মানুষ মানুষের শত্রু হয়ে যাচ্ছে কেন?
চারদিকে শুধু রক্ত, কান্না আর হাহাকার।
আজকাল মানুষ যেন মানুষকে নয়, শত্রুকে দেখছে। এক টুকরো জমি, একটু ক্ষমতা, সামান্য অর্থ—এসবের জন্য প্রাণ নিয়ে নেয়া কত সহজ হয়ে গেছে!

আমরা ভুলে গেছি—
যে মানুষকে হত্যা করা মানে একটা পুরো পৃথিবী ধ্বংস করে ফেলা।
আমরা ভুলে গেছি—
প্রতিটি মানুষ কারো সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো প্রিয়জন।

হানাহানি দিয়ে কোনোদিন শান্তি আসে না। প্রতিশোধ শুধু প্রতিশোধই জন্ম দেয়, কিন্তু ক্ষমা জন্ম দেয় ভালোবাসা, শান্তি আর আশা।

আজ আমরা যদি না বদলাই, কাল হয়তো আমাদের সন্তানরাও এই রক্তের খেলায় বড় হবে।
চলুন, অন্তত আমরা যারা এখনো মানুষ আছি, তারা মানুষকে বাঁচাই—
কারণ, শেষমেষ আমরা সবাই মানুষ।
মানুষ মানুষের শত্রু হয়ে যাচ্ছে কেন? চারদিকে শুধু রক্ত, কান্না আর হাহাকার। আজকাল মানুষ যেন মানুষকে নয়, শত্রুকে দেখছে। এক টুকরো জমি, একটু ক্ষমতা, সামান্য অর্থ—এসবের জন্য প্রাণ নিয়ে নেয়া কত সহজ হয়ে গেছে! আমরা ভুলে গেছি— যে মানুষকে হত্যা করা মানে একটা পুরো পৃথিবী ধ্বংস করে ফেলা। আমরা ভুলে গেছি— প্রতিটি মানুষ কারো সন্তান, কারো ভাই, কারো বাবা, কারো প্রিয়জন। হানাহানি দিয়ে কোনোদিন শান্তি আসে না। প্রতিশোধ শুধু প্রতিশোধই জন্ম দেয়, কিন্তু ক্ষমা জন্ম দেয় ভালোবাসা, শান্তি আর আশা। আজ আমরা যদি না বদলাই, কাল হয়তো আমাদের সন্তানরাও এই রক্তের খেলায় বড় হবে। চলুন, অন্তত আমরা যারা এখনো মানুষ আছি, তারা মানুষকে বাঁচাই— কারণ, শেষমেষ আমরা সবাই মানুষ।
0 Comentários 0 Compartilhamentos 215 Visualizações 0 Anterior
Eidok App https://eidok.com