্রকাশের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম যা মানুষের জীবন ও সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার। বাংলাদেশে এই মাধ্যমের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ‘আই নিউজ বিডি’ নিবেদিতপ্রাণভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা, আমাদের রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টরা ভিডিও নিউজ তৈরির প্রতিটি ধাপে এই নীতিমালা মেনে চলবে, দক্ষতা বাড়াবে এবং জনসাধারণের জন্য মানসম্মত সংবাদ পরিবেশন নিশ্চিত করবে।
    0 Comments 0 Shares 256 Views 0 Reviews
  • ভিডিওতে থামনেইল ব্যবহারের গুরুত্ব: আই নিউজ বিডির সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের উদ্দেশ্যে

    প্রিয় রিপোর্টার ও কন্ট্রিবিউটর বন্ধুগণ,

    আজকের সময়ে ভিডিও নিউজের ক্ষেত্রে থামনেইল (Thumbnail) এর গুরুত্ব অপরিসীম। একটি আকর্ষণীয় ও প্রাসঙ্গিক থামনেইল দর্শকদের প্রথম নজর কাড়ে এবং তাদের ভিডিওটি দেখতে প্ররোচিত করে। তাই শুধু ভালো ভিডিও তৈরি করলেই হবে না, ভিডিওর থামনেইলকে সজাগ ও প্রফেশনালভাবে প্রস্তুত করা অতীব জরুরি।

    কেন থামনেইল গুরুত্বপূর্ণ?

    দৃষ্টি আকর্ষণ: সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে হাজারো ভিডিওর মাঝে আপনার ভিডিও যদি একটি ভালো থামনেইল না রাখে, তাহলে তা দর্শকের নজরে আসার সুযোগ কমে যায়।

    বিষয়বস্তুর প্রতিফলন: থামনেইলই ভিডিওর প্রথম ইমপ্রেশন। এটি ভিডিওর বিষয়বস্তু সহজে বোঝাতে সাহায্য করে, তাই অবশ্যই ভিডিওর মূল টপিককে সুন্দর ও পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে হবে।

    ভিউ বাড়াতে সহায়ক: আকর্ষণীয় থামনেইল দর্শকদের ভিডিও ক্লিক করার প্রবণতা বাড়ায়, যার ফলে ভিডিওর ভিউ বেড়ে যায় এবং তা আপনার কাজের প্রতিফলনও শক্তিশালী করে।

    কীভাবে ভালো থামনেইল তৈরি করবেন?

    স্পষ্ট এবং উচ্চমানের ছবি ব্যবহার করুন।

    ভিডিওর প্রধান বিষয়বস্তু বা মুহূর্তের ছবি হোক থামনেইল।

    বেশি লেখা ব্যবহার এড়িয়ে চলুন, থাকলে সংক্ষিপ্ত এবং বড় ফন্টে লিখুন।

    চোখে পড়ার মতো রঙ এবং কন্ট্রাস্ট ব্যবহার করুন।

    যদি সম্ভব হয়, ভিডিওর প্রধান চরিত্র বা বিষয়বস্তুর মুখ দেখানোর চেষ্টা করুন।

    অবশেষে, ভালো থামনেইল তৈরি করা আপনার ভিডিওর জন্য এক প্রকার “মুখবন্ধন”। এটা তৈরি করতে যত্নবান হোন, কারণ এটি দর্শককে আপনার নিউজের সাথে যুক্ত রাখার প্রথম ধাপ।

    আমাদের সবার লক্ষ্য হল ‘আই নিউজ বিডি’ এর মানসম্মত ও প্রভাবশালী সংবাদ পরিবেশন নিশ্চিত করা। তাই ভিডিওর প্রতিটি ছোটখাটো দিকেই যত্ন নিবেন, বিশেষ করে থামনেইলে।

    আপনাদের প্রতিভা এবং নিষ্ঠার প্রতি আমাদের বিশ্বাস অটুট। চলুন, একসাথে আরও ভালো কাজ করি, আরও বেশি মানুষকে সঠিক সংবাদ পৌঁছে দিই।

    শুভকামনা রইল।

    আই নিউজ বিডি পরিবার
    ভিডিওতে থামনেইল ব্যবহারের গুরুত্ব: আই নিউজ বিডির সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের উদ্দেশ্যে প্রিয় রিপোর্টার ও কন্ট্রিবিউটর বন্ধুগণ, আজকের সময়ে ভিডিও নিউজের ক্ষেত্রে থামনেইল (Thumbnail) এর গুরুত্ব অপরিসীম। একটি আকর্ষণীয় ও প্রাসঙ্গিক থামনেইল দর্শকদের প্রথম নজর কাড়ে এবং তাদের ভিডিওটি দেখতে প্ররোচিত করে। তাই শুধু ভালো ভিডিও তৈরি করলেই হবে না, ভিডিওর থামনেইলকে সজাগ ও প্রফেশনালভাবে প্রস্তুত করা অতীব জরুরি। কেন থামনেইল গুরুত্বপূর্ণ? দৃষ্টি আকর্ষণ: সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে হাজারো ভিডিওর মাঝে আপনার ভিডিও যদি একটি ভালো থামনেইল না রাখে, তাহলে তা দর্শকের নজরে আসার সুযোগ কমে যায়। বিষয়বস্তুর প্রতিফলন: থামনেইলই ভিডিওর প্রথম ইমপ্রেশন। এটি ভিডিওর বিষয়বস্তু সহজে বোঝাতে সাহায্য করে, তাই অবশ্যই ভিডিওর মূল টপিককে সুন্দর ও পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে হবে। ভিউ বাড়াতে সহায়ক: আকর্ষণীয় থামনেইল দর্শকদের ভিডিও ক্লিক করার প্রবণতা বাড়ায়, যার ফলে ভিডিওর ভিউ বেড়ে যায় এবং তা আপনার কাজের প্রতিফলনও শক্তিশালী করে। কীভাবে ভালো থামনেইল তৈরি করবেন? স্পষ্ট এবং উচ্চমানের ছবি ব্যবহার করুন। ভিডিওর প্রধান বিষয়বস্তু বা মুহূর্তের ছবি হোক থামনেইল। বেশি লেখা ব্যবহার এড়িয়ে চলুন, থাকলে সংক্ষিপ্ত এবং বড় ফন্টে লিখুন। চোখে পড়ার মতো রঙ এবং কন্ট্রাস্ট ব্যবহার করুন। যদি সম্ভব হয়, ভিডিওর প্রধান চরিত্র বা বিষয়বস্তুর মুখ দেখানোর চেষ্টা করুন। অবশেষে, ভালো থামনেইল তৈরি করা আপনার ভিডিওর জন্য এক প্রকার “মুখবন্ধন”। এটা তৈরি করতে যত্নবান হোন, কারণ এটি দর্শককে আপনার নিউজের সাথে যুক্ত রাখার প্রথম ধাপ। আমাদের সবার লক্ষ্য হল ‘আই নিউজ বিডি’ এর মানসম্মত ও প্রভাবশালী সংবাদ পরিবেশন নিশ্চিত করা। তাই ভিডিওর প্রতিটি ছোটখাটো দিকেই যত্ন নিবেন, বিশেষ করে থামনেইলে। আপনাদের প্রতিভা এবং নিষ্ঠার প্রতি আমাদের বিশ্বাস অটুট। চলুন, একসাথে আরও ভালো কাজ করি, আরও বেশি মানুষকে সঠিক সংবাদ পৌঁছে দিই। শুভকামনা রইল। আই নিউজ বিডি পরিবার
    Like
    1
    0 Comments 0 Shares 239 Views 0 Reviews
  • মোবাইল দিয়ে ভিডিও রিপোর্টিং (Step-by-Step)
    ফ্রেমিং ও কম্পোজিশন

    সাবজেক্ট কোথায় রাখবেন (Rule of Thirds)

    ব্যাকগ্রাউন্ড ক্লিন রাখা

    আলো (Lighting)

    প্রাকৃতিক আলো vs আর্টিফিশিয়াল লাইট

    রাতের সময় ভিডিও ধারণের কৌশল

    অডিও

    মোবাইলের বিল্ট-ইন vs এক্সটার্নাল মাইক্রোফোন

    গোলমেলে পরিবেশে কী করবেন?

    ভিডিও সেটিংস

    Resolution (1080p বা 4K)

    Frame Rate (30fps vs 60fps)

    Stabilization ব্যবহার
    মোবাইল দিয়ে ভিডিও রিপোর্টিং (Step-by-Step) ফ্রেমিং ও কম্পোজিশন সাবজেক্ট কোথায় রাখবেন (Rule of Thirds) ব্যাকগ্রাউন্ড ক্লিন রাখা আলো (Lighting) প্রাকৃতিক আলো vs আর্টিফিশিয়াল লাইট রাতের সময় ভিডিও ধারণের কৌশল অডিও মোবাইলের বিল্ট-ইন vs এক্সটার্নাল মাইক্রোফোন গোলমেলে পরিবেশে কী করবেন? ভিডিও সেটিংস Resolution (1080p বা 4K) Frame Rate (30fps vs 60fps) Stabilization ব্যবহার
    0 Comments 0 Shares 325 Views 0 Reviews
  • জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শ্যামনগরে শপথ গ্রহণ

    রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সাতক্ষীরার শ্যামনগরে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। সবাত গ্রহণ এবং তৎপরবর্তী আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এর আগে সকাল ৯টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের সভাপতিত্বে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএইচএফপিও ডা: জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার রায়, বিএনপি'র প্রতিনিধি আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবির, জামায়েত ইসলামীর প্রতিনিধি শহিদ হোসেন, রেজাউল ইসলাম প্রমূখ।
    এসময় মহিলা ও শিশও বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে কন্ঠ মিলিয়ে ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলার মত শ্যামনগরে উপস্থিত ব্যক্তিবর্গ লাখো কন্ঠের সাথে একতালে শপথ বাক্য পাঠ করেন।
    এর আগে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল নাইম, বীর মুক্তিযোদ্ধা ডা: জিয়াদ আলী, সামিউল মনির, মো: শহিদ হোসেন,রেজাউল ইসলাম প্রমূখ।

    ছবি : লাখো কন্ঠের সাথে তাল মিলিয়ে শ্যামনগরের শপথ বাক্য পাঠ।
    জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শ্যামনগরে শপথ গ্রহণ রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সাতক্ষীরার শ্যামনগরে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলন আয়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। সবাত গ্রহণ এবং তৎপরবর্তী আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৯টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের সভাপতিত্বে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএইচএফপিও ডা: জিয়াউর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার রায়, বিএনপি'র প্রতিনিধি আব্দুল ওয়াহেদ ও সোলায়মান কবির, জামায়েত ইসলামীর প্রতিনিধি শহিদ হোসেন, রেজাউল ইসলাম প্রমূখ। এসময় মহিলা ও শিশও বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাথে কন্ঠ মিলিয়ে ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলার মত শ্যামনগরে উপস্থিত ব্যক্তিবর্গ লাখো কন্ঠের সাথে একতালে শপথ বাক্য পাঠ করেন। এর আগে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন জান্নাতুল নাইম, বীর মুক্তিযোদ্ধা ডা: জিয়াদ আলী, সামিউল মনির, মো: শহিদ হোসেন,রেজাউল ইসলাম প্রমূখ। ছবি : লাখো কন্ঠের সাথে তাল মিলিয়ে শ্যামনগরের শপথ বাক্য পাঠ।
    Like
    1
    0 Comments 0 Shares 800 Views 0 Reviews
  • কেন্দুয়ায় নিখোঁজের ৫ দিন পর হাওর থেকে কৃষকের মরদেহ উদ্ধার
    প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)
    নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের ৫ দিন পর কেনু মিয়া (৫৪) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের হাওর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। কেনু মিয়া টিপ্রা গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।

    পুলিশ ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, কেনু মিয়ার স্ত্রী-সন্তানরা জীবিকার উদ্দেশ্যে ঢাকায় থাকেন। তিনি একাই বাড়িতে থেকে অন্যের জমি বর্গাচাষ করতেন। হাওরের ফসলি জমিতে কাজ করার উদ্দেশ্যে গত বুধবার (১৬ জুলাই) বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে আর বাড়ি ফিরেননি। পরদিন বাড়িতে তার উপস্থিতি দেখতে না পেয়ে স্বজন ও প্রতিবেশিরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

    এদিকে সোমবার দুপুরের দিকে স্থানীয় লোকজন হাওরে কাজ করতে গেলে কেনু মিয়ার পঁচা-গলা মরদেহ তার বর্গা নেওয়া জমিতে পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

    এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পঁচে-গলে গেছে। তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টার্স পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও ওসি জানান।

    নিহতের চাচা আমজাত হোসেন বাচ্চু মিয়া জানান, “কেনু মিয়া আমার ভাতিজা। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কেউ কিছু বলতে পারেনি। অবশেষে আজ হাওরে তার মরদেহ ভেসে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দিই।”

    প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেনু মিয়া তার বর্গা নেওয়া জমিতে কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া না পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

    ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মনে করছেন, অসুস্থতা বা আকস্মিক কোনো দুর্ঘটনার কারণেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা কেনু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

    মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।
    ০১৭১৬৩১৩৩৪৬

    কেন্দুয়ায় নিখোঁজের ৫ দিন পর হাওর থেকে কৃষকের মরদেহ উদ্ধার প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা) নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের ৫ দিন পর কেনু মিয়া (৫৪) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের টিপ্রা গ্রামের হাওর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। কেনু মিয়া টিপ্রা গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে। পুলিশ ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, কেনু মিয়ার স্ত্রী-সন্তানরা জীবিকার উদ্দেশ্যে ঢাকায় থাকেন। তিনি একাই বাড়িতে থেকে অন্যের জমি বর্গাচাষ করতেন। হাওরের ফসলি জমিতে কাজ করার উদ্দেশ্যে গত বুধবার (১৬ জুলাই) বিকেলে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে আর বাড়ি ফিরেননি। পরদিন বাড়িতে তার উপস্থিতি দেখতে না পেয়ে স্বজন ও প্রতিবেশিরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এদিকে সোমবার দুপুরের দিকে স্থানীয় লোকজন হাওরে কাজ করতে গেলে কেনু মিয়ার পঁচা-গলা মরদেহ তার বর্গা নেওয়া জমিতে পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পঁচে-গলে গেছে। তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টার্স পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও ওসি জানান। নিহতের চাচা আমজাত হোসেন বাচ্চু মিয়া জানান, “কেনু মিয়া আমার ভাতিজা। নিখোঁজ হওয়ার পর আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। কেউ কিছু বলতে পারেনি। অবশেষে আজ হাওরে তার মরদেহ ভেসে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দিই।” প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেনু মিয়া তার বর্গা নেওয়া জমিতে কাজ করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া না পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মনে করছেন, অসুস্থতা বা আকস্মিক কোনো দুর্ঘটনার কারণেই এই মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা কেনু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।। ০১৭১৬৩১৩৩৪৬
    0 Comments 0 Shares 890 Views 0 Reviews
  • ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ডের আশঙ্কা

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। নয় বছর আগে উপজেলার সফিরকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ওই সংসারে তাদের ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের এক বছর পর সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাহিনুরের। পরে স্বপন মিয়াকে তালাক দিয়ে মাসুদকে বিয়ে করেন তিনি। শাহিনুরের দ্বিতীয় বিয়ের পর থেকে তিনি পৌরশহরের স্টিল ব্রিজের পাশে ওই দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। রাতে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে অন্য ভাড়াটিয়ারা বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তালা ভেঙে শাহিনুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। এলাকাবাসীর ধারণা, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।” ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী উভয়েই এ ঘটনার সত্যতা উদঘাটনে তৎপর। বিভিন্ন মহল থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। সমাজের বিভিন্ন স্তরে এ ধরনের ঘটনার নিন্দা জানানো হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করা হচ্ছে।
    ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার: হত্যাকাণ্ডের আশঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। নয় বছর আগে উপজেলার সফিরকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে তার প্রথম বিয়ে হয়। ওই সংসারে তাদের ছয় বছরের এক ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের এক বছর পর সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শাহিনুরের। পরে স্বপন মিয়াকে তালাক দিয়ে মাসুদকে বিয়ে করেন তিনি। শাহিনুরের দ্বিতীয় বিয়ের পর থেকে তিনি পৌরশহরের স্টিল ব্রিজের পাশে ওই দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে শাহিনুরের রুমের দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। রাতে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে অন্য ভাড়াটিয়ারা বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে তালা ভেঙে শাহিনুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। এলাকাবাসীর ধারণা, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। বিস্তারিত তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।” ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী উভয়েই এ ঘটনার সত্যতা উদঘাটনে তৎপর। বিভিন্ন মহল থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে। সমাজের বিভিন্ন স্তরে এ ধরনের ঘটনার নিন্দা জানানো হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি করা হচ্ছে।
    0 Comments 0 Shares 918 Views 0 Reviews
  • মায়ের চোখে অশ্রু, বাবার মুখে নীরবতা—দুঃসময়ের এই মুহূর্তে ময়নার পরিবারের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দিলেন সান্ত্বনা, ভরসা আর সহায়তার আশ্বাস।


    #রুমিনফারহানা #মানবিকউদ্যোগ #ময়নারকাহিনি #ব্রাহ্মণবাড়িয়া #সংবেদনশীলখবর #সত্যকথা #মানবতারপাশে
    মায়ের চোখে অশ্রু, বাবার মুখে নীরবতা—দুঃসময়ের এই মুহূর্তে ময়নার পরিবারের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দিলেন সান্ত্বনা, ভরসা আর সহায়তার আশ্বাস। #রুমিনফারহানা #মানবিকউদ্যোগ #ময়নারকাহিনি #ব্রাহ্মণবাড়িয়া #সংবেদনশীলখবর #সত্যকথা #মানবতারপাশে
    0 Comments 0 Shares 691 Views 0 Reviews
  • আজ, ১৭ জুলাই ২০২৫, বাংলাদেশের শীর্ষ সংবাদগুলো নিম্নরূপ:

    ১. গোপালগঞ্জে সহিংসতা ও কারফিউ: গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বুধবার রাত ৮টা থেকে ১০ ঘণ্টার কারফিউ জারি করেছে। এ ঘটনায় সরকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিপরীতমুখী বক্তব্য এসেছে, যেখানে আওয়ামী লীগ এটিকে ‘রাষ্ট্রীয় নিপীড়ন’ হিসেবে অভিহিত করেছে।

    ২. ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয় বন্ধ: গত বছরের জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকীতে ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ, শোক প্রার্থনা, ও কফিন মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাংলাদেশ ছাত্রলীগকে (বিসিএল) বিতাড়িত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ৩. সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নিয়ে বিতর্ক: ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ভারত সরকার এটি পুনর্নির্মাণে সহায়তার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশ সরকার ভবনটি ভাঙার সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং পুনর্নির্মাণের জন্য একটি কমিটি গঠন করেছে।

    ৪. নারী ও শিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধি: ২০২৫ সালের প্রথমার্ধে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সামাজিক কলঙ্ক, শাস্তির অভাব, ও বিচার ব্যবস্থার ব্যর্থতা এই বৃদ্ধির কারণ।

    ৫. জুলাই গণঅভ্যুত্থান স্মরণ: চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজন করা হয়েছে। এছাড়া, ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়েছে, যেখানে বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

    ৬. অর্থনৈতিক ও আন্তর্জাতিক খবর: বাংলাদেশ ব্যাংক তিন দিনের মধ্যে দ্বিতীয় ডলার নিলামে ৩১৩ মিলিয়ন ডলার কিনেছে। এছাড়া, মালয়েশিয়া বাংলাদেশী শ্রমিকদের জন্য একাধিক প্রবেশ ভিসা চালু করেছে।

    ৭. ক্রীড়া সাফল্য: এসএএফএফ আন্ডার-২০ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তৃতীয় জয় পেয়েছে, শান্তি মার্ডির হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে।
    আজ, ১৭ জুলাই ২০২৫, বাংলাদেশের শীর্ষ সংবাদগুলো নিম্নরূপ: ১. গোপালগঞ্জে সহিংসতা ও কারফিউ: গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বুধবার রাত ৮টা থেকে ১০ ঘণ্টার কারফিউ জারি করেছে। এ ঘটনায় সরকার এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিপরীতমুখী বক্তব্য এসেছে, যেখানে আওয়ামী লীগ এটিকে ‘রাষ্ট্রীয় নিপীড়ন’ হিসেবে অভিহিত করেছে। ২. ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয় বন্ধ: গত বছরের জুলাই আন্দোলনের প্রথম বার্ষিকীতে ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ, শোক প্রার্থনা, ও কফিন মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাংলাদেশ ছাত্রলীগকে (বিসিএল) বিতাড়িত করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৩. সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নিয়ে বিতর্ক: ময়মনসিংহে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ভারত সরকার এটি পুনর্নির্মাণে সহায়তার প্রস্তাব দেওয়ায় বাংলাদেশ সরকার ভবনটি ভাঙার সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং পুনর্নির্মাণের জন্য একটি কমিটি গঠন করেছে। ৪. নারী ও শিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধি: ২০২৫ সালের প্রথমার্ধে নারী ও শিশুদের প্রতি সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সামাজিক কলঙ্ক, শাস্তির অভাব, ও বিচার ব্যবস্থার ব্যর্থতা এই বৃদ্ধির কারণ। ৫. জুলাই গণঅভ্যুত্থান স্মরণ: চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজন করা হয়েছে। এছাড়া, ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হয়েছে, যেখানে বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করা হয়। ৬. অর্থনৈতিক ও আন্তর্জাতিক খবর: বাংলাদেশ ব্যাংক তিন দিনের মধ্যে দ্বিতীয় ডলার নিলামে ৩১৩ মিলিয়ন ডলার কিনেছে। এছাড়া, মালয়েশিয়া বাংলাদেশী শ্রমিকদের জন্য একাধিক প্রবেশ ভিসা চালু করেছে। ৭. ক্রীড়া সাফল্য: এসএএফএফ আন্ডার-২০ মহিলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ তৃতীয় জয় পেয়েছে, শান্তি মার্ডির হ্যাটট্রিকে ভুটানকে ৪-১ গোলে হারিয়ে।
    0 Comments 0 Shares 840 Views 0 Reviews
  • গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়ে সরকারের কঠোর বার্তা
    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার।

    বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তরুণদের বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছে, যা গভীর উদ্বেগজনক এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সমান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা নৃশংস হামলার শিকার হয়েছেন; তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় অনেককে মারধর করা হয়েছে।

    বিবৃতিতে বলা হয়, এই নিন্দনীয় হামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন বর্বর সহিংসতার কোনো জায়গা থাকতে পারে না।

    এতে আরও বলা হয়, আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি হুমকি ও ভয়ভীতির মধ্যেও যারা সাহসিকতা ও অটল মনোভাব নিয়ে পদযাত্রা অব্যাহত রেখেছেন, সেই শিক্ষার্থী ও সাধারণ জনগণের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এই বর্বরতার সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই- বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই। অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

    এদিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

    জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

    এর আগে এনসিপি সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে। গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

    এদিন সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
    গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়ে সরকারের কঠোর বার্তা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তরুণদের বিপ্লবী আন্দোলনের এক বছরপূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছে, যা গভীর উদ্বেগজনক এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সমান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা নৃশংস হামলার শিকার হয়েছেন; তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ সময় অনেককে মারধর করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই নিন্দনীয় হামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই হামলায় দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন। বাংলাদেশের কোনো নাগরিকের ওপর এমন বর্বর সহিংসতার কোনো জায়গা থাকতে পারে না। এতে আরও বলা হয়, আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি হুমকি ও ভয়ভীতির মধ্যেও যারা সাহসিকতা ও অটল মনোভাব নিয়ে পদযাত্রা অব্যাহত রেখেছেন, সেই শিক্ষার্থী ও সাধারণ জনগণের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এই বর্বরতার সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই- বাংলাদেশে সহিংসতার কোনো স্থান নেই। অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। এদিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর আগে এনসিপি সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা। অভিযোগ উঠেছে, ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে। গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এ ঘটনা ঘটে। এদিন সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনও’র গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।
    0 Comments 0 Shares 1K Views 0 Reviews
More Results
Eidok App https://eidok.com