সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে হাতিয়া'র সাথে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

* হাতিয়া টু ঢাকা রুটে ফারহান এবং তাসরিফ লঞ্চ।
* হাতিয়া টু চট্টগ্রাম রুটে এমভি টেকনাফ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
* সিট্রাক আগামীকাল ১৪ আগষ্ট ২০২৫ইং এক ট্রিপ চলাচল করবে। চেয়ারম্যান ঘাট থেকে সকাল ৮টায় ছাড়বে এবং হাতিয়া থেকে সকাল ১০টায় ছাড়বে।

সমুদ্র উত্তাল তীব্র স্রোত এবং প্রচুর ঢেউ। এমতাবস্থায় ট্রলার, স্পিড বোটে যাতায়াত থেকে বিরত থাকুন।। মাছ ধরার নৌকা, ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে আমাদের পাবলিক গ্রুপ থেকে প্রত্যেকটি নৌযান চলাচলের সময়সূচির আপডেট দেয়া হবে।
এডমিন - মোঃ সৈকত।
আপডেট -১৩ আগষ্ট ২০২৫ইং
সমুদ্রে ৩ নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে হাতিয়া'র সাথে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। * হাতিয়া টু ঢাকা রুটে ফারহান এবং তাসরিফ লঞ্চ। * হাতিয়া টু চট্টগ্রাম রুটে এমভি টেকনাফ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। * সিট্রাক আগামীকাল ১৪ আগষ্ট ২০২৫ইং এক ট্রিপ চলাচল করবে। চেয়ারম্যান ঘাট থেকে সকাল ৮টায় ছাড়বে এবং হাতিয়া থেকে সকাল ১০টায় ছাড়বে। সমুদ্র উত্তাল তীব্র স্রোত এবং প্রচুর ঢেউ। এমতাবস্থায় ট্রলার, স্পিড বোটে যাতায়াত থেকে বিরত থাকুন।। মাছ ধরার নৌকা, ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আমাদের পাবলিক গ্রুপ থেকে প্রত্যেকটি নৌযান চলাচলের সময়সূচির আপডেট দেয়া হবে। এডমিন - মোঃ সৈকত। আপডেট -১৩ আগষ্ট ২০২৫ইং
0 Commenti 0 condivisioni 2K Views 0 Anteprima
Eidok https://eidok.com