• দশ, দশ, দশ: জিওন হুন-ইয়ং-এর ১০-পয়েন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির সংগ্রহ

    ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার জিওন হুন-ইয়ং, ইম সি-হিওন এবং নাম সু-হিওন মহিলা দলগত তীরন্দাজ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন, একটি ঘনিষ্ঠ শুট-অফে চীনকে হারিয়ে। এই জয়ের মাধ্যমে, দক্ষিণ কোরিয়া টানা ১০টি অলিম্পিক স্বর্ণপদক অর্জন করেছে, ২০২৪ সালে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পর থেকে প্রতিবারই মহিলা দলগত তীরন্দাজ স্বর্ণপদক জিতেছে।

    #প্যারিস২০২৪ #অলিম্পিক #প্যারিস২০২৪
    @প্যারিস২০২৪
    দশ, দশ, দশ: জিওন হুন-ইয়ং-এর ১০-পয়েন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির সংগ্রহ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার জিওন হুন-ইয়ং, ইম সি-হিওন এবং নাম সু-হিওন মহিলা দলগত তীরন্দাজ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন, একটি ঘনিষ্ঠ শুট-অফে চীনকে হারিয়ে। এই জয়ের মাধ্যমে, দক্ষিণ কোরিয়া টানা ১০টি অলিম্পিক স্বর্ণপদক অর্জন করেছে, ২০২৪ সালে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পর থেকে প্রতিবারই মহিলা দলগত তীরন্দাজ স্বর্ণপদক জিতেছে। #প্যারিস২০২৪ #অলিম্পিক #প্যারিস২০২৪ @প্যারিস২০২৪
    0 Commentaires 0 Parts 398 Vue 0 Aperçu
  • চট্টগ্রামের ভাষায় কি বললেন কর্ণেল অলি আহমেদ ।https://eyenewsbd.com/shorts/chttgramer-bhasha-ki-bllen-krnel-oli-ahmed_DuC83eNt5cVvKMf.html
    চট্টগ্রামের ভাষায় কি বললেন কর্ণেল অলি আহমেদ ।https://eyenewsbd.com/shorts/chttgramer-bhasha-ki-bllen-krnel-oli-ahmed_DuC83eNt5cVvKMf.html
    Like
    1
    0 Commentaires 0 Parts 4KB Vue 0 Aperçu
  • প্রধানমন্ত্রীর ইচ্ছায় জরুরি অবস্থা আর নয়
    জরুরি অবস্থা যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয়, সে লক্ষ্যে নতুন বিধান সংযোজনের বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে এখণ থেকে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হয়েছে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের ১২তম দিনে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় অংশগ্রহণকারী দলগুলো।

    জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে বলা হয়েছে, ১৪১ এর ক এর ১ ধারা মতে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরি-অবস্থা বিদ্যমান রয়েছে, যা যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তার বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হলে তিনি অনধিক নব্বই দিনের জন্য জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই মন্ত্রীসভার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে। বিদ্যমান সংবিধানে ১২০ দিনের কথা বলা আছে।

    একই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে। জরুরি অবস্থা নিয়ে গত ৭ ও ১০ জুলাই আলোচনা হয়। তার প্রেক্ষিতে রোববারের আলোচনায় বলা হয়, বিদ্যমান ১৪১ (ক) সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারি বা প্রাকিৃতিক দুযোগ শব্দগুলি প্রতিস্থাপন হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা।

    ওই সময়ে নাগরিকের দুটো অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে সংবিধানের ৪৭ (৩) এর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবন অধিকার, নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরেণ বা শাস্তি হইতে রক্ষা পাইবার অধিকার খর্ব করা যাবে না। সংলাপে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত দেখা যায়।

    বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় বৈঠক হতে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব করেন। বাংলাদেশ খেলাফত মজলিশের আহমদ আবদুল কাদের মন্ত্রিসভার সঙ্গে বিরোধী দলকে যুক্ত করা প্রস্তাব দেন।

    আলোচনার এক পর্যায়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জরুরি অবস্থা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা নেত্রীর উপস্থিতি নিশ্চিতের প্রস্তাব করেন। যাতে সমর্থন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পরে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বিরোধী দলীয় নেতা না থাকলে কে উপস্থিত থাকবেন তা নিয়ে কথা বলেন। তিনি সে সুযোগ রাখার প্রস্তাব করেন।

    এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান বিরোধী দলীয় উপনেতাও মন্ত্রী পদ মর্যাদার। পরে সিদ্ধান্ত হয়, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। মন্ত্রীসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা উপস্থিত থাকেবেন।
    প্রধানমন্ত্রীর ইচ্ছায় জরুরি অবস্থা আর নয় জরুরি অবস্থা যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয়, সে লক্ষ্যে নতুন বিধান সংযোজনের বিষয়ে একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে এখণ থেকে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হয়েছে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের ১২তম দিনে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় অংশগ্রহণকারী দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে বলা হয়েছে, ১৪১ এর ক এর ১ ধারা মতে রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরি-অবস্থা বিদ্যমান রয়েছে, যা যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তার বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হলে তিনি অনধিক নব্বই দিনের জন্য জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারবেন। তবে শর্ত থাকে যে, অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই মন্ত্রীসভার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে। বিদ্যমান সংবিধানে ১২০ দিনের কথা বলা আছে। একই সঙ্গে জরুরি অবস্থা ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হবে। জরুরি অবস্থা নিয়ে গত ৭ ও ১০ জুলাই আলোচনা হয়। তার প্রেক্ষিতে রোববারের আলোচনায় বলা হয়, বিদ্যমান ১৪১ (ক) সংশোধনের সময় অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলির পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারি বা প্রাকিৃতিক দুযোগ শব্দগুলি প্রতিস্থাপন হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। ওই সময়ে নাগরিকের দুটো অধিকার অলঙ্ঘনীয় করার লক্ষ্যে সংবিধানের ৪৭ (৩) এর বিধান সাপেক্ষে কোনো নাগরিকের জীবন অধিকার, নির্যাতন ও নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরেণ বা শাস্তি হইতে রক্ষা পাইবার অধিকার খর্ব করা যাবে না। সংলাপে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত দেখা যায়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মন্ত্রিসভার পরিবর্তে সর্বদলীয় বৈঠক হতে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব করেন। বাংলাদেশ খেলাফত মজলিশের আহমদ আবদুল কাদের মন্ত্রিসভার সঙ্গে বিরোধী দলকে যুক্ত করা প্রস্তাব দেন। আলোচনার এক পর্যায়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জরুরি অবস্থা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা নেত্রীর উপস্থিতি নিশ্চিতের প্রস্তাব করেন। যাতে সমর্থন জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। পরে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বিরোধী দলীয় নেতা না থাকলে কে উপস্থিত থাকবেন তা নিয়ে কথা বলেন। তিনি সে সুযোগ রাখার প্রস্তাব করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানান বিরোধী দলীয় উপনেতাও মন্ত্রী পদ মর্যাদার। পরে সিদ্ধান্ত হয়, জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা। মন্ত্রীসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা নেত্রী বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা উপস্থিত থাকেবেন।
    Yay
    1
    0 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে Eidok
    অল্প সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে Eidok
    Love
    1
    1 Commentaires 0 Parts 1KB Vue 0 Aperçu
  • অভয়নগরে পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে এক জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

    টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে এলাকার নানা প্রান্ত থেকে বিপুলসংখ্যক দর্শক সমবেত হন, যা পুরো মাঠ জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

    স্থানীয় তরুণদের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
    অভয়নগরে পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে এক জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে এলাকার নানা প্রান্ত থেকে বিপুলসংখ্যক দর্শক সমবেত হন, যা পুরো মাঠ জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। স্থানীয় তরুণদের এমন আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা তাদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
    0 Commentaires 0 Parts 674 Vue 0 Aperçu
  • খুব অল্প দিনের পরিচয় হলেও খুব কাছের লাগে তোমায়।
    খুব অল্প দিনের পরিচয় হলেও খুব কাছের লাগে তোমায়।
    Like
    Wow
    Angry
    3
    0 Commentaires 0 Parts 137 Vue 0 Aperçu
  • শরীয়তপুরের ভাইরাল ডিসির পরো-কিয়া সম্পর্ক ছিল তারই শ্যালকের বউ এর সাথে। সম্পর্কের পরে ওই মহিলা তার স্বামীকে অর্থাৎ ডিসি সাহেবের শ্যালককে তালাক দেন। মহিলার ভাষ্যমতে ডিসি সাহেব তাকে বিয়ের প্রলো-ভন দেখাবার কারনে তিনি স্বামীকে তালাক দেন।

    ডিসির ভাষ্যমতে মহিলাই তাকে ব্লা-কমেইল করেছে বিভিন্ন সময় ঘুমের ঔষধ খাইয়ে ছবি ভিডিও করেছে যা অলরেডি ভাইরাল হয়েছে।

    ২ জনই অপরাধী হলেও, ডিসির মতো একটি পোস্টে থেকে তার স্বজ্ঞানে এ ধরনের কাজ করা ঠিক হয়নি। এর আগে জামালপুরের ডিসিকে নিয়েও আমরা প্রায় একই ঘটনা দেখেছি। এই অ-নৈতিক ঘটনায় কে বেশি দায়ী বলে আপনি মনে করেন এবং যারা এই ধরনের কাজে জড়িত আছেন বা হবেন তাদের জন্য আপনার মেসেজটা কী হবে?

    #trendingpost #trendingnow #virals #viralpost2025 #viralpost #Shariatpur
    শরীয়তপুরের ভাইরাল ডিসির পরো-কিয়া সম্পর্ক ছিল তারই শ্যালকের বউ এর সাথে। সম্পর্কের পরে ওই মহিলা তার স্বামীকে অর্থাৎ ডিসি সাহেবের শ্যালককে তালাক দেন। মহিলার ভাষ্যমতে ডিসি সাহেব তাকে বিয়ের প্রলো-ভন দেখাবার কারনে তিনি স্বামীকে তালাক দেন। ডিসির ভাষ্যমতে মহিলাই তাকে ব্লা-কমেইল করেছে বিভিন্ন সময় ঘুমের ঔষধ খাইয়ে ছবি ভিডিও করেছে যা অলরেডি ভাইরাল হয়েছে। ২ জনই অপরাধী হলেও, ডিসির মতো একটি পোস্টে থেকে তার স্বজ্ঞানে এ ধরনের কাজ করা ঠিক হয়নি। এর আগে জামালপুরের ডিসিকে নিয়েও আমরা প্রায় একই ঘটনা দেখেছি। এই অ-নৈতিক ঘটনায় কে বেশি দায়ী বলে আপনি মনে করেন এবং যারা এই ধরনের কাজে জড়িত আছেন বা হবেন তাদের জন্য আপনার মেসেজটা কী হবে? #trendingpost #trendingnow #virals #viralpost2025 #viralpost #Shariatpur
    Love
    Angry
    2
    11 Commentaires 0 Parts 4KB Vue 0 Aperçu
  • আগামীতে মনোনয়ন নিয়ে কোনো সমস্যা হবেনা, কলিম উদ্দিন মিলন।

    বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য
    কলিম উদ্দিন মিলন বলেছেন,দেশ এখন নির্বাচনের পথে। অতিতে যেভাবে ছাত্রদল যুবদল ও বিএনপির নেতা কর্মীরা মামলা হামলার শিকার হয়েও পাশে ছিলেন,বর্তমানেও আছেন,তাই আগামীতে মনোনয়ন নিয়ে কোন সমস্যা হবেনা।

    শুক্রবার বিকেলে ছাতক উপজেলা ছাত্রদলের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় সভায় এসব বলেন কলিম উদ্দিন আহমেদ মিলন।

    এর আগে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান রুমান এর নেতৃত্বাধীন শুক্রবার বিকেলে উপজেলার গোবিগঞ্জ থেকে ছাত্রলের এক বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা শুরু হয়।
    এ আয়োজন সফলের লক্ষ্যে সার্বিক সহযোগিতা করেন সাবেক ছাত্রদল নেতা সেবুল আহমদ কয়ছর আহমদ, আব্দুল্লাহ আল মমিন, তানভীর আহমদ তারেক,আলমগীর হোসাইন,
    গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আতাউর রহমান সোহাগ এবং ছাতক উপজেলা ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ কলেজ গেট হতে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিলে-মিছিলে জড়ো হন শত-শত ছাত্রদল নেতা কর্মী। পরে গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় মাধ্যমে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের বাস ভবন সংলগ্ন কার্যালয়ে এসে পৌছান। কার্যালয়ের সামনে অনুষ্টিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
    ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু,যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল,বিএনপি নেতা,পৌর আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মতিউর রহমান রুমান,উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,সিলেট জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত,এসময় উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহি,মকবুল হোসেন, হেলাল আহমদ,উপজেলা যুবদল নেতা আব্দুল মমিন জহির খাঁন, ইসলাম উদ্দিন,সুমন আরজু মিয়া, লাল মিয়া, মুহিবুর রহমান মুহিব,স্বেচ্ছাসেবক দলের সদস্য খলিলুর রহমান ফয়ছল, লিকসন আহমদ,রেজাউল করিম রিপন, জাহাঙ্গীর আলম,আব্দুস সামাদ নোমান ইমদাদ কানন, উপজেলা ছাত্রদলের যুন্ম আহবায়ক আব্দুল আজিজ, ফয়ছল,পৌর ছাত্রদল নেতা শরীফ উদ্দিন মাহিব, জাকির হোসেন লাহিন,শহিদ, জুয়েল, সিলেট জেলা ছাত্রদল নেতা শহির আহমদ,অলিউর রহমান মাহবুব, উপজেলা ছাত্রদল নেতা জাবেদ আবির, আহসান আহমদ, লিয়ন আহমদ, আবুল ফজল, লিটন মিয়া,শহিদ মিয়া, আবুল বশর, গোবিন্দগন্জ কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির আহমদ, মোহাম্মদ ছাঁদ মিয়া, ইমন আহমদ,ওয়ালীদ আহমদ,মুবিন আহমদ, মুজিবুর রহমান, সায়মন আহমদ শাহ্ আলম লোকমান, আফলজ,শাহিন আহমদ,কাজি নাজিম উদ্দীন পলাশ, জয়নাল হোসাইন,নাসিম আহমদ, কামরান আহমদ, আসাদুল হক নাঈম,রাজু আহমদ, আল নাঈম, আবু সাঈদ, রুহেল আহমদ, আবুল কালাম, সারওয়ার, আরিম, শাওন, তুহিন আহমদ,নাসিম আহমদ,জুবায়ের আহমেদ তারেক,শাহরিয়ার,ইমাদ,কৃষক দল নেতা সোনা মিয়া,সেলিম আহমদ,জাহাঙ্গীর সহ জেলা, উপজেলা,কলেজ,পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    আগামীতে মনোনয়ন নিয়ে কোনো সমস্যা হবেনা, কলিম উদ্দিন মিলন। বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেছেন,দেশ এখন নির্বাচনের পথে। অতিতে যেভাবে ছাত্রদল যুবদল ও বিএনপির নেতা কর্মীরা মামলা হামলার শিকার হয়েও পাশে ছিলেন,বর্তমানেও আছেন,তাই আগামীতে মনোনয়ন নিয়ে কোন সমস্যা হবেনা। শুক্রবার বিকেলে ছাতক উপজেলা ছাত্রদলের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মত বিনিময় সভায় এসব বলেন কলিম উদ্দিন আহমেদ মিলন। এর আগে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান রুমান এর নেতৃত্বাধীন শুক্রবার বিকেলে উপজেলার গোবিগঞ্জ থেকে ছাত্রলের এক বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা শুরু হয়। এ আয়োজন সফলের লক্ষ্যে সার্বিক সহযোগিতা করেন সাবেক ছাত্রদল নেতা সেবুল আহমদ কয়ছর আহমদ, আব্দুল্লাহ আল মমিন, তানভীর আহমদ তারেক,আলমগীর হোসাইন, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আতাউর রহমান সোহাগ এবং ছাতক উপজেলা ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ কলেজ গেট হতে গোবিন্দগঞ্জ পয়েন্টে মিছিলে-মিছিলে জড়ো হন শত-শত ছাত্রদল নেতা কর্মী। পরে গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় মাধ্যমে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের বাস ভবন সংলগ্ন কার্যালয়ে এসে পৌছান। কার্যালয়ের সামনে অনুষ্টিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন। ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সামছুর রহমান সামছু,যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন,যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান বাবুল,বিএনপি নেতা,পৌর আহবায়ক কমিটির সদস্য এস এম লায়েক শাহ ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মতিউর রহমান রুমান,উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,সিলেট জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত,এসময় উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহি,মকবুল হোসেন, হেলাল আহমদ,উপজেলা যুবদল নেতা আব্দুল মমিন জহির খাঁন, ইসলাম উদ্দিন,সুমন আরজু মিয়া, লাল মিয়া, মুহিবুর রহমান মুহিব,স্বেচ্ছাসেবক দলের সদস্য খলিলুর রহমান ফয়ছল, লিকসন আহমদ,রেজাউল করিম রিপন, জাহাঙ্গীর আলম,আব্দুস সামাদ নোমান ইমদাদ কানন, উপজেলা ছাত্রদলের যুন্ম আহবায়ক আব্দুল আজিজ, ফয়ছল,পৌর ছাত্রদল নেতা শরীফ উদ্দিন মাহিব, জাকির হোসেন লাহিন,শহিদ, জুয়েল, সিলেট জেলা ছাত্রদল নেতা শহির আহমদ,অলিউর রহমান মাহবুব, উপজেলা ছাত্রদল নেতা জাবেদ আবির, আহসান আহমদ, লিয়ন আহমদ, আবুল ফজল, লিটন মিয়া,শহিদ মিয়া, আবুল বশর, গোবিন্দগন্জ কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির আহমদ, মোহাম্মদ ছাঁদ মিয়া, ইমন আহমদ,ওয়ালীদ আহমদ,মুবিন আহমদ, মুজিবুর রহমান, সায়মন আহমদ শাহ্ আলম লোকমান, আফলজ,শাহিন আহমদ,কাজি নাজিম উদ্দীন পলাশ, জয়নাল হোসাইন,নাসিম আহমদ, কামরান আহমদ, আসাদুল হক নাঈম,রাজু আহমদ, আল নাঈম, আবু সাঈদ, রুহেল আহমদ, আবুল কালাম, সারওয়ার, আরিম, শাওন, তুহিন আহমদ,নাসিম আহমদ,জুবায়ের আহমেদ তারেক,শাহরিয়ার,ইমাদ,কৃষক দল নেতা সোনা মিয়া,সেলিম আহমদ,জাহাঙ্গীর সহ জেলা, উপজেলা,কলেজ,পৌর ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    Like
    2
    1 Commentaires 0 Parts 191 Vue 0 Aperçu
  • যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা,
    যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা,
    Love
    1
    0 Commentaires 0 Parts 296 Vue 25 0 Aperçu
  • যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
    যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
    0 Commentaires 0 Parts 187 Vue 0 Aperçu
  • Samsung Galaxy S23 Ultra 12/256 Utilisé
    ৳75000
    En stock
    Dhaka, Bangladesh
    0 Aperçu
    Condition:
    Used
    Brand:
    Samsung
    Model:
    Galaxy S23 Ultra
    Edition:
    12/256
    Authenticity:
    Original
    Features
    4G, 5G, Dual SIM, Micro SIM, Mini SIM, USB Type-B Port, USB Type-C Port, Fast Charging, Flash Charging, Android, Windows, iOS, Expandable Memory, 12 GB RAM, Dual Camera, Triple Camera, Dual LED Flash, Quad LED Flash, Wifi, GPS, Fingerprint Sensor, Infrared port

    Description
    Samsung Galaxy s23 Ultra

    white colour

    face lock fingerprint all okay

    ফোনটি বসুন্ধরা থেকে কেনা হয়েছে প্রাইস অলমোস্ট ফিক্স

    অনলি ডিভাইস এবং ক্যাশমেমো পাবেন ফোনের সাথে।

    ফোন ফুল ফ্রেশ নিউলুক কন্ডিশন
    Condition: Used Brand: Samsung Model: Galaxy S23 Ultra Edition: 12/256 Authenticity: Original Features 4G, 5G, Dual SIM, Micro SIM, Mini SIM, USB Type-B Port, USB Type-C Port, Fast Charging, Flash Charging, Android, Windows, iOS, Expandable Memory, 12 GB RAM, Dual Camera, Triple Camera, Dual LED Flash, Quad LED Flash, Wifi, GPS, Fingerprint Sensor, Infrared port Description Samsung Galaxy s23 Ultra 🔥 white colour face lock fingerprint all okay ✅ ফোনটি বসুন্ধরা থেকে কেনা হয়েছে প্রাইস অলমোস্ট ফিক্স অনলি ডিভাইস এবং ক্যাশমেমো পাবেন ফোনের সাথে। ফোন ফুল ফ্রেশ নিউলুক কন্ডিশন
    0 Commentaires 0 Parts 2KB Vue 0 Aperçu
  • Samsung S25 Ultra 5G 12/256 Utilisé
    ৳39000
    En stock
    Dhaka, Bangladesh
    0 Aperçu
    Condition:
    Used
    Brand:
    Samsung
    Model:
    Other model
    Edition:
    S25 Ultra 5G 12/256
    Authenticity:
    Original
    Description
    আমাকে কল করে যদি না পান,এবং আমার ফোন যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোনটি নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবেই


    প্রথমেই বলে নেই দাম কম দেওয়ার কারন হচ্ছে এই ফোনটি আমি কোন এক মাধ্যম থেকে পুরস্কার হিসেবে পেয়েছিলাম, তাও পুরস্কারের জিনিস নিয়ে ব্যবসা করার কোন ইচ্ছা আমার নেই, তাই কম দাম দিয়েছি। আর আমি ফোনটি তাদেরকেই দিব যাদের কেনার সামর্থ্য নেই অনেকেই আছেন স্টুডেন্ট কিংবা গরিব যাদের বাজেট অল্প, এবং অনেকেই আছেন Samsung এর মত ফ্লাগশিপ ফোন চালানোর অনেক ইচ্ছে আছে এবং কিছু টাকা রেডি আছে আর বাকি টাকা ম্যানেজ করতে পারছেন না এরকম অনেকেই আছে তাদেরকেই দেওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ


    Samsung Galaxy S25 Ultra 5G Vietnam

    Ram-12 GB

    Rom-256 GB

    Only 1 Month Used

    Cash Memo,Warranty Card, Adapter 30 Wat, All Accessories & Full Box. (Brand New Condition)

    সরাসরি এসে যেভাবে এবং যতক্ষন খুশি চেক করে নিতে পারবেন

    ফোনে যদি চুল পরিমান সমস্যা খুজে পান তাহলে ১ লক্ষ টাকা পুরস্কৃত করবো এবং সাথে ফোনটিও ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ।
    Condition: Used Brand: Samsung Model: Other model Edition: S25 Ultra 5G 12/256 Authenticity: Original Description আমাকে কল করে যদি না পান,এবং আমার ফোন যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোনটি নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবেই প্রথমেই বলে নেই দাম কম দেওয়ার কারন হচ্ছে এই ফোনটি আমি কোন এক মাধ্যম থেকে পুরস্কার হিসেবে পেয়েছিলাম, তাও পুরস্কারের জিনিস নিয়ে ব্যবসা করার কোন ইচ্ছা আমার নেই, তাই কম দাম দিয়েছি। আর আমি ফোনটি তাদেরকেই দিব যাদের কেনার সামর্থ্য নেই অনেকেই আছেন স্টুডেন্ট কিংবা গরিব যাদের বাজেট অল্প, এবং অনেকেই আছেন Samsung এর মত ফ্লাগশিপ ফোন চালানোর অনেক ইচ্ছে আছে এবং কিছু টাকা রেডি আছে আর বাকি টাকা ম্যানেজ করতে পারছেন না এরকম অনেকেই আছে তাদেরকেই দেওয়ার ইচ্ছে আছে ইনশাআল্লাহ Samsung Galaxy S25 Ultra 5G Vietnam Ram-12 GB Rom-256 GB Only 1 Month Used Cash Memo,Warranty Card, Adapter 30 Wat, All Accessories & Full Box. (Brand New Condition) সরাসরি এসে যেভাবে এবং যতক্ষন খুশি চেক করে নিতে পারবেন ফোনে যদি চুল পরিমান সমস্যা খুজে পান তাহলে ১ লক্ষ টাকা পুরস্কৃত করবো এবং সাথে ফোনটিও ফ্রি দিয়ে দিব ইনশাল্লাহ।
    0 Commentaires 0 Parts 2KB Vue 0 Aperçu
Plus de résultats
Eidok App https://eidok.com