চট্টগ্রামের ষোলোশহরে বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মা'রা যান মহসিন কলেজ ছাত্রী তানজিবা সাইফুল তিশমা। সন্তান হারিয়ে নিঃস্ব মা-বাবা।
জানা যায়, তানজিবা মহসিন কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে। পরিবারসহ তিনি নগরীর মুরাদপুর এলাকায় থাকতেন।
নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার ও স্বজনকে আল্লাহ ধৈর্য্য দিক। (আমিন।)

বি:দ্র: প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী পোস্ট এডিট করা হয়েছে।
চট্টগ্রামের ষোলোশহরে বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মা'রা যান মহসিন কলেজ ছাত্রী তানজিবা সাইফুল তিশমা। সন্তান হারিয়ে নিঃস্ব মা-বাবা। জানা যায়, তানজিবা মহসিন কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে। পরিবারসহ তিনি নগরীর মুরাদপুর এলাকায় থাকতেন। নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার ও স্বজনকে আল্লাহ ধৈর্য্য দিক। (আমিন।) বি:দ্র: প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী পোস্ট এডিট করা হয়েছে।
0 Комментарии 0 Поделились 2Кб Просмотры 0 предпросмотр
Eidok App https://eidok.com