মাল নাই, বডির দাম নাই — বাকি সব মিথ্যা ঝকঝকে!

শুধু বাহারের ঝলক দেখে কী লাভ?
যদি ভিতর থেকে বাজে ফাঁকা কলসির মতো শব্দ,
তাহলে সেই দেহের কী মূল্য?

জীবন এক নির্মম পাঠশালা,
যেখানে থেমে থাকা নিষিদ্ধ।
যেখানে পা ঠেকবে, যেখানে দাঁড়াবো,
যেখানে চোখ পড়বে—সেখান থেকেই শিখতে হবে!

কারণ সত্যিকারের জ্ঞান বইয়ের পাতায় নয়,
লুকিয়ে থাকে জীবনের প্রতিটি ধাক্কা,
প্রতিটি আঘাত, প্রতিটি অভিজ্ঞতার ভেতরে।

— সুমন
মাল নাই, বডির দাম নাই — বাকি সব মিথ্যা ঝকঝকে! শুধু বাহারের ঝলক দেখে কী লাভ? যদি ভিতর থেকে বাজে ফাঁকা কলসির মতো শব্দ, তাহলে সেই দেহের কী মূল্য? জীবন এক নির্মম পাঠশালা, যেখানে থেমে থাকা নিষিদ্ধ। যেখানে পা ঠেকবে, যেখানে দাঁড়াবো, যেখানে চোখ পড়বে—সেখান থেকেই শিখতে হবে! কারণ সত্যিকারের জ্ঞান বইয়ের পাতায় নয়, লুকিয়ে থাকে জীবনের প্রতিটি ধাক্কা, প্রতিটি আঘাত, প্রতিটি অভিজ্ঞতার ভেতরে। — সুমন
0 Comentários 0 Compartilhamentos 1K Visualizações 0 Anterior
Eidok App https://eidok.com