কুতুবদিয়ায় দুই দিনে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত

জনসচেতনতায় গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তা


কুতুবদিয়া (কক্সবাজার), ২২ জুন ২০২৫:


কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয়েছে। ২১ ও ২২ জুনের মধ্যে এই তিনজন রোগী ডেঙ্গু পজিটিভ হিসেবে ধরা পড়েন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান।

তিনি জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বাড়বে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া চলবে। তিনি বলেন, "স্বল্প খরচে ডেঙ্গু পরীক্ষা করুন, সরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবায় আস্থা রাখুন। জ্বর হলে বিনা পরীক্ষায় ওষুধ সেবন থেকে বিরত থাকুন। বিশেষ করে ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ ও স্টেরয়েড সেবনের পূর্বে ডেঙ্গু পরীক্ষা করানো জরুরি।"

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়, ডেঙ্গু পরীক্ষায়ের জন্য যথেষ্ট কিট ও জনশক্তি প্রস্তুত আছে। স্থানীয়দের জাগরণ করে এবং নিজ বাড়িতেই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে নির্দেশনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
0 Reacties 0 aandelen 322 Views 0 voorbeeld
Eidok App https://eidok.com