• পাটগ্রামে পানির অভাবে আমন ধান রোপণ করতে পারছেন না কৃষকেরা


    বাংলা দিনপঞ্জি অনুযায়ী আষাঢ় মাস শেষ হলেও এখনো কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। ফলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণ করতে না পেরে চরম উদ্বেগে রয়েছেন। সময়মতো চারা রোপণ না হলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

    তবে অনেক কৃষক বৃষ্টির অপেক্ষায় না থেকে শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটরচালিত সেচযন্ত্র ব্যবহার করে আমন ধান রোপণ শুরু করেছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা আশানুরূপ লাভের আশা করছেন না।

    উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কৃষক তাদের জমি আমন রোপণের জন্য প্রস্তুত করলেও অনাবৃষ্টি ও প্রচণ্ড রোদের কারণে সেই জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। জমিতে আগাছা বেড়ে গেছে, আর বীজতলায় পানি সংকটে ধানের চারা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। চারার বয়স বেড়ে যাওয়ায় তা মরে যাওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন অনেক চাষি।

    উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাটগ্রাম উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৫৬০ হেক্টর। এর মধ্যে এখন পর্যন্ত ৭৫০ হেক্টর জমিতে আমন রোপণ সম্পন্ন হয়েছে।

    বুড়িমারী ইউনিয়নের কৃষক রেজওয়ান হোসেন বলেন, “আষাঢ় মাস শেষ হয়ে গেল, এখনো বৃষ্টিপাত নেই। ধান লাগাতে পারছি না। বাধ্য হয়ে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে দুই বিঘা জমিতে ধান রোপণ করেছি।”

    একই এলাকার কৃষক তফিজুল ইসলাম বলেন, “কয়েকদিন ধরে কোনো বৃষ্টি নেই। বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলে চারা রোপণ করেছি। এতে খরচ অনেক বেশি হচ্ছে।”

    কুচলীবাড়ী ইউনিয়নের কৃষক শাকিল জানান, “মাঝে মাঝে আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টি হয় না। প্রচণ্ড রোদের কারণে জমি ফেটে গেছে। বীজতলার চারা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। কবে ধানের চারা রোপণ করব, তা নিয়েই চিন্তায় আছি।”

    এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফফার বলেন, “আমন রোপণ কার্যক্রম চলমান রয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় কিছুটা ধীরগতিতে রোপণ হচ্ছে। তবে লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না। যাদের চারা ৩৫–৪০ দিন বয়স অতিক্রম করেছে, তাদেরকে সেচযন্ত্র ব্যবহার করে দ্রুত রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।”
    পাটগ্রামে পানির অভাবে আমন ধান রোপণ করতে পারছেন না কৃষকেরা বাংলা দিনপঞ্জি অনুযায়ী আষাঢ় মাস শেষ হলেও এখনো কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। ফলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণ করতে না পেরে চরম উদ্বেগে রয়েছেন। সময়মতো চারা রোপণ না হলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। তবে অনেক কৃষক বৃষ্টির অপেক্ষায় না থেকে শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটরচালিত সেচযন্ত্র ব্যবহার করে আমন ধান রোপণ শুরু করেছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা আশানুরূপ লাভের আশা করছেন না। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কৃষক তাদের জমি আমন রোপণের জন্য প্রস্তুত করলেও অনাবৃষ্টি ও প্রচণ্ড রোদের কারণে সেই জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। জমিতে আগাছা বেড়ে গেছে, আর বীজতলায় পানি সংকটে ধানের চারা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। চারার বয়স বেড়ে যাওয়ায় তা মরে যাওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন অনেক চাষি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাটগ্রাম উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৫৬০ হেক্টর। এর মধ্যে এখন পর্যন্ত ৭৫০ হেক্টর জমিতে আমন রোপণ সম্পন্ন হয়েছে। বুড়িমারী ইউনিয়নের কৃষক রেজওয়ান হোসেন বলেন, “আষাঢ় মাস শেষ হয়ে গেল, এখনো বৃষ্টিপাত নেই। ধান লাগাতে পারছি না। বাধ্য হয়ে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে দুই বিঘা জমিতে ধান রোপণ করেছি।” একই এলাকার কৃষক তফিজুল ইসলাম বলেন, “কয়েকদিন ধরে কোনো বৃষ্টি নেই। বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলে চারা রোপণ করেছি। এতে খরচ অনেক বেশি হচ্ছে।” কুচলীবাড়ী ইউনিয়নের কৃষক শাকিল জানান, “মাঝে মাঝে আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টি হয় না। প্রচণ্ড রোদের কারণে জমি ফেটে গেছে। বীজতলার চারা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। কবে ধানের চারা রোপণ করব, তা নিয়েই চিন্তায় আছি।” এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফফার বলেন, “আমন রোপণ কার্যক্রম চলমান রয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় কিছুটা ধীরগতিতে রোপণ হচ্ছে। তবে লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না। যাদের চারা ৩৫–৪০ দিন বয়স অতিক্রম করেছে, তাদেরকে সেচযন্ত্র ব্যবহার করে দ্রুত রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।”
    0 التعليقات 0 المشاركات 857 مشاهدة 0 معاينة
  • লালমনিরহাটে গলায় ছুরি ধরে চাঁদা দাবি

    লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মালিককে আটকে রেখে গলায় ছুরি ধরে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

    বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


    ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় বলেন, আমি ‘ভাই-ভাই মোটরসাইকেল সার্ভিস সেন্টার’ নামে একটি গ্যারেজ চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। শাহানশাহ সরকার সাজু নামের এক ব্যক্তি প্রায়ই দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করতেন এবং হুমকি দিতেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবেন না বলেও হুমকি দিয়ে আসছিল।

    তিনি আরও বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমি দোকান থেকে বের হলে সাজু আমাকে সাপ্টিবাড়ি বাজারের একটি করাতকলের ভেতরে ডেকে নেয়। সেখানে আগে থেকেই উপস্থিত আরও ৩/৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মিলে আবারও ১০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাজু আমার গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়।


    ভুক্তভোগী বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে পালানোর সময় শাহানশাহ তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও একটি শপিং ব্যাগ ফেলে যান। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য আ. খালেক মিয়া ও গ্রাম পুলিশ আজিজুল ইসলামের মাধ্যমে মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি এবং থানায় অভিযোগ দিয়েছি।

    এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. শাহানশাহ সরকার সাজু চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, গৌরাঙ্গ আমার পরিচিত, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ফরহাদ নামে এক প্রতিবেশী ব্যবসায়ীর সঙ্গে গৌরাঙ্গের ব্যাবসায়িক বিরোধ রয়েছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার চেষ্টা চলছে।

    আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, গৌরাঙ্গের দায়ের করা অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
    লালমনিরহাটে গলায় ছুরি ধরে চাঁদা দাবি লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মালিককে আটকে রেখে গলায় ছুরি ধরে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় থানায় লিখিত অভিযোগ করেছেন। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় বলেন, আমি ‘ভাই-ভাই মোটরসাইকেল সার্ভিস সেন্টার’ নামে একটি গ্যারেজ চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। শাহানশাহ সরকার সাজু নামের এক ব্যক্তি প্রায়ই দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করতেন এবং হুমকি দিতেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবেন না বলেও হুমকি দিয়ে আসছিল। তিনি আরও বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমি দোকান থেকে বের হলে সাজু আমাকে সাপ্টিবাড়ি বাজারের একটি করাতকলের ভেতরে ডেকে নেয়। সেখানে আগে থেকেই উপস্থিত আরও ৩/৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মিলে আবারও ১০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাজু আমার গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে পালানোর সময় শাহানশাহ তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও একটি শপিং ব্যাগ ফেলে যান। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য আ. খালেক মিয়া ও গ্রাম পুলিশ আজিজুল ইসলামের মাধ্যমে মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি এবং থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. শাহানশাহ সরকার সাজু চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, গৌরাঙ্গ আমার পরিচিত, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ফরহাদ নামে এক প্রতিবেশী ব্যবসায়ীর সঙ্গে গৌরাঙ্গের ব্যাবসায়িক বিরোধ রয়েছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার চেষ্টা চলছে। আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, গৌরাঙ্গের দায়ের করা অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
    Like
    1
    2 التعليقات 0 المشاركات 1كيلو بايت مشاهدة 0 معاينة
  • লালমনিরহাটে মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত
    লালমনিরহাটের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তুষভাণ্ডার বাজারের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত বেলাল হোসেন তুষভাণ্ডার বাজারের বিশিষ্ট পোল্ট্রি মুরগী ব্যবসায়ী। দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর বড় ছেলে ছিলেন তিনি।

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজার যাওয়ার সময় সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা আমিনগঞ্জগামী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

    এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
    লালমনিরহাটে মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত লালমনিরহাটের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তুষভাণ্ডার বাজারের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন তুষভাণ্ডার বাজারের বিশিষ্ট পোল্ট্রি মুরগী ব্যবসায়ী। দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর বড় ছেলে ছিলেন তিনি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজার যাওয়ার সময় সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা আমিনগঞ্জগামী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
    Like
    1
    0 التعليقات 0 المشاركات 502 مشاهدة 0 معاينة
  • EYENEWSBD.COM
    নরসিংদী আদালতে চাঞ্চল্য: হাতকড়াসহ উধাও আসামি! | আই নিউজ বিডি
    রিপোর্ট: গৌরব সাহা জেলা প্রতিনিধি, আই নিউজ বিডি তারিখ: ১৪ জুলাই ২০২৫ নরসিংদী..
    0 التعليقات 0 المشاركات 912 مشاهدة 0 معاينة
  • EYENEWSBD.COM
    বস্তাবন্দী শিশুর লাশ উদ্ধার, অভিযোগ সৎমায়ের বিরুদ্ধে | আই নিউজ বিডি
    রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় ঘরের ভেতর বালতির মধ্য থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।..
    0 التعليقات 0 المشاركات 1كيلو بايت مشاهدة 0 معاينة
  • 0 التعليقات 0 المشاركات 703 مشاهدة 0 معاينة
  • 0 التعليقات 0 المشاركات 705 مشاهدة 0 معاينة
  • EYENEWSBD.COM
    পাঁচদোনায় মোসাদ্দেক হোসেন প্রধানের বিশাল গাড়ি বহরের শোডাউন, শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য
    নরসিংদীর পাঁচদোনা মোড়ে মোসাদ্দেক হোসেন প্রধানের বিশাল গাড়ি বহর নিয়ে শোডাউন ঘিরে শহরজুড়ে চলছে তুমুল আলোচনা। স্থানীয় রাজনীতি এবং জনসাধারণের মধ্যে এই শোডাউনকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে। আই নিউজ বিডির পক্ষ থেকে现场 কভারেজ করেছেন নরস
    Like
    1
    0 التعليقات 0 المشاركات 953 مشاهدة 0 معاينة
  • ফেনীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল: গোপন তৎপরতার প্রতিবাদে রাজপথে উত্তাল,,
    ফেনীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল: গোপন তৎপরতার প্রতিবাদে রাজপথে উত্তাল,,
    Love
    1
    0 التعليقات 0 المشاركات 469 مشاهدة 14 0 معاينة
  • https://eyenewsbd.com/articles/read/mgnama-bghop-rute-feri-chalur-smbhabjta-jachaie-kutubdia-aschen-biwta-chearmjan_14592.html
    https://eyenewsbd.com/articles/read/mgnama-bghop-rute-feri-chalur-smbhabjta-jachaie-kutubdia-aschen-biwta-chearmjan_14592.html
    Like
    1
    0 التعليقات 0 المشاركات 839 مشاهدة 0 معاينة
Eidok App https://eidok.com