• বাংলাদেশে ধারাবাহিক অগ্নিকাণ্ড: চরমোনাই পীরের উদ্বেগ ও তদন্তের আহ্বান..
    বাংলাদেশে ধারাবাহিক অগ্নিকাণ্ড: চরমোনাই পীরের উদ্বেগ ও তদন্তের আহ্বান..
    Like
    1
    1 Commenti 0 condivisioni 327 Views 0 Anteprima




  • যশোর ৬ কেশবপুরের উন্নয়নই আমার লক্ষ্য: কেন্দ্রীয় বিএনপি`র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর -৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বি এনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু নিজ এলাকায় রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন।
    শুক্রবার (১৭ ই অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলার সুফলাকাটী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ডহরি সার্বজনিন পূজা মন্দির মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন।
    সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান।

    মহানন্দ মন্ডল এর সভাপতিত্বে ও বিএনপি নেতা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
    উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাবু অমলেন্দু দাস অপু বলেন ,কেশবপুরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করাই আমার মূল লক্ষ্য।
    জনগণের অধিকার আদায়ে আমি সর্বদা আপোষহীন ভূমিকা পালন করব। কেশবপুর বাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামীর পথচলা শুরু করেছি।
    তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। এ দলের শক্তি হচ্ছে তৃণমূল। কেশবপুরের প্রতিটি মানুষই আমার পরিবার, আমি আপনাদের পাশে থাকতে চাই সবসময় আমি আপনাদের সন্তান আপনাদের ভাই । আমার একটাই লক্ষ্য কেশবপুরের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি আপনাদের প্রত্যাশার জায়গায় একজন দায়িত্বশীল নেতা হিসেবে থাকতে চাই।
    তিনি বলেন, এই বৈঠকের উদ্দেশ্য একটাই-আমরা সবাই ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শামিল হই। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবারো জনগণের সরকার প্রতিষ্ঠা করব, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব বাস্তবে রূপ নেবে।
    যশোর-০৬ (কেশবপুর) আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় বিএনপি'র সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু মাঠে নামা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। কারণ দীর্ঘদিন পর এ আসনে একজন সম্ভাব্য প্রার্থী তৃণমূলের সাথে সরাসরি সংযোগ স্থাপন শুরু করলেন। এতে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হতে পারে।
    ডহরি এলাকার প্রবীণ ভোটাররা জানান, বিএনপি যদি সংগঠিতভাবে মাঠে কাজ করতে পারে তবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হবে। আর তরুণ ভোটাররা বলছেন, নতুন প্রার্থী এলাকায় আশার সঞ্চার করেছেন।
    স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন পর বিএনপির একজন সম্ভাব্য প্রার্থীর মাঠপর্যায়ে সরাসরি জনগণের সাথে সংযোগ স্থাপন নির্বাচনকে নতুন মাত্রা দেবে। এ বৈঠককে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন , বিএনপি মশিয়ার রহমান মোল্যা, পৌর যুবদল নেতা মোস্তফা , যুবদল রাফাত হোসেন, যুবদল নেতা হারুন সরদার, সহ কেশবপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেক বিএনপি'র নেতা বৃন্দ
    বাবু অমলেন্দু দাস অপু বলেন ডহরি এলাকা আসলে জলাবদ্ধতা এখানে ১২ মাসই পানিতে থাকে এলাকাবাসী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই কষ্ট আর কেশবপুরবাসীর থাকবে না আমি সর্বপ্রথম সংসদে গিয়ে কেশবপুরবাসীর এই জলবদ্ধতার কথা উল্লেখ করবো উত্থাপন করব কিভাবে জলাবদ্ধতা সমাধান করা যায় আপনারা আমার কাছে চেয়েছেন জলাবদ্ধতা নিরাশনের কথা আপনার আমার উপর আস্থা রাখুন দল যদি আমাকে মনে নাম দেয় আপনারা যদি আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে পারেন তাহলে আমি কেশবপুরবাসীর জন্য কাজ করে যেতে পারবো আমি কেশবপুরি সন্তান বিগত ৪০ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়তোবা আমি কেশবপুরে বেশিদিন সময় দিতে পারি নাই ফাসিস্ট সরকার থাকাকালীন আমাকে অনেক সময় গাছের ডালে বাগানে ঘেরের টঙ্গে ঘুমাতে হয়েছে এছাড়া আমি ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন ক্রয় করি এবং তা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দল আমাকে নিষেধ করার কারনে আমি তা তুলে নেই, আপনাদের দোয়া ও আশীর্বাদ থাকলে আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবেন সবশেষে আমি বলতে চাই আমি কেশবপুরবাসীর উন্নয়নের কাজ করে যেতে চায় বিশেষ করে ভবদাহ অঞ্চলে যে জলাবদ্ধতা এটি কিভাবে নিরশন করা যায় সেটি যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা দোয়া এবং ভোট নিয়ে আমাকে সংসদে নিতে পারেন তাহলে আমি সংসদেই জলাবদ্ধতা নিয়েই প্রথম দিনই বলবো এবং কিভাবে তা সমাধান করা যায় সেই চেষ্টাই করেন আপনারা সকলে সুস্থ থাকুন আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।
    যশোর ৬ কেশবপুরের উন্নয়নই আমার লক্ষ্য: কেন্দ্রীয় বিএনপি`র সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর -৬ (কেশবপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বি এনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু নিজ এলাকায় রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার (১৭ ই অক্টোবর) বিকেলে কেশবপুর উপজেলার সুফলাকাটী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ডহরি সার্বজনিন পূজা মন্দির মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান। মহানন্দ মন্ডল এর সভাপতিত্বে ও বিএনপি নেতা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাবু অমলেন্দু দাস অপু বলেন ,কেশবপুরের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করাই আমার মূল লক্ষ্য। জনগণের অধিকার আদায়ে আমি সর্বদা আপোষহীন ভূমিকা পালন করব। কেশবপুর বাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই আগামীর পথচলা শুরু করেছি। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। এ দলের শক্তি হচ্ছে তৃণমূল। কেশবপুরের প্রতিটি মানুষই আমার পরিবার, আমি আপনাদের পাশে থাকতে চাই সবসময় আমি আপনাদের সন্তান আপনাদের ভাই । আমার একটাই লক্ষ্য কেশবপুরের উন্নয়ন ও মানুষের অধিকার আদায়। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি আপনাদের প্রত্যাশার জায়গায় একজন দায়িত্বশীল নেতা হিসেবে থাকতে চাই। তিনি বলেন, এই বৈঠকের উদ্দেশ্য একটাই-আমরা সবাই ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শামিল হই। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবারো জনগণের সরকার প্রতিষ্ঠা করব, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্ব বাস্তবে রূপ নেবে। যশোর-০৬ (কেশবপুর) আসনটি ঐতিহ্যগতভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় বিএনপি'র সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু মাঠে নামা বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। কারণ দীর্ঘদিন পর এ আসনে একজন সম্ভাব্য প্রার্থী তৃণমূলের সাথে সরাসরি সংযোগ স্থাপন শুরু করলেন। এতে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হতে পারে। ডহরি এলাকার প্রবীণ ভোটাররা জানান, বিএনপি যদি সংগঠিতভাবে মাঠে কাজ করতে পারে তবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হবে। আর তরুণ ভোটাররা বলছেন, নতুন প্রার্থী এলাকায় আশার সঞ্চার করেছেন। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘদিন পর বিএনপির একজন সম্ভাব্য প্রার্থীর মাঠপর্যায়ে সরাসরি জনগণের সাথে সংযোগ স্থাপন নির্বাচনকে নতুন মাত্রা দেবে। এ বৈঠককে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন , বিএনপি মশিয়ার রহমান মোল্যা, পৌর যুবদল নেতা মোস্তফা , যুবদল রাফাত হোসেন, যুবদল নেতা হারুন সরদার, সহ কেশবপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেক বিএনপি'র নেতা বৃন্দ বাবু অমলেন্দু দাস অপু বলেন ডহরি এলাকা আসলে জলাবদ্ধতা এখানে ১২ মাসই পানিতে থাকে এলাকাবাসী দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে এই কষ্ট আর কেশবপুরবাসীর থাকবে না আমি সর্বপ্রথম সংসদে গিয়ে কেশবপুরবাসীর এই জলবদ্ধতার কথা উল্লেখ করবো উত্থাপন করব কিভাবে জলাবদ্ধতা সমাধান করা যায় আপনারা আমার কাছে চেয়েছেন জলাবদ্ধতা নিরাশনের কথা আপনার আমার উপর আস্থা রাখুন দল যদি আমাকে মনে নাম দেয় আপনারা যদি আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে পারেন তাহলে আমি কেশবপুরবাসীর জন্য কাজ করে যেতে পারবো আমি কেশবপুরি সন্তান বিগত ৪০ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়তোবা আমি কেশবপুরে বেশিদিন সময় দিতে পারি নাই ফাসিস্ট সরকার থাকাকালীন আমাকে অনেক সময় গাছের ডালে বাগানে ঘেরের টঙ্গে ঘুমাতে হয়েছে এছাড়া আমি ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন ক্রয় করি এবং তা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দল আমাকে নিষেধ করার কারনে আমি তা তুলে নেই, আপনাদের দোয়া ও আশীর্বাদ থাকলে আমি মনে করি দল আমাকে মনোনয়ন দিবেন সবশেষে আমি বলতে চাই আমি কেশবপুরবাসীর উন্নয়নের কাজ করে যেতে চায় বিশেষ করে ভবদাহ অঞ্চলে যে জলাবদ্ধতা এটি কিভাবে নিরশন করা যায় সেটি যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা দোয়া এবং ভোট নিয়ে আমাকে সংসদে নিতে পারেন তাহলে আমি সংসদেই জলাবদ্ধতা নিয়েই প্রথম দিনই বলবো এবং কিভাবে তা সমাধান করা যায় সেই চেষ্টাই করেন আপনারা সকলে সুস্থ থাকুন আমি আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ চাই।
    0 Commenti 1 condivisioni 797 Views 0 Anteprima
  • জামালপুরে লোমযুক্ত বিরল রোগে ক্ষতিগ্রস্ত পরিবার: বঞ্চনার গল্প..
    জামালপুরে লোমযুক্ত বিরল রোগে ক্ষতিগ্রস্ত পরিবার: বঞ্চনার গল্প..
    Like
    1
    1 Commenti 0 condivisioni 315 Views 0 Anteprima
  • চুয়াডাঙ্গায় বিএনপির ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান..
    চুয়াডাঙ্গায় বিএনপির ৩৫৭ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান..
    Like
    1
    1 Commenti 0 condivisioni 417 Views 0 Anteprima
  • চাকসু নির্বাচনে শিবিরের প্রার্থীদের জয়, ছাত্রদলের এজিএস পদে সাফল্য..
    চাকসু নির্বাচনে শিবিরের প্রার্থীদের জয়, ছাত্রদলের এজিএস পদে সাফল্য..
    Like
    1
    1 Commenti 0 condivisioni 447 Views 0 Anteprima
  • নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি’ বললেন ছাত্রদলকে-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা..
    নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি’ বললেন ছাত্রদলকে-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা..
    Like
    1
    1 Commenti 0 condivisioni 505 Views 0 Anteprima
  • এবার চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ রোড ব্রীজের পাশে একটি ভবনে ভ'য়া'ব'হ আ'গু'ন। মহান রাব্বুল আলআমীন সবাইকে নিরাপদ রাখুক আমিন
    এবার চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ রোড ব্রীজের পাশে একটি ভবনে ভ'য়া'ব'হ আ'গু'ন। মহান রাব্বুল আলআমীন সবাইকে নিরাপদ রাখুক আমিন 🤲😥🤲
    0 Commenti 0 condivisioni 703 Views 0 Anteprima
  • বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে আই নিউজ বিডি। প্রতিষ্ঠানটি শিগগিরই লঞ্চ করতে যাচ্ছে তাদের নিজস্ব স্মার্ট AI সহকারী ‘আইরো (Eyro) 1.2’, যা সংবাদকর্মীদের কাজকে আরও গতিশীল, ..
    আজ অনলাইনে গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিংয়ে আই নিউজ বিডি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তাদের বহুল প্রতীক্ষিত AI ফিচার ‘আইরো (Eyro) 1.2’ লঞ্চের প্রস্তুতির কথা। এটি সাংবাদিকতা জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।

    ‘আইরো (Eyro)’ মূলত একটি স্মার্ট AI সহকারী, যা সাংবাদিকদের জন্য তৈরি করা হয়েছে সংবাদ প্রক্রিয়াকে দ্রুত, সঠিক ও তথ্যবহুল করতে। সাংবাদিকদের হাতে লেখা বা অগোছালো সংবাদ কন্টেন্টকে এটি মুহূর্তেই সম্পূর্ণ ও পেশাদার নিউজ ফরম্যাটে রূপান্তর করতে পারে। শুধু তাই নয়, এই ফিচারটিতে আছে ভিডিও স্কিপ, কনটেন্ট সাজেশন, এবং ফ্যাক্ট চেকিং সুবিধা—যা একে করে তুলেছে বাংলাদেশের সাংবাদিকতার ডিজিটাল বিপ্লবের পথিকৃৎ।

    আই নিউজ বিডি’র কর্মকর্তারা জানিয়েছেন, “এই প্রযুক্তি শুধু আমাদের সাংবাদিকদের নয়, দেশের প্রতিটি সাংবাদিকের জন্য উন্মুক্ত করা হবে। সাংবাদিকতা পেশায় যারা নতুন, তারাও এখন সহজেই মানসম্পন্ন রিপোর্ট তৈরি করতে পারবেন।”

    ‘আইরো (Eyro) 1.2’-এর অন্যতম বৈশিষ্ট্য হলো—এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি অগোছালো লেখা বিশ্লেষণ করে খবরের শিরোনাম, উপশিরোনাম, বিষয়বস্তু ও ভাষাশৈলী এমনভাবে সাজিয়ে দেয়, যেন তা সরাসরি প্রকাশযোগ্য হয়। ফলে সময় ও পরিশ্রম বাঁচে, বাড়ে নির্ভুলতা।

    প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই AI ফিচারটি বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। সাংবাদিকতার চ্যালেঞ্জিং সময়েও এটি হবে এক অনন্য সহচর, বিশেষ করে তরুণ সাংবাদিকদের জন্য।

    “আইরো (Eyro) 1.2” সাংবাদিকতার এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে—যেখানে প্রযুক্তি, ভাষা ও সংবাদ একসাথে মিলেমিশে তৈরি করবে স্মার্ট জার্নালিজমের ভবিষ্যৎ।
    বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় এক নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে আই নিউজ বিডি। প্রতিষ্ঠানটি শিগগিরই লঞ্চ করতে যাচ্ছে তাদের নিজস্ব স্মার্ট AI সহকারী ‘আইরো (Eyro) 1.2’, যা সংবাদকর্মীদের কাজকে আরও গতিশীল, .. আজ অনলাইনে গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিংয়ে আই নিউজ বিডি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তাদের বহুল প্রতীক্ষিত AI ফিচার ‘আইরো (Eyro) 1.2’ লঞ্চের প্রস্তুতির কথা। এটি সাংবাদিকতা জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। ‘আইরো (Eyro)’ মূলত একটি স্মার্ট AI সহকারী, যা সাংবাদিকদের জন্য তৈরি করা হয়েছে সংবাদ প্রক্রিয়াকে দ্রুত, সঠিক ও তথ্যবহুল করতে। সাংবাদিকদের হাতে লেখা বা অগোছালো সংবাদ কন্টেন্টকে এটি মুহূর্তেই সম্পূর্ণ ও পেশাদার নিউজ ফরম্যাটে রূপান্তর করতে পারে। শুধু তাই নয়, এই ফিচারটিতে আছে ভিডিও স্কিপ, কনটেন্ট সাজেশন, এবং ফ্যাক্ট চেকিং সুবিধা—যা একে করে তুলেছে বাংলাদেশের সাংবাদিকতার ডিজিটাল বিপ্লবের পথিকৃৎ। আই নিউজ বিডি’র কর্মকর্তারা জানিয়েছেন, “এই প্রযুক্তি শুধু আমাদের সাংবাদিকদের নয়, দেশের প্রতিটি সাংবাদিকের জন্য উন্মুক্ত করা হবে। সাংবাদিকতা পেশায় যারা নতুন, তারাও এখন সহজেই মানসম্পন্ন রিপোর্ট তৈরি করতে পারবেন।” ‘আইরো (Eyro) 1.2’-এর অন্যতম বৈশিষ্ট্য হলো—এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি অগোছালো লেখা বিশ্লেষণ করে খবরের শিরোনাম, উপশিরোনাম, বিষয়বস্তু ও ভাষাশৈলী এমনভাবে সাজিয়ে দেয়, যেন তা সরাসরি প্রকাশযোগ্য হয়। ফলে সময় ও পরিশ্রম বাঁচে, বাড়ে নির্ভুলতা। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই AI ফিচারটি বাংলাদেশের সংবাদ মাধ্যমের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। সাংবাদিকতার চ্যালেঞ্জিং সময়েও এটি হবে এক অনন্য সহচর, বিশেষ করে তরুণ সাংবাদিকদের জন্য। “আইরো (Eyro) 1.2” সাংবাদিকতার এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে—যেখানে প্রযুক্তি, ভাষা ও সংবাদ একসাথে মিলেমিশে তৈরি করবে স্মার্ট জার্নালিজমের ভবিষ্যৎ।
    Love
    1
    0 Commenti 0 condivisioni 885 Views 0 Anteprima
  • SUBSCRIBE TO SEE THIS PROFILO CONTENT
  • গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট: চব্বিশের ঘটনা ও বর্তমান বিচার প্রক্রিয়া..
    https://eyenewsbd.com/articles/read/gnobhjutthaner-prekshapt-chbbisher-ghtna-o-brtman-bichar-prkrija_25074.html
    গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট: চব্বিশের ঘটনা ও বর্তমান বিচার প্রক্রিয়া.. https://eyenewsbd.com/articles/read/gnobhjutthaner-prekshapt-chbbisher-ghtna-o-brtman-bichar-prkrija_25074.html
    EYENEWSBD.COM
    গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট: চব্বিশের ঘটনা ও বর্তমান বিচার প্রক্রিয়া.. | আই নিউজ বিডি
    চিফ প্রসিকিউটরের বক্তব্যে উঠে এল চব্বিশের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও বর্তমান বিচার প্রক্রিয়ার তথ্য।..
    Like
    1
    1 Commenti 0 condivisioni 287 Views 0 Anteprima
  • আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে বিরত থাকবেন পূর্ববর্তী কর্মকর্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা..
    https://eyenewsbd.com/articles/read/asnn-nirbachne-daitb-palne-birt-thakben-purbbrti-krmkrta-sbrashtr-updeshta_25073.html
    আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে বিরত থাকবেন পূর্ববর্তী কর্মকর্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা.. https://eyenewsbd.com/articles/read/asnn-nirbachne-daitb-palne-birt-thakben-purbbrti-krmkrta-sbrashtr-updeshta_25073.html
    EYENEWSBD.COM
    আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে বিরত থাকবেন পূর্ববর্তী কর্মকর্তা: স্বরাষ্ট্র উপদেষ্টা.. | আই নিউজ বিডি
    ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আসন্ন নির্বাচনে বিরত রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।..
    Like
    1
    1 Commenti 0 condivisioni 216 Views 0 Anteprima
  • মাতারবাড়ীতে প্রশাসনের চিহ্ন অমান্য করে রাস্তা নির্মাণ, ঝুঁকিতে জননিরাপত্তা

    নিজস্ব প্রতিবেদক:
    রাস্তার সীমারেখা অনুযায়ী ঘর ভাঙার কথা, ঠিকাদারের কাজে অনিয়মের অভিযোগ

    মাতারবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বাস্তবায়িত দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।

    প্রশাসনের দেওয়া সীমারেখা অনুযায়ী যে ঘরটি ভাঙার কথা ছিল, তা এখনও অক্ষত রয়েছে। ফলে নতুন নির্মিত রাস্তা বাড়ির একেবারে গায়ে লেগে গেছে, যা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করবে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়াবে বলে মনে করছেন স্থানীয়রা।

    ঘটনাস্থলের ছবিতে স্পষ্ট দেখা যায়, বাড়ির দেওয়ালে লাল রঙে প্রশাসনের চিহ্ন “১+১৪৫” লেখা রয়েছে। সেই অনুযায়ী রাস্তার লাইন নির্ধারণের কথা ছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে চিহ্নের বাইরে।

    স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের অনুমোদিত সীমারেখা উপেক্ষা করে ঠিকাদার কার ইশারায় এমন কাজ চালিয়ে যাচ্ছেন?

    এলাকাবাসীর অভিযোগ, এই ধরনের অনিয়ম শুধু সরকারি অর্থের অপচয়ই নয়, জননিরাপত্তার জন্যও হুমকি। তারা সংশ্লিষ্ট প্রশাসন, বিশেষ করে এলজিইডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন—যাতে প্রকল্পের কাজ সঠিক মাপ ও পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়।
    মাতারবাড়ীতে প্রশাসনের চিহ্ন অমান্য করে রাস্তা নির্মাণ, ঝুঁকিতে জননিরাপত্তা নিজস্ব প্রতিবেদক: রাস্তার সীমারেখা অনুযায়ী ঘর ভাঙার কথা, ঠিকাদারের কাজে অনিয়মের অভিযোগ মাতারবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বাস্তবায়িত দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশাসনের দেওয়া সীমারেখা অনুযায়ী যে ঘরটি ভাঙার কথা ছিল, তা এখনও অক্ষত রয়েছে। ফলে নতুন নির্মিত রাস্তা বাড়ির একেবারে গায়ে লেগে গেছে, যা যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করবে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়াবে বলে মনে করছেন স্থানীয়রা। ঘটনাস্থলের ছবিতে স্পষ্ট দেখা যায়, বাড়ির দেওয়ালে লাল রঙে প্রশাসনের চিহ্ন “১+১৪৫” লেখা রয়েছে। সেই অনুযায়ী রাস্তার লাইন নির্ধারণের কথা ছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে চিহ্নের বাইরে। স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের অনুমোদিত সীমারেখা উপেক্ষা করে ঠিকাদার কার ইশারায় এমন কাজ চালিয়ে যাচ্ছেন? এলাকাবাসীর অভিযোগ, এই ধরনের অনিয়ম শুধু সরকারি অর্থের অপচয়ই নয়, জননিরাপত্তার জন্যও হুমকি। তারা সংশ্লিষ্ট প্রশাসন, বিশেষ করে এলজিইডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন—যাতে প্রকল্পের কাজ সঠিক মাপ ও পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়।
    0 Commenti 0 condivisioni 1K Views 0 Anteprima
Pagine in Evidenza
Eidok App https://eidok.com