জামালপুরের মেলান্দহ থানায় কনেস্টবল আব্দুস সোবহানের এর বিদায় অনুষ্ঠান।

0
276

ফুলসজ্জিত গাড়িবহর ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন কনস্টেবল মো: আব্দুস সোবহান। বুধবার (৩০ জুলাই) দীর্ঘ প্রায় ৩২ বছরের কর্মজীবন শেষ করে অবসরে যান তিনি।

দুপুরের অন্যরকম এক আয়োজনের মাধ্যমে তাকে বিদায় জানিয়েছেন, জামালপুর জেলার মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও তদন্ত অফিসার স্নেহাশীষ রায়সহ থানা পুলিশের কর্মকর্তা-সদস্যরা।মেলান্দহ থানায় হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে কর্মস্থল থেকে কনস্টেবল আব্দুস সোবাহান বিদায় নিয়েছেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

 

 সঞ্চালনায় ছিলেন, থানার সেকেন্ড অফিসার এসআই আজিজ।

 

 বক্তব্য রাখেন- থানার তদন্ত অফিসার স্নেহাশীষ রায়, এস আই মোস্তাফিজুর, এসআই আঞ্জুমান আরা, এ এসআই রুবেল, কনেস্টবল হাফিজ,অনুষ্ঠানে এছাড়াও থানার অন্যান্য পুলিশ সদস্য ও আব্দুস সোবহানের ছেলে উপস্থিত ছিলেন।

 

বিদায়ী কনস্টেবল আব্দুস সোবহানের হাতে সম্মাননা স্মারক,ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের সদস্যরা।

 

কনস্টেবল আব্দুস সোবহান বাড়ি শেরপুর শহর ডোবার চর গ্রামে। তার বাবার নাম মৃত সিরাজ আলী। কনেস্টবল আব্দুস সোবহানের এক ছেলে এক মেয়ে।

 

আব্দুস সোবহান বলেন, আমি ১৯৯৪ সালের ১০ জানুয়ারী বাংলাদেশ পুলিশে যোগদান করি। প্রায় ৩২ বছর চাকরি জীবনে আল্লাহকে ভয় করে দেশের সেবায় নিয়োজিত ছিলাম। আমার চলাফেরায় বা কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।

 

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন,কনস্টেবল মো: আব্দুস সোবহান কাজের প্রতি এতটাই যত্নবান ছিলেন যে, তাকে কখনো সময়ক্ষেপণ করতে দেখিনি। সহকর্মী ও সেবাপ্রার্থী জনগণের প্রতি তার যে দায়িত্ববোধ তা তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। যখন যে কাজ দিয়েছি তা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। কখনো তাকে দায়িত্ব অবহেলা করতে দেখিনি। রাতের পর রাত নির্ঘুম থেকে জনগণের সেবায় কাজ করেছেন।

Pesquisar
Categorias
Leia mais
Bangladesh
কুবিতে বিএনসিসির পদোন্নতিপ্রাপ্ত ছয় ক্যাডেট
কুবিতে বিএনসিসির পদোন্নতিপ্রাপ্ত ছয় ক্যাডেট   কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)...
Por Tanvir Salam Ornob 2025-07-04 06:13:31 0 2KB
Bangladesh
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট।
জামালপুরের সরিষাবাড়ীর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, ফ্লোরে চলছে...
Por ABADAD ALI 2025-07-31 17:14:19 0 528
Outro
EminentSoft – Your Growth Partner in Ernakulam’s Digital World
In a market where digital visibility is everything, choosing the right partner for your brand's...
Por Riswan Va 2025-06-12 05:40:30 0 4KB
Outro
Safety Retractable Belt Barriers: A Practical, High-Visibility Solution for Modern Workspaces
In workplaces where safety, organization, and crowd control are essential, safety...
Por Crowd Control Company 2025-07-06 13:22:06 0 2KB
Outro
How to Handle an Amex Lawsuit and Amex Xredit Card Debt
If you're facing Amex credit card debt, you may eventually be at risk of an Amex lawsuit....
Por Finance Service 2025-07-02 14:05:43 0 2KB
Eidok App https://eidok.com