• পাটগ্রাম থানা হামলা করে আসামি ছিনতাই, ওসিসহ আহত ২৩

    লালমনিরহাটে থানায় হামলা ও ভাংচুর করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানার ওসিসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    বুধবার (২ জুলাই) রাতে লালমনিরহাটের পাটপ্রাম থানায় এ ঘটনা ঘটে। 

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হঠাৎ দুই শতাধিক লোকজন জড়ো হয়ে থানায় প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। তারা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। ইট-পাটকেল ছুড়ে জানালার কাঁচ ও দরজা ভেঙে ফেলে। এসময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ  বাঁধে। ঘটনার পর থেকে পুরো থানা এলাকা ঘিরে রেখেছে অতিরিক্ত  পুলিশ,  বিজিবি ও সেনাবাহিনী।


    পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক থানা হাজতের তালা চাবি নিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে ছিনিয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করা হলে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে লালমনিরহাট, হাতিবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    পুলিশের অভিযোগ, বুধবার সন্ধ্যায় সরোরবাজার এলাকায় চাঁদাবাজির সময় বেলাল ও সোহেলকে হাতেনাতে আটক করা হয়। পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বেলাল ও সোহেল স্থানীয় শ্রমিক দল নেতা। তাদের মুক্ত করতেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিত এই হামলা চালায়।

    ঘটনার পরপরই লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, রংপুর  ডিআইজি ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
    পাটগ্রাম থানা হামলা করে আসামি ছিনতাই, ওসিসহ আহত ২৩ লালমনিরহাটে থানায় হামলা ও ভাংচুর করে সাজাপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানার ওসিসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে লালমনিরহাটের পাটপ্রাম থানায় এ ঘটনা ঘটে।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হঠাৎ দুই শতাধিক লোকজন জড়ো হয়ে থানায় প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। তারা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে। ইট-পাটকেল ছুড়ে জানালার কাঁচ ও দরজা ভেঙে ফেলে। এসময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ  বাঁধে। ঘটনার পর থেকে পুরো থানা এলাকা ঘিরে রেখেছে অতিরিক্ত  পুলিশ,  বিজিবি ও সেনাবাহিনী। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে জোরপূর্বক থানা হাজতের তালা চাবি নিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামি বেলাল হোসেন ও সোহেল রানা চপলকে ছিনিয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করা হলে উত্তেজনা আরও বেড়ে যায়। পরে লালমনিরহাট, হাতিবান্ধা ও কালীগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের অভিযোগ, বুধবার সন্ধ্যায় সরোরবাজার এলাকায় চাঁদাবাজির সময় বেলাল ও সোহেলকে হাতেনাতে আটক করা হয়। পরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। বেলাল ও সোহেল স্থানীয় শ্রমিক দল নেতা। তাদের মুক্ত করতেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিত এই হামলা চালায়। ঘটনার পরপরই লালমনিরহাটের পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, রংপুর  ডিআইজি ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
    Like
    1
    5 Σχόλια 0 Μοιράστηκε 649 Views 0 Προεπισκόπηση
  • মুরাদনগরে দরজা ভে'ঙে নারীকে ধ*র্ষ*ণ করা সেই আ.ওয়ামী নেতা সহ গ্রে-প্তা-র ৫ ..

    #আওয়ামী_নেতা #ধর্ষণ #BMW #Bangladesh
    #মুরাদনগর #কুমিল্লা #আটক_



    #BMW #shortsvideos
    #Bangladesh #shortsvideos

    Ten Unknown Facts About #BMW

    1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s.

    2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky.

    3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and h
    মুরাদনগরে দরজা ভে'ঙে নারীকে ধ*র্ষ*ণ করা সেই আ.ওয়ামী নেতা সহ গ্রে-প্তা-র ৫ .. #আওয়ামী_নেতা #ধর্ষণ #BMW #Bangladesh #মুরাদনগর #কুমিল্লা #আটক_৫ #BMW #shortsvideos #Bangladesh #shortsvideos 👉Ten Unknown Facts About #BMW 1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motorcycle production in the 1920s and eventually to automobiles in the 1930s. 2. Iconic Logo: The BMW logo, often referred to as the "roundel," consists of a black ring intersecting with four quadrants of blue and white. It represents the company's origins in aviation, with the blue and white symbolizing a spinning propeller against a clear blue sky. 3. Innovation in Technology: BMW is renowned for its innovations in automotive technology. It introduced the world's first electric car, the BMW i3, in 2013, and has been a leader in developing advanced driving assistance systems (ADAS) and h
    Like
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 1χλμ. Views 10 0 Προεπισκόπηση
  • লালমনিরহাটে ভাতিজার ছুড়ির কোপে প্রাণ গেল চাচার

    লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা-নাতির হামলায় আবু শামা (৫৮) নামে এক ব্যক্তির মত্যু হয়েছে। শুক্রবার বিকালে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার বছের আলী ও আবু শামা দুই ভাই । তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে কিছুদিন ধরে। শুক্রবার দুপুরে বছের আলী তার ছোট ভাই আবু শামাকে নিজ বাড়িতে ডাকেন। আবু শামা বড় ভাই বছের আলীর ডাক শুনতে তার বাড়িতে যান। এ সময় বছরে আলীর পুত্র হাসেমসহ নাতি ও ছেলের শ্যালকরা দেশী অস্ত্র দিয়ে আবু শামাকে আঘাত করে। বছের আলীর পুত্র হাসেম ছুড়ি দিয়ে আবু শামাকে কোপ দেয়। পরে স্থানীয় লোকজন আবু শামাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

    খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারী ও বছের আলীসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছেন।


    হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে এবং এঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
    লালমনিরহাটে ভাতিজার ছুড়ির কোপে প্রাণ গেল চাচার লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা-নাতির হামলায় আবু শামা (৫৮) নামে এক ব্যক্তির মত্যু হয়েছে। শুক্রবার বিকালে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠ্যাংঝাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার বছের আলী ও আবু শামা দুই ভাই । তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে কিছুদিন ধরে। শুক্রবার দুপুরে বছের আলী তার ছোট ভাই আবু শামাকে নিজ বাড়িতে ডাকেন। আবু শামা বড় ভাই বছের আলীর ডাক শুনতে তার বাড়িতে যান। এ সময় বছরে আলীর পুত্র হাসেমসহ নাতি ও ছেলের শ্যালকরা দেশী অস্ত্র দিয়ে আবু শামাকে আঘাত করে। বছের আলীর পুত্র হাসেম ছুড়ি দিয়ে আবু শামাকে কোপ দেয়। পরে স্থানীয় লোকজন আবু শামাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারী ও বছের আলীসহ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছেন। হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে এবং এঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
    Like
    Sad
    Angry
    3
    1 Σχόλια 0 Μοιράστηκε 481 Views 0 Προεπισκόπηση
  • মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার ও ৬০০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
    মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের ৪৩০ বস্তা ইউরিয়া সার ও ৬০০ বস্তা আলুসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
    Like
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 894 Views 17 0 Προεπισκόπηση
  • ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজর নিহত
    ভারতীয় পাইলটকে আটক করা সেই পাকিস্তানি মেজর নিহত
    Like
    1
    1 Σχόλια 0 Μοιράστηκε 299 Views 0 Προεπισκόπηση
  • শশুরের মামলায় জামাই আটক

    রংপুরে সিরাজুল ইসলাম নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।আজ বিকেলে পাগলাপির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: আল এমরান।

    গংগাচড়া থানার পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান জানান ,গ্রেফতার সিরাজুল ইসলামের বিরুদ্ধে তার শশুর নসা মিয়া ২০১০ সালে নারী শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় একটি মামলা দায়ের করেন । যার মামলা নাম্বার জিআর-৮৫৮/১০ নারী শিশু মামলা নং ৭৯/১১।

    পুলিশ জানায়,গ্রেফতার আসামীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

    উল্লেখ্য, সিরাজুল ইসলাম কুড়িগ্রামের চিলমারী উপজেলার ইয়াসিন আলী ডাঙ্গার ছেলে। বর্তমানে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের সীমান্তবর্তী বাদিয়া পাড়া এলাকায় বসবাস করেন।
    #news
    শশুরের মামলায় জামাই আটক রংপুরে সিরাজুল ইসলাম নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গংগাচড়া মডেল থানা পুলিশ।আজ বিকেলে পাগলাপির বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো: আল এমরান। গংগাচড়া থানার পুলিশের উপপরিদর্শক লুৎফর রহমান জানান ,গ্রেফতার সিরাজুল ইসলামের বিরুদ্ধে তার শশুর নসা মিয়া ২০১০ সালে নারী শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় একটি মামলা দায়ের করেন । যার মামলা নাম্বার জিআর-৮৫৮/১০ নারী শিশু মামলা নং ৭৯/১১। পুলিশ জানায়,গ্রেফতার আসামীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, সিরাজুল ইসলাম কুড়িগ্রামের চিলমারী উপজেলার ইয়াসিন আলী ডাঙ্গার ছেলে। বর্তমানে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের সীমান্তবর্তী বাদিয়া পাড়া এলাকায় বসবাস করেন। #news
    Like
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 401 Views 0 Προεπισκόπηση
  • যাত্রীদের ৯৯৯ ফোনে জাটকা ইলিশ জব্দ
    দন্ড ছাড়াই পরিবহন বাস ছেড়ে দেয়ার অভিযোগ!


    যাত্রীদের ৯৯৯ ফোনে ইমরান ট্রাভেলস পরিবহন নামের একটি বাস গাড়ী থেকে পরিবহন নিষিদ্ধ সাড়ে ৮ মণ জাটকা ইলিশ আমতলী থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ জব্দ করেছে। কিন্তু তারা বাস স্টাফ ও চালককে কোন দন্ড ছাড়াই ছেড়ে দেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। পরে ওই ইলিশ এতিম খানায় বিতরন করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের আমতলী বাঁধঘাট চৌরাস্তায়।

    জানাগেছে, ইমরান ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী পরিবহন বাস কুয়াকাটা থেকে ১৩ টি ককসিটে সাড়ে ৮ মণ জাটকা ইলিশ বাঙ্কারে ঢুকিয়ে নিয়ে আসে। এতে গাড়ীতে প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়। ফলে বাসের পরিবেশ চরম আকারে দুষিত হয়। যাত্রীদের বাসে টেকা কষ্টকর হয়ে পরেছে এমন অভিযোগ যাত্রীদের। ওই বাসের এক যাত্রী ৯৯৯ ফোনে পুলিশকে জাটকা ইলিশ পরিবহনের খবর দেয়।

    খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ক্লাষ্টার অফিসার মোঃ আশিকুর রহমান ও মাঠকর্মী হিমেল কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের আমতলী বাঁধঘাট চৌরাস্তায় অভিযান চালিয়ে বাসটি আটক করে। পরে বাসের বাঙ্কারে থাকা ১৩ টি ককসিটে সাড়ে আট মণ জাটকা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ ৩২ টি এতিম খানায় বিতরন করে দেয়া হয়।

    যাত্রীদের অভিযোগ, মাছের গন্ধে বাসে বসবাসের পরিবেশ চরম আকারে দুষিত হয়। কিন্তু পুলিশ ও মৎস্য বিভাগ বাস কর্তৃপক্ষকে কোন দন্ড ছাড়াই ছেড়ে দিয়েছেন। এতে বাসে মাছ পরিবহন বন্ধ হবে না। আরো উৎসাহিত হবে।
    যাত্রী রোমান ও শিউলী বলেন, জাটকা ইলিশ পরিবহন বাস গাড়ী পুলিশ ও মৎস্য বিভাগ আটক করলো, কিন্তু তারা দন্ড ছাড়াই বাস ছেড়ে দিয়েছে। এতে পরিবহন গাড়ীতে মাছ পরিবহন বন্ধতো হবেই না আরো উৎসাহিত হবে।


    আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ক্লাস্টার অফিসার মোঃ আশিকুর রহমান বলেন, জব্দকৃত ৩’শ ৩০ কেজি জাটকা ইলিশ ৩২ টি এতিম খানায় বিতরণ করা হয়েছে। তবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে বাস ছেড়ে দেয়া হয়েছে।


    আমতলী থানায় ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, পরিবহন গাড়ীর যাত্রীদের ৯৯৯ ফোনে ইমরান ট্রাভেলস নামের একটি বাস গাড়ী আটক করে পরিবহন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, গাড়ীর বিরুদ্ধে মামলা দিলে যাত্রীদের যেতে ভোগান্তি হতো। তাই তাদের কথা বিবেচনা করে বাস ছেড়ে দেয়া হয়েছে।


    আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, যারাই অভিযান পরিচালনা করেছেন তাদের বাস চালক ও স্টাফদের বিরুদ্ধে দন্ড দেয়া প্রয়োজন ছিল। কিন্তু কেন এমন হলো বিষয়টি জেনে দেখবো?
    যাত্রীদের ৯৯৯ ফোনে জাটকা ইলিশ জব্দ দন্ড ছাড়াই পরিবহন বাস ছেড়ে দেয়ার অভিযোগ! যাত্রীদের ৯৯৯ ফোনে ইমরান ট্রাভেলস পরিবহন নামের একটি বাস গাড়ী থেকে পরিবহন নিষিদ্ধ সাড়ে ৮ মণ জাটকা ইলিশ আমতলী থানা পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ জব্দ করেছে। কিন্তু তারা বাস স্টাফ ও চালককে কোন দন্ড ছাড়াই ছেড়ে দেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। পরে ওই ইলিশ এতিম খানায় বিতরন করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের আমতলী বাঁধঘাট চৌরাস্তায়। জানাগেছে, ইমরান ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী পরিবহন বাস কুয়াকাটা থেকে ১৩ টি ককসিটে সাড়ে ৮ মণ জাটকা ইলিশ বাঙ্কারে ঢুকিয়ে নিয়ে আসে। এতে গাড়ীতে প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়। ফলে বাসের পরিবেশ চরম আকারে দুষিত হয়। যাত্রীদের বাসে টেকা কষ্টকর হয়ে পরেছে এমন অভিযোগ যাত্রীদের। ওই বাসের এক যাত্রী ৯৯৯ ফোনে পুলিশকে জাটকা ইলিশ পরিবহনের খবর দেয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ক্লাষ্টার অফিসার মোঃ আশিকুর রহমান ও মাঠকর্মী হিমেল কুয়াকাটা-পটুয়াখালী মহাসড়কের আমতলী বাঁধঘাট চৌরাস্তায় অভিযান চালিয়ে বাসটি আটক করে। পরে বাসের বাঙ্কারে থাকা ১৩ টি ককসিটে সাড়ে আট মণ জাটকা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ ৩২ টি এতিম খানায় বিতরন করে দেয়া হয়। যাত্রীদের অভিযোগ, মাছের গন্ধে বাসে বসবাসের পরিবেশ চরম আকারে দুষিত হয়। কিন্তু পুলিশ ও মৎস্য বিভাগ বাস কর্তৃপক্ষকে কোন দন্ড ছাড়াই ছেড়ে দিয়েছেন। এতে বাসে মাছ পরিবহন বন্ধ হবে না। আরো উৎসাহিত হবে। যাত্রী রোমান ও শিউলী বলেন, জাটকা ইলিশ পরিবহন বাস গাড়ী পুলিশ ও মৎস্য বিভাগ আটক করলো, কিন্তু তারা দন্ড ছাড়াই বাস ছেড়ে দিয়েছে। এতে পরিবহন গাড়ীতে মাছ পরিবহন বন্ধতো হবেই না আরো উৎসাহিত হবে। আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের ক্লাস্টার অফিসার মোঃ আশিকুর রহমান বলেন, জব্দকৃত ৩’শ ৩০ কেজি জাটকা ইলিশ ৩২ টি এতিম খানায় বিতরণ করা হয়েছে। তবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশে বাস ছেড়ে দেয়া হয়েছে। আমতলী থানায় ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, পরিবহন গাড়ীর যাত্রীদের ৯৯৯ ফোনে ইমরান ট্রাভেলস নামের একটি বাস গাড়ী আটক করে পরিবহন নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, গাড়ীর বিরুদ্ধে মামলা দিলে যাত্রীদের যেতে ভোগান্তি হতো। তাই তাদের কথা বিবেচনা করে বাস ছেড়ে দেয়া হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, যারাই অভিযান পরিচালনা করেছেন তাদের বাস চালক ও স্টাফদের বিরুদ্ধে দন্ড দেয়া প্রয়োজন ছিল। কিন্তু কেন এমন হলো বিষয়টি জেনে দেখবো?
    Love
    1
    2 Σχόλια 0 Μοιράστηκε 774 Views 0 Προεπισκόπηση
  • কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের


    কুড়িগ্রামের ধরলা ব্রীজ পূর্বপাড়ে ট্রাক চাপায় হুমায়ুন কবির (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।


    রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হুমায়ুন কুড়িগ্রামের উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে।


    পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হুমায়ুন রাস্তা পারাপারের সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ।


    কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের কুড়িগ্রামের ধরলা ব্রীজ পূর্বপাড়ে ট্রাক চাপায় হুমায়ুন কবির (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের ধরলা ব্রিজ পূর্ব পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কুড়িগ্রামের উলিপুর উপজেলা তবকপুর ইউনিয়নের মৃত নাজিমুদ্দিন সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হুমায়ুন রাস্তা পারাপারের সময় নাগেশ্বরী থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    Like
    1
    0 Σχόλια 0 Μοιράστηκε 381 Views 0 Προεπισκόπηση
  • বেহুদা কমিশনের নুরুল হুদা আটক
    বেহুদা কমিশনের নুরুল হুদা আটক
    Like
    Yay
    2
    1 Σχόλια 0 Μοιράστηκε 283 Views 0 Προεπισκόπηση
  • দোহারে যৌথ-বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৩

    ঢাকার দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ(৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস(৩৮) ও সজীব(৩৩)।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে দোহার থানা পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

    যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, বৈদেশিক মুদ্রা ও মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

    দোহার থানার ওসি(তদন্ত) মো. নুর নবী জানান, শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে। তাদেরকে আজই(রোববার) আদালতে প্রেরণ করা হবে।
    দোহারে যৌথ-বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ আটক ৩ ঢাকার দোহার উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির টাকা এবং বৈদেশিক মুদ্রাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ জয়পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদ(৪৫) এবং তার সহযোগী দুই ভাই ইলিয়াস(৩৮) ও সজীব(৩৩)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে দোহার থানা পুলিশ শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ জয়পাড়া কুটি মুন্সীর হল সংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। যৌথ অভিযানে ২ হাজার পিস ইয়াবা, ১৬ টি দেশীয় অস্ত্র, বৈদেশিক মুদ্রা ও মাদক বিক্রির ৩ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়। দোহার থানার ওসি(তদন্ত) মো. নুর নবী জানান, শহীদ ও তার ভাইয়ের নামে এর আগেও থানায় মাদকের মামলা রয়েছে। তাদেরকে আজই(রোববার) আদালতে প্রেরণ করা হবে।
    Like
    Yay
    2
    1 Σχόλια 0 Μοιράστηκε 299 Views 0 Προεπισκόπηση
  • ৩ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল হোসেন ছিনতাইকারীদের ৪ ঘন্টার মধ্যে আটক করেন ....

    মোঃ মনিরুল হক আল আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত। গতকাল সন্ধ্যার পর ব্যাংক থেকে বাড়িতে যাওয়ার পথে ময়মনসিংহ টু দীঘারকান্দা বাইপাস রাস্তার পূর্ব পাশে অটো থেকে নামার পর ৩ জন ছিনতাইকারি অস্ত্রের মুখে আটক করে নগদ টাকা মোবাইল ফোন এবং ব্যাংকের কার্ড নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ব্যাংকের পাসওয়ার্ড গুলো বলতে বলে একটু পর তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। তারপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে হাজির হয়। সমস্ত ঘটনা শুনে ৩ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ ঘণ্টার মধ্যে ৩ ছিনতাইকারী টাকা ব্যাংকের ডেবিট কার্ড সহ গ্রেফতার করেন।
    ৩ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল হোসেন ছিনতাইকারীদের ৪ ঘন্টার মধ্যে আটক করেন .... মোঃ মনিরুল হক আল আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত। গতকাল সন্ধ্যার পর ব্যাংক থেকে বাড়িতে যাওয়ার পথে ময়মনসিংহ টু দীঘারকান্দা বাইপাস রাস্তার পূর্ব পাশে অটো থেকে নামার পর ৩ জন ছিনতাইকারি অস্ত্রের মুখে আটক করে নগদ টাকা মোবাইল ফোন এবং ব্যাংকের কার্ড নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ব্যাংকের পাসওয়ার্ড গুলো বলতে বলে একটু পর তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। তারপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে হাজির হয়। সমস্ত ঘটনা শুনে ৩ নং ফাঁড়ির ইনচার্জ মোঃ আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ ঘণ্টার মধ্যে ৩ ছিনতাইকারী টাকা ব্যাংকের ডেবিট কার্ড সহ গ্রেফতার করেন।
    0 Σχόλια 0 Μοιράστηκε 191 Views 0 Προεπισκόπηση
  • ‎তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার

    ‎নিজস্ব প্রতিবেদক,
    ‎কুতুবদিয়া (কক্সবাজার), ২২ জুন ২০২৫ঃ

    ‎কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানা এলাকা থেকে তারেক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আনিছুল ইসলাম তুষারকে গ্রেফতার করেছে।

    ‎রবিবার (২২ জুন) কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোঃ আনিছুল ইসলাম তুষার প্রকাশ মইন্না /বাবু (২৩) কে গ্রেফতার করে পুলিশ। আটক আসামি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুইল্যার পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ নুর ছালামের ছেলে।

    ‎আসামির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং-০২, তারিখ-০৭/০৬/২০২৪ইং, জিআর নং-৫৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
    ‎তারেক হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেফতার ‎ ‎নিজস্ব প্রতিবেদক, ‎কুতুবদিয়া (কক্সবাজার), ২২ জুন ২০২৫ঃ ‎ ‎কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম শহরের পতেঙ্গা থানা এলাকা থেকে তারেক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আনিছুল ইসলাম তুষারকে গ্রেফতার করেছে। ‎ ‎রবিবার (২২ জুন) কুতুবদিয়া থানার এসআই (নিঃ) মোঃ জয়নাল আবদীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি মোঃ আনিছুল ইসলাম তুষার প্রকাশ মইন্না /বাবু (২৩) কে গ্রেফতার করে পুলিশ। আটক আসামি কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুইল্যার পাড়ার বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ নুর ছালামের ছেলে। ‎ ‎আসামির বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা নং-০২, তারিখ-০৭/০৬/২০২৪ইং, জিআর নং-৫৪, ধারা-৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।
    0 Σχόλια 0 Μοιράστηκε 308 Views 0 Προεπισκόπηση
Αναζήτηση αποτελεσμάτων
Eidok App https://eidok.com