• মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী , সাবেক সংসদ সদস্য,হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের , পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

    মাদারীপুরের চরমুগুরিয়ায় আজ ২১, জুন,২০২৫ ইং তারিখ শনিবার বেলা ১১ টার সময় , চরমুগুরিয়া কমিউনিটি সেন্টারে, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ -শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের সাথে,রাজৈর ও মাদারীপুর সদর উপজেলাধীন সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


    মতবিনিময় অনুষ্ঠানে হেলেন জেরিন খান ,উপস্থিত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন, বক্তব্য প্রদান করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।


    হেলেন জেরিন খান বলেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে ও জনগনের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়ে আসতে পারি তাহলে আপনাদের উন্নয়নমূক দাবি যথাযথ ভাবে পুরণ করব‌। তিনি আরো বলেন শুধু তাই নয় মাদারীপুর -২ আসনের (মাদারীপুর - রাজৈর) আমার নির্বাচনী এলাকার ব্যপক উন্নয়নমূলক কাজ করব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।
    মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী , সাবেক সংসদ সদস্য,হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের , পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মাদারীপুরের চরমুগুরিয়ায় আজ ২১, জুন,২০২৫ ইং তারিখ শনিবার বেলা ১১ টার সময় , চরমুগুরিয়া কমিউনিটি সেন্টারে, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ -শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের সাথে,রাজৈর ও মাদারীপুর সদর উপজেলাধীন সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে হেলেন জেরিন খান ,উপস্থিত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন, বক্তব্য প্রদান করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। হেলেন জেরিন খান বলেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে ও জনগনের ম্যান্ডেট নিয়ে সংসদ সদস্য হয়ে আসতে পারি তাহলে আপনাদের উন্নয়নমূক দাবি যথাযথ ভাবে পুরণ করব‌। তিনি আরো বলেন শুধু তাই নয় মাদারীপুর -২ আসনের (মাদারীপুর - রাজৈর) আমার নির্বাচনী এলাকার ব্যপক উন্নয়নমূলক কাজ করব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন।
    0 Σχόλια 0 Μοιράστηκε 87 Views 0 Προεπισκόπηση
  • উত্তপ্ত পরিস্থিতি প্রেসক্লাবের সামনে, জল কামান নিক্ষেপ
    উত্তপ্ত পরিস্থিতি প্রেসক্লাবের সামনে, জল কামান নিক্ষেপ
    EYENEWSBD.COM
    উত্তপ্ত পরিস্থিতি প্রেসক্লাবের সামনে, জল কামান নিক্ষেপ,
    ⁣উত্তপ্ত পরিস্থিতি প্রেসক্লাবের সামনে, জল কামান নিক্ষেপ, সরাসরি....
    0 Σχόλια 0 Μοιράστηκε 172 Views 0 Προεπισκόπηση
  • আজ ২২শে জুন ১০ নং আটুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং কমিটি
    আজ ২২ জুন, সাতক্ষীরা শ্যামনগর ১০নং আটুলিয়া ইউনিয়নে হতে যাচ্ছে বিট পুলিশং কমিটি সভা, স্থানঃ নওয়াবেকি বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়, সময় বেলা ১১টায়, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
    জনাব মিথুন সরদার অতিরিক্ত পুলিশ সুপার
    ডি এস বি এবং অতিরিক্ত দায়িত্ব কালিগঞ্জ সার্কেল
    সভাপতি করবেন জনাব হুমায়ুন কবির মোল্লা
    অফিসার ইনচার্জ শ্যাম নগর থানা সাতক্ষীরা
    সঞ্চালনে মোহাম্মদ বিপ্লব হোসেন এস আই ১০ নাম্বার আটুলিয়া ইউনিয়ন বিট অফিসার শ্যামনগর থানা সাতক্ষীরা।
    আজ ২২শে জুন ১০ নং আটুলিয়া ইউনিয়ন বিট পুলিশিং কমিটি আজ ২২ জুন, সাতক্ষীরা শ্যামনগর ১০নং আটুলিয়া ইউনিয়নে হতে যাচ্ছে বিট পুলিশং কমিটি সভা, স্থানঃ নওয়াবেকি বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়, সময় বেলা ১১টায়, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মিথুন সরদার অতিরিক্ত পুলিশ সুপার ডি এস বি এবং অতিরিক্ত দায়িত্ব কালিগঞ্জ সার্কেল সভাপতি করবেন জনাব হুমায়ুন কবির মোল্লা অফিসার ইনচার্জ শ্যাম নগর থানা সাতক্ষীরা সঞ্চালনে মোহাম্মদ বিপ্লব হোসেন এস আই ১০ নাম্বার আটুলিয়া ইউনিয়ন বিট অফিসার শ্যামনগর থানা সাতক্ষীরা।
    0 Σχόλια 0 Μοιράστηκε 93 Views 0 Προεπισκόπηση
  • ভেড়ামারায় আন্তর্জাতিক যোগ দিবস পালন
    শরীর, মন এবং আত্মা কে সুস্থ রাখতে হলে যোগ ব্যায়ামের বিকল্প নেই

    কুষ্টিয়ার ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ১১ তম আন্তর্জাতিক যোগ দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে ভেড়ামারার অন্যতম স্বাস্থ্য বিষায়ক প্রতিষ্ঠান ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড আলোচনা সভা, ঔষুধ ছাড়াই কিভাবে সুস্থ থাকার বিষয়ে যোগীদের ডিসপ্লে, যোগীদের র‌্যাম্প শো, যোগ নৃত্যে, পুরুস্কার বিতরন ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। গতকাল শনিবার ভোর ৬টায় অনুষ্ঠানটি ভেড়ামারার ডাকবাংলো মার্কেটের ৩য় তলায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর হলরুমে অনুষ্ঠিত হয়।
    “এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম” শীর্ষক প্রতিপাদ্য কে সামনে নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা। যোগ ব্যায়ামের ছাত্র এবং ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল ও ডাঃ আজমিরা খাতুন প্রিয়া’র সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার ওর্নাস এস্যোসিয়েশনের সভাপতি, এবিসি ন্যাশনাল নিউজ এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জিয়াউল ইসলাম জিয়া, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব, বিশিষ্ট লেখক, গবেষক, ভেড়ামারা আলহেরা একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ¦ হাসানুজ্জামান খসরু, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হাসান স্বপন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ক্রীড়াবিদ আলহাজ¦ আতিকুজ্জামান পিন্টু, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ আসমান আলী, সাফ এর ব্যবস্থাপনা পরিচালক মীর আব্দুর রাজ্জাক, ভেড়ামারা সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক ও ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, বিশিষ্ট কবি মোজাম্মেল হক, আলহাজ¦ মাহাবুব আলম খান, সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, প্রদীপ সরকার, ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক নোমান জহির রাজা, সাংবাদিক মোহন ইসলাম প্রমুখ।
    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার ওর্নাস এস্যোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বলেন, শরীর, মন এবং আত্মা কে সুস্থ রাখতে হলে যোগ ব্যায়ামের বিকল্প নেই। যোগ চর্চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর ও মন সুস্থ রাখে। তিনি বলেন, আধুনিক যুগে প্রমানিত হয়েছে, যেখানে মেডিকেল সায়েন্স ব্যার্থ, সেখানে যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। তাও কোন রুপ মেডিসিন ছাড়াই। যোগ হলো এক জীবন দর্শন। যা মানুষের জীবন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে, ব্যাধিমুক্ত জীবন উপহার দিতে সক্ষম।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, যোগ এলোপ্যাথির মতো কোন চিকিৎসা পদ্ধতি নয়, বরং রোগের মূল কারণকে চিহ্নিত করে, মানবদেহের ভিতর থেকে সুস্থ করে তোলার এক উপায়। যোগকে যারা শুধুমাত্র ব্যায়ামের মত দেখে বা ব্যক্তি বিশেষ এর পদ্ধতি মনে করে, তারা সংকীর্ণতাপূর্ন ও বিবেকহীন। হিংসা, অহংকার, অজ্ঞানতা, স্বার্থ থেকে উঠে এসে যোগ ব্যায়াম কে সম্পূর্ণ বিজ্ঞানের মত দেখা উচিৎ। তিনি সকল শ্রেনী পেশার মানুষ কে নিয়মিত যোগ ব্যায়াম’র মাধ্যমে সুস্থ থাকার অহবান জানিয়ে বলেন, সুশিক্ষার পাশাপাশি আপনার সন্তান কে প্রাণায়াম যোগ শিক্ষা দিন। আপনার সন্তান নীরোগ জাতি উপহার দিবে।
    ভেড়ামারায় আন্তর্জাতিক যোগ দিবস পালন শরীর, মন এবং আত্মা কে সুস্থ রাখতে হলে যোগ ব্যায়ামের বিকল্প নেই কুষ্টিয়ার ভেড়ামারায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে ১১ তম আন্তর্জাতিক যোগ দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে ভেড়ামারার অন্যতম স্বাস্থ্য বিষায়ক প্রতিষ্ঠান ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড আলোচনা সভা, ঔষুধ ছাড়াই কিভাবে সুস্থ থাকার বিষয়ে যোগীদের ডিসপ্লে, যোগীদের র‌্যাম্প শো, যোগ নৃত্যে, পুরুস্কার বিতরন ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। গতকাল শনিবার ভোর ৬টায় অনুষ্ঠানটি ভেড়ামারার ডাকবাংলো মার্কেটের ৩য় তলায় ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড এর হলরুমে অনুষ্ঠিত হয়। “এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম” শীর্ষক প্রতিপাদ্য কে সামনে নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা। যোগ ব্যায়ামের ছাত্র এবং ভেড়ামারা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল ও ডাঃ আজমিরা খাতুন প্রিয়া’র সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার ওর্নাস এস্যোসিয়েশনের সভাপতি, এবিসি ন্যাশনাল নিউজ এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জিয়াউল ইসলাম জিয়া, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মহাসচিব, বিশিষ্ট লেখক, গবেষক, ভেড়ামারা আলহেরা একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আলহাজ¦ হাসানুজ্জামান খসরু, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হাসান স্বপন, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ক্রীড়াবিদ আলহাজ¦ আতিকুজ্জামান পিন্টু, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ আসমান আলী, সাফ এর ব্যবস্থাপনা পরিচালক মীর আব্দুর রাজ্জাক, ভেড়ামারা সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক ও ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, বিশিষ্ট কবি মোজাম্মেল হক, আলহাজ¦ মাহাবুব আলম খান, সাংবাদিক ইসমাইল হোসেন বাবু, প্রদীপ সরকার, ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক নোমান জহির রাজা, সাংবাদিক মোহন ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভেড়ামারা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টার ওর্নাস এস্যোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম বলেন, শরীর, মন এবং আত্মা কে সুস্থ রাখতে হলে যোগ ব্যায়ামের বিকল্প নেই। যোগ চর্চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর ও মন সুস্থ রাখে। তিনি বলেন, আধুনিক যুগে প্রমানিত হয়েছে, যেখানে মেডিকেল সায়েন্স ব্যার্থ, সেখানে যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। তাও কোন রুপ মেডিসিন ছাড়াই। যোগ হলো এক জীবন দর্শন। যা মানুষের জীবন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে, ব্যাধিমুক্ত জীবন উপহার দিতে সক্ষম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, যোগ এলোপ্যাথির মতো কোন চিকিৎসা পদ্ধতি নয়, বরং রোগের মূল কারণকে চিহ্নিত করে, মানবদেহের ভিতর থেকে সুস্থ করে তোলার এক উপায়। যোগকে যারা শুধুমাত্র ব্যায়ামের মত দেখে বা ব্যক্তি বিশেষ এর পদ্ধতি মনে করে, তারা সংকীর্ণতাপূর্ন ও বিবেকহীন। হিংসা, অহংকার, অজ্ঞানতা, স্বার্থ থেকে উঠে এসে যোগ ব্যায়াম কে সম্পূর্ণ বিজ্ঞানের মত দেখা উচিৎ। তিনি সকল শ্রেনী পেশার মানুষ কে নিয়মিত যোগ ব্যায়াম’র মাধ্যমে সুস্থ থাকার অহবান জানিয়ে বলেন, সুশিক্ষার পাশাপাশি আপনার সন্তান কে প্রাণায়াম যোগ শিক্ষা দিন। আপনার সন্তান নীরোগ জাতি উপহার দিবে।
    0 Σχόλια 0 Μοιράστηκε 173 Views 0 Προεπισκόπηση
  • সদরঘাট থানা সিটিজেনস্ ফোরামের মত বিনিময়ও ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত
    ----------------------------
    চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার উদ্যোগে সদরঘাট থানা সিটিজেনস ফোরাম কমিটির এক মতবিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আজ উত্তর নালাপাড়ার শরীফ মসজিদ সংলগ্ন একটি হলে সন্ধায় অনুষ্ঠিত হয়।
    হাজী মুহাম্মদ সালাহউদ্দিন এর সভাপতিত্বে ও সদরঘাট থানার এসআই এরশাদ উল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রহিম।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিব সাত্তি,৩০নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, বিএনপি নেতা নুরুল আলম নুরু,বিএনপির নেত্রী ও বেসরকারি কারাপরিদর্শক কামরু নাহার লিজা, বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, জামাতে ইসলামি নেতা হারুনুর রশীদ,সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ মনসুর আহমেদ,মোঃ নাসির, হাজী আমীর আহমেদ, শরীফ মসজিদ পরিচালনা কমিটির মোয়াত্তালি মুহাম্মদ বেলাল,মোহাম্মদ সেলিম,মাসুদ রানা রনি, মোঃ ইব্রাহিম যুবদল নেতা আলী বাহাদুর সুমন, আবু তালেব লিটন, ছাত্রদল নেতা মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ সাদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সদরঘাট থানা সিটিজেনস্ ফোরামের মত বিনিময়ও ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত ---------------------------- চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার উদ্যোগে সদরঘাট থানা সিটিজেনস ফোরাম কমিটির এক মতবিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আজ উত্তর নালাপাড়ার শরীফ মসজিদ সংলগ্ন একটি হলে সন্ধায় অনুষ্ঠিত হয়। হাজী মুহাম্মদ সালাহউদ্দিন এর সভাপতিত্বে ও সদরঘাট থানার এসআই এরশাদ উল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিব সাত্তি,৩০নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম বাদল, বিএনপি নেতা নুরুল আলম নুরু,বিএনপির নেত্রী ও বেসরকারি কারাপরিদর্শক কামরু নাহার লিজা, বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, জামাতে ইসলামি নেতা হারুনুর রশীদ,সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ মনসুর আহমেদ,মোঃ নাসির, হাজী আমীর আহমেদ, শরীফ মসজিদ পরিচালনা কমিটির মোয়াত্তালি মুহাম্মদ বেলাল,মোহাম্মদ সেলিম,মাসুদ রানা রনি, মোঃ ইব্রাহিম যুবদল নেতা আলী বাহাদুর সুমন, আবু তালেব লিটন, ছাত্রদল নেতা মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ সাদার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    0 Σχόλια 0 Μοιράστηκε 184 Views 0 Προεπισκόπηση
  • সিরাজগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক চৌহালীর দুর্গম চরে খামারিকে খুন করে গরু ডাকাতি মামলার রহস্য উৎঘাটন, ০৭ জন আন্তঃজেলার ডাকাত গ্রেফতার ও ০১টি গরু উদ্ধার

    সিরাজগঞ্জ জেলার পুলিশ হত্যাকান্ড, সংঘবদ্ধ ডাকাতিসহ চাঞ্চল্যকর যে কোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
    গত ২০/০৫/২০২৫ খ্রিঃ চৌহালী থানাধীন ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ যমুনা নদীর কাউলিয়ার চরে ডিসিষ্ট তারা মিয়া(৬৫) ও তার নাতি মোঃ ইব্রাহিম খলিল(১৮), সাং-খাষকাউলিয়া (পশ্চিম জোতপাড়া), থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জদ্বয় বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায় গরু দেখাশোনা ও রাত্রি যাপনের জন্য রাতের খাবারসহ উক্ত চরে যায়। একই তারিখ রাত্রি অনুমান ২১.৩০ ঘটিকায় রাতের খাওয়া-দাওয়া শেষ করে দু’জনেই উক্ত টিনের ছাপড়া ঘরে গরুগুলো বেঁধে তারা ঘুমিয়ে যায়। ২১/০৫/২০২৫ খ্রিঃ রাত্রি ১২.০০ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকার সময় দেশীয় অস্ত্রসস্ত্রসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ঘটনাস্থলে এসে অস্থায়ী ছাপড়া ঘরে প্রবেশ করে এবং ডিসিষ্ট তারা মিয়া ও মোঃ ইব্রাহিম খলিলের হাত, পা, চোখ ও মুখ গামছা এবং রশি দিয়ে বেঁধে রেখে ছাপড়া ঘরে থাকা ০২টি ষাড় গরু ও ০১ টি গাভী গরু নিয়ে পালিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর ডিসিষ্টের নাতি ইব্রাহিম অনেক কষ্টে তার হাতের বাঁধন খুলে উক্ত চরে অস্থায়ীভাবে বসবাসকারী লোকজনকে বিষয়টি জানালে ৪/৫ জন লোক লাঠি-শোটা নিয়ে ছাপড়া ঘরের সামনে আসলে দেখতে পায় যে, ডাকাতদল ডিসিষ্ট তারা মিয়াকে রশি দিয়ে বাঁশের খুটির সাথে বেঁধে রেখেছে। তারা হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং মুখের ভিতরে দেয়া গামছা বের করে ডিসিষ্ট তারা মিয়াকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ দেয় না। এতে তারা বুঝতে পারে ডিসিষ্ট তারা মিয়াকে অজ্ঞাতনামা ডাকাতদল রশি দ্বারা হাত ও পা বেঁধে মুখের ভিতর গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গরু নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় চৌহালী থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি হত্যাসহ ডাকাতি মামলা রুজু হয়।
    চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামী গ্রেফতারে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন এর নিবিড় তত্ত্বাবধানে এবং নির্দেশনায় সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা এর নেতৃত্বে জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ, এসআই(নিঃ)/মোঃ শারফুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জগণসহ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। চৌকস এই টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কারণে খুনসহ ডাকাতির সম্পর্কে অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনসহ ঘটনার সাথে জড়িত ডাকাতদের সনাক্ত করে ০৭ জন আন্তঃজেলা ডাকাত ১। মোঃ ইউসুফ আলী(২৮), পিতা-মৃত ওসমান দেওয়ান, সাং-মুলকান্দিচর, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ শাহ আলম(৪০), পিতা-মোঃ শামসুল হক প্রাং, সাং-শামশৈল, থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইল, ৩। মোঃ হাসান মন্ডল(২৫), পিতা-মৃত মকতেল মন্ডল, সাং-চর কুমলি, থানা ও জেলা-টাঙ্গাইল, ৪। মোঃ আমির হোসেন(৪৫), পিতা-মৃত আঃ রহিম, সাং-চর কুমলি, থানা ও জেলা-টাঙ্গাইল, ৫। মোঃ শাহিদ @ সাঈদ(৪১), পিতা-মৃত রজব আলী, সাং-ছোট নলছিয়াপাড়া (চরচন্দনী), থানা-ভূঞাপুর, জেলা-টাঙ্গাইল, ৬। মোঃ আঃ মালেক(২৮), পিতা-মৃত হবিবর রহমান, সাং-খয়াপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ, ৭। মোঃ ইসমাইল ব্যাপারী(৫৩), পিতা-মৃত আছের উদ্দিন, সাং-ধুলবাড়ী, থানা ও জেলা-টাঙ্গাইলগণদের গ্রেফতার করেন এবং ০১টি ষাড় গরু উদ্ধার করেন।
    গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। গত ২০/০৫/২০২৫ খ্রিঃ তারিখে রাতে ০২টি নৌকায় মোট ১৭/১৮ জন পরিকল্পিতভাবে চরে ডাকাতির উদ্দেশ্যে বের হলে চৌহালী থানাধীন ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ যমুনা নদীর কাউলিয়ার চরে গিয়ে নৌকা ঠেকায়। চরের অস্থায়ী ছাপড়া ঘরে ১১/১২ জন প্রবেশ করলে গরুসহ ০২জন লোককে দেখতে পায়। ডিসিষ্ট তারা মিয়া ও তার নাতি মোঃ ইব্রাহিম খলিল ঘুম থেকে টের পেলে ডাকাতেরা ডিসিষ্ট তারা মিয়ার মাথায় বারি মেরে তাদের দু’জনের হাত, পা, চোখ ও মুখ বেঁধে রেখে ০৩টি গরু নিয়ে নৌকায় তুলে এবং পুংলী ঘাটে গিয়ে গরু ০৩টি বিক্রি করে ১,২৫,০০০/- টাকায় দিয়ে। পরবর্তীতে জন প্রতি ৫,০০০/-টাকা করে ভাগ করে নিয়ে যে যার মতো চলে যায়।
    এঘটনায় গ্রেফতারকৃত ০৭ জন ডাকাতই বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
    মোঃ তৈয়ব আহমেদ স্টাফ রিপোর্টার শাহজাদপুর প্রতিনিধি।
    সিরাজগঞ্জ ডিবি পুলিশ কর্তৃক চৌহালীর দুর্গম চরে খামারিকে খুন করে গরু ডাকাতি মামলার রহস্য উৎঘাটন, ০৭ জন আন্তঃজেলার ডাকাত গ্রেফতার ও ০১টি গরু উদ্ধার সিরাজগঞ্জ জেলার পুলিশ হত্যাকান্ড, সংঘবদ্ধ ডাকাতিসহ চাঞ্চল্যকর যে কোন ঘটনায় দ্রুত সাড়া দিয়ে ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। গত ২০/০৫/২০২৫ খ্রিঃ চৌহালী থানাধীন ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ যমুনা নদীর কাউলিয়ার চরে ডিসিষ্ট তারা মিয়া(৬৫) ও তার নাতি মোঃ ইব্রাহিম খলিল(১৮), সাং-খাষকাউলিয়া (পশ্চিম জোতপাড়া), থানা-চৌহালী, জেলা-সিরাজগঞ্জদ্বয় বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায় গরু দেখাশোনা ও রাত্রি যাপনের জন্য রাতের খাবারসহ উক্ত চরে যায়। একই তারিখ রাত্রি অনুমান ২১.৩০ ঘটিকায় রাতের খাওয়া-দাওয়া শেষ করে দু’জনেই উক্ত টিনের ছাপড়া ঘরে গরুগুলো বেঁধে তারা ঘুমিয়ে যায়। ২১/০৫/২০২৫ খ্রিঃ রাত্রি ১২.০০ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকার সময় দেশীয় অস্ত্রসস্ত্রসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত ঘটনাস্থলে এসে অস্থায়ী ছাপড়া ঘরে প্রবেশ করে এবং ডিসিষ্ট তারা মিয়া ও মোঃ ইব্রাহিম খলিলের হাত, পা, চোখ ও মুখ গামছা এবং রশি দিয়ে বেঁধে রেখে ছাপড়া ঘরে থাকা ০২টি ষাড় গরু ও ০১ টি গাভী গরু নিয়ে পালিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর ডিসিষ্টের নাতি ইব্রাহিম অনেক কষ্টে তার হাতের বাঁধন খুলে উক্ত চরে অস্থায়ীভাবে বসবাসকারী লোকজনকে বিষয়টি জানালে ৪/৫ জন লোক লাঠি-শোটা নিয়ে ছাপড়া ঘরের সামনে আসলে দেখতে পায় যে, ডাকাতদল ডিসিষ্ট তারা মিয়াকে রশি দিয়ে বাঁশের খুটির সাথে বেঁধে রেখেছে। তারা হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং মুখের ভিতরে দেয়া গামছা বের করে ডিসিষ্ট তারা মিয়াকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ দেয় না। এতে তারা বুঝতে পারে ডিসিষ্ট তারা মিয়াকে অজ্ঞাতনামা ডাকাতদল রশি দ্বারা হাত ও পা বেঁধে মুখের ভিতর গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গরু নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনায় চৌহালী থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি হত্যাসহ ডাকাতি মামলা রুজু হয়। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামী গ্রেফতারে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন এর নিবিড় তত্ত্বাবধানে এবং নির্দেশনায় সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল জনাব মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা এর নেতৃত্বে জনাব মোঃ একরামুল হোসাইন, পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ, এসআই(নিঃ)/মোঃ শারফুল ইসলাম, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জগণসহ অফিসার ও ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। চৌকস এই টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কারণে খুনসহ ডাকাতির সম্পর্কে অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার রহস্য উদ্ঘাটনসহ ঘটনার সাথে জড়িত ডাকাতদের সনাক্ত করে ০৭ জন আন্তঃজেলা ডাকাত ১। মোঃ ইউসুফ আলী(২৮), পিতা-মৃত ওসমান দেওয়ান, সাং-মুলকান্দিচর, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ, ২। মোঃ শাহ আলম(৪০), পিতা-মোঃ শামসুল হক প্রাং, সাং-শামশৈল, থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইল, ৩। মোঃ হাসান মন্ডল(২৫), পিতা-মৃত মকতেল মন্ডল, সাং-চর কুমলি, থানা ও জেলা-টাঙ্গাইল, ৪। মোঃ আমির হোসেন(৪৫), পিতা-মৃত আঃ রহিম, সাং-চর কুমলি, থানা ও জেলা-টাঙ্গাইল, ৫। মোঃ শাহিদ @ সাঈদ(৪১), পিতা-মৃত রজব আলী, সাং-ছোট নলছিয়াপাড়া (চরচন্দনী), থানা-ভূঞাপুর, জেলা-টাঙ্গাইল, ৬। মোঃ আঃ মালেক(২৮), পিতা-মৃত হবিবর রহমান, সাং-খয়াপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ, ৭। মোঃ ইসমাইল ব্যাপারী(৫৩), পিতা-মৃত আছের উদ্দিন, সাং-ধুলবাড়ী, থানা ও জেলা-টাঙ্গাইলগণদের গ্রেফতার করেন এবং ০১টি ষাড় গরু উদ্ধার করেন। গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে। গত ২০/০৫/২০২৫ খ্রিঃ তারিখে রাতে ০২টি নৌকায় মোট ১৭/১৮ জন পরিকল্পিতভাবে চরে ডাকাতির উদ্দেশ্যে বের হলে চৌহালী থানাধীন ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ যমুনা নদীর কাউলিয়ার চরে গিয়ে নৌকা ঠেকায়। চরের অস্থায়ী ছাপড়া ঘরে ১১/১২ জন প্রবেশ করলে গরুসহ ০২জন লোককে দেখতে পায়। ডিসিষ্ট তারা মিয়া ও তার নাতি মোঃ ইব্রাহিম খলিল ঘুম থেকে টের পেলে ডাকাতেরা ডিসিষ্ট তারা মিয়ার মাথায় বারি মেরে তাদের দু’জনের হাত, পা, চোখ ও মুখ বেঁধে রেখে ০৩টি গরু নিয়ে নৌকায় তুলে এবং পুংলী ঘাটে গিয়ে গরু ০৩টি বিক্রি করে ১,২৫,০০০/- টাকায় দিয়ে। পরবর্তীতে জন প্রতি ৫,০০০/-টাকা করে ভাগ করে নিয়ে যে যার মতো চলে যায়। এঘটনায় গ্রেফতারকৃত ০৭ জন ডাকাতই বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। মোঃ তৈয়ব আহমেদ স্টাফ রিপোর্টার শাহজাদপুর প্রতিনিধি।
    0 Σχόλια 0 Μοιράστηκε 207 Views 0 Προεπισκόπηση
  • 0 Σχόλια 0 Μοιράστηκε 105 Views 0 Προεπισκόπηση
  • ‎তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার

    ‎নিজস্ব প্রতিবেদক,
    ‎কুতুবদিয়া (কক্সবাজার), ২২ জুন ২০২৫ঃ

    ‎কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানা এলাকা থেকে তারেক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আনিছুল ইসলাম তুষারকে গ্রেফতার করেছে।

    ‎রবিবার (২২ জুন) কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোঃ আনিছুল ইসলাম তুষার প্রকাশ মইন্না /বাবু (২৩) কে গ্রেফতার করে পুলিশ। আটক আসামি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুইল্যার পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ নুর ছালামের ছেলে।

    ‎আসামির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং-০২, তারিখ-০৭/০৬/২০২৪ইং, জিআর নং-৫৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
    ‎তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার ‎ ‎নিজস্ব প্রতিবেদক, ‎কুতুবদিয়া (কক্সবাজার), ২২ জুন ২০২৫ঃ ‎ ‎কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানা এলাকা থেকে তারেক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আনিছুল ইসলাম তুষারকে গ্রেফতার করেছে। ‎ ‎রবিবার (২২ জুন) কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোঃ আনিছুল ইসলাম তুষার প্রকাশ মইন্না /বাবু (২৩) কে গ্রেফতার করে পুলিশ। আটক আসামি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুইল্যার পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ নুর ছালামের ছেলে। ‎ ‎আসামির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং-০২, তারিখ-০৭/০৬/২০২৪ইং, জিআর নং-৫৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
    0 Σχόλια 0 Μοιράστηκε 388 Views 0 Προεπισκόπηση
  • Love
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 125 Views 0 Προεπισκόπηση
  • তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার
    কক্সবাজারের কুতুবদিয়ার ব্যবসায়ী তারেক হত্যা মামলার আসামি আনিসুল ইসলাম তুষারকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আটক করেছে পুলিশ। 
    0 Σχόλια 0 Μοιράστηκε 1χλμ. Views 0 Προεπισκόπηση
Eidok App https://eidok.com