দোহারে যৌথ-বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৩

ঢাকার দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ(৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস(৩৮) ও সজীব(৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে দোহার থানা পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, বৈদেশিক মুদ্রা ও মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

দোহার থানার ওসি(তদন্ত) মো. নুর নবী জানান, শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে। তাদেরকে আজই(রোববার) আদালতে প্রেরণ করা হবে।
দোহারে যৌথ-বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৩ ঢাকার দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ(৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস(৩৮) ও সজীব(৩৩)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে দোহার থানা পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, বৈদেশিক মুদ্রা ও মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। দোহার থানার ওসি(তদন্ত) মো. নুর নবী জানান, শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে। তাদেরকে আজই(রোববার) আদালতে প্রেরণ করা হবে।
Like
Yay
2
1 Σχόλια 0 Μοιράστηκε 461 Views 0 Προεπισκόπηση
Eidok App https://eidok.com