কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জাকির হোসেন।। র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪,৩৭৫ পিস ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে সদর থানাধীন এনএস রোড এবং এসবিপি রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩,১২,৫০০/- (তেরো লক্ষ বারো হাজার পাঁচশত) টাকা। এছাড়াও আসামির কাছ থেকে ০২টি মোবাইল ফোন, ০৩টি সিমকার্ড এবং নগদ ১০,১২০/- (দশ হাজার একশ বিশ) টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সনি (৩৭), পিতা মোঃ আব্দুস সাত্তার, মাতা মোছাঃ নাছিমা খাতুন, সাং - কুলনিয়া, পোস্ট - দোগাছী, থানা - পাবনা সদর, জেলা - পাবনা।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের এই সফল অভিযানে মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতা আরও জোরদার হলো। র‌্যাব জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। জাকির হোসেন।। র‌্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪,৩৭৫ পিস ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে সদর থানাধীন এনএস রোড এবং এসবিপি রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩,১২,৫০০/- (তেরো লক্ষ বারো হাজার পাঁচশত) টাকা। এছাড়াও আসামির কাছ থেকে ০২টি মোবাইল ফোন, ০৩টি সিমকার্ড এবং নগদ ১০,১২০/- (দশ হাজার একশ বিশ) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সনি (৩৭), পিতা মোঃ আব্দুস সাত্তার, মাতা মোছাঃ নাছিমা খাতুন, সাং - কুলনিয়া, পোস্ট - দোগাছী, থানা - পাবনা সদর, জেলা - পাবনা। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাবের এই সফল অভিযানে মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতা আরও জোরদার হলো। র‌্যাব জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
0 Commentarios 0 Acciones 88 Views 0 Vista previa
Eidok App https://eidok.com