জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট।

0
543

জামালপুরের সরিষাবাড়ীর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, ফ্লোরে চলছে রোগীদের চিকিৎসা সেবা।

 

চিকিৎসক ও নার্স সংকটে রোগীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। হাতেগোনা মাত্র কয়েকজন দক্ষ চিকিৎসক এবং নার্সদের আন্তরিক সেবায় দিন দিন স্বাস্থ্য সেবার মান উন্নত হলেও রোগীর সংখ্যা বাড়ছে দ্বিগুণ। সেই অনুপাতে বাড়েনি শয্যা সংখ্যা।

 

ফলে প্রতি দিনই রোগীদের চাপে স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দা, ফ্লোর এমনকি সিঁড়ির ধাপেও ঠাঁই নিচ্ছেন রোগীরা। 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পুরুষ ও মহিলা রোগীদের জন্য ৫০ শয্যা থাকলেও ব্যবহার উপযোগী রয়েছে ৩৫/৩৬ টি। তার মধ্যে আবার নেই বালিশ, কয়েকটি ফ্যান নষ্ট থাকায় প্রচন্ড গরমে রোগীদের ভোগান্তি বেড়েছে।

 

প্রতিদিন প্রায় ৫ শতাধিক রোগী হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসে। গুরুতর অসুস্থ্যদের ভর্তি করালে শয্যা সংকটে তাদের বারান্দা-সহ বিভিন্ন করিডোরে চিকিৎসা সেবা নিতে হয়।

 

নার্স সংকটের কারণে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিনিয়ত তাদের সাথে উত্তপ্ত তর্কবিতর্ক লেগেই থাকে।

 

এছাড়াও হাসপাতালে রয়েছে জনবল সংকট, ক্লিনার ও অন্যান্য সহকারী কর্মচারীর অভাবে চিকিৎসা সেবা চরম ভাবে ব্যাহত হচ্ছে।

 

বর্তমানে কয়েকজন নার্স ও আয়া দিয়ে এতো সংখ্যক রোগীদেরকে সেবা দেওয়া কষ্টকর বিষয়।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা কমপক্ষে ১০০ টি, প্রয়োজনীয় সংখ্যক নার্স, আয়া ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার দাবি রোগীদের স্বজন ও এলাকাবাসীর।

 

এ বিষয়ে জানতে চাইলে– আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডাঃ রবিউল ইসলাম বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছি। কিন্তু শয্যা সংখ্যা অপ্রতুল। প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হচ্ছেন। তার মধ্যে অন্তত ৩০ জনকে বারান্দায় রাখতে হচ্ছে। শয্যা সংখ্যা বাড়ানো গেলে রোগীদের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আমি মনে করি।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা– ডাঃ দেবাশীষ রাজবংশী জানান, "আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হাসপাতালটির পরিসর ও জনবল বৃদ্ধির জন্য একাধিকবার আবেদন করেছি। আশা করি দ্রুতই সিদ্ধান্ত আসবে।"

 

Pesquisar
Categorias
Leia mais
Shopping
Elegance Woven in Tradition: Discover the Beauty of Set Saree at Haradhi
The Set saree is a true symbol of Kerala’s cultural elegance—graceful, minimal, and...
Por Riswan Va 2025-06-20 09:34:42 0 4KB
Jogos
KINGBET188 Gabung Judi Games Slot RTP Kompetensi Terbesar
KINGBET188 Gabung Judi Games Slot RTP Kompetensi Terbesar KINGBET188 Situs Judi Online Terbaik...
Por KINGBET188 HOKI 2025-06-25 23:23:44 0 2KB
Outro
নামের আগে ‘মাননীয় মেয়র’: ইশরাক বললেন, ‘জনগণের দাবি’
ইশরাক বলেন, ‘যারা বিষয়টি নিয়ে কথা তোলার চেষ্টা করছেন তাদের বলব, নিজেদের জ্ঞান আরেকটু...
Por Eyenewsbd.com 2025-06-17 07:55:15 0 3KB
Outro
Safety Retractable Belt Barriers: A Practical, High-Visibility Solution for Modern Workspaces
In workplaces where safety, organization, and crowd control are essential, safety...
Por Crowd Control Company 2025-07-06 13:22:06 0 2KB
Bangladesh
জামালপুরের মেলান্দহ থানায় কনেস্টবল আব্দুস সোবহানের এর বিদায় অনুষ্ঠান।
ফুলসজ্জিত গাড়িবহর ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন কনস্টেবল মো: আব্দুস সোবহান। বুধবার...
Por ABADAD ALI 2025-08-01 06:37:08 0 287
Eidok App https://eidok.com