ড্রোন ক্যামেরায় টিভি সংবাদ, দশটি বাস্তব ভিত্তিক সংবাদ কাহিনি পর্ব যা সাংবাদিকতার ধারণাকে পাল্টে দিতে পারে

পর্ব ১: ঘূর্ণিঝড়ের পেছনে, একটি ভয়ংকর ঘূর্ণিঝড় যখন বাংলাদেশের উপকূলে ধেয়ে আসে, তখন একটি স্থানীয় টিভি চ্যানেল ড্রোন ব্যবহার করে উপকূলের অবস্থা সরাসরি সম্প্রচার করে। ড্রোনটি ঢেউ, ঝড়ের গতি এবং মানুষের প্রস্তুতি তুলে ধরে দর্শকের সামনে। পর্ব ২ : প্রতিবাদের প্রেক্ষাপট,
ঢাকায় ছাত্র আন্দোলনের সময়, ড্রোন ব্যবহার করে পুলিশের ও ছাত্রদের অবস্থান পর্যবেক্ষণ করে সংবাদ সম্প্রচার করা হয়। এর ফলে ঘটনার সঠিক বিশ্লেষণ সম্ভব হয়। পর্ব ৩ : ডুবে যাওয়া গ্রাম বন্যায় সম্পূর্ণ ডুবে যাওয়া একটি দূরবর্তী গ্রামে ড্রোন পাঠানো হয়। সংবাদ দল ড্রোন দিয়ে ধারণ করে মানুষের দুর্দশা, পানির উচ্চতা এবং ত্রাণ কার্যক্রম।পর্ব ৪: জ্যামের যন্ত্রণা, ঢাকার ভয়াবহ যানজট সরাসরি ড্রোনে ধারণ করে পরিবেশন করে এক সংবাদ দল। এতে নাগরিকরা রুট এড়িয়ে চলার সুবিধা পায় ট্রাফিক ব্যাবস্হা সহ যান যটের সংবাদ পরিবেশন করা যায়। পর্ব ৫ : জঙ্গলে আগুন, সিলেট অঞ্চলে এক জঙ্গলে আগুন লেগে যায় । সংবাদ দল ড্রোন পাঠিয়ে ঘটনাস্থলের ধোঁয়া, পলাতক প্রাণী ও আগুনের গতিপথ ধরে ফেলে। পর্ব ৬ : নির্বাচনী নজরদারি,
জাতীয় নির্বাচনের দিন বিশাল ভোটার লাইনের ওপর নজর রাখতে ড্রোন ব্যবহার করা হয়। অনিয়ম বা সহিংসতার সম্ভাব্য স্থান পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রকাশ পায়। পর্ব ৭ : ভাসমান স্কুল, নদীর ওপর একটি চলমান ভাসমান বিদ্যালয়ের সংবাদ কাভার করতে ড্রোন ব্যবহৃত হয়। শিশুদের শিক্ষা গ্রহণের অভাবনীয় দৃশ্য তুলে ধরা হয়।পর্ব ৮ : আশার সেতু,
একটি বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধনের দিন সংবাদদল ড্রোন দিয়ে তার দৃশ্য ধারণ করে। ব্রিজটি দুই অঞ্চলকে যুক্ত করে নতুন আশার প্রতীক হয়ে দাঁড়ায়। পর্ব ৯ : হারিয়ে যাওয়া এক শিশু নিখোঁজ হওয়ার পর পুলিশ ও সংবাদ দল ড্রোন ব্যবহার করে বনাঞ্চলে অনুসন্ধান চালায়। অবশেষে শিশুটি খুঁজে পাওয়া যায় ড্রোন ভিডিও দেখে । পর্ব দশ : উৎসবের আকাশ, দৃশ্য পহেলা বৈশাখ উপলক্ষে রমনা পার্কের সাংস্কৃতিক আয়োজন ড্রোন দিয়ে ধারণ করে টিভি চ্যানেল। নানা রঙে রাঙানো এই অনুষ্ঠান দর্শকদের অভিভূত করে। এবার আরো জানা যাক ড্রোন ক্যামেরা দিয়ে কি কি কাজ করা যায়। ড্রোন ব্যবহারে সংবাদ কাভারেজের সুবিধা : বিপদপূর্ণ এলাকায় সহজ প্রবেশ, বড় ভিড় ও জনতার নিরাপদ পর্যবেক্ষণ, নাটকীয় ও প্রামাণ্য চিত্র তৈরি,
লাইভ ব্রডকাস্টে নতুন মাত্রা,সর্বপরি বাংলাদেশের সকল মিডিয়া কমীদের ড্রোন নিউজ সম্পর্কে সামান্য ধারনা দেওয়ার উদেশ্য এই প্রতিবেদন টি তৈরি করা হয়েছে। পরিকল্পনা,করেছেন মাহমুদ মিঠু ।https://eyenewsbd.com/articles/read/tibhi-sngbade-dron-kjamerar-biplb-sangbadiktaj-ntun-dignt_12340.html

- Entertainment
- Tech & Startup
- Bangladesh
- International
- Tech & Startup
- Opinion
- Investigative Stories
- Film
- Fitness
- Food
- Games
- Gardening
- Health
- Home
- Literature
- Music
- Networking
- Other
- Party
- Religion
- Shopping
- Sports
- Theater
- Wellness
