সাংবাদিকতার ঝোঁক ছিল অনেক আগে থেকেই। বিশেষ করে স্পোর্টস সাংবাদিকতায়৷ ছোট ছোট জায়গায় লেখালেখি করেছি। আস্তে ধিরে বড় জায়গায় যাচ্ছি, পাশাপাশি উন্নত টাও বেশ ভালোই হয়েছে। কয়েকদিন আগে পোস্ট দিয়ে বলেছিলাম আই নিউজ বিডি তে জবের ব্যাপার। এইবার নিজের জন্য ও এক বিশাল খবর এসেছে। তার আগে কিছু কথা, আমি ওই জায়গায় লেখালেখির আগে স্পোর্টস বিট কিংবা পার্ট ছিলো ওয়েবসাইটে, কিন্তু লেখালেখি হচ্ছিলো না নিয়মিত। শুরু করলাম আমি নিজেই, সবসময় আপ টু টাইম আপডেট দিয়েছি। সব মিলিয়ে ৪০+ নিউজ দেওয়া হয়ে গেছি (কম বেশি) হতে পারেই যাইহোক। তবে, আজকে ফোন দিয়ে জানানো হলো, আমি যেনো সেই স্পোর্টস বিট টা পরিপূর্ণ ভাবে হ্যান্ডেল করি। কখন, কোন সময় কি নিউজ যাবে আমি জানি দেখি। এক বিশাল দায়িত্ব, সবমিলিয়ে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ! ওইযে কথায় আছে না, লেগে থাকলে সব ই সম্ভব - হলো সেটাই

So, Permanent job at Eyenewsbd.com as a main Sports Reporter
সাংবাদিকতার ঝোঁক ছিল অনেক আগে থেকেই। বিশেষ করে স্পোর্টস সাংবাদিকতায়৷ ছোট ছোট জায়গায় লেখালেখি করেছি। আস্তে ধিরে বড় জায়গায় যাচ্ছি, পাশাপাশি উন্নত টাও বেশ ভালোই হয়েছে। কয়েকদিন আগে পোস্ট দিয়ে বলেছিলাম আই নিউজ বিডি তে জবের ব্যাপার। এইবার নিজের জন্য ও এক বিশাল খবর এসেছে। তার আগে কিছু কথা, আমি ওই জায়গায় লেখালেখির আগে স্পোর্টস বিট কিংবা পার্ট ছিলো ওয়েবসাইটে, কিন্তু লেখালেখি হচ্ছিলো না নিয়মিত। শুরু করলাম আমি নিজেই, সবসময় আপ টু টাইম আপডেট দিয়েছি। সব মিলিয়ে ৪০+ নিউজ দেওয়া হয়ে গেছি (কম বেশি) হতে পারেই যাইহোক। তবে, আজকে ফোন দিয়ে জানানো হলো, আমি যেনো সেই স্পোর্টস বিট টা পরিপূর্ণ ভাবে হ্যান্ডেল করি। কখন, কোন সময় কি নিউজ যাবে আমি জানি দেখি। এক বিশাল দায়িত্ব, সবমিলিয়ে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ! ওইযে কথায় আছে না, লেগে থাকলে সব ই সম্ভব - হলো সেটাই So, Permanent job at Eyenewsbd.com as a main Sports Reporter 🤝
Like
1
0 Commentaires 0 Parts 2KB Vue 0 Aperçu
Eidok App https://eidok.com