জার্মানিতে ‘হিজাব পরিধান’ পড়ায় নারীকে হত্যা

জার্মানির হ্যানোভা শহরের দক্ষিণাঞ্চলীয় আর্নুম এলাকায় নার্সিং প্রশিক্ষণার্থী ২৬ বছর বয়সী রহমা আয়াদ নামের আলজেরিয়ান এক নাগরিককে হত্যা করা হয়েছে।
এই হত্যাকাণ্ড নিয়ে আরব কমিউনিটি ও তার পরিবার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে স্থানীয়। তাদের দাবি, এ হত্যাকাণ্ড ছিল বর্ণবিদ্বেষ ও ইসলামবিদ্বেষ প্রসূত ঘৃণাজনিত অপরাধ।

সংবাদমাধ্যম দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৪ জুলাই সকালে নিজের অ্যাপার্টমেন্ট ভবনের সিঁড়িঘরে ছুরিকাঘাতে হত্যা করা হয় রহমাকে।
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা খবর দেন পুলিশকে। পুলিশ এসে তার বুক ও কাঁধে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পায়। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ৩১ বছর বয়সী এক জার্মান নাগরিক সরাসরি জড়িত ছিলেন। তিনি একই ভবনে থাকতেন। ওই দিনই গ্রেফতার করা হয়েছে তাকে। তবে এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি এবং হত্যার পেছনে কী উদ্দেশ্য ছিল, নিশ্চিত করা হয়নি সেটি।

তবে রহমা আয়াদের নির্মম হত্যাকাণ্ডয় সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। তার পরিবার জানিয়েছে, হত্যার অন্তত দুই মাস আগে থেকেই রহমা তার এক প্রতিবেশীর কাছ থেকে নিয়মিত হয়রানির শিকার হচ্ছিলেন। সে বিষয়ে পরিবারের সদস্যদের সতর্কও করেছিলেন তিনি।

রহমার মা আল-আরাবি টিভি চ্যানেলের এক প্রতিবেদনে বলেন, ‘আমার মেয়ে জানিয়েছিল— প্রতিবেশীর আচরণে সে নিজেকে নিরাপদ মনে করে না। হিজাব পরা ও আরব জাতিগোষ্ঠীর মানুষ হওয়ায় সে বারবার মৌখিক অপমান ও হুমকির মুখে পড়েছিল।

আলজেরিয়ান কমিউনিটির সমাজকর্মীরা নিশ্চিত করেছেন যে, এর আগেও অভিযুক্ত ব্যক্তি রহমার প্রতি অবমাননাকর মন্তব্য করেছিল এবং তার প্রতি বৈষম্যমূলক মনোভাব প্রকাশ করেছিল।

ঘটনার পর জার্মানির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আলজেরিয়ান ও আরব সংগঠনগুলো মোমবাতি প্রজ্বলন, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
জার্মানিতে ‘হিজাব পরিধান’ পড়ায় নারীকে হত্যা জার্মানির হ্যানোভা শহরের দক্ষিণাঞ্চলীয় আর্নুম এলাকায় নার্সিং প্রশিক্ষণার্থী ২৬ বছর বয়সী রহমা আয়াদ নামের আলজেরিয়ান এক নাগরিককে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে আরব কমিউনিটি ও তার পরিবার তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে স্থানীয়। তাদের দাবি, এ হত্যাকাণ্ড ছিল বর্ণবিদ্বেষ ও ইসলামবিদ্বেষ প্রসূত ঘৃণাজনিত অপরাধ। সংবাদমাধ্যম দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৪ জুলাই সকালে নিজের অ্যাপার্টমেন্ট ভবনের সিঁড়িঘরে ছুরিকাঘাতে হত্যা করা হয় রহমাকে।   প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা খবর দেন পুলিশকে। পুলিশ এসে তার বুক ও কাঁধে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পায়। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ৩১ বছর বয়সী এক জার্মান নাগরিক সরাসরি জড়িত ছিলেন। তিনি একই ভবনে থাকতেন। ওই দিনই গ্রেফতার করা হয়েছে তাকে। তবে এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি এবং হত্যার পেছনে কী উদ্দেশ্য ছিল, নিশ্চিত করা হয়নি সেটি। তবে রহমা আয়াদের নির্মম হত্যাকাণ্ডয় সামনে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। তার পরিবার জানিয়েছে, হত্যার অন্তত দুই মাস আগে থেকেই রহমা তার এক প্রতিবেশীর কাছ থেকে নিয়মিত হয়রানির শিকার হচ্ছিলেন। সে বিষয়ে পরিবারের সদস্যদের সতর্কও করেছিলেন তিনি। রহমার মা আল-আরাবি টিভি চ্যানেলের এক প্রতিবেদনে বলেন, ‘আমার মেয়ে জানিয়েছিল— প্রতিবেশীর আচরণে সে নিজেকে নিরাপদ মনে করে না। হিজাব পরা ও আরব জাতিগোষ্ঠীর মানুষ হওয়ায় সে বারবার মৌখিক অপমান ও হুমকির মুখে পড়েছিল। আলজেরিয়ান কমিউনিটির সমাজকর্মীরা নিশ্চিত করেছেন যে, এর আগেও অভিযুক্ত ব্যক্তি রহমার প্রতি অবমাননাকর মন্তব্য করেছিল এবং তার প্রতি বৈষম্যমূলক মনোভাব প্রকাশ করেছিল। ঘটনার পর জার্মানির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আলজেরিয়ান ও আরব সংগঠনগুলো মোমবাতি প্রজ্বলন, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
0 Kommentare 0 Geteilt 1KB Ansichten 0 Bewertungen
Eidok App https://eidok.com