চাঁদা দিতে অস্বীকার করায় শাহ সিমেন্ট কোম্পানির এক শ্রমজীবী গাড়িচালককে নির্মমভাবে থামিয়ে গাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত করে ফেলে রেখে গেলো নেতাকর্মীরা। জীবন বাঁচানোর আকুতি উপেক্ষা করে তাকে রাস্তায় মৃতপ্রায় অবস্থায় ফেলে দেওয়া হলো— যেন মানুষের প্রাণ এখানে কেবল রাজনীতির খেলায় তুচ্ছ এক উপকরণ।

এ কোন দেশে আমরা বেঁচে আছি? যেখানে শ্রমজীবী মানুষের ঘাম, রক্ত আর কান্না রাজনীতির দানবীয় গ্রাসে প্রতিদিন গ্রাসিত হয়! মনে হয়, বাংলাদেশ ধীরে ধীরে সোমালিয়ার চেয়েও ভয়ঙ্কর এক অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। হায়রে আমার প্রিয় বাংলাদেশ— তোমার বুক আজ রক্তে ভিজে যাচ্ছে, অথচ কেউ শুনছে না এই আর্তনাদ!
চাঁদা দিতে অস্বীকার করায় শাহ সিমেন্ট কোম্পানির এক শ্রমজীবী গাড়িচালককে নির্মমভাবে থামিয়ে গাড়ির ভেতরে ঢুকে ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত করে ফেলে রেখে গেলো নেতাকর্মীরা। জীবন বাঁচানোর আকুতি উপেক্ষা করে তাকে রাস্তায় মৃতপ্রায় অবস্থায় ফেলে দেওয়া হলো— যেন মানুষের প্রাণ এখানে কেবল রাজনীতির খেলায় তুচ্ছ এক উপকরণ। এ কোন দেশে আমরা বেঁচে আছি? যেখানে শ্রমজীবী মানুষের ঘাম, রক্ত আর কান্না রাজনীতির দানবীয় গ্রাসে প্রতিদিন গ্রাসিত হয়! মনে হয়, বাংলাদেশ ধীরে ধীরে সোমালিয়ার চেয়েও ভয়ঙ্কর এক অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। হায়রে আমার প্রিয় বাংলাদেশ— তোমার বুক আজ রক্তে ভিজে যাচ্ছে, অথচ কেউ শুনছে না এই আর্তনাদ!
0 Comments 0 Shares 623 Views 17 0 Reviews
Eidok App https://eidok.com