" ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যা বলে ধারণা "
ভালুকা, ময়মনসিংহ – ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নাজমুল ইসলাম (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জামিরদিয়া এলাকার এলএক্স ইস্কয়ার কোম্পানির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুল ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী মারিয়া আক্তারকে হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মারিয়া আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার তাজ উদ্দিনের বাসায় চার মাস ধরে ভাড়া থেকে এলএক্স ইস্কায়ার কোম্পানিতে চাকরি করেন। এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং নাজমুল আলাদা একটি ভাড়া বাসায় থাকতেন।
শনিবার রাতে নাজমুল তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে এলএক্স ইস্কায়ার কোম্পানির সামনে যান। এ সময় দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর মারিয়া সেখান থেকে চলে যান। রোববার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানার এসআই আব্দুল বারেক বলেন, "লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।" তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমুল বিষপানে আত্মহত্যা করেছেন, কারণ তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।"
" ভালুকায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যা বলে ধারণা " ভালুকা, ময়মনসিংহ – ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে নাজমুল ইসলাম (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে জামিরদিয়া এলাকার এলএক্স ইস্কয়ার কোম্পানির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল ঈশ্বরগঞ্জ উপজেলার পলাশকান্দা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী মারিয়া আক্তারকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মারিয়া আক্তার গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়নাবাজার এলাকার তাজ উদ্দিনের বাসায় চার মাস ধরে ভাড়া থেকে এলএক্স ইস্কায়ার কোম্পানিতে চাকরি করেন। এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং নাজমুল আলাদা একটি ভাড়া বাসায় থাকতেন। শনিবার রাতে নাজমুল তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে এলএক্স ইস্কায়ার কোম্পানির সামনে যান। এ সময় দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর মারিয়া সেখান থেকে চলে যান। রোববার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ভালুকা মডেল থানার এসআই আব্দুল বারেক বলেন, "লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।" তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাজমুল বিষপানে আত্মহত্যা করেছেন, কারণ তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।"
Like
1
0 Comentários 0 Compartilhamentos 225 Visualizações 0 Anterior
Eidok App https://eidok.com