দোহারে খালের জমি দখল করে ঘর নির্মাণ

ঢাকার দোহারের জয়পাড়া বাজারের পাশে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে জয়পাড়া বাজার মসজিদ কমিটির বিরুদ্ধে।
সরেজমিনে, শনিবার দুপুরে জয়পাড়া বাজারের কসাইপট্টির পাশে খালের তীরে গিয়ে একটি দোকান (নির্মানাধীন) তুলছে এমন অবকাঠামো দেখা যায়।এক দোকানদার বলেন, জয়পাড়া বাজার মসজিদ কমিটি মসজিদের নামে সেখানে একটি দোকান ঘর তুলছেন ঈদের দিন থেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া বাজার কমিটির এক সদস্য বলেন, মসজিদ কমিটির নামে সরকারি জমিটিতে একটি ঘর তোলা হয়েছে।
প্রশাসনের অনুমতি নিয়েছে কিনা আমরা জানিনা। প্রশাসনের উচিৎ দ্রুত ব্যবস্থা নেয়া।
নাহলে ধিরে ধিরে সরকারি জমি দখলদারদের কবলে চলে যাবে।
জয়পাড়া বাজার বহুমূখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস বলেন, আমরা জানি এটি মসজিদের জমি তাই মসজিদ কমিটি এখানে দোকান তুলেছে।জয়পাড়া বাজার মসজিদ কমিটির সভাপতি মোতালেব মোল্লা জানান, মসজিদ কমিটি থেকে ঘর তোলা হয়েছিলো। এসিল্যান্ড অফিস থেকে বাধা দেওয়ায় আমরা বর্তমানে কাজ বন্ধ রেখেছি।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাস্সুম বলেন, সরকারি খালের জমি দখলের এখতিয়ার কারও নেই। ২৪ ঘন্টার মধ্যে...........
দোহারে খালের জমি দখল করে ঘর নির্মাণ ঢাকার দোহারের জয়পাড়া বাজারের পাশে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে জয়পাড়া বাজার মসজিদ কমিটির বিরুদ্ধে। সরেজমিনে, শনিবার দুপুরে জয়পাড়া বাজারের কসাইপট্টির পাশে খালের তীরে গিয়ে একটি দোকান (নির্মানাধীন) তুলছে এমন অবকাঠামো দেখা যায়।এক দোকানদার বলেন, জয়পাড়া বাজার মসজিদ কমিটি মসজিদের নামে সেখানে একটি দোকান ঘর তুলছেন ঈদের দিন থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া বাজার কমিটির এক সদস্য বলেন, মসজিদ কমিটির নামে সরকারি জমিটিতে একটি ঘর তোলা হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়েছে কিনা আমরা জানিনা। প্রশাসনের উচিৎ দ্রুত ব্যবস্থা নেয়া। নাহলে ধিরে ধিরে সরকারি জমি দখলদারদের কবলে চলে যাবে। জয়পাড়া বাজার বহুমূখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস বলেন, আমরা জানি এটি মসজিদের জমি তাই মসজিদ কমিটি এখানে দোকান তুলেছে।জয়পাড়া বাজার মসজিদ কমিটির সভাপতি মোতালেব মোল্লা জানান, মসজিদ কমিটি থেকে ঘর তোলা হয়েছিলো। এসিল্যান্ড অফিস থেকে বাধা দেওয়ায় আমরা বর্তমানে কাজ বন্ধ রেখেছি। এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাস্সুম বলেন, সরকারি খালের জমি দখলের এখতিয়ার কারও নেই। ২৪ ঘন্টার মধ্যে...........
0 Commentaires 0 Parts 186 Vue 0 Aperçu
Eidok App https://eidok.com