--হুরাসাগর নদে খাঁচায় মাছ চাষ: কম খরচে বেশি লাভে সফল উদ্যোক্তারা

পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদে খাঁচায় মাছ চাষ এখন এক লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার পাশে এই চাষ শুরু করে অনেকেই তাদের জীবনের মোড় ঘুরিয়েছেন।

সুজানগরের নিশ্চিন্তপুর গ্রামের আমির আলী ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি লুঙ্গি-গামছার ব্যবসায় লোকসানে পড়েন। ২০২৪ সালে বেড়াতে এসে হুরাসাগর নদে খাঁচায় মাছ চাষ দেখে আগ্রহী হন এবং প্রশিক্ষণ নিয়ে নিজেই শুরু করেন মাছ চাষ। শুরুতে ৪০টি খাঁচা দিয়ে যাত্রা শুরু হলেও এখন তার খাঁচার সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি।

আমির জানান, প্রতিটি খাঁচায় তিনি ৫০০টি ৩০০ গ্রাম ওজনের মাছ ছাড়েন, যেগুলো দুই মাসে এক কেজি ওজনে পৌঁছায়। এতে খরচের তুলনায় মুনাফা অনেক বেশি, তাই তিনি খাঁচার সংখ্যা আরও বাড়াতে চান।

শুধু আমির নন, ২০২৩ সালে একই এলাকায় গঠিত ‘মৎস্যজীবী সমবায় সমিতি’-র ২০ জন সদস্যও খাঁচায় মাছ চাষ শুরু করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তা ও স্থানীয় সংস্থা পিপিডি-র কারিগরি সহায়তায় তারা মনোসেক্স তেলাপিয়া চাষে যুক্ত হন। দুই বছরে ২০টি খাঁচা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৬০-এ। আগামীতে খাঁচার সংখ্যা ১০০ করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় উদ্যোক্তারা জানান, নদীর প্রবহমান পানিতে মাছ দ্রুত বড় হয়, রোগবালাই কম, খাবারও অনেকটাই প্রাকৃতিকভাবে মিলে যায়। এতে খরচ কমে যায় এবং প্রতি খাঁচা থেকে বছরে ৬০০ কেজি মাছ উৎপাদন সম্ভব হয়, যার বাজার মূল্য প্রায় ১১ হাজার টাকা (১৮০ টাকা কেজি ধরলে)।

মাছচাষি রফিকুল ইসলাম বলেন, নদীর মাছের স্বাদ ও মান বেশি ভালো হওয়ায় এর বাজারে চাহিদাও বেশি।

প্রথম দিকে বাইরে থেকে পোনা আনতে হলেও এখন অনেক উদ্যোক্তা নিজেরাই পোনা তৈরি করছেন। এসব পোনা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হয়। এতে ঝুঁকি কমেছে এবং লাভ বেড়েছে।

সমবায় সমিতির প্রতিষ্ঠাতা আবদুল মুন্নাফ বলেন, “প্রথমে আমরা ভাবিনি এত দ্রুত সফল হব। এখন নিজেরাই পোনা তৈরি ও বিক্রি করছি। চাষে লাভ অনেক বেড়েছে।”


---

সংক্ষেপে লাভের দিকগুলো:
প্রতি খাঁচায় বছরে ৬০০ কেজি মাছ উৎপাদন
প্রতি কেজি মাছের গড় দাম ১৮০ টাকা
রোগবালাই কম, খাবার প্রাকৃতিক
নিজেরাই পোনা তৈরি করায় খরচ কম
নদীর মাছের স্বাদ ভালো, বাজারে চাহিদা বেশি

এই উদ্যোগে যুক্ত হতে আগ্রহীরা স্থানীয় সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সহজেই শুরু করতে পারেন।
--হুরাসাগর নদে খাঁচায় মাছ চাষ: কম খরচে বেশি লাভে সফল উদ্যোক্তারা পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদে খাঁচায় মাছ চাষ এখন এক লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার পাশে এই চাষ শুরু করে অনেকেই তাদের জীবনের মোড় ঘুরিয়েছেন। সুজানগরের নিশ্চিন্তপুর গ্রামের আমির আলী ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, যিনি লুঙ্গি-গামছার ব্যবসায় লোকসানে পড়েন। ২০২৪ সালে বেড়াতে এসে হুরাসাগর নদে খাঁচায় মাছ চাষ দেখে আগ্রহী হন এবং প্রশিক্ষণ নিয়ে নিজেই শুরু করেন মাছ চাষ। শুরুতে ৪০টি খাঁচা দিয়ে যাত্রা শুরু হলেও এখন তার খাঁচার সংখ্যা দাঁড়িয়েছে ৬০টি। আমির জানান, প্রতিটি খাঁচায় তিনি ৫০০টি ৩০০ গ্রাম ওজনের মাছ ছাড়েন, যেগুলো দুই মাসে এক কেজি ওজনে পৌঁছায়। এতে খরচের তুলনায় মুনাফা অনেক বেশি, তাই তিনি খাঁচার সংখ্যা আরও বাড়াতে চান। শুধু আমির নন, ২০২৩ সালে একই এলাকায় গঠিত ‘মৎস্যজীবী সমবায় সমিতি’-র ২০ জন সদস্যও খাঁচায় মাছ চাষ শুরু করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তা ও স্থানীয় সংস্থা পিপিডি-র কারিগরি সহায়তায় তারা মনোসেক্স তেলাপিয়া চাষে যুক্ত হন। দুই বছরে ২০টি খাঁচা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৬০-এ। আগামীতে খাঁচার সংখ্যা ১০০ করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় উদ্যোক্তারা জানান, নদীর প্রবহমান পানিতে মাছ দ্রুত বড় হয়, রোগবালাই কম, খাবারও অনেকটাই প্রাকৃতিকভাবে মিলে যায়। এতে খরচ কমে যায় এবং প্রতি খাঁচা থেকে বছরে ৬০০ কেজি মাছ উৎপাদন সম্ভব হয়, যার বাজার মূল্য প্রায় ১১ হাজার টাকা (১৮০ টাকা কেজি ধরলে)। মাছচাষি রফিকুল ইসলাম বলেন, নদীর মাছের স্বাদ ও মান বেশি ভালো হওয়ায় এর বাজারে চাহিদাও বেশি। প্রথম দিকে বাইরে থেকে পোনা আনতে হলেও এখন অনেক উদ্যোক্তা নিজেরাই পোনা তৈরি করছেন। এসব পোনা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হয়। এতে ঝুঁকি কমেছে এবং লাভ বেড়েছে। সমবায় সমিতির প্রতিষ্ঠাতা আবদুল মুন্নাফ বলেন, “প্রথমে আমরা ভাবিনি এত দ্রুত সফল হব। এখন নিজেরাই পোনা তৈরি ও বিক্রি করছি। চাষে লাভ অনেক বেড়েছে।” --- সংক্ষেপে লাভের দিকগুলো: ✅ প্রতি খাঁচায় বছরে ৬০০ কেজি মাছ উৎপাদন ✅ প্রতি কেজি মাছের গড় দাম ১৮০ টাকা ✅ রোগবালাই কম, খাবার প্রাকৃতিক ✅ নিজেরাই পোনা তৈরি করায় খরচ কম ✅ নদীর মাছের স্বাদ ভালো, বাজারে চাহিদা বেশি এই উদ্যোগে যুক্ত হতে আগ্রহীরা স্থানীয় সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সহজেই শুরু করতে পারেন।
Like
2
0 Yorumlar 0 hisse senetleri 578 Views 0 önizleme
Eidok App https://eidok.com