• Like
    1
    1 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
  • Like
    1
    0 Yorumlar 0 hisse senetleri 1K Views 0 önizleme
  • Wow
    1
    0 Yorumlar 0 hisse senetleri 976 Views 0 önizleme
  • 0 Yorumlar 0 hisse senetleri 963 Views 0 önizleme
  • Like
    1
    0 Yorumlar 0 hisse senetleri 982 Views 0 önizleme
  • Like
    1
    0 Yorumlar 0 hisse senetleri 952 Views 0 önizleme
  • Like
    1
    0 Yorumlar 0 hisse senetleri 945 Views 0 önizleme
  • বৃষ্টির আবেদন

    ও আকাশ, তুমি কাঁদো আজ,
    সিক্ত করো হৃদয় মাঝ।
    ধুলোমাখা পথের পরে
    দাও নেমে শান্তির সরে।

    চাষার মাঠে জল হোক ভরা,
    ফসল হেসে উঠুক ধরা।
    জলহীন প্রাণে দাও স্পর্শ,
    তোমার ছোঁয়ায় হোক সব মধুর।

    নিস্তব্ধ এই গ্রীষ্ম-বেলা
    চাই তোমার ছন্দের খেলা।
    বৃষ্টি নেমে ধুয়ে দাও মন,
    হোক হৃদয়ে নতুন পবন।
    বৃষ্টির আবেদন ও আকাশ, তুমি কাঁদো আজ, সিক্ত করো হৃদয় মাঝ। ধুলোমাখা পথের পরে দাও নেমে শান্তির সরে। চাষার মাঠে জল হোক ভরা, ফসল হেসে উঠুক ধরা। জলহীন প্রাণে দাও স্পর্শ, তোমার ছোঁয়ায় হোক সব মধুর। নিস্তব্ধ এই গ্রীষ্ম-বেলা চাই তোমার ছন্দের খেলা। বৃষ্টি নেমে ধুয়ে দাও মন, হোক হৃদয়ে নতুন পবন।
    1 Yorumlar 0 hisse senetleri 701 Views 0 önizleme
  • Like
    1
    1 Yorumlar 0 hisse senetleri 197 Views 0 önizleme
  • কাঁঠাল

    গ্রীষ্মের ঋতু এলো গায়ে রোদের রেশ,
    বনে বাজে কাঁঠালের সুবাসের দেশ।
    সবুজ পাতার ছায়াতলে, সোনার মতন ফল,
    মাতায় মন, জাগায় প্রাণ—কাঁঠাল রাজা বল।

    খোসা মোটা, কাঁটা ঢাকা, তবু যে কী ঢেউ,
    ভেতরেতে মধুর রসে, সোনার ঝালর বেঁধে।
    এক কোয়া মুখে দিলেই, ভুলে যাও সব বাকি,
    জিভে লেগে প্রেমের ফোঁটা, গন্ধে লাগে মাটি।

    পাকা হলে স্বপ্নময়, কাঁচা হলে ভোজ,
    ডালনা থেকে পাকোড়া—জিভে রাখে খোঁজ।
    মায়ের হাতে রান্না কাঁঠাল, নানির বাগানজুড়ে,
    ভাতের পাশে জমে রসায়ন, দিনটা যায় সুরে।

    নেই সে ফলের জাঁকজমক, তবু আছে ঠাঁট,
    নতুন-পুরনো গাঁয়ের গন্ধ, স্মৃতির এক পাত।
    কাঁঠাল মানে শৈশব ফিরে, কাঁঠাল মানে ছুটি,
    কাঁঠাল যেন বাংলার প্রাণে লুকোনো এক সুরভি।

    তাই বলি ভাই, ফলের মাঝে, এ যে রাজাধিরাজ,
    গ্রীষ্ম নামের কাব্যেতে তারই আঁকা সাজ।
    চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও, খোঁজো মাটির গান—
    কাঁঠাল ফল নয় শুধু, এক বাংলার প্রাণ।
    কাঁঠাল গ্রীষ্মের ঋতু এলো গায়ে রোদের রেশ, বনে বাজে কাঁঠালের সুবাসের দেশ। সবুজ পাতার ছায়াতলে, সোনার মতন ফল, মাতায় মন, জাগায় প্রাণ—কাঁঠাল রাজা বল। খোসা মোটা, কাঁটা ঢাকা, তবু যে কী ঢেউ, ভেতরেতে মধুর রসে, সোনার ঝালর বেঁধে। এক কোয়া মুখে দিলেই, ভুলে যাও সব বাকি, জিভে লেগে প্রেমের ফোঁটা, গন্ধে লাগে মাটি। পাকা হলে স্বপ্নময়, কাঁচা হলে ভোজ, ডালনা থেকে পাকোড়া—জিভে রাখে খোঁজ। মায়ের হাতে রান্না কাঁঠাল, নানির বাগানজুড়ে, ভাতের পাশে জমে রসায়ন, দিনটা যায় সুরে। নেই সে ফলের জাঁকজমক, তবু আছে ঠাঁট, নতুন-পুরনো গাঁয়ের গন্ধ, স্মৃতির এক পাত। কাঁঠাল মানে শৈশব ফিরে, কাঁঠাল মানে ছুটি, কাঁঠাল যেন বাংলার প্রাণে লুকোনো এক সুরভি। তাই বলি ভাই, ফলের মাঝে, এ যে রাজাধিরাজ, গ্রীষ্ম নামের কাব্যেতে তারই আঁকা সাজ। চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও, খোঁজো মাটির গান— কাঁঠাল ফল নয় শুধু, এক বাংলার প্রাণ।
    0 Yorumlar 0 hisse senetleri 572 Views 0 önizleme
Eidok App https://eidok.com