"জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি":

"জিহাদ ফুড প্রোডাক্টস" কোম্পানির সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্য পণ্য যেমন:

সয়াবিন তেল।
মিনি মিল্ক পাউডার (প্রক্রিয়াধীন)।
টমেটো সস।
চিলি সস।
ভেজিটেবল সস।
ভিনেগার।
এক লেয়ার চকলেট।
ড্রিংকস পাউডার আইটেম(ট্যাংক)।
টেস্টি স্যালাইন।
উক্ত পণ্যসমূহ ভৈরব এলাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করার জন্য SR নিয়োগ করা হবে। নোট : পরিবেশক রেডি আছে। যে কোন সময় কাজ শুরু করতে পারবেন।

পদের বিবরণ:

SR (Sales Representative)

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা : বেতন সর্বসাকুল্য (সেলারি,টিএ, ডিএ, মোবাইল বিল) ১৬ থেকে ১৮ হাজার টাকা এবং টার্গেট ইন্সেন্টিভ। নোট: নিয়োগটি অবশ্যই টার্গেট ওরিয়েন্টেড।
অভিজ্ঞতা :আগ্রহী প্রার্থীর উক্ত পদে ২/৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ফ্যাক্টরি/অফিস ঠিকানা:

মিজমিজি, নারায়ণগঞ্জ, ঢাকা

যোগাযোগ:

মোবাইল: ০১৮৩৮১০৭৩২৪ / ০১৬৭৬১৮৯৭৫৬

ইমেইল: zihadfoodproducts@gmail.com

নোট : আগ্রহী প্রার্থীগণকে অনতিবিলম্বে শুধুমাত্র ইনবক্সে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যাদের চাকরির প্রয়োজন নাই তারা যোগাযোগ করা অথবা কোন মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
📝 "জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি": 🇧🇩"জিহাদ ফুড প্রোডাক্টস" কোম্পানির সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্য পণ্য যেমন: ✅সয়াবিন তেল। ✅মিনি মিল্ক পাউডার (প্রক্রিয়াধীন)। ✅টমেটো সস।🍅 ✅চিলি সস।🌶️ ✅ভেজিটেবল সস। ✅ভিনেগার। ✅এক লেয়ার চকলেট। ✅ ড্রিংকস পাউডার আইটেম(ট্যাংক)। ✅টেস্টি স্যালাইন। উক্ত পণ্যসমূহ ভৈরব এলাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করার জন্য SR নিয়োগ করা হবে। ⚽ নোট : পরিবেশক রেডি আছে। যে কোন সময় কাজ শুরু করতে পারবেন। 📌 পদের বিবরণ: SR (Sales Representative) ✅বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা : বেতন সর্বসাকুল্য (সেলারি,টিএ, ডিএ, মোবাইল বিল) ১৬ থেকে ১৮ হাজার টাকা এবং টার্গেট ইন্সেন্টিভ। নোট: নিয়োগটি অবশ্যই টার্গেট ওরিয়েন্টেড। ✅অভিজ্ঞতা :আগ্রহী প্রার্থীর উক্ত পদে ২/৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 🏢 ফ্যাক্টরি/অফিস ঠিকানা: মিজমিজি, নারায়ণগঞ্জ, ঢাকা 📞 যোগাযোগ: মোবাইল: ০১৮৩৮১০৭৩২৪ / ০১৬৭৬১৮৯৭৫৬ ইমেইল: zihadfoodproducts@gmail.com নোট : আগ্রহী প্রার্থীগণকে অনতিবিলম্বে শুধুমাত্র ইনবক্সে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যাদের চাকরির প্রয়োজন নাই তারা যোগাযোগ করা অথবা কোন মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
Like
1
0 التعليقات 0 المشاركات 608 مشاهدة 0 معاينة
Eidok App https://eidok.com