> **মোংলায় শিশু ইয়াসিনের উপর পাশবিক নির্যাতনের ভয়াবহ অভিযোগ: অভিযুক্ত ১ নং ওয়ার্ড মহিলা আ.লীগ সভাপতি শাহনাজ ও তার ছেলে যুবলীগ নেতা আমানুল্লাহ!**
>
> মোংলা উপজেলার মিঠাখালি গ্রামের ১ নং ওয়ার্ডে মাত্র ১১ বছর বয়সী শিশু ইয়াসিনের উপর পাশবিক নির্যাতনের মর্মান্তিক অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে স্থানীয় ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ ও তার ছেলে স্থানীয় যুবলীগ নেতা আমানুল্লাহর নাম উল্লেখ করা হচ্ছে। শিশুটির ওপর নির্যাতনের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
#মোংলা_শিশু_নির্যাতন
#ইয়াসিন_এর_বিচার_চাই
#অপরাধীদের_শাস্তি_দাও
#StopChildAbuse
#বিচার_চাই
#সবার_প্রতিবাদ
> **মোংলায় শিশু ইয়াসিনের উপর পাশবিক নির্যাতনের ভয়াবহ অভিযোগ: অভিযুক্ত ১ নং ওয়ার্ড মহিলা আ.লীগ সভাপতি শাহনাজ ও তার ছেলে যুবলীগ নেতা আমানুল্লাহ!** > > মোংলা উপজেলার মিঠাখালি গ্রামের ১ নং ওয়ার্ডে মাত্র ১১ বছর বয়সী শিশু ইয়াসিনের উপর পাশবিক নির্যাতনের মর্মান্তিক অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে স্থানীয় ১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ ও তার ছেলে স্থানীয় যুবলীগ নেতা আমানুল্লাহর নাম উল্লেখ করা হচ্ছে। শিশুটির ওপর নির্যাতনের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। #মোংলা_শিশু_নির্যাতন #ইয়াসিন_এর_বিচার_চাই #অপরাধীদের_শাস্তি_দাও #StopChildAbuse #বিচার_চাই #সবার_প্রতিবাদ
0 التعليقات 0 المشاركات 1كيلو بايت مشاهدة 0 معاينة
Eidok App https://eidok.com