গাজা-সহ মাদক ব্যবসায়ী মিনা গ্রেপ্তার

আজ ২১.০৬.২৫ ইং, রোজ শনিবার সকাল ১০:২৫ ঘটিকায় ত্রিশালের অন্যতম দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মিনাকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।

ত্রিশাল থানার একটি চৌকস টীম দরিরামপুর ৮নং ওয়ার্ড,মৃধাবাড়ী মোর সংলগ্ন বাইল্লা বাড়ির জৈনিক শাহজাহান(৪৮),পিতা: মৃত ইদ্রিস আলীর বসত-বাড়িতে অভিযান চালিয়ে, জৈনিক শাহজাহানের বাড়ি থেকে বিপুল পরিমান গাজা সহ মিনাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদকের এমন বিপজ্জনক কার্যক্রম বন্ধে পুলিশের এই সাহসী উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।
স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকলে সমাজ অনেকটাই নিরাপদ হবে।”
গাজা-সহ মাদক ব্যবসায়ী মিনা গ্রেপ্তার আজ ২১.০৬.২৫ ইং, রোজ শনিবার সকাল ১০:২৫ ঘটিকায় ত্রিশালের অন্যতম দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মিনাকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানার একটি চৌকস টীম দরিরামপুর ৮নং ওয়ার্ড,মৃধাবাড়ী মোর সংলগ্ন বাইল্লা বাড়ির জৈনিক শাহজাহান(৪৮),পিতা: মৃত ইদ্রিস আলীর বসত-বাড়িতে অভিযান চালিয়ে, জৈনিক শাহজাহানের বাড়ি থেকে বিপুল পরিমান গাজা সহ মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। মাদকের এমন বিপজ্জনক কার্যক্রম বন্ধে পুলিশের এই সাহসী উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকলে সমাজ অনেকটাই নিরাপদ হবে।”
0 التعليقات 0 المشاركات 207 مشاهدة 0 معاينة
Eidok App https://eidok.com