• লালমনিরহাটে মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত
    লালমনিরহাটের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তুষভাণ্ডার বাজারের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত বেলাল হোসেন তুষভাণ্ডার বাজারের বিশিষ্ট পোল্ট্রি মুরগী ব্যবসায়ী। দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর বড় ছেলে ছিলেন তিনি।

    স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজার যাওয়ার সময় সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা আমিনগঞ্জগামী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

    এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
    লালমনিরহাটে মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত লালমনিরহাটের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫৪) নামে এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তুষভাণ্ডার বাজারের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন তুষভাণ্ডার বাজারের বিশিষ্ট পোল্ট্রি মুরগী ব্যবসায়ী। দক্ষিণ ঘনশ্যাম গ্রামের মৃত করমত আলীর বড় ছেলে ছিলেন তিনি। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বাজার যাওয়ার সময় সড়কে উঠলে বিপরীত দিক থেকে আসা আমিনগঞ্জগামী একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
    0 Kommentare 0 Geteilt 4 Ansichten 0 Bewertungen
  • লালমনিরহাটে গলায় ছুরি ধরে চাঁদা দাবি

    লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মালিককে আটকে রেখে গলায় ছুরি ধরে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় থানায় লিখিত অভিযোগ করেছেন।

    বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


    ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় বলেন, আমি ‘ভাই-ভাই মোটরসাইকেল সার্ভিস সেন্টার’ নামে একটি গ্যারেজ চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। শাহানশাহ সরকার সাজু নামের এক ব্যক্তি প্রায়ই দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করতেন এবং হুমকি দিতেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবেন না বলেও হুমকি দিয়ে আসছিল।

    তিনি আরও বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমি দোকান থেকে বের হলে সাজু আমাকে সাপ্টিবাড়ি বাজারের একটি করাতকলের ভেতরে ডেকে নেয়। সেখানে আগে থেকেই উপস্থিত আরও ৩/৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মিলে আবারও ১০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাজু আমার গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়।


    ভুক্তভোগী বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে পালানোর সময় শাহানশাহ তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও একটি শপিং ব্যাগ ফেলে যান। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য আ. খালেক মিয়া ও গ্রাম পুলিশ আজিজুল ইসলামের মাধ্যমে মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি এবং থানায় অভিযোগ দিয়েছি।

    এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. শাহানশাহ সরকার সাজু চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, গৌরাঙ্গ আমার পরিচিত, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ফরহাদ নামে এক প্রতিবেশী ব্যবসায়ীর সঙ্গে গৌরাঙ্গের ব্যাবসায়িক বিরোধ রয়েছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার চেষ্টা চলছে।

    আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, গৌরাঙ্গের দায়ের করা অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
    লালমনিরহাটে গলায় ছুরি ধরে চাঁদা দাবি লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি মোটরসাইকেল সার্ভিস সেন্টারের মালিককে আটকে রেখে গলায় ছুরি ধরে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় থানায় লিখিত অভিযোগ করেছেন। বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সাপ্টিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৌরাঙ্গ কুমার রায় বলেন, আমি ‘ভাই-ভাই মোটরসাইকেল সার্ভিস সেন্টার’ নামে একটি গ্যারেজ চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। শাহানশাহ সরকার সাজু নামের এক ব্যক্তি প্রায়ই দোকানে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করতেন এবং হুমকি দিতেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেবেন না বলেও হুমকি দিয়ে আসছিল। তিনি আরও বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আমি দোকান থেকে বের হলে সাজু আমাকে সাপ্টিবাড়ি বাজারের একটি করাতকলের ভেতরে ডেকে নেয়। সেখানে আগে থেকেই উপস্থিত আরও ৩/৪ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি মিলে আবারও ১০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাজু আমার গলায় ধারালো ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী বলেন, চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে পালানোর সময় শাহানশাহ তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও একটি শপিং ব্যাগ ফেলে যান। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য আ. খালেক মিয়া ও গ্রাম পুলিশ আজিজুল ইসলামের মাধ্যমে মোটরসাইকেলটি ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হয়। ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েছি এবং থানায় অভিযোগ দিয়েছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. শাহানশাহ সরকার সাজু চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, গৌরাঙ্গ আমার পরিচিত, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ফরহাদ নামে এক প্রতিবেশী ব্যবসায়ীর সঙ্গে গৌরাঙ্গের ব্যাবসায়িক বিরোধ রয়েছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার চেষ্টা চলছে। আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, গৌরাঙ্গের দায়ের করা অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
    Like
    1
    2 Kommentare 0 Geteilt 40 Ansichten 0 Bewertungen
  • পাটগ্রামে পানির অভাবে আমন ধান রোপণ করতে পারছেন না কৃষকেরা


    বাংলা দিনপঞ্জি অনুযায়ী আষাঢ় মাস শেষ হলেও এখনো কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। ফলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণ করতে না পেরে চরম উদ্বেগে রয়েছেন। সময়মতো চারা রোপণ না হলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

    তবে অনেক কৃষক বৃষ্টির অপেক্ষায় না থেকে শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটরচালিত সেচযন্ত্র ব্যবহার করে আমন ধান রোপণ শুরু করেছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা আশানুরূপ লাভের আশা করছেন না।

    উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কৃষক তাদের জমি আমন রোপণের জন্য প্রস্তুত করলেও অনাবৃষ্টি ও প্রচণ্ড রোদের কারণে সেই জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। জমিতে আগাছা বেড়ে গেছে, আর বীজতলায় পানি সংকটে ধানের চারা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। চারার বয়স বেড়ে যাওয়ায় তা মরে যাওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন অনেক চাষি।

    উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাটগ্রাম উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৫৬০ হেক্টর। এর মধ্যে এখন পর্যন্ত ৭৫০ হেক্টর জমিতে আমন রোপণ সম্পন্ন হয়েছে।

    বুড়িমারী ইউনিয়নের কৃষক রেজওয়ান হোসেন বলেন, “আষাঢ় মাস শেষ হয়ে গেল, এখনো বৃষ্টিপাত নেই। ধান লাগাতে পারছি না। বাধ্য হয়ে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে দুই বিঘা জমিতে ধান রোপণ করেছি।”

    একই এলাকার কৃষক তফিজুল ইসলাম বলেন, “কয়েকদিন ধরে কোনো বৃষ্টি নেই। বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলে চারা রোপণ করেছি। এতে খরচ অনেক বেশি হচ্ছে।”

    কুচলীবাড়ী ইউনিয়নের কৃষক শাকিল জানান, “মাঝে মাঝে আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টি হয় না। প্রচণ্ড রোদের কারণে জমি ফেটে গেছে। বীজতলার চারা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। কবে ধানের চারা রোপণ করব, তা নিয়েই চিন্তায় আছি।”

    এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফফার বলেন, “আমন রোপণ কার্যক্রম চলমান রয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় কিছুটা ধীরগতিতে রোপণ হচ্ছে। তবে লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না। যাদের চারা ৩৫–৪০ দিন বয়স অতিক্রম করেছে, তাদেরকে সেচযন্ত্র ব্যবহার করে দ্রুত রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।”
    পাটগ্রামে পানির অভাবে আমন ধান রোপণ করতে পারছেন না কৃষকেরা বাংলা দিনপঞ্জি অনুযায়ী আষাঢ় মাস শেষ হলেও এখনো কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। ফলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণ করতে না পেরে চরম উদ্বেগে রয়েছেন। সময়মতো চারা রোপণ না হলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। তবে অনেক কৃষক বৃষ্টির অপেক্ষায় না থেকে শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটরচালিত সেচযন্ত্র ব্যবহার করে আমন ধান রোপণ শুরু করেছেন। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তারা আশানুরূপ লাভের আশা করছেন না। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ কৃষক তাদের জমি আমন রোপণের জন্য প্রস্তুত করলেও অনাবৃষ্টি ও প্রচণ্ড রোদের কারণে সেই জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছে। জমিতে আগাছা বেড়ে গেছে, আর বীজতলায় পানি সংকটে ধানের চারা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। চারার বয়স বেড়ে যাওয়ায় তা মরে যাওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন অনেক চাষি। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাটগ্রাম উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৫৬০ হেক্টর। এর মধ্যে এখন পর্যন্ত ৭৫০ হেক্টর জমিতে আমন রোপণ সম্পন্ন হয়েছে। বুড়িমারী ইউনিয়নের কৃষক রেজওয়ান হোসেন বলেন, “আষাঢ় মাস শেষ হয়ে গেল, এখনো বৃষ্টিপাত নেই। ধান লাগাতে পারছি না। বাধ্য হয়ে শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে দুই বিঘা জমিতে ধান রোপণ করেছি।” একই এলাকার কৃষক তফিজুল ইসলাম বলেন, “কয়েকদিন ধরে কোনো বৃষ্টি নেই। বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলে চারা রোপণ করেছি। এতে খরচ অনেক বেশি হচ্ছে।” কুচলীবাড়ী ইউনিয়নের কৃষক শাকিল জানান, “মাঝে মাঝে আকাশে মেঘ দেখা গেলেও বৃষ্টি হয় না। প্রচণ্ড রোদের কারণে জমি ফেটে গেছে। বীজতলার চারা লাল হয়ে শুকিয়ে যাচ্ছে। কবে ধানের চারা রোপণ করব, তা নিয়েই চিন্তায় আছি।” এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফফার বলেন, “আমন রোপণ কার্যক্রম চলমান রয়েছে। বৃষ্টিপাত কম হওয়ায় কিছুটা ধীরগতিতে রোপণ হচ্ছে। তবে লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না। যাদের চারা ৩৫–৪০ দিন বয়স অতিক্রম করেছে, তাদেরকে সেচযন্ত্র ব্যবহার করে দ্রুত রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।”
    0 Kommentare 0 Geteilt 13 Ansichten 0 Bewertungen
  • ‎“২০২৪ সালের ফেনীর বন্যা তহবিল: ১২ কোটি টাকার হিসাব চাই জনগণ”
    ‎“২০২৪ সালের ফেনীর বন্যা তহবিল: ১২ কোটি টাকার হিসাব চাই জনগণ”
    Like
    1
    0 Kommentare 1 Geteilt 77 Ansichten 12 0 Bewertungen
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

    গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি, আই নিউজ বিডি:
    নরসিংদীতে ট্রেনের ধাক্কায় তামিম রহমান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশনের অদূরে জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তামিম রহমান নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

    রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় তামিমের মা একটি বাটিতে কাঁঠাল দিয়ে তাকে সদর উপজেলার মোড় এলাকায় ফুফুর বাসায় পাঠান। পথিমধ্যে জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তামিম ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এম বি এম জহুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি, আই নিউজ বিডি: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় তামিম রহমান (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী রেলস্টেশনের অদূরে জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম রহমান নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার বাসিন্দা ফখরুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে। রেলওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় তামিমের মা একটি বাটিতে কাঁঠাল দিয়ে তাকে সদর উপজেলার মোড় এলাকায় ফুফুর বাসায় পাঠান। পথিমধ্যে জিরো পয়েন্ট এলাকায় রেললাইন পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তামিম ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নরসিংদী রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এম বি এম জহুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    0 Kommentare 0 Geteilt 38 Ansichten 0 Bewertungen
  • এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে: আইজিপি
    গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

    শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।


    আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা দেখে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছে। এতে আপনারা বলতে পারেন যে আমরা সফল হয়নি কিন্তু আমরা চেষ্টা করছি অপরাধীদের আইনের আওতায় আনার জন্য। ঘটনা যে বিস্তৃত দেখা যাচ্ছে সেখানে আমরা ৫০ শতাংশ কাজ করতে পারছি।

    আপনারা কোথায় চ্যালেঞ্জ দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ট্রমাটিক অভিজ্ঞতার পরে আমাদের ফোর্সটা গুছিয়ে তাদের কার্যকর করা... এখানে আমি সন্তুষ্ট না।

    এক্ষেত্রে রাজনৈতিক বড় দলগুলোর সহযোগিতা চাইবেন কিনা, কেননা এধরনের ঘটনায় তাদের দলের নামগুলো আসছে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অবশ্যই আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবো। সব দলের সহযোগিতা চাই।

    আইজিপি আরও বলেন, আমরা যেহেতু নিরপেক্ষ নির্বাচন চাই। সেজন্য আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করবো কারণ একটা গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার যাতে আসতে পারে। আর এটা করতে গেলে সব দলের সহযোগিতা লাগবে। আমরা মূলত তাদের কজটাই করছি।
    এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে: আইজিপি গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা দেখে অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টা করছে। এতে আপনারা বলতে পারেন যে আমরা সফল হয়নি কিন্তু আমরা চেষ্টা করছি অপরাধীদের আইনের আওতায় আনার জন্য। ঘটনা যে বিস্তৃত দেখা যাচ্ছে সেখানে আমরা ৫০ শতাংশ কাজ করতে পারছি। আপনারা কোথায় চ্যালেঞ্জ দেখছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের ট্রমাটিক অভিজ্ঞতার পরে আমাদের ফোর্সটা গুছিয়ে তাদের কার্যকর করা... এখানে আমি সন্তুষ্ট না। এক্ষেত্রে রাজনৈতিক বড় দলগুলোর সহযোগিতা চাইবেন কিনা, কেননা এধরনের ঘটনায় তাদের দলের নামগুলো আসছে এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, অবশ্যই আমরা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবো। সব দলের সহযোগিতা চাই। আইজিপি আরও বলেন, আমরা যেহেতু নিরপেক্ষ নির্বাচন চাই। সেজন্য আমরা তাদের সর্বক্ষেত্রে সহযোগিতা করবো কারণ একটা গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার যাতে আসতে পারে। আর এটা করতে গেলে সব দলের সহযোগিতা লাগবে। আমরা মূলত তাদের কজটাই করছি।
    0 Kommentare 0 Geteilt 61 Ansichten 0 Bewertungen
  • চট্টগ্রাম আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে জোরালো পদক্ষেপ..https://eyenewsbd.com/articles/read/chttgram-ainshringkhla-kmitir-sbhaj-opradh-dmne-joralo-pdkshep_14494.html
    চট্টগ্রাম আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে জোরালো পদক্ষেপ..https://eyenewsbd.com/articles/read/chttgram-ainshringkhla-kmitir-sbhaj-opradh-dmne-joralo-pdkshep_14494.html
    EYENEWSBD.COM
    চট্টগ্রাম আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমনে জোরালো পদক্ষেপ.. | আই নিউজ বিডি
    চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে।..
    0 Kommentare 0 Geteilt 178 Ansichten 0 Bewertungen
  • রাজনৈতিক সংস্কার এবং সহনশীল রাজনীতির আহ্বান: আমীর খসরু,https://eyenewsbd.com/articles/read/rajnoitik-sngskar-ebng-shnshil-rajnitir-ahban-amir-khsru_14511.html
    রাজনৈতিক সংস্কার এবং সহনশীল রাজনীতির আহ্বান: আমীর খসরু,https://eyenewsbd.com/articles/read/rajnoitik-sngskar-ebng-shnshil-rajnitir-ahban-amir-khsru_14511.html
    EYENEWSBD.COM
    রাজনৈতিক সংস্কার এবং সহনশীল রাজনীতির আহ্বান: আমীর খসরু | আই নিউজ বিডি
    বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক সংস্কার এবং সহনশীলতার উপর গুরুত্বারোপ করেছেন।..
    0 Kommentare 0 Geteilt 144 Ansichten 0 Bewertungen
  • আই নিউজ বিডির সিটি রিপোর্টারদের বেসিক ওরিয়েন্টেশন সম্পন্ন..https://eyenewsbd.com/articles/read/ai-niuj-bidir-siti-riportarder-besik-orienteshn-smpnn_14512.html
    আই নিউজ বিডির সিটি রিপোর্টারদের বেসিক ওরিয়েন্টেশন সম্পন্ন..https://eyenewsbd.com/articles/read/ai-niuj-bidir-siti-riportarder-besik-orienteshn-smpnn_14512.html
    EYENEWSBD.COM
    আই নিউজ বিডির সিটি রিপোর্টারদের বেসিক ওরিয়েন্টেশন সম্পন্ন.. | আই নিউজ বিডি
    ঢাকা মহানগর রিপোর্টারদের জন্য আই নিউজ বিডির বেসিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।..
    1 Kommentare 0 Geteilt 303 Ansichten 0 Bewertungen
  • যে কারণে সংঘটিত হয়েছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড?

    আদিপিতা হজরত আদম (আ.)-এর দুই সন্তান হাবিল ও কাবিলের মাধ্যমে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল । হাবিল কাবিল দুই ভাই ছিলেন। কাবিল ছিলেন বড়, হাবিল ছিলেন ছোট। 

    দ্বন্দ্বে জড়িয়েছিলেন এই দুই ভাই। সমাধানের জন্য কোরবানির আয়োজন করেন তারা। তাদের মধ্যে আল্লাহ তায়ালা হাবিলের কোরবানী কবুল করেন আর কাবিলেরটি গ্রহণ হয়নি আল্লাহর দরবারে। এই ঘটনাকে নিজের জন্য লজ্জা ও অপমানজনক মনে করেন কাবিল। লজ্জা থেকে বাঁচতে প্রতিশোধ পরায়ণ হয়ে কাবিল নিজের ভাইকে হত্যা করেন।

    হাবিল কাবিল এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণ কী ছিল তা সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি । বেশির ভাগ ঐতিহাসিক এর পেছনে নারীঘটিত কারণ বর্ণনা করেন। এর ওপর ভিত্তি করে বলা হয়, ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের পেছনে আছে একজন নারী। তবে গবেষক আলেমদের অনেকেই নারীঘটিত বিষয়টিকে বলেছেন ভিত্তিহীন।

    আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, আদম পুত্রদ্বয়ের দ্বন্দ্বের কারণ নারীঘটিত বিষয় না। এর প্রকৃত কারণ ছিল হিংসা বা পরশ্রীকাতরতা। 

    পবিত্র কোরআনে এই হত্যাকাণ্ডের ঘটনা বর্ণিত হয়েছে এভাবে-
     
    ‘আপনি তাদের আদম পুত্রদ্বয়ের যথার্থ ঘটনা শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কোরবানি পেশ করল। অতঃপর তাদের একজনের কোরবানি কবুল হলো। কিন্তু অপরজনের কোরবানি কবুল হলো না।

    তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবল আল্লাহভীরুদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি, এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্য পাপগুলোর বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে।

    আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন। যে মাটি খনন করতে লাগল এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়! আমি কি এই কাকটির মতোও হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো।
    (সুরা মায়িদা, আয়াত : ২৭-৩১)
    যে কারণে সংঘটিত হয়েছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড? আদিপিতা হজরত আদম (আ.)-এর দুই সন্তান হাবিল ও কাবিলের মাধ্যমে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল । হাবিল কাবিল দুই ভাই ছিলেন। কাবিল ছিলেন বড়, হাবিল ছিলেন ছোট।  দ্বন্দ্বে জড়িয়েছিলেন এই দুই ভাই। সমাধানের জন্য কোরবানির আয়োজন করেন তারা। তাদের মধ্যে আল্লাহ তায়ালা হাবিলের কোরবানী কবুল করেন আর কাবিলেরটি গ্রহণ হয়নি আল্লাহর দরবারে। এই ঘটনাকে নিজের জন্য লজ্জা ও অপমানজনক মনে করেন কাবিল। লজ্জা থেকে বাঁচতে প্রতিশোধ পরায়ণ হয়ে কাবিল নিজের ভাইকে হত্যা করেন। হাবিল কাবিল এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারণ কী ছিল তা সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি । বেশির ভাগ ঐতিহাসিক এর পেছনে নারীঘটিত কারণ বর্ণনা করেন। এর ওপর ভিত্তি করে বলা হয়, ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের পেছনে আছে একজন নারী। তবে গবেষক আলেমদের অনেকেই নারীঘটিত বিষয়টিকে বলেছেন ভিত্তিহীন। আল্লামা ইবনে কাসির (রহ.) বলেন, আদম পুত্রদ্বয়ের দ্বন্দ্বের কারণ নারীঘটিত বিষয় না। এর প্রকৃত কারণ ছিল হিংসা বা পরশ্রীকাতরতা।  পবিত্র কোরআনে এই হত্যাকাণ্ডের ঘটনা বর্ণিত হয়েছে এভাবে-   ‘আপনি তাদের আদম পুত্রদ্বয়ের যথার্থ ঘটনা শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কোরবানি পেশ করল। অতঃপর তাদের একজনের কোরবানি কবুল হলো। কিন্তু অপরজনের কোরবানি কবুল হলো না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবল আল্লাহভীরুদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি, এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্য পাপগুলোর বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে। আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন। যে মাটি খনন করতে লাগল এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়! আমি কি এই কাকটির মতোও হতে পারলাম না, যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো। (সুরা মায়িদা, আয়াত : ২৭-৩১)
    0 Kommentare 0 Geteilt 225 Ansichten 0 Bewertungen
  • অনুষ্ঠিত হলো আই নিউজ বিডি’র একটি গুরুত্বপূর্ণ রিপোর্টিং মিটিং— যেখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় ও ঢাকার সব সাহসী ও নিবেদিতপ্রাণ রিপোর্টাররা।

    এই মিলনমেলায় আলোচনা হয়— ভবিষ্যৎ কনটেন্ট স্ট্র্যাটেজি
    ভিডিও নিউজের গুরুত্ব
    গ্রাউন্ড লেভেলের রিপোর্টিং স্ট্যান্ডার্ড
    রিপোর্টারদের নৈতিকতা, দায়িত্ব ও নিয়মিততাকে ঘিরে মূল দিকনির্দেশনা

    এই আয়োজন ছিল কেবল একটি মিটিং নয়— বরং ছিল নতুন উদ্যমে কাজ শুরু করার একটি শক্ত ভিত।
    সত্য ও সাধারণ মানুষের কথা তুলে ধরার অঙ্গীকারেই আমরা একসাথে এগিয়ে যাব।

    সকল রিপোর্টারকে শুভকামনা ও নিরন্তর সাফল্যের প্রত্যাশা।
    #EyeNewsBD #ReporterMeet #DhakaTeam #JournalismWithIntegrity #VoiceOfThePeople

    Espahani Emran Md Sohel Badsha Alamgir MD. Emran Jewel Azzam
    অনুষ্ঠিত হলো আই নিউজ বিডি’র একটি গুরুত্বপূর্ণ রিপোর্টিং মিটিং— যেখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় ও ঢাকার সব সাহসী ও নিবেদিতপ্রাণ রিপোর্টাররা। এই মিলনমেলায় আলোচনা হয়— 🔹 ভবিষ্যৎ কনটেন্ট স্ট্র্যাটেজি 🔹 ভিডিও নিউজের গুরুত্ব 🔹 গ্রাউন্ড লেভেলের রিপোর্টিং স্ট্যান্ডার্ড 🔹 রিপোর্টারদের নৈতিকতা, দায়িত্ব ও নিয়মিততাকে ঘিরে মূল দিকনির্দেশনা এই আয়োজন ছিল কেবল একটি মিটিং নয়— বরং ছিল নতুন উদ্যমে কাজ শুরু করার একটি শক্ত ভিত। সত্য ও সাধারণ মানুষের কথা তুলে ধরার অঙ্গীকারেই আমরা একসাথে এগিয়ে যাব। সকল রিপোর্টারকে শুভকামনা ও নিরন্তর সাফল্যের প্রত্যাশা। #EyeNewsBD #ReporterMeet #DhakaTeam #JournalismWithIntegrity #VoiceOfThePeople [Emran24] [sohel1980] [Badsha] [emran017] [Jewelazzam.ja]
    0 Kommentare 0 Geteilt 334 Ansichten 0 Bewertungen
  • পাকিস্তানে টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় বাবা হত্যা করেছেন মেয়েকে।

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানানোয় মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা । 

    পুলিশ জানায়, শুক্রবার (১১ জুলাই) মেয়েটির বাবা তাকে তার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন। মেয়েটি অস্বীকৃতি জানালে, হত্যা করেন তাকে।

    পুলিশ প্রতিবেদন অনুসারে, সম্মানের জন্য ১৬ বছর বয়সী মেয়েকে হত্যা করার পর পুলিশ গ্রেপ্তার করেন তাকে ।

    মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে, অনলাইন সহ জনসমক্ষে কীভাবে আচরণ করতে হবে সে সম্পর্কে কঠোর নিয়ম না মানার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের হাতেই কঠিন শাস্তির শিকার হন নারীরা।

    তদন্তকারী পুলিশ জানায়, নিহতের পরিবার প্রথমে হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল।

    গত মাসেই, সানা ইউসুফ নামের ১৭ বছর বয়সী এক টিকটক ইনফ্লুয়েন্সারকে বাড়িতেই গুলি করে হত্যা করে এক ব্যক্তি। এই ইনফ্লুয়েন্সারের লক্ষ লক্ষ অনলাইন ফলোয়ার ছিল। সেখানে তিনি তার প্রিয় ক্যাফে, ত্বকের যত্নের পণ্য এবং ঐতিহ্যবাহী পোশাকের ভিডিও শেয়ার করতেন।পাকিস্তানে এটি নতুন কিছু নয়।

    গত বছর, একজন পাকিস্তানি ব্যক্তি তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করার ভিডিও ধারণ করেন। ২০২৩ সালের ডিসেম্বরে, গ্রেপ্তার করা হয় চারজনকে। প্রেমিকের সঙ্গে বসে থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ১৮ বছর বয়সী এক তরুণীকে হত্যা করেন তারা। পরে পুলিশ জানায়, ছবি এবং অ্যাকাউন্ট দুটিই ফেইক ছিল।

    ২০২১ সালে পাকিস্তানি-আমেরিকান প্রেমিক জহির জাফর, ২৭ বছর বয়সী নূর মুকাদামে নামের একটি তরুনীর শিরশ্ছেদ করে । বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে হত্যা করা হয় এই তরুনীকে। পরে মৃত্যুদণ্ড দেওয়া হয় জাফরকে।
    পাকিস্তানে টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় বাবা হত্যা করেছেন মেয়েকে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক থেকে অ্যাকাউন্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানানোয় মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা ।  পুলিশ জানায়, শুক্রবার (১১ জুলাই) মেয়েটির বাবা তাকে তার টিকটক অ্যাকাউন্ট মুছে ফেলতে বলেছিলেন। মেয়েটি অস্বীকৃতি জানালে, হত্যা করেন তাকে। পুলিশ প্রতিবেদন অনুসারে, সম্মানের জন্য ১৬ বছর বয়সী মেয়েকে হত্যা করার পর পুলিশ গ্রেপ্তার করেন তাকে । মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে, অনলাইন সহ জনসমক্ষে কীভাবে আচরণ করতে হবে সে সম্পর্কে কঠোর নিয়ম না মানার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের হাতেই কঠিন শাস্তির শিকার হন নারীরা। তদন্তকারী পুলিশ জানায়, নিহতের পরিবার প্রথমে হত্যাকাণ্ডটিকে আত্মহত্যা হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছিল। গত মাসেই, সানা ইউসুফ নামের ১৭ বছর বয়সী এক টিকটক ইনফ্লুয়েন্সারকে বাড়িতেই গুলি করে হত্যা করে এক ব্যক্তি। এই ইনফ্লুয়েন্সারের লক্ষ লক্ষ অনলাইন ফলোয়ার ছিল। সেখানে তিনি তার প্রিয় ক্যাফে, ত্বকের যত্নের পণ্য এবং ঐতিহ্যবাহী পোশাকের ভিডিও শেয়ার করতেন।পাকিস্তানে এটি নতুন কিছু নয়। গত বছর, একজন পাকিস্তানি ব্যক্তি তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করার ভিডিও ধারণ করেন। ২০২৩ সালের ডিসেম্বরে, গ্রেপ্তার করা হয় চারজনকে। প্রেমিকের সঙ্গে বসে থাকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ১৮ বছর বয়সী এক তরুণীকে হত্যা করেন তারা। পরে পুলিশ জানায়, ছবি এবং অ্যাকাউন্ট দুটিই ফেইক ছিল। ২০২১ সালে পাকিস্তানি-আমেরিকান প্রেমিক জহির জাফর, ২৭ বছর বয়সী নূর মুকাদামে নামের একটি তরুনীর শিরশ্ছেদ করে । বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে হত্যা করা হয় এই তরুনীকে। পরে মৃত্যুদণ্ড দেওয়া হয় জাফরকে।
    0 Kommentare 0 Geteilt 263 Ansichten 0 Bewertungen
Weitere Ergebnisse
Eidok App https://eidok.com