• কুষ্টিয়ায় কেসিএফ আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।।

    জাকির হোসেন।। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় প্রাণবন্ত এক সাংস্কৃতিক আড্ডায় মিলিত হলেন কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কুষ্টিয়া কালচারাল ফোরাম (কেসিএফ) এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের এন এস রোডের চিলিস ফুট পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল থিয়েটারের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদার। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক, ভাবের হাটের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক।

    সভায় বক্তারা কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীতচর্চার ধারাবাহিকতা এবং আধুনিক প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাঁরা মনে করেন, লালন, রবীন্দ্রনাথ, নজরুল ও বাউলগানের মতো ঐতিহ্যকে ধারণ করে কুষ্টিয়া দেশীয় সংস্কৃতির এক উজ্জ্বল বাতিঘর। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

    প্রধান অতিথি পারভেজ মাজমাদার বলেন, “কুষ্টিয়া শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য নয়, সংস্কৃতির ক্ষেত্রেও সারা দেশে অগ্রগণ্য। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখা মানে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন ধরে রাখা।”

    সভাপতি আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, “সংস্কৃতি হলো সমাজের প্রাণ। ভাবের হাট ও রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কেসিএফ-এর উদ্যোগও আমাদের তরুণ প্রজন্মকে মানবিক ও সাংস্কৃতিক চেতনার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

    আলোচনা শেষে মুক্ত মতবিনিময়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনার দিকগুলো উঠে আসে। বক্তারা কুষ্টিয়াকে একটি সংস্কৃতি রাজধানী ও“সংস্কৃতির মডেল জেলা” হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

    সাংস্কৃতিক অঙ্গনের নানা স্তরের ব্যক্তিবর্গ, সংগঠক, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।
    কুষ্টিয়ায় কেসিএফ আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।। জাকির হোসেন।। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ায় প্রাণবন্ত এক সাংস্কৃতিক আড্ডায় মিলিত হলেন কুষ্টিয়ার বিভিন্ন সংগঠন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। কুষ্টিয়া কালচারাল ফোরাম (কেসিএফ) এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের এন এস রোডের চিলিস ফুট পার্কে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল থিয়েটারের সভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদার। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক, ভাবের হাটের সভাপতি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সক্রিয় সদস্য আব্দুর রাজ্জাক। সভায় বক্তারা কুষ্টিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীতচর্চার ধারাবাহিকতা এবং আধুনিক প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাঁরা মনে করেন, লালন, রবীন্দ্রনাথ, নজরুল ও বাউলগানের মতো ঐতিহ্যকে ধারণ করে কুষ্টিয়া দেশীয় সংস্কৃতির এক উজ্জ্বল বাতিঘর। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। প্রধান অতিথি পারভেজ মাজমাদার বলেন, “কুষ্টিয়া শুধু ব্যবসা-বাণিজ্যের জন্য নয়, সংস্কৃতির ক্ষেত্রেও সারা দেশে অগ্রগণ্য। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখা মানে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন ধরে রাখা।” সভাপতি আব্দুর রাজ্জাক তাঁর বক্তব্যে বলেন, “সংস্কৃতি হলো সমাজের প্রাণ। ভাবের হাট ও রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি কেসিএফ-এর উদ্যোগও আমাদের তরুণ প্রজন্মকে মানবিক ও সাংস্কৃতিক চেতনার আলোয় আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” আলোচনা শেষে মুক্ত মতবিনিময়ে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের নানা সমস্যা ও সম্ভাবনার দিকগুলো উঠে আসে। বক্তারা কুষ্টিয়াকে একটি সংস্কৃতি রাজধানী ও“সংস্কৃতির মডেল জেলা” হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। সাংস্কৃতিক অঙ্গনের নানা স্তরের ব্যক্তিবর্গ, সংগঠক, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সবাইকে নিয়ে মিলনমেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।
    0 Yorumlar 1 hisse senetleri 322 Views 0 önizleme
  • চট্টগ্রাম জিইসি মোড়ে বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা বিশ্বাসের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাদিয়াস মেকওভারের ওয়াশরুম থেকে মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়।
    চট্টগ্রাম জিইসি মোড়ে বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা বিশ্বাসের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাদিয়াস মেকওভারের ওয়াশরুম থেকে মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়।
    0 Yorumlar 0 hisse senetleri 583 Views 0 önizleme
  • চট্টগ্রামের পটিয়া উপজেলাতে বি*ষধর এক সাপের কামড়ে ৩৫ বছর বয়সী এক গৃহিণীর মৃ*ত্যু হয়েছে।আজ দুপুরে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কুর হাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।নি*হ*ত ঐ মহিলার নাম ফেরদৌস বেগম।তিনি বড়লিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।জানা যায় ঘরে কাজ করতে গিয়ে মাছ ধরার একটি জালে হাত দেয়।ঐ জালে থাকা বি*ষধর এক সাপ তাকে কামড় দিলে,পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করে।
    চট্টগ্রামের পটিয়া উপজেলাতে বি*ষধর এক সাপের কামড়ে ৩৫ বছর বয়সী এক গৃহিণীর মৃ*ত্যু হয়েছে।আজ দুপুরে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কুর হাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।নি*হ*ত ঐ মহিলার নাম ফেরদৌস বেগম।তিনি বড়লিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।জানা যায় ঘরে কাজ করতে গিয়ে মাছ ধরার একটি জালে হাত দেয়।ঐ জালে থাকা বি*ষধর এক সাপ তাকে কামড় দিলে,পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করে।
    0 Yorumlar 0 hisse senetleri 702 Views 0 önizleme
  • গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায়,আটক ২জন জেল হাজতে
    খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরনের ঘটনায় জড়িত বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া ওরফে সেলিম ও গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
    গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে কলেজ ছাত্র স্বাধীন প্রধানকে অচেনা নাম্বার থেকে এক মেয়ের মাধ্যমে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে,এই অনুযায়ী সাক্ষাৎ করার জন্য ২৯ আগষ্ট ২০২৫ইং সন্ধায় কলেজ ছাত্র স্বাধীন তার চাচাতো ভাই কে,এম স্বপন আলীকে নিয়ে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় গেলে ওত পেতে থাকা ব্যক্তিরা ওই ছেলে মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে এমন অপবাদ দিয়ে ব্লাক মেইল করে, প্রথমে দুজনকে ঝিলপাড়ার একটি বাসায় আটকে রাখলে, ধস্তাধস্তির এক পর্যায়ে কে,এম স্বপন আলী দৌঁড়ে পালিয়ে যায়।এরি মধ্যে স্বাধীনকে অপহরন করে অজ্ঞাত স্থানে রেখে এক লক্ষটাকা দাবী করে,এবং বিকাশে তার দাবীকৃত মুক্তিপনের ৫হাজার টাকা নেয়।এ ঘটনার পর, কে,এম স্বপন আলী পুলিশের জরুরী সেবা ৯৯৯ কল দিলে,খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস, আই আনিসুজ্জামান শনিবার বিকালে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে,পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে ভিকটিম কলেজ ছাত্র স্বাধীনকে উদ্ধার করে।
    এঘটনায় জড়িত থাকায় শুভ মিয়া ওরফে সেলিম ও মামুন আকন্দকে আটক করে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ মিয়া,মামুন আকন্দ, আতাউর রহমান, শাকিল মিয়া ও আল আমিন সহ অজ্ঞাত ২/৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম তাদেরকে আটককরে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।
    গোবিন্দগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায়,আটক ২জন জেল হাজতে খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরনের ঘটনায় জড়িত বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া ওরফে সেলিম ও গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে কলেজ ছাত্র স্বাধীন প্রধানকে অচেনা নাম্বার থেকে এক মেয়ের মাধ্যমে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে,এই অনুযায়ী সাক্ষাৎ করার জন্য ২৯ আগষ্ট ২০২৫ইং সন্ধায় কলেজ ছাত্র স্বাধীন তার চাচাতো ভাই কে,এম স্বপন আলীকে নিয়ে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় গেলে ওত পেতে থাকা ব্যক্তিরা ওই ছেলে মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে এমন অপবাদ দিয়ে ব্লাক মেইল করে, প্রথমে দুজনকে ঝিলপাড়ার একটি বাসায় আটকে রাখলে, ধস্তাধস্তির এক পর্যায়ে কে,এম স্বপন আলী দৌঁড়ে পালিয়ে যায়।এরি মধ্যে স্বাধীনকে অপহরন করে অজ্ঞাত স্থানে রেখে এক লক্ষটাকা দাবী করে,এবং বিকাশে তার দাবীকৃত মুক্তিপনের ৫হাজার টাকা নেয়।এ ঘটনার পর, কে,এম স্বপন আলী পুলিশের জরুরী সেবা ৯৯৯ কল দিলে,খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস, আই আনিসুজ্জামান শনিবার বিকালে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে,পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে ভিকটিম কলেজ ছাত্র স্বাধীনকে উদ্ধার করে। এঘটনায় জড়িত থাকায় শুভ মিয়া ওরফে সেলিম ও মামুন আকন্দকে আটক করে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভ মিয়া,মামুন আকন্দ, আতাউর রহমান, শাকিল মিয়া ও আল আমিন সহ অজ্ঞাত ২/৩জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম তাদেরকে আটককরে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।
    0 Yorumlar 0 hisse senetleri 781 Views 0 önizleme
  • ডকুমেন্টরী ফর বাংলাদেশ ........................
    জীবন থেকে নেওয়া", যা একটি সামাজিক সচেতনতা মূলক সিরিজ,
    ডকুমেন্টরী ফর বাংলাদেশ ........................ জীবন থেকে নেওয়া", যা একটি সামাজিক সচেতনতা মূলক সিরিজ,
    Like
    1
    0 Yorumlar 0 hisse senetleri 760 Views 16 0 önizleme
  • খাগড়াছড়িতে মায়ের হাতে বালিশ চাপায় মোঃ তৌহিদুল আলম আভান(১.৫) দেড় বছর নামের এক শিশুকে খু'ন করার অভিযোগ পাওয়া গেছে।

    নিহতের পরিবার খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। কেমনে পারে নিজের ছেলে কে মারতে ছিঃ

    যেখানে আমার মেয়েকে বড় একটা ধমক দিলেই ও ঘুমাইলে কতবার যে এটার জন্য সরি বলি,,কত আদর করি,,,নিজেকে কতটা অপরাধী ভাবি আর সেখানে এই মহিলা,,,কেমনে কি? মানে জাস্ট ভেবে পাচ্ছি না যখন বাচ্চাটা শ্বাস নেওয়ার জন্য ছটপট করছিলো এই মহিলা সেটা কেমনে সহ্য করে ছিলো 🥹🥹 কি যে বলি নিউজটা দেখেই মনটা খারাপ হয়ে গেলো কেমনে পারলো ও,,,কত কত মানুষ একটা বাচ্চার জন্য কত আহাজারি করতেছে,,,আর এই মহিলা পেয়ে তাকে কেমনে পারলো মেরে ফেলতে
    খাগড়াছড়িতে মায়ের হাতে বালিশ চাপায় মোঃ তৌহিদুল আলম আভান(১.৫) দেড় বছর নামের এক শিশুকে খু'ন করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের পরিবার খাগড়াছড়ি সদরের শান্তি নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। কেমনে পারে নিজের ছেলে কে মারতে ছিঃ 💔 যেখানে আমার মেয়েকে বড় একটা ধমক দিলেই ও ঘুমাইলে কতবার যে এটার জন্য সরি বলি,,কত আদর করি,,,নিজেকে কতটা অপরাধী ভাবি আর সেখানে এই মহিলা,,,কেমনে কি? মানে জাস্ট ভেবে পাচ্ছি না যখন বাচ্চাটা শ্বাস নেওয়ার জন্য ছটপট করছিলো এই মহিলা সেটা কেমনে সহ্য করে ছিলো 🥹🥹 কি যে বলি নিউজটা দেখেই মনটা খারাপ হয়ে গেলো 😥 কেমনে পারলো ও,,,কত কত মানুষ একটা বাচ্চার জন্য কত আহাজারি করতেছে,,,আর এই মহিলা পেয়ে তাকে কেমনে পারলো মেরে ফেলতে 😣😣
    0 Yorumlar 0 hisse senetleri 660 Views 0 önizleme
  • মধ্যরাতে, (অনুমান রাত ১২:৪০) পটিয়া বাইপাস চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর ঢাকাগামী একটি শ্যামলী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী একটি এম্বুল্যান্স এর মুখোমুখি সং;ঘ;র্ষ হয়...
    মধ্যরাতে, (অনুমান রাত ১২:৪০) পটিয়া বাইপাস চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপর ঢাকাগামী একটি শ্যামলী যাত্রীবাহী বাস এবং কক্সবাজারমুখী একটি এম্বুল্যান্স এর মুখোমুখি সং;ঘ;র্ষ হয়...
    Love
    2
    0 Yorumlar 0 hisse senetleri 490 Views 0 önizleme
  • গোবিন্দগঞ্জের নাকাই হাট এর বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের মৃত্যু
    রিপোর্ট: খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার
    গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই হাট এর বিশিষ্ট ইট ও পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ সরকার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাটের প্রখ্যাত ইট ও পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ সরকার আজ সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    সাজ্জাদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তিনি আজ সকাল নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    সাজ্জাদুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ব্যবসায়িক সহযোগীরা গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    গোবিন্দগঞ্জের ব্যবসায়িক মহলে সাজ্জাদুর রহমান একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ইটভাটা এবং পরিবহন ব্যবসা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর এই হঠাৎ মৃত্যুতে ব্যবসায়িক মহল এবং স্থানীয় জনগণ একজন প্রভাবশালী ও সফল ব্যবসায়ীক নেতা হারিয়েছে।

    তাঁর মৃত্যুর পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং রাজনীতিবিদরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন যে, সাজ্জাদুর রহমানের অবদান ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা।

    সাজ্জাদুর রহমানের মৃত্যুর ফলে গোবিন্দগঞ্জে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবে না বলে মনে করেন স্থানীয়রা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী কিছুদিন নাকাই হাট এলাকায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

    তাঁর জানাজা বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নাকাই হাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গাইবান্ধার ব্যবসায়িক মহল এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
    গোবিন্দগঞ্জের নাকাই হাট এর বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদুর রহমানের মৃত্যু রিপোর্ট: খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই হাট এর বিশিষ্ট ইট ও পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ সরকার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাটের প্রখ্যাত ইট ও পরিবহন ব্যবসায়ী সাজ্জাদুর রহমান সাজ্জাদ সরকার আজ সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাজ্জাদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তিনি আজ সকাল নয়টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাজ্জাদুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং ব্যবসায়িক সহযোগীরা গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁর অবদানের কথা স্মরণ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গোবিন্দগঞ্জের ব্যবসায়িক মহলে সাজ্জাদুর রহমান একজন পরিচিত মুখ ছিলেন। তাঁর প্রতিষ্ঠিত ইটভাটা এবং পরিবহন ব্যবসা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর এই হঠাৎ মৃত্যুতে ব্যবসায়িক মহল এবং স্থানীয় জনগণ একজন প্রভাবশালী ও সফল ব্যবসায়ীক নেতা হারিয়েছে। তাঁর মৃত্যুর পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং রাজনীতিবিদরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন যে, সাজ্জাদুর রহমানের অবদান ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তাঁরা। সাজ্জাদুর রহমানের মৃত্যুর ফলে গোবিন্দগঞ্জে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবে না বলে মনে করেন স্থানীয়রা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী কিছুদিন নাকাই হাট এলাকায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর জানাজা বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নাকাই হাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গাইবান্ধার ব্যবসায়িক মহল এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
    1 Yorumlar 0 hisse senetleri 590 Views 0 önizleme
  • আজকের দুর্ঘটনা আমাদের চোখ খুলে দেয়ার মতো শিক্ষা
    ছেলেটা কিছুক্ষণ আগেও সুস্থ ছিল, হঠাৎ এক্সিডেন্টে হাসপাতালে শুয়ে আছে – ইনকাম বন্ধ, পরিবার অনিশ্চয়তায়!

    আজকের এই ঘটনা প্রমাণ করলো – জীবন কতটা অনিশ্চিত।
    আজ তুমি রোজগার করছো, কিন্তু কাল যদি দুর্ঘটনায় সব থেমে যায়

    তখন তোমার সন্তান স্কুলে যাবে কীভাবে?
    তোমার বউ সংসার চালাবে কীভাবে?
    তোমার মা–বাবা ওষুধ কিনবে কিসে?

    দুর্ঘটনা কখনো বলে আসে না, কিন্তু এর ধাক্কা পুরো পরিবারকে ভেঙে দেয়।

    তবে একটা সমাধান আছে – ইনস্যুরেন্স
    ইনস্যুরেন্স থাকলে অন্তত পরিবার নিরাপদ থাকবে –
    সন্তানের ভবিষ্যৎ থেমে যাবে না,
    মায়ের মুখে হাসি মুছে যাবে না,
    স্ত্রী কষ্টে পড়বে না।
    আজকের দুর্ঘটনা আমাদের চোখ খুলে দেয়ার মতো শিক্ষা ছেলেটা কিছুক্ষণ আগেও সুস্থ ছিল, হঠাৎ এক্সিডেন্টে হাসপাতালে শুয়ে আছে – ইনকাম বন্ধ, পরিবার অনিশ্চয়তায়! 🥺 আজকের এই ঘটনা প্রমাণ করলো – জীবন কতটা অনিশ্চিত। আজ তুমি রোজগার করছো, কিন্তু কাল যদি দুর্ঘটনায় সব থেমে যায়❓ 👉 তখন তোমার সন্তান স্কুলে যাবে কীভাবে? 👉 তোমার বউ সংসার চালাবে কীভাবে? 👉 তোমার মা–বাবা ওষুধ কিনবে কিসে? 👉 দুর্ঘটনা কখনো বলে আসে না, কিন্তু এর ধাক্কা পুরো পরিবারকে ভেঙে দেয়। 📌 তবে একটা সমাধান আছে – ইনস্যুরেন্স 🛡️ ইনস্যুরেন্স থাকলে অন্তত পরিবার নিরাপদ থাকবে – সন্তানের ভবিষ্যৎ থেমে যাবে না, মায়ের মুখে হাসি মুছে যাবে না, স্ত্রী কষ্টে পড়বে না। 💙
    0 Yorumlar 0 hisse senetleri 436 Views 0 önizleme
  • গোবিন্দগঞ্জে ম'র্মান্তিক সড়ক দু'র্ঘটনায়
    অটোভ্যানের ২জন যাত্রী নিহ'ত।।আহত-২
    রিপোর্ট :খায়রুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার।
    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এক ম'র্মান্তিক সড়ক দু'র্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধা সাড়ে ৭টার দিকে একটি আটো ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময়,পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে বগুড়াগামী একটি অজ্ঞাত মিনি ট্রাক অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অটো ভ্যান চালকসহ দুজন গুরুতর আহত হন।
    নিহতরা হলেন—দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম এবং নবাব আলীর ছেলে রকি (২৮)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। আহতরা হলেন আটো ভ্যানের চালক রবিউল ইসলাম ও যাত্রী আব্দুল বাকী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এবং নি'হত ২জনের লা'শ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
    এ দু'ঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
    গোবিন্দগঞ্জে ম'র্মান্তিক সড়ক দু'র্ঘটনায় অটোভ্যানের ২জন যাত্রী নিহ'ত।।আহত-২ রিপোর্ট :খায়রুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এক ম'র্মান্তিক সড়ক দু'র্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধা সাড়ে ৭টার দিকে একটি আটো ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময়,পান্তাপাড়া উচ্চ বিদ্যালয় গেটের সামনে বগুড়াগামী একটি অজ্ঞাত মিনি ট্রাক অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অটো ভ্যান চালকসহ দুজন গুরুতর আহত হন। নিহতরা হলেন—দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর শহরের চাম্পাতলী গ্রামের ইনছের আলীর ছেলে হামিদুল ইসলাম এবং নবাব আলীর ছেলে রকি (২৮)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। আহতরা হলেন আটো ভ্যানের চালক রবিউল ইসলাম ও যাত্রী আব্দুল বাকী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।এবং নি'হত ২জনের লা'শ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এ দু'ঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন।
    Sad
    1
    0 Yorumlar 0 hisse senetleri 557 Views 0 önizleme
  • কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘ'ট'নায় দুই জনের মৃ'ত্যু: হতাহত অনেকেই...

    নিজস্ব প্রতিবেদক::
    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

    এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ছিল, আর নোহা মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষের পর নোহাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ভেতরে কয়েকজন যাত্রী চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ নোহা গাড়িটির ড্রাইভার প্রাণ হারায়।

    দুর্ঘটনাস্থলে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, নোহার চালকের আসনে থাকা ব্যক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ।

    স্বপ্নতরী পার্কের এক কর্মচারী বলেন, “বড় শব্দের পর দৌড়ে গিয়ে দেখি নোহা খাদে পড়ে গেছে। গাড়ির ভেতরে একজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু আটকে ছিল।” আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, “দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর গাড়ির নিচে একটি শিশুকে চাপা অবস্থায় পড়ে থাকতে দেখি।”

    খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের অভিযোগ—উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয় এবং দীর্ঘসময় পরও শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’জন নিহত ও চারজন মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
    কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘ'ট'নায় দুই জনের মৃ'ত্যু: হতাহত অনেকেই... নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক সংলগ্ন এলাকায় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মারসা পরিবহনের বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ছিল, আর নোহা মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষের পর নোহাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ভেতরে কয়েকজন যাত্রী চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ নোহা গাড়িটির ড্রাইভার প্রাণ হারায়। দুর্ঘটনাস্থলে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায়, নোহার চালকের আসনে থাকা ব্যক্তি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াসিন আহমেদ। স্বপ্নতরী পার্কের এক কর্মচারী বলেন, “বড় শব্দের পর দৌড়ে গিয়ে দেখি নোহা খাদে পড়ে গেছে। গাড়ির ভেতরে একজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু আটকে ছিল।” আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, “দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর গাড়ির নিচে একটি শিশুকে চাপা অবস্থায় পড়ে থাকতে দেখি।” খবর পেয়ে রামু থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের অভিযোগ—উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয় এবং দীর্ঘসময় পরও শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দু’জন নিহত ও চারজন মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
    Sad
    1
    0 Yorumlar 0 hisse senetleri 489 Views 1 önizleme
  • আই নিউজ বিডির সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

    আই নিউজ বিডি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে বস্তুনিষ্ঠতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা প্রতিটি সদস্যের ব্যক্তিগত সততা, শৃঙ্খলা এবং কাজের মানের ওপর নির্ভরশীল। এই লক্ষ্য পূরণে সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর এবং সিটিজেন জার্নালিস্টদের জন্য নিম্নোক্ত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক।

    ১. রিপোর্টারদের জন্য নির্দেশিকা:

    নিয়মিত সংবাদ প্রেরণ: প্রত্যেক রিপোর্টারকে তার নির্ধারিত কর্মক্ষেত্রের (Working Area) সকল গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ নিয়মিতভাবে প্রেরণ করতে হবে। সংবাদের ধারাবাহিকতা বজায় রাখা রিপোর্টারের অন্যতম প্রধান দায়িত্ব।

    দায়বদ্ধতা ও সক্রিয়তা: দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। নিয়মিত সংবাদ প্রেরণে ব্যর্থ হলে বা নিষ্ক্রিয় থাকলে, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই সংশ্লিষ্ট রিপোর্টারের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত (Temporary Block) বা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।

    কনটেন্টের গুণগত মান:

    ভিডিও নিউজ: সকল ভিডিও নিউজের জন্য ১৯২০x১০৮০ পিক্সেলের হাই-ডেফিনিশন (HD) এবং প্রাসঙ্গিক থাম্বনেইল ব্যবহার করা আবশ্যক। অস্পষ্ট, নিম্নমানের বা অপ্রাসঙ্গিক থাম্বনেইল কঠোরভাবে নিষিদ্ধ।

    ছবি: নিউজে ব্যবহৃত সকল ছবি অবশ্যই হাই-রেজুলেশন, স্পষ্ট এবং সংবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিম্নমানের বা ঝাপসা ছবি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

    ২. ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য নির্দেশিকা:

    অডিও-ভিজ্যুয়াল মান: ভিডিওর অডিও অবশ্যই পরিষ্কার এবং শ্রুতিমধুর হতে হবে। ভিজ্যুয়াল ঝাপসা বা অস্থিতিশীল (Shaky) হওয়া চলবে না। শব্দ বা দৃশ্যের নিম্নমান কনটেন্টটিকে সরাসরি অযোগ্য বলে গণ্য করবে।

    থাম্বনেইল: থাম্বনেইল হতে হবে নান্দনিক, আকর্ষণীয় এবং ভিডিওর মূল বার্তার প্রতিফলন। অপ্রয়োজনীয় গ্রাফিক্স বা ক্লিকবেট (Clickbait) কঠোরভাবে পরিহার করতে হবে।

    বিষয়বস্তু উপস্থাপন: ভিডিওর শুরুতেই মূল বিষয়বস্তু দর্শকদের সামনে তুলে ধরতে হবে। অপ্রাসঙ্গিক ভূমিকা বা দীর্ঘসূত্রিতা বর্জন করে মূল তথ্যে মনোনিবেশ করতে হবে।

    ৩. আর্টিকেল লেখকদের জন্য নির্দেশিকা:

    বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা: প্রতিটি আর্টিকেল অবশ্যই তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ এবং ব্যাকরণগতভাবে নির্ভুল হতে হবে। বানান ভুল, ভাষাগত দুর্বলতা বা অসত্য তথ্য পরিবেশন করা চলবে না।

    শিরোনাম: শিরোনাম হতে হবে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়, যা পাঠকের কাছে সংবাদের মূলভাব পৌঁছে দিতে সক্ষম।

    তথ্যের সত্যতা যাচাই: কোনো প্রকার যাচাইবিহীন, অসত্য বা গুজবভিত্তিক কনটেন্ট প্রকাশনা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রতিটি তথ্য প্রকাশের পূর্বে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

    ৪. কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য নির্দেশিকা:

    নিয়মিত অংশগ্রহণ: প্রত্যেক কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টকে সপ্তাহে ন্যূনতম একটি (০১) ভিডিও বা একটি (০১) মানসম্মত আর্টিকেল জমা দিতে উৎসাহিত করা হচ্ছে।

    অ্যাকাউন্টের সক্রিয়তা: নিয়মিত এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করা হতে পারে। আমাদের লক্ষ্য একটি সক্রিয় ও অংশগ্রহণমূলক কমিউনিটি তৈরি করা।

    কনটেন্টের প্রভাব: আপনার প্রেরিত কনটেন্ট যেন তথ্যবহুল, জনগুরুত্বপূর্ণ এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

    চূড়ান্ত সতর্কতা:

    প্রতিষ্ঠানের কোনো সদস্য যদি ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়ানো, পেশাগত অসততা বা নীতিমালার গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত হন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হবে।

    আই নিউজ বিডি তার কাজের মানের ক্ষেত্রে কোনো প্রকার আপস করতে প্রস্তুত নয়। মনে রাখবেন, আপনার একটি দুর্বল বা মানহীন কাজ কেবল আপনার ব্যক্তিগত ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে না, বরং এটি সমগ্র প্রতিষ্ঠানের অর্জিত সুনাম এবং বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।

    আমাদের লক্ষ্য: নির্ভুল তথ্য, গভীর বিশ্লেষণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের অবিচল আস্থা অর্জন করা। আসুন, আমরা সকলে মিলে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের চর্চার মাধ্যমে আই নিউজ বিডি-কে এক নতুন উচ্চতায় নিয়ে যাই।

    এই নীতিমালা অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।

    কর্তৃপক্ষ, আই নিউজ বিডি
    আই নিউজ বিডির সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা আই নিউজ বিডি একটি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে বস্তুনিষ্ঠতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের প্রতিষ্ঠানের সুনাম ও গ্রহণযোগ্যতা প্রতিটি সদস্যের ব্যক্তিগত সততা, শৃঙ্খলা এবং কাজের মানের ওপর নির্ভরশীল। এই লক্ষ্য পূরণে সকল রিপোর্টার, কন্ট্রিবিউটর এবং সিটিজেন জার্নালিস্টদের জন্য নিম্নোক্ত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। ১. রিপোর্টারদের জন্য নির্দেশিকা: নিয়মিত সংবাদ প্রেরণ: প্রত্যেক রিপোর্টারকে তার নির্ধারিত কর্মক্ষেত্রের (Working Area) সকল গুরুত্বপূর্ণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ নিয়মিতভাবে প্রেরণ করতে হবে। সংবাদের ধারাবাহিকতা বজায় রাখা রিপোর্টারের অন্যতম প্রধান দায়িত্ব। দায়বদ্ধতা ও সক্রিয়তা: দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়। নিয়মিত সংবাদ প্রেরণে ব্যর্থ হলে বা নিষ্ক্রিয় থাকলে, কোনো পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই সংশ্লিষ্ট রিপোর্টারের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত (Temporary Block) বা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে। কনটেন্টের গুণগত মান: ভিডিও নিউজ: সকল ভিডিও নিউজের জন্য ১৯২০x১০৮০ পিক্সেলের হাই-ডেফিনিশন (HD) এবং প্রাসঙ্গিক থাম্বনেইল ব্যবহার করা আবশ্যক। অস্পষ্ট, নিম্নমানের বা অপ্রাসঙ্গিক থাম্বনেইল কঠোরভাবে নিষিদ্ধ। ছবি: নিউজে ব্যবহৃত সকল ছবি অবশ্যই হাই-রেজুলেশন, স্পষ্ট এবং সংবাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিম্নমানের বা ঝাপসা ছবি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ২. ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য নির্দেশিকা: অডিও-ভিজ্যুয়াল মান: ভিডিওর অডিও অবশ্যই পরিষ্কার এবং শ্রুতিমধুর হতে হবে। ভিজ্যুয়াল ঝাপসা বা অস্থিতিশীল (Shaky) হওয়া চলবে না। শব্দ বা দৃশ্যের নিম্নমান কনটেন্টটিকে সরাসরি অযোগ্য বলে গণ্য করবে। থাম্বনেইল: থাম্বনেইল হতে হবে নান্দনিক, আকর্ষণীয় এবং ভিডিওর মূল বার্তার প্রতিফলন। অপ্রয়োজনীয় গ্রাফিক্স বা ক্লিকবেট (Clickbait) কঠোরভাবে পরিহার করতে হবে। বিষয়বস্তু উপস্থাপন: ভিডিওর শুরুতেই মূল বিষয়বস্তু দর্শকদের সামনে তুলে ধরতে হবে। অপ্রাসঙ্গিক ভূমিকা বা দীর্ঘসূত্রিতা বর্জন করে মূল তথ্যে মনোনিবেশ করতে হবে। ৩. আর্টিকেল লেখকদের জন্য নির্দেশিকা: বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা: প্রতিটি আর্টিকেল অবশ্যই তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ এবং ব্যাকরণগতভাবে নির্ভুল হতে হবে। বানান ভুল, ভাষাগত দুর্বলতা বা অসত্য তথ্য পরিবেশন করা চলবে না। শিরোনাম: শিরোনাম হতে হবে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়, যা পাঠকের কাছে সংবাদের মূলভাব পৌঁছে দিতে সক্ষম। তথ্যের সত্যতা যাচাই: কোনো প্রকার যাচাইবিহীন, অসত্য বা গুজবভিত্তিক কনটেন্ট প্রকাশনা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রতিটি তথ্য প্রকাশের পূর্বে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। ৪. কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টদের জন্য নির্দেশিকা: নিয়মিত অংশগ্রহণ: প্রত্যেক কন্ট্রিবিউটর ও সিটিজেন জার্নালিস্টকে সপ্তাহে ন্যূনতম একটি (০১) ভিডিও বা একটি (০১) মানসম্মত আর্টিকেল জমা দিতে উৎসাহিত করা হচ্ছে। অ্যাকাউন্টের সক্রিয়তা: নিয়মিত এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলে আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করা হতে পারে। আমাদের লক্ষ্য একটি সক্রিয় ও অংশগ্রহণমূলক কমিউনিটি তৈরি করা। কনটেন্টের প্রভাব: আপনার প্রেরিত কনটেন্ট যেন তথ্যবহুল, জনগুরুত্বপূর্ণ এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 🚫 চূড়ান্ত সতর্কতা: প্রতিষ্ঠানের কোনো সদস্য যদি ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়ানো, পেশাগত অসততা বা নীতিমালার গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত হন, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হবে। আই নিউজ বিডি তার কাজের মানের ক্ষেত্রে কোনো প্রকার আপস করতে প্রস্তুত নয়। মনে রাখবেন, আপনার একটি দুর্বল বা মানহীন কাজ কেবল আপনার ব্যক্তিগত ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে না, বরং এটি সমগ্র প্রতিষ্ঠানের অর্জিত সুনাম এবং বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। আমাদের লক্ষ্য: নির্ভুল তথ্য, গভীর বিশ্লেষণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের অবিচল আস্থা অর্জন করা। আসুন, আমরা সকলে মিলে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের চর্চার মাধ্যমে আই নিউজ বিডি-কে এক নতুন উচ্চতায় নিয়ে যাই। এই নীতিমালা অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। কর্তৃপক্ষ, আই নিউজ বিডি
    Love
    1
    0 Yorumlar 0 hisse senetleri 2K Views 0 önizleme
Arama Sonuçları
Eidok App https://eidok.com