এই পৃথিবীটা একটা মঞ্চ নয়, যেন একটা পরীক্ষা।
এখানে কেউই আসল মুখে থাকে না।
সবাই কোনো না কোনো চরিত্রে—
হাসছে মুখে, ভাঙছে ভেতরে।

কেউ ভালো হয়ে বাঁচে,
কিন্তু শেষ পর্যন্ত হারে।
আবার কেউ মিথ্যা, প্রতারণা, ফাঁকিবাজিতে সফলতার মুখ দেখে।

মানুষ এখন কথা বলে হিসেব কষে,
ভালোবাসে নিজের সুবিধার জন্য,
আর ভুলে যেতে শেখে খুব সহজেই।

চোখের পানি আর সত্য কথা—
এই দুটোই এখন সবচেয়ে অবহেলিত জিনিস।

তবুও আমরা বাঁচি,
আশায়, অপেক্ষায়, আর একটু আলো খোঁজার স্বপ্নে।
এই পৃথিবীটা একটা মঞ্চ নয়, যেন একটা পরীক্ষা। এখানে কেউই আসল মুখে থাকে না। সবাই কোনো না কোনো চরিত্রে— হাসছে মুখে, ভাঙছে ভেতরে। কেউ ভালো হয়ে বাঁচে, কিন্তু শেষ পর্যন্ত হারে। আবার কেউ মিথ্যা, প্রতারণা, ফাঁকিবাজিতে সফলতার মুখ দেখে। মানুষ এখন কথা বলে হিসেব কষে, ভালোবাসে নিজের সুবিধার জন্য, আর ভুলে যেতে শেখে খুব সহজেই। চোখের পানি আর সত্য কথা— এই দুটোই এখন সবচেয়ে অবহেলিত জিনিস। তবুও আমরা বাঁচি, আশায়, অপেক্ষায়, আর একটু আলো খোঁজার স্বপ্নে।
Love
1
0 Σχόλια 0 Μοιράστηκε 545 Views 0 Προεπισκόπηση
Eidok App https://eidok.com