অন্ধকারের শেষেই আসে আলো। জীবনের প্রতিটি বিপদ, প্রতিটি দুঃসময় আমাদের ধৈর্য, বিশ্বাস ও নির্ভরতার পরীক্ষা নেয়। কিন্তু যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখে, তাদের কখনো একা ছেড়ে দেন না মহান রব। আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন তিনি তাঁর রহমত দিয়ে শান্তি দেন। তাই গভীর বিপদের মাঝেও আশার আলো জ্বেলে রাখতে হবে—কারণ আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি’। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাসই আমাদের জীবনের মূল শক্তি।"
অন্ধকারের শেষেই আসে আলো। জীবনের প্রতিটি বিপদ, প্রতিটি দুঃসময় আমাদের ধৈর্য, বিশ্বাস ও নির্ভরতার পরীক্ষা নেয়। কিন্তু যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখে, তাদের কখনো একা ছেড়ে দেন না মহান রব। আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন তিনি তাঁর রহমত দিয়ে শান্তি দেন। তাই গভীর বিপদের মাঝেও আশার আলো জ্বেলে রাখতে হবে—কারণ আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি’। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাসই আমাদের জীবনের মূল শক্তি।"
0 Σχόλια
0 Μοιράστηκε
251 Views
0 Προεπισκόπηση