খুলনা বটিয়াঘাটা উপজেলার রাস্তা ঘাটের বেহাল দশা

0
939

খুলনা বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে একটি রাস্তার চিত্র 

রিপোর্টার 

রুদ্র বিশ্বাস ,খুলনা

 

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে ৩ নং ওয়ার্ডের রাস্তা দীর্ঘ কয়েক বছর যাবত অবহেলিত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তাটি উন্নয়নের কোনো খবরে নেই এবং এর ফলে জনসাধারণের যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। 

 

 

 

স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, 'আমরা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করি এবং আমাদের জন্য এটি একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়।' 

 

 

 

রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বাসিন্দারা। তাদের মতে, রাস্তার উন্নয়ন না হলে এলাকায় আর্থিক ও শিক্ষাগত উন্নয়ন থমকে থাকবে। 

 

 

 

স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, 'আমরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করেছি। আশা করি দ্রুতই এর সমাধান হবে।' 

 

 

 

এই রাস্তাঘাটের অবস্থা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্বিগ্ন। তারা জানান, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। 

 

 

 

বিশেষজ্ঞরা বলছেন, সড়ক ও অবকাঠামোর উন্নয়ন একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি। গঙ্গারামপুরের এই রাস্তাটির দ্রুত উন্নয়ন না হলে স্থানীয় কৃষক এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে। 

 

 

 

এছাড়া, রাস্তার অবস্থা এমন হলে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতও ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী রিয়া আক্তার বলেন, 'প্রতিদিন স্কুলে যেতে আমাদের অনেক কষ্ট হয়। রাস্তাটি ঠিক হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।'

 

 

 

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, রাস্তাটির উন্নয়নের জন্য বাজেটের প্রস্তাবনা তৈরি করা হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে। তবে বাসিন্দারা চান অবিলম্বে কাজ শুরু হোক এবং রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।

Pesquisar
Categorias
Leia Mais
Outro
নামের আগে ‘মাননীয় মেয়র’: ইশরাক বললেন, ‘জনগণের দাবি’
ইশরাক বলেন, ‘যারা বিষয়টি নিয়ে কথা তোলার চেষ্টা করছেন তাদের বলব, নিজেদের জ্ঞান আরেকটু...
Por Eyenewsbd.com 2025-06-17 07:55:15 0 4K
Shopping
Elegance Woven in Tradition: Discover the Beauty of Set Saree at Haradhi
The Set saree is a true symbol of Kerala’s cultural elegance—graceful, minimal, and...
Por Riswan Va 2025-06-20 09:34:42 0 5K
Outro
How to Handle an Amex Lawsuit and Amex Xredit Card Debt
If you're facing Amex credit card debt, you may eventually be at risk of an Amex lawsuit....
Por Finance Service 2025-07-02 14:05:43 0 3K
Jogos
BOLASLOT21 Link Judi MPO Slot Habanero Terbaik Indonesia
BOLASLOT21 Link Judi MPO Slot Habanero Terbaik Indonesia BOLASLOT21 Situs Slot Dengan Bonus...
Por BOLASLOT21 HOKI 2025-08-05 02:57:53 0 947
Bangladesh
জামালপুরের মেলান্দহ থানায় কনেস্টবল আব্দুস সোবহানের এর বিদায় অনুষ্ঠান।
ফুলসজ্জিত গাড়িবহর ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে গেলেন কনস্টেবল মো: আব্দুস সোবহান। বুধবার...
Por ABADAD ALI 2025-08-01 06:37:08 0 2K
Eidok App https://eidok.com