কুবিতে বিএনসিসির পদোন্নতিপ্রাপ্ত ছয় ক্যাডেট

0
5K

কুবিতে বিএনসিসির পদোন্নতিপ্রাপ্ত ছয় ক্যাডেট

 

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুনের ছয়জন ক্যাডেট বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন বিএনসিসি প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম এবং পিইউও ড. মোসা. শামসুন্নাহার।

 

পদোন্নতি পাওয়া ক্যাডেটদের মধ্যে সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহিন মিয়া এবং বাংলা বিভাগের মারজান আক্তার। কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের মো. হাসিব হাসান। এছাড়া ল্যান্স কর্পোরাল পদে উন্নীত হয়েছেন বাংলা বিভাগের শাহনাজ আফরোজা, প্রত্নতত্ত্ব বিভাগের বৈশাখী চাকমা এবং লোকপ্রশাসন বিভাগের আবু বকর সিদ্দিক।

 

সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়া শাহিন মিয়া বলেন,

"প্লাটুন ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়া গর্বের বিষয়। আমি দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে আমাদের প্লাটুনের আদর্শ অক্ষুণ্ণ থাকে।"

 

প্লাটুনের সিইউও মো. তালহা জুবায়ের বলেন, "পদোন্নতি শুধু একটি ব্যাজ নয়—এটি নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের প্রতীক। যারা আজ ব্যাজ পরেছেন, তারা নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে এ সম্মান অর্জন করেছেন। আমি প্লাটুনের পক্ষ থেকে সকল পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস, এই পদোন্নতি তাদের মধ্যে আরও দায়িত্ববোধ ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে।"

 

প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, "আমাদের র‍্যাংকিং ব্যবস্থা একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়, যেখানে লিখিত পরীক্ষা, শারীরিক প্রশিক্ষণ (ড্রিল), ভাইভাসহ নানা ধাপে যাচাই-বাছাই করে ক্যাডেটদের পদোন্নতি দেওয়া হয়। যদিও ক্যাডেটরা আর্থিক কোনো সুবিধা পান না, তবুও তাদের কাজের স্বীকৃতি হিসেবে এসব র‍্যাংক প্রদান করা হয়।"

 

তিনি আরও বলেন, "আমরা আশাবাদী, যারা নতুনভাবে দায়িত্ব পেয়েছেন তারা আরও সক্রিয়ভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও ইভেন্টে অংশগ্রহণ করবেন। আমাদের বিশ্বাস, এই পদোন্নতির মাধ্যমে ক্যাডেটরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, উৎসাহী ও আন্তরিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে।"

 

উল্লেখ্য, ক্যাডেটদের পদোন্নতি নির্ধারণে লিখিত পরীক্ষা, শারীরিক প্রশিক্ষণ (ড্রিল) এবং ভাইভার মাধ্যমে তাদের দক্ষতা যাচাই-বাছাই করা হয়।

Love
1
Căutare
Categorii
Citeste mai mult
Bangladesh
খুলনা বটিয়াঘাটা উপজেলার রাস্তা ঘাটের বেহাল দশা
খুলনা বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে একটি রাস্তার চিত্র  রিপোর্টার ...
By Rudra Biswas 2025-08-05 05:45:09 0 3K
Alte
Need to Sell a Home Fast? Explore Local Cash Sale Solutions Now
Selling a home quickly requires more than a sign in the yard. Situations like inheritance,...
By J.R.Heller LLC 2025-08-18 16:41:37 0 2K
Jocuri
UGWIN288 Link Server Judi Slot Online Jakpot Link Alternatif Terbaik
UGWIN288 Link Server Judi Slot Online Jakpot Link Alternatif Terbaik UGWIN288 Situs Judi Online...
By UGWIN288 HOKI 2025-06-26 00:31:12 0 6K
SUBSCRIPTIONS CONTENT
Eidok App https://eidok.com