• চট্টগ্রাম জিইসি মোড়ে বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা বিশ্বাসের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাদিয়াস মেকওভারের ওয়াশরুম থেকে মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়।
    চট্টগ্রাম জিইসি মোড়ে বিউটি পার্লার থেকে প্রিয়াঙ্কা বিশ্বাসের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাদিয়াস মেকওভারের ওয়াশরুম থেকে মরদেহ ও একটি চিরকুট উদ্ধার করা হয়।
    0 Yorumlar 0 hisse senetleri 50 Views 0 önizleme
  • আজ কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন ।

    জাকির হোসেন।। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন আজ । ১৯৭৬ সালের এ দিনে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মৃত মুন্সী খলিল উদ্দীন ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়।

    আদিত্য ১৯৯১ সালে কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

    আদিত্য শাহীন ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সূত্রপাত’ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘দৈনিক আন্দোলনের বাজার’র বার্তা সম্পাদক, ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খোলা কাগজের’ বার্তা সম্পাদক, ২০০৩ সালে ‘দৈনিক পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও একই বছরের মে মাসে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ এ ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও প্রোগ্রাম রিসার্চচার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের গবেষণা ও পাণ্ডলিপি লেখার দায়িত্ব পালন করতেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে তিনি বার্তা সম্পাদক পদে কর্মরত।

    এ সাংবাদিক ১৯৯০ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভেবলুর গালিভার’, ২০১০ সালে কাব্যগ্রন্থ ‘ওগো মোর দেহপ্রভু’ প্রকাশিত হয়। এ ছাড়া তার সম্পাদিত অনেক বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে ‘সান অব দ্য সয়েল’, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মারক গ্রন্থ, চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান নিয়ে সারাদেশের দর্শকদের নিবন্ধনের সংকলন ‘জনভাষ্য’ এর ১ থেকে ৬টি খণ্ড সম্পাদনা। পাশাপাশি ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন ‘নিরীখ’ ও ১৯৯২ সালে ‘ছড়াপত্র ডিনামাইট’ এর সম্পাদনাও করেন।

    আদিত্য মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’ ও নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    আদিত্য শাহীন ২০০৪ সালের ৬ ডিসেম্বর লায়লা খালেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তিনি দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী লায়লা ‘ক্রিটিক’ ও ‘পারি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত।

    আদিত্য শাহীনের পছন্দের রং ক্রিম ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন সব ধরনের দেশী খাবার। আর অবসরে তিনি ছবি আঁকতে ও লেখালেখি করতেই পছন্দ করেন।

    তিনি সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৬ সালে কুষ্টিয়ার অনিকস একাডেমির ‘শ্রেষ্ঠ তরুণ সাংবাদিক’ পুরস্কার পান।

    জন্মদিনে জানাই শুভ কামনা।
    আজ কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন । জাকির হোসেন।। আজ ৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। কুষ্টিয়ার কৃতি সন্তান সাংবাদিক আদিত্য শাহীনের জন্মদিন আজ । ১৯৭৬ সালের এ দিনে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে তিনি জন্মগ্রহণ করেন। বাবা মৃত মুন্সী খলিল উদ্দীন ও মা আছিয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। আদিত্য ১৯৯১ সালে কুষ্টিয়া জেলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৩ সালে কুষ্টিয়া ইসলামিয়া কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি, কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স সম্পন্ন করেন। আদিত্য শাহীন ছাত্রাবস্থায় ১৯৯৩ সালে কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সূত্রপাত’ পত্রিকার বার্তা সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ‘দৈনিক আন্দোলনের বাজার’র বার্তা সম্পাদক, ২০০০ সালে ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক খোলা কাগজের’ বার্তা সম্পাদক, ২০০৩ সালে ‘দৈনিক পত্রিকা’র নির্বাহী সম্পাদক ও একই বছরের মে মাসে বেসরকারি টিভি ‘চ্যানেল আই’ এ ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও প্রোগ্রাম রিসার্চচার হিসেবে যোগ দেন। ওই সময় তিনি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের গবেষণা ও পাণ্ডলিপি লেখার দায়িত্ব পালন করতেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে তিনি বার্তা সম্পাদক পদে কর্মরত। এ সাংবাদিক ১৯৯০ সাল থেকে বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। ২০০৭ সালে তার লেখা শিশুতোষ গ্রন্থ ‘ভেবলুর গালিভার’, ২০১০ সালে কাব্যগ্রন্থ ‘ওগো মোর দেহপ্রভু’ প্রকাশিত হয়। এ ছাড়া তার সম্পাদিত অনেক বইও প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাইখ সিরাজের জীবন ও কর্ম নিয়ে ‘সান অব দ্য সয়েল’, রাজনীতিবিদ সাইফুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে স্মারক গ্রন্থ, চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান নিয়ে সারাদেশের দর্শকদের নিবন্ধনের সংকলন ‘জনভাষ্য’ এর ১ থেকে ৬টি খণ্ড সম্পাদনা। পাশাপাশি ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন ‘নিরীখ’ ও ১৯৯২ সালে ‘ছড়াপত্র ডিনামাইট’ এর সম্পাদনাও করেন। আদিত্য মাসিক সমালোচনাপত্র ‘ক্রিটিক’ ও নারী প্রগতির ত্রৈমাসিক ‘পারি’ পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আদিত্য শাহীন ২০০৪ সালের ৬ ডিসেম্বর লায়লা খালেদার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তিনি দুই কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী লায়লা ‘ক্রিটিক’ ও ‘পারি’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক পদে কর্মরত। আদিত্য শাহীনের পছন্দের রং ক্রিম ও ফুল গোলাপ। খেতে ভালবাসেন সব ধরনের দেশী খাবার। আর অবসরে তিনি ছবি আঁকতে ও লেখালেখি করতেই পছন্দ করেন। তিনি সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৯৬ সালে কুষ্টিয়ার অনিকস একাডেমির ‘শ্রেষ্ঠ তরুণ সাংবাদিক’ পুরস্কার পান। জন্মদিনে জানাই শুভ কামনা।
    0 Yorumlar 0 hisse senetleri 155 Views 0 önizleme
  • চট্টগ্রামে সাংবাদিকের বাসায় হামলা ও লুটপাট: থানা পুলিশের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ..
    https://eyenewsbd.com/articles/read/chttgrame-sangbadiker-basaj-hamla-o-lutpat-thana-pulisher-nirb-bhumika-prshnbiddh_20993.html
    চট্টগ্রামে সাংবাদিকের বাসায় হামলা ও লুটপাট: থানা পুলিশের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ.. https://eyenewsbd.com/articles/read/chttgrame-sangbadiker-basaj-hamla-o-lutpat-thana-pulisher-nirb-bhumika-prshnbiddh_20993.html
    0 Yorumlar 0 hisse senetleri 308 Views 0 önizleme
  • চট্টগ্রামে সাংবাদিকের বাসায় হামলা ও লুটপাট: থানা পুলিশের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ..
    https://eyenewsbd.com/articles/read/chttgrame-sangbadiker-basaj-hamla-o-lutpat-thana-pulisher-nirb-bhumika-prshnbiddh_20993.html
    চট্টগ্রামে সাংবাদিকের বাসায় হামলা ও লুটপাট: থানা পুলিশের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ.. https://eyenewsbd.com/articles/read/chttgrame-sangbadiker-basaj-hamla-o-lutpat-thana-pulisher-nirb-bhumika-prshnbiddh_20993.html
    EYENEWSBD.COM
    চট্টগ্রামে সাংবাদিকের বাসায় হামলা ও লুটপাট: থানা পুলিশের নিরব ভূমিকা প্রশ্নবিদ্ধ.. | আই নিউজ বিডি
    চট্টগ্রামের লালখান বাজারে সাংবাদিক মাহমুদ মিঠুর বাসায় হামলা ও লুটপাটের ঘটনায় থানার পুলিশের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।..
    Like
    1
    0 Yorumlar 0 hisse senetleri 355 Views 0 önizleme
  • চট্টগ্রামের পটিয়া উপজেলাতে বি*ষধর এক সাপের কামড়ে ৩৫ বছর বয়সী এক গৃহিণীর মৃ*ত্যু হয়েছে।আজ দুপুরে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কুর হাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।নি*হ*ত ঐ মহিলার নাম ফেরদৌস বেগম।তিনি বড়লিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।জানা যায় ঘরে কাজ করতে গিয়ে মাছ ধরার একটি জালে হাত দেয়।ঐ জালে থাকা বি*ষধর এক সাপ তাকে কামড় দিলে,পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করে।
    চট্টগ্রামের পটিয়া উপজেলাতে বি*ষধর এক সাপের কামড়ে ৩৫ বছর বয়সী এক গৃহিণীর মৃ*ত্যু হয়েছে।আজ দুপুরে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের শুক্কুর হাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।নি*হ*ত ঐ মহিলার নাম ফেরদৌস বেগম।তিনি বড়লিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলখাইন গ্রামের মোঃ রাসেলের স্ত্রী।জানা যায় ঘরে কাজ করতে গিয়ে মাছ ধরার একটি জালে হাত দেয়।ঐ জালে থাকা বি*ষধর এক সাপ তাকে কামড় দিলে,পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করে।
    0 Yorumlar 0 hisse senetleri 307 Views 0 önizleme
  • ফিফার নি*ষে*ধা*জ্ঞা*য় বাংলাদেশি ফুটবল ক্লাব বসুন্ধরা কিং
    ফিফার নি*ষে*ধা*জ্ঞা*য় বাংলাদেশি ফুটবল ক্লাব বসুন্ধরা কিং
    0 Yorumlar 0 hisse senetleri 204 Views 0 önizleme
  • ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন
    গাইবান্ধা, পলাশবাড়ি উপজেলা হাসপাতালে আনার সময় মৃত্যুবরণ করেন,
    মোঃ আশরাফুল মিয়ার
    কন্যা মৃত মোছাঃ মনি আক্তার (১৩) বছর বয়স
    সন্ধ্যার সময় খেলতে গিয়ে
    সাপে কেটে মেয়েটি মারা যায়
    গ্রাম গনেশপুর বাজার কাশিয়াবাড়ি
    বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন!
    !!!......
    সবাইকে সতর্ক করার জন্য বেশি বেশি শেয়ার করবেন প্লিজ বাচ্চাদেরকে সন্ধ্যার পর জেনো খেলতে না দেয় সবাইকে সাবধান করার জন্য অনুরোধ করছি
    ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন গাইবান্ধা, পলাশবাড়ি উপজেলা হাসপাতালে আনার সময় মৃত্যুবরণ করেন, মোঃ আশরাফুল মিয়ার কন্যা মৃত মোছাঃ মনি আক্তার (১৩) বছর বয়স সন্ধ্যার সময় খেলতে গিয়ে সাপে কেটে মেয়েটি মারা যায় গ্রাম গনেশপুর বাজার কাশিয়াবাড়ি বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন! 😭😭😭 !!!...... সবাইকে সতর্ক করার জন্য বেশি বেশি শেয়ার করবেন প্লিজ বাচ্চাদেরকে সন্ধ্যার পর জেনো খেলতে না দেয় সবাইকে সাবধান করার জন্য অনুরোধ করছি 👍
    0 Yorumlar 0 hisse senetleri 395 Views 0 önizleme
  • ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে মনোনিত হলেন মাতারবাড়ির ইউসুফ মুন্না

    রাশিয়ার রাজধানী মস্কো শহরে অনুষ্ঠিতব্য ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫ এ মনোনিত হলে মাতারবাড়ির সন্তান ইউসুফ মুন্না। এ অনুষ্ঠানে মুন্না বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন।ফেসবুকে নিজ ওয়ালে তিনি এ সংবাদ জানান। আগমাী ১৩-২৭ সেপ্টেম্বর এই ফেস্টিভ্যাল চলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উৎসবের শুভ উদ্বোধন করবেন।
    ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যালে মনোনিত হলেন মাতারবাড়ির ইউসুফ মুন্না রাশিয়ার রাজধানী মস্কো শহরে অনুষ্ঠিতব্য ওয়াল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল-২০২৫ এ মনোনিত হলে মাতারবাড়ির সন্তান ইউসুফ মুন্না। এ অনুষ্ঠানে মুন্না বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন।ফেসবুকে নিজ ওয়ালে তিনি এ সংবাদ জানান। আগমাী ১৩-২৭ সেপ্টেম্বর এই ফেস্টিভ্যাল চলবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই উৎসবের শুভ উদ্বোধন করবেন।
    0 Yorumlar 0 hisse senetleri 301 Views 0 önizleme
  • চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রচারে সিপ্লাস টিভির উত্থান সাফল্য , গুরুত্ব ও চ্যালেঞ্জ..
    https://eyenewsbd.com/articles/read/chttgramer-anchlik-bhashar-prchare-siplas-tibhir-utthan-saflj-gurutb-o-chjalenj_20711.html
    চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রচারে সিপ্লাস টিভির উত্থান সাফল্য , গুরুত্ব ও চ্যালেঞ্জ.. https://eyenewsbd.com/articles/read/chttgramer-anchlik-bhashar-prchare-siplas-tibhir-utthan-saflj-gurutb-o-chjalenj_20711.html
    EYENEWSBD.COM
    চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রচারে সিপ্লাস টিভির উত্থান সাফল্য , গুরুত্ব ও চ্যালেঞ্জ.. | আই নিউজ বিডি
    চট্টগ্রামের আঞ্চলিক ভাষা চাটগাঁইয়া প্রচারে সিপ্লাস টিভির ভূমিকা ও আলমগীর অপুর অভিজ্ঞতা।..
    Like
    1
    1 Yorumlar 0 hisse senetleri 600 Views 0 önizleme
  • চট্টগ্রামের ফয়'স লেক এলাকা সংলগ্ন নুরিয়া গলির সামনে বিদ্যুৎ এর পিলারে আ"গু"ন লেগেছে !!
    চট্টগ্রামের ফয়'স লেক এলাকা সংলগ্ন নুরিয়া গলির সামনে বিদ্যুৎ এর পিলারে আ"গু"ন লেগেছে !!
    0 Yorumlar 0 hisse senetleri 436 Views 0 önizleme
  • চট্টগ্রামের ষোলোশহরে বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মা'রা যান মহসিন কলেজ ছাত্রী তানজিবা সাইফুল তিশমা। সন্তান হারিয়ে নিঃস্ব মা-বাবা।
    জানা যায়, তানজিবা মহসিন কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে। পরিবারসহ তিনি নগরীর মুরাদপুর এলাকায় থাকতেন।
    নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার ও স্বজনকে আল্লাহ ধৈর্য্য দিক। (আমিন।)

    বি:দ্র: প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী পোস্ট এডিট করা হয়েছে।
    চট্টগ্রামের ষোলোশহরে বাসের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে মা'রা যান মহসিন কলেজ ছাত্রী তানজিবা সাইফুল তিশমা। সন্তান হারিয়ে নিঃস্ব মা-বাবা। জানা যায়, তানজিবা মহসিন কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীলে। পরিবারসহ তিনি নগরীর মুরাদপুর এলাকায় থাকতেন। নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার ও স্বজনকে আল্লাহ ধৈর্য্য দিক। (আমিন।) বি:দ্র: প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী পোস্ট এডিট করা হয়েছে।
    0 Yorumlar 0 hisse senetleri 609 Views 0 önizleme
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়। আজ দুপুরে ক্যাম্পাসের দুই নম্বর গেটসংলগ্ন জোবরা গ্রামেছবি: মাহমুদ সরদার
    ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন—এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার অধীন।উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন প্রথম আলোকে বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে গতকাল শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাঁদের পক্ষের আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।
    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয়। আজ দুপুরে ক্যাম্পাসের দুই নম্বর গেটসংলগ্ন জোবরা গ্রামেছবি: মাহমুদ সরদার ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন—এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার অধীন।উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না।জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন প্রথম আলোকে বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে গতকাল শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাঁদের পক্ষের আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।
    0 Yorumlar 0 hisse senetleri 658 Views 0 önizleme
Arama Sonuçları
Eidok App https://eidok.com