ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত।

নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে ভোর ৬টায় ছেড়ে আসা ঢাকা অভিমুখী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন টি নীলফামারী রেল স্টেশনে প্রবেশের আগ মুহর্তে পলাশবাড়ী তেতুলতলা রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নীলফামারী সদর ইউনিয়নের চওড়া বড়গাছা দলুয়া পাটোয়ারী পাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র (৩৫)ও কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪৮)নিহত হয়েছেন। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রী। নীলফামারী স্টেশন মাস্টার মিটুন রায় জানান রেল পুলিশ লাশ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে ফিরে দেওয়ার প্রস্তুতি চলছে।


ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত। নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে ভোর ৬টায় ছেড়ে আসা ঢাকা অভিমুখী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন টি নীলফামারী রেল স্টেশনে প্রবেশের আগ মুহর্তে পলাশবাড়ী তেতুলতলা রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নীলফামারী সদর ইউনিয়নের চওড়া বড়গাছা দলুয়া পাটোয়ারী পাড়া গ্রামের সেন্টু চন্দ্রের ছেলে ভবেশ চন্দ্র (৩৫)ও কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪৮)নিহত হয়েছেন। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রী। নীলফামারী স্টেশন মাস্টার মিটুন রায় জানান রেল পুলিশ লাশ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে ফিরে দেওয়ার প্রস্তুতি চলছে।
Like
1
0 Commenti 0 condivisioni 1K Views 0 Anteprima
Eidok https://eidok.com