একদিন তিনি (হযরত আবু বকর রা.) একটি বাগানে গিয়েছেন। সেখানে দেখলেন একটি কবুতর গাছের ছায়ায় বসে আছে। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন, পাখি! কতই-না শান্তিতে আছো! খাচ্ছো, পান করছো, গাছের ছায়ায় ছায়ায় বিচরণ করছো! এরপর আখিরাতে তো তোমার আর হিসাব দিতে হবে না। হায়! আবু বকর যদি তোমার মতো হতে পারতো!

[বই : হেকায়েতে সাহাবা; পৃষ্ঠা - ৫৬]
একদিন তিনি (হযরত আবু বকর রা.) একটি বাগানে গিয়েছেন। সেখানে দেখলেন একটি কবুতর গাছের ছায়ায় বসে আছে। তিনি দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন, পাখি! কতই-না শান্তিতে আছো! খাচ্ছো, পান করছো, গাছের ছায়ায় ছায়ায় বিচরণ করছো! এরপর আখিরাতে তো তোমার আর হিসাব দিতে হবে না। হায়! আবু বকর যদি তোমার মতো হতে পারতো! [বই : হেকায়েতে সাহাবা; পৃষ্ঠা - ৫৬]
Like
1
0 Comentários 0 Compartilhamentos 64 Visualizações 0 Anterior
Eidok App https://eidok.com