• গোবিন্দগঞ্জের কৃতি সন্তান ডা. সুজাউদ্দৌলা
    সুজার নামাযে জানাযা ও দাফন সম্পন্ন
    রিপোর্টার: খায়রুল ইসলাম চীফ রিপোর্টার
    গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা.সুজাউদ্দৌলা সুজার প্রথম নামাযে জানাযা রংপুর মেডিকেল কলেজ চত্তরে আজ সকাল ১০ টায় ও ২ য় নামাযে জানাযা দুপুর ২টায় দরবস্ত ইউনিয়নের কালিতলা দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
    মরহুম ডা. সুজাউদ্দৌলা নীলফামারী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
    ২০ আগস্ট, ২০২৫ রাত ৮টায় হার্ডঅ্যাটাকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ'ত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা শেষে দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর কালিতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
    মরহুমের নামাযে জানাযায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রান মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।
    মহান আল্লাহ যেন, তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন, এজন্য দোয়া কামনা করা হয়েছে।
    উল্লেখ্য, ডা. সুজাউদ্দৌলা সুজা সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব জব্বার আলী মাস্টারের দ্বিতীয় সন্তান এবং দরবস্ত ইউপির চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলামের বড় ভাই। তিনি গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
    গোবিন্দগঞ্জের কৃতি সন্তান ডা. সুজাউদ্দৌলা সুজার নামাযে জানাযা ও দাফন সম্পন্ন রিপোর্টার: খায়রুল ইসলাম চীফ রিপোর্টার গোবিন্দগঞ্জ উপজেলার কৃতিসন্তান প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা.সুজাউদ্দৌলা সুজার প্রথম নামাযে জানাযা রংপুর মেডিকেল কলেজ চত্তরে আজ সকাল ১০ টায় ও ২ য় নামাযে জানাযা দুপুর ২টায় দরবস্ত ইউনিয়নের কালিতলা দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুম ডা. সুজাউদ্দৌলা নীলফামারী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। ২০ আগস্ট, ২০২৫ রাত ৮টায় হার্ডঅ্যাটাকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃ'ত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা শেষে দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর কালিতলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের নামাযে জানাযায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রান মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন। মহান আল্লাহ যেন, তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করেন, এজন্য দোয়া কামনা করা হয়েছে। উল্লেখ্য, ডা. সুজাউদ্দৌলা সুজা সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব জব্বার আলী মাস্টারের দ্বিতীয় সন্তান এবং দরবস্ত ইউপির চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলামের বড় ভাই। তিনি গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ১৯৮০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
    0 Σχόλια 0 Μοιράστηκε 6 Views 0 Προεπισκόπηση
  • খুলনা সোনাডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর সেতু পরিবহনের চালক ও সুপারভাইজার শান্ত নামের এক কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাটাখালিতে ফেলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে এবং তার পরিবারকে খবর দেয়।
    খুলনা সোনাডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর সেতু পরিবহনের চালক ও সুপারভাইজার শান্ত নামের এক কলেজ ছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কাটাখালিতে ফেলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে এবং তার পরিবারকে খবর দেয়।
    0 Σχόλια 0 Μοιράστηκε 42 Views 4 0 Προεπισκόπηση
  • দশ, দশ, দশ: জিওন হুন-ইয়ং-এর ১০-পয়েন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির সংগ্রহ

    ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার জিওন হুন-ইয়ং, ইম সি-হিওন এবং নাম সু-হিওন মহিলা দলগত তীরন্দাজ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন, একটি ঘনিষ্ঠ শুট-অফে চীনকে হারিয়ে। এই জয়ের মাধ্যমে, দক্ষিণ কোরিয়া টানা ১০টি অলিম্পিক স্বর্ণপদক অর্জন করেছে, ২০২৪ সালে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পর থেকে প্রতিবারই মহিলা দলগত তীরন্দাজ স্বর্ণপদক জিতেছে।

    #প্যারিস২০২৪ #অলিম্পিক #প্যারিস২০২৪
    @প্যারিস২০২৪
    দশ, দশ, দশ: জিওন হুন-ইয়ং-এর ১০-পয়েন্টের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির সংগ্রহ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়ার জিওন হুন-ইয়ং, ইম সি-হিওন এবং নাম সু-হিওন মহিলা দলগত তীরন্দাজ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন, একটি ঘনিষ্ঠ শুট-অফে চীনকে হারিয়ে। এই জয়ের মাধ্যমে, দক্ষিণ কোরিয়া টানা ১০টি অলিম্পিক স্বর্ণপদক অর্জন করেছে, ২০২৪ সালে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকের পর থেকে প্রতিবারই মহিলা দলগত তীরন্দাজ স্বর্ণপদক জিতেছে। #প্যারিস২০২৪ #অলিম্পিক #প্যারিস২০২৪ @প্যারিস২০২৪
    0 Σχόλια 0 Μοιράστηκε 114 Views 0 Προεπισκόπηση
  • কুষ্টিয়ায় নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত।
    আজ ২১ শে আগস্ট সকাল ১০ টায় কুষ্টিয়ার ডাঃ লিজা নার্সিং ইনস্টিটিউট এর সভাকক্ষে -নবীন বরণ ২০২৫এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এ এফ এম আমিনুল হক রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আসমা জাহান লিজা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
    কুষ্টিয়ায় নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত। আজ ২১ শে আগস্ট সকাল ১০ টায় কুষ্টিয়ার ডাঃ লিজা নার্সিং ইনস্টিটিউট এর সভাকক্ষে -নবীন বরণ ২০২৫এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এ এফ এম আমিনুল হক রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আসমা জাহান লিজা সহ অন্যান্য অতিথিবৃন্দ।
    0 Σχόλια 0 Μοιράστηκε 58 Views 0 Προεπισκόπηση
  • জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক থেকে অতিরিক্ত সহকারি কর কমিশনার পদে পদোন্নতি পেলেন মাতারবাড়ির কৃতি সন্তান আরিফুল হক। এনবিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    আরিফুল হক মাতারবাড়ির ইউনিয়নের ২নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার হাবিবুর রহমানের সন্তান।
    জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক থেকে অতিরিক্ত সহকারি কর কমিশনার পদে পদোন্নতি পেলেন মাতারবাড়ির কৃতি সন্তান আরিফুল হক। এনবিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আরিফুল হক মাতারবাড়ির ইউনিয়নের ২নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার হাবিবুর রহমানের সন্তান।
    0 Σχόλια 0 Μοιράστηκε 89 Views 0 Προεπισκόπηση
  • কক্সবাজারের উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর। তার পুর্বে নাম ছিল প্রিয়াংকা রাণী দে, বর্তমানে তার নাম জান্নাতুল ফেরদৌস।
    কক্সবাজারের উখিয়ায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ এক নারীর। তার পুর্বে নাম ছিল প্রিয়াংকা রাণী দে, বর্তমানে তার নাম জান্নাতুল ফেরদৌস।
    0 Σχόλια 0 Μοιράστηκε 196 Views 0 Προεπισκόπηση
  • ফেসবুক যেনো এখন জিবনের সব কিছু,,
    হাসি যেনো অট্ট না সেই টিপস দিচ্ছেন উনি
    ফেসবুক যেনো এখন জিবনের সব কিছু,, হাসি যেনো অট্ট না সেই টিপস দিচ্ছেন উনি
    0 Σχόλια 0 Μοιράστηκε 208 Views 9 0 Προεπισκόπηση
  • গত ১৭/৮ / ২০২৫ তারিখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: নজরুল ইসলাম নযির কে একই গ্রামের রিফাত মন্ডল ডাক না সৌরভ পুর্ব শত্রুতার যের ধরে বাকি টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে চেতনা নাষক ঔষধ নাকে ধরে অজ্ঞান করে তাকে ধারালো ছুরি দারা গলাকেটে হত্যা করে,, আসামিকে গ্রেফতার করা হয়েছে,,,,,
    গত ১৭/৮ / ২০২৫ তারিখ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর শিতল গ্রামের, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: নজরুল ইসলাম নযির কে একই গ্রামের রিফাত মন্ডল ডাক না সৌরভ পুর্ব শত্রুতার যের ধরে বাকি টাকা পরিশোধ করার কথা বলে ডেকে নিয়ে চেতনা নাষক ঔষধ নাকে ধরে অজ্ঞান করে তাকে ধারালো ছুরি দারা গলাকেটে হত্যা করে,, আসামিকে গ্রেফতার করা হয়েছে,,,,,
    0 Σχόλια 0 Μοιράστηκε 203 Views 10 0 Προεπισκόπηση
  • গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন।।

    জাকির হোসেন।। ।আজ (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের থানা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নাহার সীমা ও সাধারণ সম্পাদক মীর রকিবুল ইসলাম। বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি এন এইস সোহান, সহ-সভাপতি জীবন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন রাজু ,কুমারখালী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন হারুন আর রশিদ কুষ্টিয়া জেলা বি.এন এফ সংগঠনিক সম্পাদক ও এই দেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার শহর প্রতিনিধি মোঃ বক্কর হোসেন বাপ্পি
    এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হাসান খান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহম্মেদ, বাংলাদেশ পোষ্ট এর সাংবাদিক দেলোয়ার কবির সহ আরও অনেকে। উপস্থাপনা করেন এস এস রুশদী, বিসনেস ফাইলের সহ সম্পাদক

    বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা শুধু একজন সংবাদকর্মীকে হারানো নয়, এটি পুরো সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। সাংবাদিকদের উপর একের পর এক হামলা, হত্যা, মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে সত্যকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গণমাধ্যম ও গণতন্ত্র চরম সংকটে পড়বে।”

    তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন।। জাকির হোসেন।। ।আজ (১৯ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের থানা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুন নাহার সীমা ও সাধারণ সম্পাদক মীর রকিবুল ইসলাম। বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি এন এইস সোহান, সহ-সভাপতি জীবন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন রাজু ,কুমারখালী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন হারুন আর রশিদ কুষ্টিয়া জেলা বি.এন এফ সংগঠনিক সম্পাদক ও এই দেশ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি, দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার শহর প্রতিনিধি মোঃ বক্কর হোসেন বাপ্পি এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হাসান খান, সাংগঠনিক সম্পাদক বেলাল আহম্মেদ, বাংলাদেশ পোষ্ট এর সাংবাদিক দেলোয়ার কবির সহ আরও অনেকে। উপস্থাপনা করেন এস এস রুশদী, বিসনেস ফাইলের সহ সম্পাদক বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা শুধু একজন সংবাদকর্মীকে হারানো নয়, এটি পুরো সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে। সাংবাদিকদের উপর একের পর এক হামলা, হত্যা, মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে সত্যকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে গণমাধ্যম ও গণতন্ত্র চরম সংকটে পড়বে।” তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
    Angry
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 312 Views 0 Προεπισκόπηση
  • 'চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪,
    আহত ৪ জন "
    সোমবার (১৮ আগস্ট ) ভোর ৪:৫০ মিনিটের সময়, আকবর শাহ,সিটি গেইট,ফ্রেশ ফ্যাক্টরি সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চট্টগ্রাম গামী ট্টাক দুর্ঘটনায় চার জন নিহত ও তিন জন আহত হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশন (০১৯০১-০২১৫২৩) কর্তৃক নিহতদের উদ্ধার করে আকবর শাহ থানার এসআই জনাব সাজ্জাদ হোসেনের নিকট হস্তান্তর করা হয়। এবং আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেদে।
    'চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৪, আহত ৪ জন " সোমবার (১৮ আগস্ট ) ভোর ৪:৫০ মিনিটের সময়, আকবর শাহ,সিটি গেইট,ফ্রেশ ফ্যাক্টরি সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চট্টগ্রাম গামী ট্টাক দুর্ঘটনায় চার জন নিহত ও তিন জন আহত হয়। আগ্রাবাদ ফায়ার স্টেশন (০১৯০১-০২১৫২৩) কর্তৃক নিহতদের উদ্ধার করে আকবর শাহ থানার এসআই জনাব সাজ্জাদ হোসেনের নিকট হস্তান্তর করা হয়। এবং আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেদে।
    Wow
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 368 Views 0 Προεπισκόπηση
  • আজ সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে ভ"য়া"ব"হ অ"গ্নি"কা"ণ্ড, দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে ফায়ার সার্ভিস।
    তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়ার সময় এ অ"গ্নি"কা"ণ্ডে"র সূত্রপাত হয়।
    আজ সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে ভ"য়া"ব"হ অ"গ্নি"কা"ণ্ড, দ্রুতই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলে ফায়ার সার্ভিস। তেল বহনকারী গাড়ি থেকে তেল নেওয়ার সময় এ অ"গ্নি"কা"ণ্ডে"র সূত্রপাত হয়।
    Love
    1
    1 Σχόλια 0 Μοιράστηκε 313 Views 0 Προεπισκόπηση
  • মোংলায় ভুয়া রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ।
    বাগেরহাটের মোংলায় সম্প্রতি একটি চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে 'নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট প্রযোজনা লিমিটেড' নামে একটি ভুয়া সংস্থার বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংস্থাটির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ওরফে মাওলানা আব্দুল আজিজ এবং রুহুল আমিন ওরফে মাওলানা রুহুল আমিন ধর্মীয় আবেগকে ব্যবহার করে হাজারো পরিবারের সর্বস্ব লুট করেছেন।প্রতিষ্ঠানটি বিশেষ করে পেনশনভোগী সরকারি কর্মচারী, জমি বিক্রির টাকায় নির্ভরশীল পরিবার, স্কুল-মাদ্রাসার শিক্ষক এবং নিম্নআয়ের মানুষদের লক্ষ্যবস্তু বানিয়ে প্রতারণা করে। এদের মধ্যে অনেকেই তাদের জীবনের সঞ্চয় হারিয়েছেন, এমনকি কয়েকটি পরিবার আর্থিক ধ্বংসযজ্ঞে মানসিক যন্ত্রণায় নিঃশব্দে মৃত্যুবরণ করেছেন।এক অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তার জীবন সঞ্চয় হারিয়েছেন, কাঁদতে কাঁদতে জানান, "এগুলো শুধু টাকা নয়—হাজার পরিবারের স্বপ্ন, শেষ রক্তবিন্দু দিয়ে অর্জিত সঞ্চয়। মাওলানাদের মুখে স্বর্গের লোভ দেখিয়ে আমাদের নরকে ঠেলে দিয়েছে!" আরেক ভুক্তভোগী নারী বলেন, "ওরা শুধু টাকা নেয়নি, আমাদের সম্মানও কেড়ে নিয়েছে।"স্থানীয়রা সরকারের কাছে দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আত্মসাত্কৃত টাকা ফেরত প্রদানের ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও আইনি সহায়তা চেয়েছেন। তাদের দাবি, "প্রতারকরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে—সাধারণ খেটে খাওয়া হাজারো পরিবারের প্রাণের দাবি।"এই প্রতারণার ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, এটি সমাজের নৈতিক ভিত্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে। মংলার প্রতারিত সাধারণ খেটে খাওয়া পরিবারগুলোর চোখে এখন একটাই প্রশ্ন: "জনগণের সরকার কি তাদের রক্ত-ঘামে অর্জিত সম্পদ ফেরত দিতে পারবে?"এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা ভুক্তভোগীদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে এই ধরনের প্রতারণা আরও বাড়তে পারে।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হলে সরকারের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই ধরনের অপরাধ দমনে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।


    #বাগেরহাট
    #প্রতারণা #অর্থনীতি
    #রিয়েলএস্টেট #দুর্নীতি
    মোংলায় ভুয়া রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বাগেরহাটের মোংলায় সম্প্রতি একটি চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে 'নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট প্রযোজনা লিমিটেড' নামে একটি ভুয়া সংস্থার বিরুদ্ধে ৩০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংস্থাটির প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ওরফে মাওলানা আব্দুল আজিজ এবং রুহুল আমিন ওরফে মাওলানা রুহুল আমিন ধর্মীয় আবেগকে ব্যবহার করে হাজারো পরিবারের সর্বস্ব লুট করেছেন।প্রতিষ্ঠানটি বিশেষ করে পেনশনভোগী সরকারি কর্মচারী, জমি বিক্রির টাকায় নির্ভরশীল পরিবার, স্কুল-মাদ্রাসার শিক্ষক এবং নিম্নআয়ের মানুষদের লক্ষ্যবস্তু বানিয়ে প্রতারণা করে। এদের মধ্যে অনেকেই তাদের জীবনের সঞ্চয় হারিয়েছেন, এমনকি কয়েকটি পরিবার আর্থিক ধ্বংসযজ্ঞে মানসিক যন্ত্রণায় নিঃশব্দে মৃত্যুবরণ করেছেন।এক অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি তার জীবন সঞ্চয় হারিয়েছেন, কাঁদতে কাঁদতে জানান, "এগুলো শুধু টাকা নয়—হাজার পরিবারের স্বপ্ন, শেষ রক্তবিন্দু দিয়ে অর্জিত সঞ্চয়। মাওলানাদের মুখে স্বর্গের লোভ দেখিয়ে আমাদের নরকে ঠেলে দিয়েছে!" আরেক ভুক্তভোগী নারী বলেন, "ওরা শুধু টাকা নেয়নি, আমাদের সম্মানও কেড়ে নিয়েছে।"স্থানীয়রা সরকারের কাছে দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আত্মসাত্কৃত টাকা ফেরত প্রদানের ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা ও আইনি সহায়তা চেয়েছেন। তাদের দাবি, "প্রতারকরা এখনও অবাধে ঘুরে বেড়াচ্ছে—সাধারণ খেটে খাওয়া হাজারো পরিবারের প্রাণের দাবি।"এই প্রতারণার ঘটনা শুধু আর্থিক ক্ষতি নয়, এটি সমাজের নৈতিক ভিত্তিকেও প্রশ্নবিদ্ধ করেছে। মংলার প্রতারিত সাধারণ খেটে খাওয়া পরিবারগুলোর চোখে এখন একটাই প্রশ্ন: "জনগণের সরকার কি তাদের রক্ত-ঘামে অর্জিত সম্পদ ফেরত দিতে পারবে?"এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যা ভুক্তভোগীদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তবে এই ধরনের প্রতারণা আরও বাড়তে পারে।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হলে সরকারের সক্রিয় পদক্ষেপ প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই ধরনের অপরাধ দমনে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। #বাগেরহাট #প্রতারণা #অর্থনীতি #রিয়েলএস্টেট #দুর্নীতি
    0 Σχόλια 0 Μοιράστηκε 279 Views 0 Προεπισκόπηση
Αναζήτηση αποτελεσμάτων
Eidok App https://eidok.com