কখনো ট্রাকের ধাক্কা জীবন চলে যাচ্ছে, কখনো অটো টেনে হিচড়ে নিচ্ছে আবার কখনো বাইকার ডকুমেন্ট দেখানোর ভয়ে গায়ের উপর তুলে দিয়ে পালিয়ে যাচ্ছে। এভাবেই প্রতিটি মুহুর্তে জীবন ঝুঁকি নিয়েই ডিউটিতে অবিচল ট্রাফিক সদস্যরা।

তীব্র রোদে পিচঢালা রাস্তায় ২-৩ মিনিটেই ঘামে ভিজে যায় পুরো শরীর, আবার পরের মিনিটেই শুকিয়ে যায় সেই ঘামভেজা ইউনিফর্ম। কোলাহল, গরম, ধুলো কিংবা বৃষ্টি —কিছুই যেন তাদের থামাতে পারে না। একসময় শরীরে বাসা বাঁধে মা রা ত্ম ক রোগ, তবুও দমিয়ে যায় না তারা।

ট্রাফিকে কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা 🫡
কখনো ট্রাকের ধাক্কা জীবন চলে যাচ্ছে, কখনো অটো টেনে হিচড়ে নিচ্ছে আবার কখনো বাইকার ডকুমেন্ট দেখানোর ভয়ে গায়ের উপর তুলে দিয়ে পালিয়ে যাচ্ছে। এভাবেই প্রতিটি মুহুর্তে জীবন ঝুঁকি নিয়েই ডিউটিতে অবিচল ট্রাফিক সদস্যরা। তীব্র রোদে পিচঢালা রাস্তায় ২-৩ মিনিটেই ঘামে ভিজে যায় পুরো শরীর, আবার পরের মিনিটেই শুকিয়ে যায় সেই ঘামভেজা ইউনিফর্ম। কোলাহল, গরম, ধুলো কিংবা বৃষ্টি —কিছুই যেন তাদের থামাতে পারে না। একসময় শরীরে বাসা বাঁধে মা রা ত্ম ক রোগ, তবুও দমিয়ে যায় না তারা। ট্রাফিকে কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা 🫡❤️
Like
1
0 Комментарии 0 Поделились 279 Просмотры 0 предпросмотр
Eidok https://eidok.com