স্বর্ণের বাজারে চলছে চরম উত্তেজনা। আন্তর্জাতিক সংকট, রাজনৈতিক টানাপোড়েন আর বাজারের অস্থিরতার মাঝে দুবাইয়ের স্বর্ণদর যেন রীতিমতো ওঠানামার খেলায় মেতেছে। কখনও নতুন রেকর্ড, কখনও হঠাৎ দরপতন এই দোলাচলে যেখানে অধিকাংশ ক্রেতা দামের অপেক্ষায়, সেখানে অনেকেই রেকর্ড দামে কিনে নিচ্ছেন কাঙ্ক্ষিত স্বর্ণ। এবারও ঘটেছে তেমনই এক চমক। দাম কমেছে প্রায় ৫ দিরহাম, তবুও থামেনি ক্রেতার ভিড়।
স্বর্ণের বাজারে চলছে চরম উত্তেজনা। আন্তর্জাতিক সংকট, রাজনৈতিক টানাপোড়েন আর বাজারের অস্থিরতার মাঝে দুবাইয়ের স্বর্ণদর যেন রীতিমতো ওঠানামার খেলায় মেতেছে। কখনও নতুন রেকর্ড, কখনও হঠাৎ দরপতন এই দোলাচলে যেখানে অধিকাংশ ক্রেতা দামের অপেক্ষায়, সেখানে অনেকেই রেকর্ড দামে কিনে নিচ্ছেন কাঙ্ক্ষিত স্বর্ণ। এবারও ঘটেছে তেমনই এক চমক। দাম কমেছে প্রায় ৫ দিরহাম, তবুও থামেনি ক্রেতার ভিড়।
Like
1
1 التعليقات 0 المشاركات 720 مشاهدة 0 معاينة
Eidok App https://eidok.com