নবীনদের জন্য পোস্ট

একটি সতর্কতামূলক ও সচেতনতামূলক বার্তাঃ

ফেসবুকে সংবাদ প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণা চলছে! সম্প্রতি কালবেলার নামে ভুয়া পেজ খুলে নিয়োগ দিয়ে প্রতারণা করছে।

এছাড়া বর্তমানে বিভিন্ন ভুয়া অনলাইন পোর্টাল ও তথাকথিত "মিডিয়া হাউজ" সংবাদ প্রতিনিধি নিয়োগের নামে সরল মানুষদের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

তারা প্রলোভন দেখায়ঃ –
চাকরি দেবে সাংবাদিক পদে
দেবে আইডি কার্ড, ফিতা, নিয়োগপত্র
চায় ১০০০-২০০০ টাকা "নিবন্ধন" বা "মেম্বারশিপ" ফি
নিয়োগ পাওয়ার মাসের পর জীবনের ঝুঁকি নিয়ে নিউজ কাভার করার পরে ও দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেলে না কোন নূন্যতম পারিশ্রমিক বা সম্মানী ভাতা।

মনে রাখা হোকঃ –
প্রকৃত ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম কখনো টাকা নিয়ে কোন জেলা বা উপজেলা প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ করে না।
সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা, এটি কোনো বাণিজ্যিক পণ্য নয়।
এইসব ফাঁদে পা দিলে শুধু টাকা নয়, নিজের সম্মানও হারিয়ে যাবে।

নিজে জেগে ওঠা হোক, সবাইকে সচেতন করা হোক !

অন্যকেও জানানো হোকঃ
এই পোস্টটি শেয়ার করা হোক যাতে আর কোন বোন ও ভাই যেন প্রতারণার শিকার না হয়।
নবীনদের জন্য পোস্ট 🛑একটি সতর্কতামূলক ও সচেতনতামূলক বার্তাঃ 🛑 🎤 ফেসবুকে সংবাদ প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণা চলছে! সম্প্রতি কালবেলার নামে ভুয়া পেজ খুলে নিয়োগ দিয়ে প্রতারণা করছে। এছাড়া বর্তমানে বিভিন্ন ভুয়া অনলাইন পোর্টাল ও তথাকথিত "মিডিয়া হাউজ" সংবাদ প্রতিনিধি নিয়োগের নামে সরল মানুষদের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ❗ তারা প্রলোভন দেখায়ঃ – ✔️ চাকরি দেবে সাংবাদিক পদে ✔️ দেবে আইডি কার্ড, ফিতা, নিয়োগপত্র ✔️ চায় ১০০০-২০০০ টাকা "নিবন্ধন" বা "মেম্বারশিপ" ফি ✔️নিয়োগ পাওয়ার মাসের পর জীবনের ঝুঁকি নিয়ে নিউজ কাভার করার পরে ও দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেলে না কোন নূন্যতম পারিশ্রমিক বা সম্মানী ভাতা। ⚠️ মনে রাখা হোকঃ – ✅প্রকৃত ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম কখনো টাকা নিয়ে কোন জেলা বা উপজেলা প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ করে না। ✅ সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা, এটি কোনো বাণিজ্যিক পণ্য নয়। ✅ এইসব ফাঁদে পা দিলে শুধু টাকা নয়, নিজের সম্মানও হারিয়ে যাবে। 📣 নিজে জেগে ওঠা হোক, সবাইকে সচেতন করা হোক ! অন্যকেও জানানো হোকঃ 🔁 এই পোস্টটি শেয়ার করা হোক যাতে আর কোন বোন ও ভাই যেন প্রতারণার শিকার না হয়।
Like
Love
4
1 Comments 0 Shares 393 Views 1 Reviews
Eidok App https://eidok.com