রামপাল-মোংলা আসনে অবরোধ কর্মসূচি:
স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত রামপাল-মোংলা সংসদীয় আসন পূর্ণ বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির অবরোধ কর্মসূচি পালন।

বাগেরহাট -০৩: রামপাল-মোংলা সংসদীয় আসনটি পুনরায় পূর্ণ বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে আজ ২৪শে আগস্ট শনিবার সকাল ০৮:০০ টা থেকে বিকেল ০৫:০০ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য সংসদীয় আসনটির পূর্ণ বহাল নিশ্চিত করা। গত কয়েকদিন ধরে এলাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দাবি তুলে ধরা হয়েছে। আজকের অবরোধে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং যানবাহন চলাচল, সকল প্রকার অফিস, স্কুল-কলেজ, মাদ্রাসা, ই,পি,জেড, নদী পারাপার, ফেরিঘাট, সকল দোকানপাট, কলকারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বের পক্ষ থেকে স্থানীয় জনগণ ও যান চালকদেরকে পূর্বানুমান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।


#মোংলা #রামপাল #অবরোধ
#রাজনীতি #বাগেরহাট
রামপাল-মোংলা আসনে অবরোধ কর্মসূচি: স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত রামপাল-মোংলা সংসদীয় আসন পূর্ণ বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির অবরোধ কর্মসূচি পালন। বাগেরহাট -০৩: রামপাল-মোংলা সংসদীয় আসনটি পুনরায় পূর্ণ বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে আজ ২৪শে আগস্ট শনিবার সকাল ০৮:০০ টা থেকে বিকেল ০৫:০০ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য সংসদীয় আসনটির পূর্ণ বহাল নিশ্চিত করা। গত কয়েকদিন ধরে এলাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দাবি তুলে ধরা হয়েছে। আজকের অবরোধে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে এবং যানবাহন চলাচল, সকল প্রকার অফিস, স্কুল-কলেজ, মাদ্রাসা, ই,পি,জেড, নদী পারাপার, ফেরিঘাট, সকল দোকানপাট, কলকারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃত্বের পক্ষ থেকে স্থানীয় জনগণ ও যান চালকদেরকে পূর্বানুমান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। #মোংলা #রামপাল #অবরোধ #রাজনীতি #বাগেরহাট
0 Kommentare 0 Geteilt 148 Ansichten 5 0 Bewertungen
Eidok App https://eidok.com