• কুষ্টিয়ায় তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রস্তাবনা নিয়ে গোলটেবিল বৈঠক

    জাকির হোসেন।। সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার সুইম ক্যাফে এন্ড পার্টি সেন্টারে হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ বৈঠকের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন জেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী,শিক্ষক,আইনজীবী,বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি। বৈঠকে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. আক্কাস আলী। প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। তিনি তাঁর প্রবন্ধে বলেন,একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। ইতিহাস সাক্ষ্য দেয়,মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি; বরং সংঘাত ও অন্যায় সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই ন্যায়,সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম। তিনি আরও বলেন,আল্লাহর দেওয়া নীতির ভিত্তিতে গড়ে উঠা রাষ্ট্রব্যবস্থা জনগণের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে। তবে মিথ্যা তথ্য প্রচার,অপবাদ, পরনিন্দা বা গোপন গোয়েন্দাগিরি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। গণমাধ্যমের দায়িত্ব সত্য যাচাই করে নিরপেক্ষ তথ্য প্রচার করা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন এবং কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির জসের উদ্দীন। সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় অর্থবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন। বক্তারা বলেন, রাষ্ট্রব্যবস্থার প্রতিটি খাতে আল্লাহর প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হলে সমাজে প্রকৃত শান্তি, ন্যায় ও সমতা প্রতিষ্ঠা সম্ভব। মানবসৃষ্ট বিধান মানুষকে শান্তি দিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে, তাই চলমান সংকট নিরসনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিকল্প নেই। তাঁরা আরও বলেন, মুসলিমদের অনৈক্যই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাই ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। ঐক্যের মূল ভিত্তি হবে “লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ হুকুমদাতা ও বিধানদাতা হিসেবে কেবল আল্লাহকে সর্বক্ষেত্রে মেনে নেওয়া। এই ঘোষণাই ব্যক্তি,গোষ্ঠী ও দলের ঊর্ধ্বে মুসলিম জাতিকে এক পতাকাতলে ঐক্যবদ্ধ করতে পারে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো. জসের উদ্দীন,নারী ও শিশু স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া,খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা ও জেলা নারী সম্পাদক শারমিন খানম। গোলটেবিল বৈঠকে নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি ও উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল।
    কুষ্টিয়ায় তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রস্তাবনা নিয়ে গোলটেবিল বৈঠক জাকির হোসেন।। সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা নিয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়ার সুইম ক্যাফে এন্ড পার্টি সেন্টারে হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ বৈঠকের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন জেলার সাংবাদিক, গণমাধ্যমকর্মী,শিক্ষক,আইনজীবী,বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধি। বৈঠকে সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মো. আক্কাস আলী। প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। তিনি তাঁর প্রবন্ধে বলেন,একটি রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। ইতিহাস সাক্ষ্য দেয়,মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি; বরং সংঘাত ও অন্যায় সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই ন্যায়,সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম। তিনি আরও বলেন,আল্লাহর দেওয়া নীতির ভিত্তিতে গড়ে উঠা রাষ্ট্রব্যবস্থা জনগণের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে। তবে মিথ্যা তথ্য প্রচার,অপবাদ, পরনিন্দা বা গোপন গোয়েন্দাগিরি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। গণমাধ্যমের দায়িত্ব সত্য যাচাই করে নিরপেক্ষ তথ্য প্রচার করা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন এবং কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির জসের উদ্দীন। সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় অর্থবিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন। বক্তারা বলেন, রাষ্ট্রব্যবস্থার প্রতিটি খাতে আল্লাহর প্রদত্ত নীতিমালা অনুসরণ করা হলে সমাজে প্রকৃত শান্তি, ন্যায় ও সমতা প্রতিষ্ঠা সম্ভব। মানবসৃষ্ট বিধান মানুষকে শান্তি দিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে, তাই চলমান সংকট নিরসনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার বিকল্প নেই। তাঁরা আরও বলেন, মুসলিমদের অনৈক্যই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। তাই ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। ঐক্যের মূল ভিত্তি হবে “লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ হুকুমদাতা ও বিধানদাতা হিসেবে কেবল আল্লাহকে সর্বক্ষেত্রে মেনে নেওয়া। এই ঘোষণাই ব্যক্তি,গোষ্ঠী ও দলের ঊর্ধ্বে মুসলিম জাতিকে এক পতাকাতলে ঐক্যবদ্ধ করতে পারে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো. জসের উদ্দীন,নারী ও শিশু স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া,খুলনা বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা ও জেলা নারী সম্পাদক শারমিন খানম। গোলটেবিল বৈঠকে নেতাকর্মীদের উপচে পড়া উপস্থিতি ও উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল।
    0 Kommentare 0 Geteilt 3KB Ansichten 0 Bewertungen
  • খুলনা সোনাডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর সেতু পরিবহনের চালক ও সুপারভাইজার শান্ত নামের এক কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাটাখালিতে ফেলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে এবং তার পরিবারকে খবর দেয়।
    খুলনা সোনাডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর সেতু পরিবহনের চালক ও সুপারভাইজার শান্ত নামের এক কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাটাখালিতে ফেলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে এবং তার পরিবারকে খবর দেয়।
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 7 0 Bewertungen
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন।।

    জাকির হোসেন।। ।আজ (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের থানা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নাহার সীমা ও সাধারণ সম্পাদক মীর রকিবুল ইসলাম। বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি এন এইস সোহান, সহ-সভাপতি জীবন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন রাজু ,কুমারখালী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন হারুন আর রশিদ কুষ্টিয়া জেলা বি.এন এফ সংগঠনিক সম্পাদক ও এই দেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার শহর প্রতিনিধি মোঃ বক্কর হোসেন বাপ্পি
    এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হাসান খান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহম্মেদ, বাংলাদেশ পোষ্ট এর সাংবাদিক দেলোয়ার কবির সহ আরও অনেকে। উপস্থাপনা করেন এস এস রুশদী, বিসনেস ফাইলের সহ সম্পাদক

    বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা শুধু একজন সংবাদকর্মীকে হারানো নয়, এটি পুরো সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। সাংবাদিকদের উপর একের পর এক হামলা, হত্যা, মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে সত্যকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গণমাধ্যম ও গণতন্ত্র চরম সংকটে পড়বে।”

    তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন।। জাকির হোসেন।। ।আজ (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের থানা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নাহার সীমা ও সাধারণ সম্পাদক মীর রকিবুল ইসলাম। বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি এন এইস সোহান, সহ-সভাপতি জীবন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন রাজু ,কুমারখালী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন হারুন আর রশিদ কুষ্টিয়া জেলা বি.এন এফ সংগঠনিক সম্পাদক ও এই দেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার শহর প্রতিনিধি মোঃ বক্কর হোসেন বাপ্পি এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হাসান খান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহম্মেদ, বাংলাদেশ পোষ্ট এর সাংবাদিক দেলোয়ার কবির সহ আরও অনেকে। উপস্থাপনা করেন এস এস রুশদী, বিসনেস ফাইলের সহ সম্পাদক বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা শুধু একজন সংবাদকর্মীকে হারানো নয়, এটি পুরো সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। সাংবাদিকদের উপর একের পর এক হামলা, হত্যা, মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে সত্যকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গণমাধ্যম ও গণতন্ত্র চরম সংকটে পড়বে।” তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
    Angry
    1
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
  • খুলনা আদালত প্রাঙ্গণে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী, যা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
    খুলনা আদালত প্রাঙ্গণে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী, যা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
    Like
    2
    0 Kommentare 0 Geteilt 1KB Ansichten 0 Bewertungen
  • খুলনা মৎস্য উপ-প্রকল্প পরিচালকের কার্যালয় দখল করে মীর মুগ্ধ হল ঘোষণা করেছে
    খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    খুলনা মৎস্য উপ-প্রকল্প পরিচালকের কার্যালয় দখল করে মীর মুগ্ধ হল ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
    0 Kommentare 0 Geteilt 986 Ansichten 0 Bewertungen
  • ডুমুরিয়া, খুলনা।
    শাহাপুর-দৌলতপুর সড়কটির বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলাচল
    রিপোর্টার রুদ্র বিশ্বাস খুলনা
    ডুমুরিয়া, খুলনা। শাহাপুর-দৌলতপুর সড়কটির বেহাল দশা। ঝুঁকি নিয়ে চলাচল রিপোর্টার রুদ্র বিশ্বাস খুলনা
    Like
    Love
    3
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • বুবলি শাকিব খান এক ফ্রেমে
    নেটিজেনদের প্রতিক্রিয়ায় গোটা নেট দুনিয়া

    রিপোর্টার রুদ্র বিশ্বাস খুলনা
    বুবলি শাকিব খান এক ফ্রেমে নেটিজেনদের প্রতিক্রিয়ায় গোটা নেট দুনিয়া রিপোর্টার রুদ্র বিশ্বাস খুলনা
    0 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • খুলনার গর্ব! চুই ঝালের চারা এখন আপনার হাতের নাগালে!

    শতভাগ দেশি অরিজিনাল চারা - চাষ করুন নিজের বাড়ির আঙিনায়, আর উপভোগ করুন তাজা চুই ঝালের স্বাদ!

    এখনই অর্ডার করুন! - সীমিত স্টক, তাই দেরি না করে অর্ডার করুন এখনই!

    #chuijhal #chui
    #চুইঝাল
    #চুই
    #ঝাল
    #গাছের_চারা
    📣 খুলনার গর্ব! চুই ঝালের চারা এখন আপনার হাতের নাগালে! 🌱 শতভাগ দেশি অরিজিনাল চারা - চাষ করুন নিজের বাড়ির আঙিনায়, আর উপভোগ করুন তাজা চুই ঝালের স্বাদ! 🌶️ এখনই অর্ডার করুন! - সীমিত স্টক, তাই দেরি না করে অর্ডার করুন এখনই! #chuijhal #chui #চুইঝাল #চুই #ঝাল #গাছের_চারা
    Like
    1
    0 Kommentare 0 Geteilt 6KB Ansichten 0 Bewertungen
  • খুলনার গর্ব! চুই ঝালের চারা এখন আপনার হাতের নাগালে!

    শতভাগ দেশি অরিজিনাল চারা - চাষ করুন নিজের বাড়ির আঙিনায়, আর উপভোগ করুন তাজা চুই ঝালের স্বাদ!

    এখনই অর্ডার করুন! - সীমিত স্টক, তাই দেরি না করে অর্ডার করুন এখনই!

    #chuijhal #chui
    #চুইঝাল
    #চুই
    #ঝাল
    #গাছের_চারা
    📣 খুলনার গর্ব! চুই ঝালের চারা এখন আপনার হাতের নাগালে! 🌱 শতভাগ দেশি অরিজিনাল চারা - চাষ করুন নিজের বাড়ির আঙিনায়, আর উপভোগ করুন তাজা চুই ঝালের স্বাদ! 🌶️ এখনই অর্ডার করুন! - সীমিত স্টক, তাই দেরি না করে অর্ডার করুন এখনই! #chuijhal #chui #চুইঝাল #চুই #ঝাল #গাছের_চারা
    0 Kommentare 0 Geteilt 5KB Ansichten 0 Bewertungen
  • চুইঝাল গাছের চারা Neu
    ৳130
    Vorrätig
    0 Bewertungen
    খুলনার গর্ব! চুই ঝালের চারা এখন আপনার হাতের নাগালে!

    শতভাগ দেশি অরিজিনাল চারা - চাষ করুন নিজের বাড়ির আঙিনায়, আর উপভোগ করুন তাজা চুই ঝালের স্বাদ!

    এখনই অর্ডার করুন! - সীমিত স্টক, তাই দেরি না করে অর্ডার করুন এখনই!
    সারাদেশে হোম ডেলিভারি করা হয়।

    #chuijhal #chui
    #চুইঝাল
    #চুই
    #ঝাল
    #গাছের_চারা
    📣 খুলনার গর্ব! চুই ঝালের চারা এখন আপনার হাতের নাগালে! 🌱 শতভাগ দেশি অরিজিনাল চারা - চাষ করুন নিজের বাড়ির আঙিনায়, আর উপভোগ করুন তাজা চুই ঝালের স্বাদ! 🌶️ এখনই অর্ডার করুন! - সীমিত স্টক, তাই দেরি না করে অর্ডার করুন এখনই! সারাদেশে হোম ডেলিভারি করা হয়। #chuijhal #chui #চুইঝাল #চুই #ঝাল #গাছের_চারা
    Like
    Love
    2
    1 Kommentare 0 Geteilt 4KB Ansichten 0 Bewertungen
  • খুনিদের কোনো দল নেই। দ্রুত গ্রেফতার করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক,সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হোক।
    মিডফোর্ড টু খুলনা-- দুটোরই সুষ্ঠ তদন্ত হোক।নৈতিকতার প্রশ্নে কোন আপস কিংবা ছাড় দেওয়া যাবে না।
    খুনিদের কোনো দল নেই। দ্রুত গ্রেফতার করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক,সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হোক। মিডফোর্ড টু খুলনা-- দুটোরই সুষ্ঠ তদন্ত হোক।নৈতিকতার প্রশ্নে কোন আপস কিংবা ছাড় দেওয়া যাবে না।
    0 Kommentare 0 Geteilt 1KB Ansichten 0 Bewertungen
  • উপজেলা চেয়ারম্যান গাড়ি এখন ট্রেনিং প্রশিক্ষণ গাড়ি ।
    খুলনা বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যানের গাড়ি নিয়ে ট্রেনিং করছে উপজেলা CA
    উপজেলা চেয়ারম্যান গাড়ি এখন ট্রেনিং প্রশিক্ষণ গাড়ি । খুলনা বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যানের গাড়ি নিয়ে ট্রেনিং করছে উপজেলা CA
    0 Kommentare 0 Geteilt 2KB Ansichten 0 Bewertungen
Weitere Ergebnisse
Eidok App https://eidok.com