সড়ক দু'র্ঘ'ট'নায় ফটিকছড়ির তরুণের ম'র্মান্তি'ক মৃ'ত্যু
----------------------------
চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে এক ম'র্মা'ন্তিক সড়ক দু'র্ঘট'নায় নি'হ'ত হয়েছেন ফটিকছড়ির তরুণ জুনায়েদ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জুনায়েদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুনায়েদের মৃ'ত্যু'তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই যুবক গু'রু'ত'র আ'হত হয়েছেন বলে জানা গেছে।
সড়ক দু'র্ঘ'ট'নায় ফটিকছড়ির তরুণের ম'র্মান্তি'ক মৃ'ত্যু ---------------------------- চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে এক ম'র্মা'ন্তিক সড়ক দু'র্ঘট'নায় নি'হ'ত হয়েছেন ফটিকছড়ির তরুণ জুনায়েদ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জুনায়েদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুনায়েদের মৃ'ত্যু'তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই যুবক গু'রু'ত'র আ'হত হয়েছেন বলে জানা গেছে।
Like
1
0 Комментарии 0 Поделились 162 Просмотры 0 предпросмотр
Eidok App https://eidok.com