শশুরের মামলায় জামাই আটক

রংপুরে সিরাজুল ইসলাম নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।আজ বিকেলে পাগলাপির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: আল এমরান।

গংগাচড়া থানার পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান জানান ,গ্রেফতার সিরাজুল ইসলামের বিরুদ্ধে তার শশুর নসা মিয়া ২০১০ সালে নারী শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় একটি মামলা দায়ের করেন । যার মামলা নাম্বার জিআর-৮৫৮/১০ নারী শিশু মামলা নং ৭৯/১১।

পুলিশ জানায়,গ্রেফতার আসামীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, সিরাজুল ইসলাম কুড়িগ্রামের চিলমারী উপজেলার ইয়াসিন আলী ডাঙ্গার ছেলে। বর্তমানে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের সীমান্তবর্তী বাদিয়া পাড়া এলাকায় বসবাস করেন।
#news
শশুরের মামলায় জামাই আটক রংপুরে সিরাজুল ইসলাম নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।আজ বিকেলে পাগলাপির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: আল এমরান। গংগাচড়া থানার পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান জানান ,গ্রেফতার সিরাজুল ইসলামের বিরুদ্ধে তার শশুর নসা মিয়া ২০১০ সালে নারী শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় একটি মামলা দায়ের করেন । যার মামলা নাম্বার জিআর-৮৫৮/১০ নারী শিশু মামলা নং ৭৯/১১। পুলিশ জানায়,গ্রেফতার আসামীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, সিরাজুল ইসলাম কুড়িগ্রামের চিলমারী উপজেলার ইয়াসিন আলী ডাঙ্গার ছেলে। বর্তমানে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের সীমান্তবর্তী বাদিয়া পাড়া এলাকায় বসবাস করেন। #news
Like
1
0 Комментарии 0 Поделились 415 Просмотры 0 предпросмотр
Eidok App https://eidok.com