বৃষ্টির আবেদন

ও আকাশ, তুমি কাঁদো আজ,
সিক্ত করো হৃদয় মাঝ।
ধুলোমাখা পথের পরে
দাও নেমে শান্তির সরে।

চাষার মাঠে জল হোক ভরা,
ফসল হেসে উঠুক ধরা।
জলহীন প্রাণে দাও স্পর্শ,
তোমার ছোঁয়ায় হোক সব মধুর।

নিস্তব্ধ এই গ্রীষ্ম-বেলা
চাই তোমার ছন্দের খেলা।
বৃষ্টি নেমে ধুয়ে দাও মন,
হোক হৃদয়ে নতুন পবন।
বৃষ্টির আবেদন ও আকাশ, তুমি কাঁদো আজ, সিক্ত করো হৃদয় মাঝ। ধুলোমাখা পথের পরে দাও নেমে শান্তির সরে। চাষার মাঠে জল হোক ভরা, ফসল হেসে উঠুক ধরা। জলহীন প্রাণে দাও স্পর্শ, তোমার ছোঁয়ায় হোক সব মধুর। নিস্তব্ধ এই গ্রীষ্ম-বেলা চাই তোমার ছন্দের খেলা। বৃষ্টি নেমে ধুয়ে দাও মন, হোক হৃদয়ে নতুন পবন।
1 Kommentare 0 Geteilt 795 Ansichten 0 Bewertungen
Eidok https://eidok.com