-
3 Yazı
-
3 Fotoğraflar
-
0 Videolar
-
Journalist saat Kishoreganj
-
Hayatımızda Dhaka, Bangladesh
-
Kimden Kishoreganj, Bangladesh
-
Okudu B.A saat Lakshmi pur bl high SchoolClass of 2nd
-
Male
-
Ardından: 1 people
© 2025 Eidok
Turkish
Son Güncellemeler
-
কুলিয়ারচরে ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান
মো. আলী সোহেল, কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক, বানিজ্য) ৪০ (চল্লিশ) জন শিক্ষার্থীকে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)" এবং "উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA) এর অর্থ যথাক্রমে ১০০০০/- (দশহাজার) টাকা এবং ২৫০০০/- (পঁচিশ হাজার) টাকা শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে স্কীম দপ্তর কর্তৃক প্রেরণ করা হয়েছে।
উপজেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবিহা ফাতেমাতুজ-জোহরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব আবুল কাশেম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় ছিলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ সাংবাদিকবৃন্দ।কুলিয়ারচরে ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান মো. আলী সোহেল, কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক, বানিজ্য) ৪০ (চল্লিশ) জন শিক্ষার্থীকে উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)" এবং "উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA) এর অর্থ যথাক্রমে ১০০০০/- (দশহাজার) টাকা এবং ২৫০০০/- (পঁচিশ হাজার) টাকা শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে স্কীম দপ্তর কর্তৃক প্রেরণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব সাবিহা ফাতেমাতুজ-জোহরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব আবুল কাশেম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান এর সঞ্চালনায় ছিলেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন, সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ সাংবাদিকবৃন্দ।0 Yorumlar 0 hisse senetleri 2K Views 0 önizleme1
Please log in to like, share and comment! -
0 Yorumlar 0 hisse senetleri 545 Views 0 önizleme1
-
0 Yorumlar 0 hisse senetleri 634 Views 0 önizleme1
Daha Hikayeler