Diretório
Conheça novas pessoas, crie conexões e faça novos amigos
-
Faça o login para curtir, compartilhar e comentar!
-
চাটখিলে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজার এলাকায় সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণ বারবার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন—এমনই দাবি ভুক্তভোগীদের।
সরজমিনে গিয়ে দেখা যায়, সোমপাড়া মধ্য বাজার ব্রীজের পূর্ব পাশে খালের ওপর বহুতল ভবন নির্মাণ করছেন প্রসাদপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মোরশেদ আলম অপু। খালটি সরকারি হলেও নির্মাণ কাজ চলছে নির্দ্বিধায়। শুধু এখানেই নয়, সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তিরা খালের ওপর অবৈধভাবে দোকানঘর ও ভবন নির্মাণ করে খালের স্বাভাবিক পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন।
স্থানীয় সামাজিক সংগঠন "তারুণ্যের আলো" খাল পরিষ্কারের কাজ করতে গিয়ে এসব দখলের বিষয়টি সামনে আনে। সংগঠনের মুখপাত্র মোঃ সুমন জানান, জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করতে গিয়ে তারা খাল দখলের ভয়াবহ চিত্র দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন।
সোমপাড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা জানান, গত বছরের দীর্ঘস্থায়ী বন্যার অন্যতম কারণ ছিল খাল দখল। তারা দ্রুত খাল দখলমুক্ত করার দাবি জানান।
এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী মোঃ গোলাম সারোয়ার জুয়েল বলেন, “এলাকার স্বার্থে এবং জলাবদ্ধতা নিরসনের জন্য খালটি অবিলম্বে দখলমুক্ত করা জরুরি। আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”
অভিযুক্ত মোরশেদ আলম অপু দাবি করেন, “খাল পাড়ে আমাদের ভোগদখলীয় জায়গাতেই নির্মাণকাজ চলছে, খাল দখল করার প্রশ্নই আসে না।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, “অভিযোগ পাওয়ার পরপরই সাময়িকভাবে কাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগিরই সরজমিনে গিয়ে নিরপেক্ষ পরিমাপ করে খালের ওপর নির্মিত অংশ ভেঙে ফেলা হবে।”
এলাকাবাসী এখন দেখছে প্রশাসনের দিকে—সরকারি খাল রক্ষা করে জলাবদ্ধতা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার আশায়।
চাটখিলে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজার এলাকায় সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণ বারবার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন—এমনই দাবি ভুক্তভোগীদের। সরজমিনে গিয়ে দেখা যায়, সোমপাড়া মধ্য বাজার ব্রীজের পূর্ব পাশে খালের ওপর বহুতল ভবন নির্মাণ করছেন প্রসাদপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মোরশেদ আলম অপু। খালটি সরকারি হলেও নির্মাণ কাজ চলছে নির্দ্বিধায়। শুধু এখানেই নয়, সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তিরা খালের ওপর অবৈধভাবে দোকানঘর ও ভবন নির্মাণ করে খালের স্বাভাবিক পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন। স্থানীয় সামাজিক সংগঠন "তারুণ্যের আলো" খাল পরিষ্কারের কাজ করতে গিয়ে এসব দখলের বিষয়টি সামনে আনে। সংগঠনের মুখপাত্র মোঃ সুমন জানান, জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করতে গিয়ে তারা খাল দখলের ভয়াবহ চিত্র দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন। সোমপাড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা জানান, গত বছরের দীর্ঘস্থায়ী বন্যার অন্যতম কারণ ছিল খাল দখল। তারা দ্রুত খাল দখলমুক্ত করার দাবি জানান। এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী মোঃ গোলাম সারোয়ার জুয়েল বলেন, “এলাকার স্বার্থে এবং জলাবদ্ধতা নিরসনের জন্য খালটি অবিলম্বে দখলমুক্ত করা জরুরি। আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।” অভিযুক্ত মোরশেদ আলম অপু দাবি করেন, “খাল পাড়ে আমাদের ভোগদখলীয় জায়গাতেই নির্মাণকাজ চলছে, খাল দখল করার প্রশ্নই আসে না।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, “অভিযোগ পাওয়ার পরপরই সাময়িকভাবে কাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগিরই সরজমিনে গিয়ে নিরপেক্ষ পরিমাপ করে খালের ওপর নির্মিত অংশ ভেঙে ফেলা হবে।” এলাকাবাসী এখন দেখছে প্রশাসনের দিকে—সরকারি খাল রক্ষা করে জলাবদ্ধতা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার আশায়।1 Comentários 1 Compartilhamentos 2KB Visualizações 0 Anterior
3
-
চাটখিলে সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ এলাকাবাসী
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজার এলাকায় সরকারি খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণ বারবার উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানালেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন—এমনই দাবি ভুক্তভোগীদের।
সরজমিনে গিয়ে দেখা যায়, সোমপাড়া মধ্য বাজার ব্রীজের পূর্ব পাশে খালের ওপর বহুতল ভবন নির্মাণ করছেন প্রসাদপুর গ্রামের মৃত নুর নবীর ছেলে মোরশেদ আলম অপু। খালটি সরকারি হলেও নির্মাণ কাজ চলছে নির্দ্বিধায়। শুধু এখানেই নয়, সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন স্থানে প্রভাবশালী ব্যক্তিরা খালের ওপর অবৈধভাবে দোকানঘর ও ভবন নির্মাণ করে খালের স্বাভাবিক পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন।
স্থানীয় সামাজিক সংগঠন "তারুণ্যের আলো" খাল পরিষ্কারের কাজ করতে গিয়ে এসব দখলের বিষয়টি সামনে আনে। সংগঠনের মুখপাত্র মোঃ সুমন জানান, জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করতে গিয়ে তারা খাল দখলের ভয়াবহ চিত্র দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করেন।
সোমপাড়া বাজারের কয়েকজন ব্যবসায়ী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বিএনপি নেতা জানান, গত বছরের দীর্ঘস্থায়ী বন্যার অন্যতম কারণ ছিল খাল দখল। তারা দ্রুত খাল দখলমুক্ত করার দাবি জানান।
এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী মোঃ গোলাম সারোয়ার জুয়েল বলেন, “এলাকার স্বার্থে এবং জলাবদ্ধতা নিরসনের জন্য খালটি অবিলম্বে দখলমুক্ত করা জরুরি। আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”
অভিযুক্ত মোরশেদ আলম অপু দাবি করেন, “খাল পাড়ে আমাদের ভোগদখলীয় জায়গাতেই নির্মাণকাজ চলছে, খাল দখল করার প্রশ্নই আসে না।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, “অভিযোগ পাওয়ার পরপরই সাময়িকভাবে কাজ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। শিগগিরই সরজমিনে গিয়ে নিরপেক্ষ পরিমাপ করে খালের ওপর নির্মিত অংশ ভেঙে ফেলা হবে।”
এলাকাবাসী এখন দেখছে প্রশাসনের দিকে—সরকারি খাল রক্ষা করে জলাবদ্ধতা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার আশায়।
0 Comentários 0 Compartilhamentos 691 Visualizações 0 Anterior1
-
প্রধান উপদেষ্টার' বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুললেন 'হাসনাত আবদুল্লাহ'। 'স্বাস্থ্য উপদেষ্টার' এতো এতো ব্যর্থতার পরও তার পদত্যাগ না করাকে ড. ইউনুসের স্বজনপ্রীতি বলেছেন তিনি।প্রধান উপদেষ্টার' বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তুললেন 'হাসনাত আবদুল্লাহ'। 😇 😅'স্বাস্থ্য উপদেষ্টার' এতো এতো ব্যর্থতার পরও তার পদত্যাগ না করাকে ড. ইউনুসের স্বজনপ্রীতি বলেছেন তিনি।0 Comentários 0 Compartilhamentos 626 Visualizações 0 Anterior1
-
0 Comentários 0 Compartilhamentos 817 Visualizações 0 Anterior
-
0 Comentários 0 Compartilhamentos 818 Visualizações 0 Anterior
-
"ব্যবহারের পরে মানুষ যখন পিঠ ফিরিয়ে যায়,
তখন প্রশ্ন জাগে—সম্পর্কটা কি সত্যিই ছিলো, নাকি অভিনয়?
পল্টির সেই চিত্র, মনে বাজে রাতভর,
ভাবলেই ঘুম উড়ে যায়—মন থাকে অস্থির!"
— সুমন হাওলাদার"ব্যবহারের পরে মানুষ যখন পিঠ ফিরিয়ে যায়, তখন প্রশ্ন জাগে—সম্পর্কটা কি সত্যিই ছিলো, নাকি অভিনয়? পল্টির সেই চিত্র, মনে বাজে রাতভর, ভাবলেই ঘুম উড়ে যায়—মন থাকে অস্থির!" — সুমন হাওলাদার0 Comentários 0 Compartilhamentos 989 Visualizações 0 Anterior -
#কুতুবদিয়া #অবৈধঅস্ত্রউদ্ধার #নৌবাহিনীঅভিযান #তাবালেরচর #ডাকাতি_প্রতিরোধ #নিরাপত্তা #বাংলাদেশনৌবাহিনী #KutubdiaOps #CrimePrevention #অস্ত্রজব্দ#কুতুবদিয়া #অবৈধঅস্ত্রউদ্ধার #নৌবাহিনীঅভিযান #তাবালেরচর #ডাকাতি_প্রতিরোধ #নিরাপত্তা #বাংলাদেশনৌবাহিনী #KutubdiaOps #CrimePrevention #অস্ত্রজব্দ1 Comentários 0 Compartilhamentos 1KB Visualizações 0 Anterior
2
-
https://eyenewsbd.com/@648eabf0d0 Comentários 0 Compartilhamentos 385 Visualizações 22 0 Anterior
-
👇
EYENEWSBD.COMচার শিক্ষার্থী কারাগারে সচিবালয়ে সহিংসতায়: ১২০০ জনের বিরুদ্ধে মামলা.. | আই নিউজ বিডিবাংলাদেশ সচিবালয়ে ঢুকে ভাঙচুর করে ক্ষতি সাধন ও স্বেচ্ছায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ..0 Comentários 0 Compartilhamentos 830 Visualizações 0 Anterior
© 2025 Eidok
Portuguese (Brazil)